অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস সিভিল কোর্টে ক্লার্ক ও গ্রুপ- ডি নিয়োগ , প্রতিমাসে বেতন ২২৭০০ টাকা
গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা সিভিল কোর্ট। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলেই এই পদে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। কলকাতা সিভিল কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদন থেকে আপনারা আবেদনের যোগ্যতা, বেতন সীমা, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতিসহ একাধিক প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন।

যেসব পদে নিয়োগ করা হবে-
- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (LDA)- ১২ টি।
- সামন বেইলিফ (গ্রুপ- ডি)- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- সামন বেইলিফ পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে শুধুমাত্র যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস হতে হবে। অপরদিকে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীকে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের অন্তর্গত যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস হতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটারের সার্টিফিকেট ও টাইপিং এর দক্ষতা থাকাও আবশ্যক।
মাসিক বেতন- ন্যূনতম ২১,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৫৮,৫০০/- টাকা পর্যন্ত মাসিক বেতনের সুযোগ রয়েছে উল্লেখিত পদগুলিতে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা আবেদনের পূর্বে ভালোভাবে অফিশিয়াল বিজ্ঞপ্তি পড়ে নেবেন।
নিয়োগ পদ্ধতি- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে চাকরিপ্রার্থীদের প্রথমে একটি অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা এবং তারপর ডেসক্রিপটিভ লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। অপরদিকে সামন বেইলিফ পদে শুধুমাত্র অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষার ভিত্তিতে কর্মী নিয়োগ করবে কলকাতা আদালত।
আবেদন প্রক্রিয়া- কলকাতা সিভিল কোর্টের https://citycivilcourtcalcutta.dcourts.gov.in/ -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা কলকাতা উচ্চ আদালতের https://www.calcuttahighcourt.gov.in/ -এই ওয়েবসাইট থেকে ইচ্ছুক চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করে জমা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করতে হবে। সম্পূর্ণ আবেদন হয়ে গেলে ১৬/০২/২০২৫ তারিখের মধ্যে ৬০০ টাকা আবেদন মূল্য প্রদান করে দিতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, আবেদনপত্র পূরণ করে জমা করার পর আবেদন মূল্য না দিলে সেই আবেদন গ্রহণ করা হবে না।
প্রয়োজনীয় নথিপত্র-
- আধার কার্ড
- ঠিকানার প্রমাণপত্র
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার বিবরণ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- জাতিগত সার্টিফিকেট (যদি থাকে)