ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 04 | WBPSC Clerkship Practice Set No 4 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

Clerkship exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্লার্কশিপ প্রাকটিস সেট Pdf । WBPSC Clerkship exam practice set for part 1 | Clerkship practice in bengali | Clerkship EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 04 | WBPSC Clerkship Practice Set No 4 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । ক্লার্কশিপ প্রাকটিস সেট  । Wbpsc Clerkship exam practice set for prelims ,ক্লার্কশিপ practice set 2024|  Clerkship পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


ক্লার্কশিপ প্র্যাকটিস সেট - 04 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024 | Clerkship সাজেশন প্রশ্ন উত্তর 2024


আমরা Clerkship পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।


প্রশ্ন: ভারতের বৃহত্তম জাদুঘরের নাম কি?

[A] ভারতীয় জাদুঘর 

[B] কলকাতা জাদুঘর

[C] শিমলা জাদুঘর   

[D] লখিবাঈ জাদুঘর

Ans-[A] ভারতীয় জাদুঘর

 

প্রশ্ন: ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি?

[A] থর মরুভূমি       

[B] নাথুলা

[C] জোজিলা মরুভূমি                             

[D] সাহারা মরুভূমি

Ans- [A] থর মরুভূমি

 

প্রশ্ন: নিন্মের কোনটি ভারতের বৃহত্তম স্তূপ?

[A] হাজারীবাগের স্তূপ                            

[B] জাঙ্গা স্তূপ

[C] সাঁচির স্তূপ                        

[D] মনীলা স্তূপ

Ans- [C] সাঁচির স্তূপ

 

প্রশ্ন: নিন্মের কোনটি ভারতের বৃহত্তম উদ্যান?

[A] সেন্ট্রাল পার্ক      

[B] শিবপুর বোটানিক্যাল গার্ডেন\

[C] গুজরাটের বল্লভভাই গার্ডেন              

[D] মধ্যপ্রদেশের শিবরাজ গার্ডেন 

Ans- [B] শিবপুর বোটানিক্যাল গার্ডেন

 

প্রশ্ন: ভারতের বৃহত্তম ইস্পাত কারখানার নাম কি?

[A] চিত্তরঞ্জন ইস্পাত কারখানা                 

[B] লোকমটিভ ইস্পাত কারখানা

[C] কয়ালি ইস্পাত কারখানা                    

[D] ভিলাই

Ans- [D] ভিলাই

 

প্রশ্ন: নিচের কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল?

[A] ভারত সরকার আইন ১৯১৯

[B] ভারত সরকার আইন ১৯৩৫

[C] ভারতের স্বাধীনতা আইন ১৯৪৭

[D] উপরের কোনটিই নয়।

Ans: [B] ভারত সরকার আইন ১৯৩৫

 

প্রশ্ন: লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নূন্যতম বয়স কত?

[A] ১৮ বছর            

[B] ২১ বছর

[C] ২৫ বছর            

[D] ৩৫ বছর

Ans: [C] ২৫ বছর

 

প্রশ্ন: ভারতীয় সংসদ গড়ে উঠে ____ নিয়ে।

[A] লোকসভা         

[B] রাজ্যসভা

[C] লোকসভা ও রাজ্যসভা

[D] রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা

Ans: [D] রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা

 

প্রশ্ন: গান্ধীজীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু হয়েছিল ?

A.ডান্ডি                   

B.চম্পারন

C.বরোদা                 

D.বারদৌলি 

উত্তর :- (B)

 

প্রশ্ন: বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়

A.11 সেপ্টেম্বর       

B.11 জুন

C.11 জুলাই            

D.11 আগস্ট 

উত্তর :- (C)

 

প্রশ্ন:  বিশ্বের সবচেয়ে ব্যস্ত বাণিজ্যিক নদী কোনটি ?

A.টেমস                  

B.গঙ্গা

C.টাইগ্রিস                

D.রাইন 

উত্তর :- (D)

 

প্রশ্ন: কলকাতার কোন ঐতিহাসিক নিদর্শনভিক্টোরিয়া মেমোরিয়ালনামে পরিচিত?

ক) ভারতীয় জাদুঘর  

খ) হাওড়া ব্রিজ

গ) মার্বেল প্রাসাদ  

ঘ) ভিক্টোরিয়া মেমোরিয়াল

উত্তর: ঘ) ভিক্টোরিয়া মেমোরিয়াল

 

প্রশ্ন: ঐতিহ্যবাহী বাংলা নববর্ষকে কী বলা হয়?

ক) দিওয়ালি             

খ) হোলি

গ) দুর্গাপূজা             

ঘ) পহেলা বৈশাখ

উত্তরঃ ঘ) পহেলা বৈশাখ

 

প্রশ্ন: কোন বাংলা পলিম্যাথ বঙ্গীয় রেনেসাঁর প্রধান ব্যক্তিত্ব ছিলেন এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকার জন্য পরিচিত?

ক) সুভাষ চন্দ্র বসু     

খ) রাজা রাম মোহন রায়

গ) স্বামী বিবেকানন্দ   

ঘ) সর্দার প্যাটেল

উত্তরঃ খ) রাজা রামমোহন রায়

 

প্রশ্ন: সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন ?

A. ১৯৪০                 

B. ১৯৪১

C. ১৯৪২                 

D. ১৯৪৩

উত্তর:- (B)?



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url