ভূমধ্যসাগরীয় জালবায়ু অঞ্চলে অধিকাংশ বৃষ্টিপাত শীতকালে ঘটে কেন? গ্রীষ্মকাল শুষ্ক কেন?

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল অধিক উষ্ণ হয় কেন?

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 21° থেকে 27° সে.। অনেক স্থানে গ্রীষ্মকালে দিনের বেলায় উষ্মতা 32°-35° সে. হয়।

ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার প্রধান কারণগুলি হল— (i) প্রায় উল্লম্ব সূর্যরশ্মির ভূপৃষ্ঠে পতন, (ii) আপেক্ষিক আর্দ্রতার স্বল্পতা, (iii) শুষ্ক বায়ুপুঞ্জের উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চলে অধোগমন, (iv) বৃষ্টিপাতের স্বল্পতা, (v) মরু অঞ্চলের প্রভাব, (vi) মহাদেশসমূহের পশ্চিমাংশে অবস্থান প্রভৃতি। 

ভূমধ্যসাগরীয় জালবায়ু অঞ্চলে অধিকাংশ বৃষ্টিপাত শীতকালে ঘটে কেন?  গ্রীষ্মকাল শুষ্ক কেন?
ভূমধ্যসাগরীয় জালবায়ু অঞ্চল

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল শুষ্ক কেন? অথবা গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত কম হয় কেন? 

(i) সূর্যের উত্তরায়ণের কারণে গ্রীষ্মকালে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় প্রায় 5° উত্তরে সরে অবস্থান করে। এই সময় মেরুপ্রদেশ ও নিরক্ষীয় অঞ্চল থেকে আগত ঊর্ধ্বমুখী বাতাস ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের উচ্চচাপ বলয়ে এসে নিম্নমুখী হতে থাকে বলে বাতাস ক্রমশ উষ্ম হয় এবং এতে জলীয় বাষ্প থাকে না বলে বৃষ্টিপাত খুব কম হয়।

(ii) গ্রীষ্মকালে মহাদেশের পূর্বদিকের বিস্তৃত স্থলভাগ অতিক্রম করে আয়নবায়ু যখন এই জলবায়ু অঞ্চলে প্রবেশ করে তখন তাতে বিশেষ জলীয় বাষ্প থাকে না বলে বৃষ্টিপাত কম হয়।

(ii) গ্রীষ্মকালে বায়ু সাধারণত স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হতে থাকে বলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে। ফলে এখানে গ্রীষ্মকাল শুষ্ক।



ভূমধ্যসাগরীয় জালবায়ু অঞ্চলে শীতকাল আর্দ্র কেন? অথবা এই জলবায়ু অঞ্চলে অধিকাংশ বৃষ্টিপাত শীতকালে ঘটে কেন?

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে মোট বৃষ্টিপাতের প্রায় 78%- 85% বৃষ্টিপাত ঘটে শীতকালে। এই জলবায়ু অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমি থেকে 75 সেমি।

নিম্নলিখিত ওটি প্রধান কারণে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে অধিকাংশ বৃষ্টিপাত ঘটে থাকে

(i) শীতকালে সূর্যের দক্ষিণায়নের কারণে উপক্রান্তীয় উচ্চ বলয় তার প্রকৃত অবস্থান থেকে 5° দক্ষিণে সরে যায়। ফলে এই জলবায়ু অঞ্চলের 25° অক্ষরেখা পর্যন্ত স্থানসমূহপশ্চিমাবায়ুর অন্তর্গত হয়। পশ্চিমদিক থেকে আগত পশ্চিমবায়ু সমুদ্রথেকে প্রচর জলীয় বাষ্প নিয়ে এই অঞ্চলে প্রবেশ করলে শীতকালেএই অঞ্চলে যথেষ্ট বৃষ্টিপাত ঘটে।

(ii) শীতকালে মেরুপ্রদেশ থেকে শীতল বায়ুপুঞ্জ [Cold Air Mass]-এর আগমনে মেরু বাতাস নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সৃষ্টি করে যা থেকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়।

(iii) এই অঞ্চলের উপকূলবর্তী এলাকাগুলিতে পর্বতের অবস্থানজনিত কারণে শীতকালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হতে দেখা যায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url