রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর | Part 2 | NTPC Exam Science Question answer in Bengali
Railway exam Science Question answer in Bengal : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের পরীক্ষার প্রাকটিস সেট Pdf । RRB NTPC exam Science Question answer in Bengal | Railway Question answer in Bengal in bengali | Railway EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া রেলের পরীক্ষার গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর। RRB NTPC Exam Science Question answer in Bengali,রেলের পরীক্ষার প্রশ্ন উত্তর | Railway NTPC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
রেলের গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর - 02 | রেলের পরীক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর 2024 | Railway সাজেশন প্রশ্ন উত্তর 2024
আমরা Railway পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 20 টি বিজ্ঞান প্রশ্ন উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
প্রশ্ন: নীচের কোন উদ্ভিদ অধবায়ব কাণ্ডের সাহায্যে জনন
সম্পন্ন করে ?
(A) কচুরিপানা
(B)
আদা
(C) পাথরকুচি
(D)
জবা
উত্তর: (A) কচুরিপানা
প্রশ্ন: কোশচক্রের যে দশায় DNA অণুর সংশ্লেষ ঘটে সেটি হলো-
(a) G ,
(b) S
(c) G2,
d) M
উত্তর: ( b ) S
প্রশ্ন: মানুষের মস্তিষ্কে
কয়টি পর্দা থাকে ?
A.6 টি
B.2 টি
C.4 টি
D.3 টি
উত্তর :- (D)
প্রশ্ন: মানুষের মস্তিষ্কের
ওজন কত ?
A.প্রায় 1.36kg
B.প্রায় 2kg
C.প্রায় 3kg
D.প্রায় 2.3kg
উত্তর :- (A)
প্রশ্ন: মানুষের মস্তিষ্কের
সবচেয়ে বড় অংশের নাম কি ?
A.সেরিবেলাম
B.ভেন্ট্রিকল
C.সেরিব্রাম
D.কোনোটিই নয়
উত্তর :- (C)
প্রশ্ন: পশ্চাৎ মস্তিষ্কের অংশকে কি বলে ?
A.থ্যালামাস
B.সেরিব্রাম
C.সেরিবেলাম
D.কোনোটিই নয়
উত্তর :- (C)
প্রশ্ন: অম্লবৃষ্টি হয়
প্রধানত কোন গ্যাসের কারণে
A.কার্বন-ডাই-অক্সাইড
B.ফসফরাস অক্সাইড
C.সালফার ডাইঅক্সাইড
D.কার্বন মনোঅক্সাইড
উত্তর :- (C)
প্রশ্ন: ব্যারোমিটারে
পারদের উত্থান নির্দেশ করে
A.বৃষ্টি
B.ঝড়
C.ভালো আবহাওয়া
D.ঝড় ও বৃষ্টি উভয়ই
উত্তর :- (C)
WhatsApp : 7001703046
প্রশ্ন: ইউগ্লিনা ছাড়া
অন্য কোন প্রাণী সালোকসংশ্লেষে সক্ষম ?
A.ক্রাইস্যামিবা
B.অ্যামিবা
C.মিউকর
D.কোনোটিই নয়
উত্তর :- (A)
প্রশ্ন: সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম প্রধানত
(A) দুই প্রকার
(B) তিন প্রকার
(C) চার প্রকার
(D) কোনো প্রকারভেদ নেই ।
উত্তর: (C) চার প্রকার
প্রশ্ন: যে নাইট্রোজেন বেসটি DNA- তে থাকে না কিন্তু RNA- তে থাকে সেটি হলো—
( a ) অ্যাডেনিন
( b ) গুয়ানিন
( c ) থাইমিন
( d ) ইউরাসিল
উত্তর: ( d ) ইউরাসিল
প্রশ্ন: মানুষেরকরোটিকস্নায়ুরসংখ্যাকত?
A. 12টি
B. 31টি
C. 12জোড়া
D. 31জোড়া
উত্তর:-(C)
WhatsApp : 7001703046
প্রশ্ন: রক্তেরসর্বাপেক্ষাক্ষুদ্রতমরক্তকণিকারনামকি?
A. শ্বেতরক্তকণিকা
B. লোহিতরক্তকণিকা
C. মনোসাইট
D. অনুচক্রিকা
উত্তর:-(D)
প্রশ্ন:মানুষের মেরুদন্ডে সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কত?
A. 15টি
B. 7টি
C. 4টি
D. 12টি
উত্তর:-(B)
প্রশ্ন: একজন পূর্ণবয়স্ক ব্যক্তির
হৃদপিন্ডের ওজন কত?
A. 250গ্রাম
B. 300গ্রাম
C. 500গ্রাম
D. 150গ্রাম
উত্তর:-(B)
প্রশ্ন: ফুসফুসেরআবরণীরনামকি?
A. পেরিকার্ডিয়াল
B. প্রিটোরিয়া
C. প্লুরা
D. মেনিনজেস
উত্তর:-(C)
প্রশ্ন: কোন ভিটামিন জরায়ুর
মধ্যে ভ্রুণের বৃদ্ধিতে সাহায্য করে?
A. ভিটামিনA
B. ভিটামিনE
C. ভিটামিনK
D. ভিটামিনC
উত্তর:-(B)
প্রশ্ন:মাটিতে নাইট্রোজেন বন্ধনে সাহায্য করে কোন মৌল
A. অ্যালুমিনিয়াম
B. ক্যালসিয়াম
C. জিংক
D. আয়রন
উত্তর:-(B)
প্রশ্ন: সবথেকে বড় ভাইরাসের নাম কি?
A. লিকোভাইরাস
B. ফাজভাইরাস
C. লিম্ফোগ্রনুলোমাডেনেরিয়াম
D. ডেঙ্গুভাইরাস
উত্তর:-(C)
প্রশ্ন: ত্বকেরঅনুভূতিরসংগ্রাহককি?
A. এপিডার্মিস
B. অ্যান্ডোডার্মিস
C. হ্যাকসডারমিস
D. কোনোটিইনয়
উত্তর:-(A)