WBPSC Upcoming Exam list 2025 – WBPSC 15 টি চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল, জেনে নিন সম্পূর্ণ তথ্য

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Upcoming Exam 2025 – 2025 সালের জন্য পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করলেও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। আপনিও যদি  চাকরিপ্রার্থী হন তবে এই প্রতিবেদন আপনার জন্য। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রতিটি চাকরির পরীক্ষার দিনক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো আজকের এই প্রতিবেদনে।

WBPSC Upcoming Exam list 2025 – WBPSC 15 টি চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল, জেনে নিন সম্পূর্ণ তথ্য
WBPSC 15 টি চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি

WBPSC  চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি 2025

1) 2023 সালেই 7 মার্চ থেকে 22 মার্চ পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস (প্রিলিমিনারি) পরিক্ষা 2023 রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। এই পরীক্ষা 2025 সালের 23 জুন থেকে 3 জুলাই এর মধ্যে আয়োজিত হবে বলে খবর। জুডিশিয়াল সার্ভিস এর ফাইনাল পরীক্ষার হবে 04 মে, 2025।


2) 2024 4 এপ্রিল থেকে 25 এপ্রিল মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছিল সালে WBCS (এক্সিকিউটিভ) প্রিলিমিনারি পরীক্ষার। এই পরীক্ষা আয়োজিত হবে 2025 সালের ৭ সেপ্টেম্বর।


3) আগামি 5 মে, 2025 ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির জন্য ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার আয়োজন করা হবে।


4) আগামী 29 জুন, 2025 তারিখে প্রাথমিকে পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।


5) WBPSC নিয়োগ পরীক্ষার রেজিস্ট্রেশন 3 আগস্ট, 10, 23, 2025; 15 নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। যার পরিক্ষা হবে 2025 সালের 13 ডিসেম্বর তারিখ।


6) 2025 সালের 14 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সাব-অর্ডিনেট এডুকেশন সার্ভিস (Gr-A), WB সরকারে সহকারী মাস্টার্স (B/M) রেজিস্ট্রেশন হবে।


7) 14 সেপ্টেম্বর, 2025 এ পরীক্ষা হবে পশ্চিমবঙ্গ সাব-অর্ডিনেট এডুকেশন সার্ভিস (Gr-A), সরকারে সহকারী উপদেষ্টা (B/M) পদের নিয়োগের।


8) 2025 সালের 20 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সাব-অর্ডিনেট এডুকেশন সার্ভিস (Gr-A), সরকারে সহকারী মাস্টার্স (E/M) পরীক্ষা অনুষ্ঠিত হবে।


9) 2025 এর 20 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সাব-অর্ডিনেট এডুকেশন সার্ভিস (Gr-A), সরকারে WBPSC সহকারী মিস্ট্রেস (E/M) WB পরীক্ষা অনুষ্ঠিত হবে।


1০) 21 সেপ্টেম্বর, 2025 তারিখে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট (প্রাথমিক) 2024 পরীক্ষা হবে।


11) 10 জুলাই থেকে 25 জুলাই মধ্যে WBPSC AE 2025 পরিক্ষার রেজিস্ট্রেশন হবে। 18 অক্টোবর, 2025 তারিখে হবে পরীক্ষা।


12) 2025 এর 2 নভেম্বর তারিখে WBPSC FPDO 2025 (খাদ্য প্রক্রিয়াকরণ উন্নয়ন কর্মকর্তা/Food Processing Development Officer) পরীক্ষা অনুষ্ঠিত হবে।


13) 2025 সালের 9 নভেম্বর পরিবহন বিভাগের অধীনে WBPSC MVI বিজ্ঞপ্তি 2025 (অ-কারিগরি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।


14) 8 মে থেকে 30 মে, 2025 তারিখ রেজিস্ট্রেশন হবে WBPSC বিবিধ (Miscellaneous) পরীক্ষার। 23 নভেম্বর, 2025 আয়োজন করা হয়েছে পরীক্ষার।


15) 7 ডিসেম্বর, 2025 অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস (প্রিলিমিনারি) 2024 পরীক্ষা।


16) 2025 সালের 14 ডিসেম্বর হবে WBPSC LDA (Livestock Development Assistant) পরীক্ষা।


17) আগস্ট 8 থেকে 29 আগস্ট 2024 রেজিস্ট্রেশনের WBPSC ক্লার্কশিপ পরীক্ষা (পর্ব-1) আগামী 2025 সালের 28 ডিসেম্বর, 2025 তারিখ আয়োজন করা হবে।


Previous Post
No Comment
Add Comment
comment url