DELED সাজেশন 2025 । DELED 2024 26 Part 1 Bengali suggestions
DELED সাজেশন 2025 । DELED 2024 26 Part 1 Bengali suggestions
DELED সাজেশন 2 Marks :
1. মাতৃভাষার সংজ্ঞা দিন।মাতৃভাষা শিক্ষার দক্ষতাগুলি লিখুন।
2. ধারণা পাঠ, স্বাদনা পাঠ এবং চর্বনা পাঠ কাকে বলে?
3. বানান শিক্ষার দুটি উদ্দেশ্য / প্রয়োজনীয়তা / গুরুত্ব লিখুন।
4. আদর্শ পাঠের দুটি বৈশিষ্ট্য লিখুন।
5. শব্দানুক্রমিক পদ্ধতি ও বর্ণানুক্রমিক পদ্ধতি কাকে বলে? দুটি করে বৈশিষ্ট্য, সুবিধা ও
অসুবিধা লিখুন না
6. ভাষা কাকে বলে? ভাষা শিক্ষার স্তরগুলি কী কী?
7. ভাষা শিক্ষার চারটি সহায়ক উপকরনের নাম লিখুন
৪. পঠন ও লিখন দক্ষতা বৃদ্ধির দুটি উপায় লিখুন না
9. তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দ কাকে বলে? উদাহরণ দিন৷
10. অনুশিক্ষণ কাকে বলে? অনুশিক্ষণের দুটি করে বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা লিখুন
11. অল্পপ্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ, ঘোষ বর্ণ ও অঘোষ বর্ণ কাকে বলে?
12. সরব পাঠ এবং নীরব পাঠ কাকে বলে? এদের মধ্যে চারটি পার্থক্য লিখুন।
13. অনুবন্ধ প্রণালী কাকে বলে? দুটি বৈশিষ্ট্য লিখুন।
14. পাঠ পরিকল্পনা বা পাঠটিকা কাকে বলে দুটি প্রয়োজনীয়তা / গুরুত্ব লিখুনা
15. ব্যাকরণ শিক্ষার সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি ও বিশ্লেষণ পদ্ধতি কাকে বলে? দুটি করে সুবিধা
অসুবিধা লিখুন
16. মূল্যায়ন কাকে বলে? মূল্যায়নের দুটি প্রকৃতি ও দুটি বৈশিষ্ট্য লিখুন৷
17. গল্প বলা পদ্ধতি কাকে বলে? দুটি সুবিধা ও দুটি অসুবিধা লিখুন৷
18. নিরবচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন কাকে বলে? দুটি প্রয়োজনীয়তা লিখুন
19. গঠনমূলক মূল্যায়ন এবং চূড়ান্ত মূল্যায়ন কাকে বলে? দুটি পার্থক্য লিখুন।
20. শিক্ষা উপকরণের যে কোনো চারটি বৈশিষ্ট্য লিখুন ৷
21. বাক্যক্রম পদ্ধতি কাকে বলে?
22. স্পর্শ বর্ণ, উষ্ণ বর্ণ, ওষ্ঠ বর্ণ, তালব্য বর্ণ, অন্তঃস্থ বর্ণ কাকে বলে? উদাহরণ দিন৷
23. পারদর্শিতার অভিক্ষা কাকে বলে ? দুটি বৈশিষ্ট্য ও দুটি উদ্দেশ্য লিখুন
24. শিক্ষা উপকরণের দুটি গুরুত্ব / প্রয়োজনীয়তা/ উপযোগিতা লিখুন অথবা স্বল্পমূল্য শিক্ষণ
সহায়ক উপকরণ ব্যবহারের উপযোগিতা / সুবিধা লিখুন ৷
25. অনুচ্ছেদ রচনা এবং পত্র রচনার দুটি উপযোগিতা / প্রয়োজনীয়তা লিখুন
26. আরোহী এবং অবরোহী পদ্ধতি কাকে বলে? উদাহরণ দিন
27. আরোহী এবং অবরোহী পদ্ধতির মধ্যে চারটি পার্থক্য লিখুন৷
28. ব্যাকরণ পাঠের দুটি উদ্দেশ্য/ গুরুত্ব লিখুন না
29. শিক্ষা উপকরণকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? প্রত্যেকটি ভাগের দুটি করে উদাহরণ
দিনা
30. সহজে বানান শেখার চারটি উপায় লিখুন
31. ভালো হস্তাক্ষরের দুটি বৈশিষ্ট্য লিখুন৷
32. অভ্যন্তরীণ ও বহির্মূল্যায়ন কাকে বলে? এদের মধ্যে চারটি পার্থক্য লিখুন
33. অভিনয় পদ্ধতি কাকে বলে?
34. আলোচনা বা কথোপকথন পদ্ধতি কাকে বলে? দুটি সুবিধা ও দুটি অসুবিধা লিখুন
DELED সাজেশন 7 ও 16 নম্বর :
1. মাতৃভাষা শিক্ষার গুরুত্ব / উদ্দেশ্যে / উপযোগিতা / প্রয়োজনীয়তাগুলি লিখুন
2. সরব পাঠ এবং নীরব পাঠের উদ্দেশ্য এবং সুবিধা, অসুবিধাগুলি লিখুন৷
3. গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কী কী? প্রতিটি শ্রেণীর সংক্ষিপ্ত পরিচয় দিন৷
4. ব্যাকরণ শিক্ষার গুরুত্ব / উদ্দেশ্যে / উপযোগিতা/ প্রয়োজনীয়তাগুলি লিখুন
5. ব্যাকরণ শিক্ষাদানের সমস্যাগুলি কী কী?
6. মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির উল্লেখ করুন এবং যে কোনো একটি পদ্ধতি
সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন
7. আরোহী এবং অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করুন।
৪. হাতের লেখা শিক্ষাদানের উপায়সমূহ আলোচনা করুন৷
অথবা শিক্ষার্থীদের লিখন দক্ষতা উৎকর্ষ সাধনের উপায়গুলি লিখুন৷
9. ব্যাকরণ শিক্ষাদানে যে কোনো দুটি পদ্ধতির নাম উল্লেখ করুন এবং যে কোনো একটি পদ্ধতি
সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন।
অথবা ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতিগুলি উল্লেখ করে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কোনটি তা আলোচনা
করুন।
10. পাঠের ক্ষেত্রে মূল্যায়নের প্রয়োজনীয়তা / গুরুত্ব / উদ্দেশ্যগুলি লিখুন।
DELED সাজেশন 16 নম্বরে প্রশ্ন উত্তর:
1. তৃতীয় থেকে সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের যে কোনো একটি পাঠ একক অবলম্বনে একটি
পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা রচনা করুন
2. তৃতীয় থেকে সপ্তম শ্রেণীর যে কোন একটি পাঠ একক অবলম্বনে যে কোনো একটি শিক্ষণ
দক্ষতাভিত্তিক একটি অনুপাঠটিকা রচনা করুনা