মনোবিজ্ঞানের প্রকৃতি | Nature of Psychology | মনোবিজ্ঞান

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

 মনোবিজ্ঞানের প্রকৃতি (Nature of Psychology)

বিশিষ্ট মনোবিজ্ঞানীগণ মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে বর্ণনা করলেও, একে বিজ্ঞানের মর্যাদা দেওয়া যেতে পারে কিনা এ বিষয়ে মতভেদ আছে। এর প্রত্যুত্তরে মনোবিদ N L Munn-এর বক্তব্যটি তুলে ধরা যেতে পারে- "Psychology is a science and properly trained psychologist is a scientist, or at least a practitioner who uses scientific methods and information resulting from scientific investigation” অর্থাৎ মনোবিজ্ঞান হল বিজ্ঞান এবং যথাযথভাবে প্রশিক্ষিত মনোবিদ একজন বৈজ্ঞানিক অথবা বৈজ্ঞানিক অনুসন্ধান দ্বারা প্রাপ্ত বৈজ্ঞানিক তথ্য ও পদ্ধতির অনুশীলনকারী।


মনোবিজ্ঞান যে বিজ্ঞান তার স্বপক্ষে আমরা নিম্নলিখিত যুক্তিগুলি দিতে পারি—

• অন্যান্য বিজ্ঞানের মতো মনোবিজ্ঞানেরও সুসংবদ্ধ জ্ঞান, তথ্য, নীতি ও তত্ত্ব রয়েছে যেগুলি নতুন তথ্য আবিষ্কারে ফলে এবং নতুন নীতি ও তত্ত্বের প্রয়োজনে পরিবর্তিত হয়।

• অন্যান্য বিজ্ঞানের মতোই, এটি কার্যকারণ সম্পর্কে বিশ্বাসী।

• অন্যান্য বিজ্ঞানের মতো, এটি সত্যের অনুসন্ধান করে।

• অন্যান্য বিজ্ঞানের মতোই এর বিশুদ্ধ (Pure) ও ফলিত (Applied) দুটি দিক রয়েছে।


বিজ্ঞানকে সাধারণত আমরা আদর্শমূলক (Normative) ও বর্ণনামূলক (Positive) এই দু-ভাগে ভাগ করে থাকি ।

আদর্শমূলক বিজ্ঞান কী হওয়া উচিত—তা বলে থাকে। যেমন নীতিবিজ্ঞান, কিন্তু বর্ণনামূলক বিজ্ঞান যে বস্তু বা ঘটনা যেমন আছে সেভাবেই বর্ণনা করে। যেমন—পদার্থবিদ্যায় জড় প্রকৃত যেরূপ ব্যবহার করে তা বর্ণনা করে ।


মনোবিজ্ঞান বর্ণনামূলক বিজ্ঞান। আমাদের মানসিক অভিজ্ঞতা ও ব্যবহার বাস্তবক্ষেত্রে যেরকম হয় তারই বর্ণনা করে। তবে অন্যান্য বিজ্ঞানের সঙ্গে এর পার্থক্য হল-

1. পদার্থবিদ্যা, রসায়ন বা গণিতের মতো একে প্রকৃত বিজ্ঞান বলা যায় না। এটি প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে কাজেই এটি ব্যাবহারিক বিজ্ঞান (Behavioural science)।

2. এই আচরণ পরিবর্তনশীল ও পূর্বনির্ধারিত নয়। অপরদিকে প্রাকৃতিক বিজ্ঞান যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে সেগুলি পূর্ব নির্দিষ্ট। এর ফলে মনোবিজ্ঞান অন্যান্য বিজ্ঞানের ন্যায় সঠিক ও নৈর্ব্যক্তিক নয়, যদিও এর প্রচেষ্টা মনোবিজ্ঞান চালিয়ে যাচ্ছে। তাই একে প্রাকৃতিক বিজ্ঞান হিসেবে বর্ণনা না করে বস্তুনিষ্ঠ ও বর্ণনামূলক বিজ্ঞান (Positive Science) বলা যায়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url