ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 09 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024 | WBPSC Clerkship Practice Set No 9
Clerkship exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্লার্কশিপ প্রাকটিস সেট Pdf । WBPSC Clerkship exam practice set for part 1 | Clerkship practice in bengali | Clerkship EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
![]() |
ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 09 |
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া ক্লার্কশিপ প্রাকটিস সেট । WBPSC Clerkship exam practice set for prelims , ক্লার্কশিপ practice set 2024| Clerkship পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
ক্লার্কশিপ প্র্যাকটিস সেট -09 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024 | Clerkship সাজেশন প্রশ্ন উত্তর 2024
আমরা Clerkship পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
প্রশ্ন: চাঁদ তারা কোন দেশের জাতীয় প্রতীক ?
A.ইরান
B.ইজরাইল
C.পাকিস্তান
D.কোনোটিই নয়
উত্তর :- (C)
প্রশ্ন: কোন রাজ্যের প্রধান
ভাষা খাসী ?
A.মেঘালয়
B.ত্রিপুরা
C.নাগাল্যান্ড
D.অসম
উত্তর :- (A)
WWW.SKGUIDEBANGLA.IN
প্রশ্ন: মানুষ একদিনে কত
অক্সিজেন গ্রহণ করে ?
A.800 লিটার
B.550 লিটার
C.970 লিটার
D.400 লিটার
উত্তর :- (B)
প্রশ্ন: দিল্লি ভারতের
রাজধানী কোন বছর হয়েছিল ?
A.1912
B.1911
C.1922
D.1915
উত্তর :- (B)
প্রশ্ন: লাল বাহাদুর
শাস্ত্রী এয়ারপোর্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
A.বিহার
B.গোয়া
C.উত্তর প্রদেশ
D.অসম
উত্তর :- (C)
প্রশ্ন: ছৌ নৃত্যের জন্য
কোন জেলাটি প্রসিদ্ধ ?
A. বাঁকুড়া
B. বীরভূম
C. পুরুলিয়া
D. দক্ষিন দিনাজপুর
উত্তর :- (C)
প্রশ্ন: প্রথম কবে ভারতীয়
মুদ্রার অবমূল্যায়ন ঘটে ?
A. 1948
B. 1950
C. 1949
D. 1952
উত্তর :- (C)
প্রশ্ন: ভারতের বৃহত্তম সমাধি সৌধের নাম কি?
[A] কুতুব মিনার
[B] বাবরের সমাধি
[C] তাজমহল
[D] ইন্দিরা গান্ধীর সমাধি
Ans-[C] তাজমহল
প্রশ্ন: কত সালে লর্ড
কার্জন বঙ্গবঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন ?
A. 1905
B. 1906
C. 1911
D. 1919
উত্তর :- (A)
প্রশ্ন: গন্ডোয়ানা স্তর
কিসের জন্য বিখ্যাত ?
A. লৌহ
B. কয়লা
C. বক্সাইট
D. পেট্রোলিয়াম
উত্তর:- (B)
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার
তৃনভূমি কি নামে পরিচিত
A. ডাউনস
B. প্রেইরী
C. সাভানা
D. পম্পাস
উত্তর:- (D)
প্রশ্ন: ভারতের বৃহত্তম
মহীসোপান কোথায় অবস্থিত
A. কেরালা
B. গুজরাট
C. তামিলনাড়ু
D. মেঘালয়
উত্তর:- (C)
প্রশ্ন: জাফর ইকবাল কোন
খেলার সাথে যুক্ত ?
A. টেবিল টেনিস
B. দাবা
C. কাবাডি
D. হকি
উত্তর:- (D)
প্রশ্ন: হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি ?
A. নীল
B. সাদা
C. সবুজ
D. লাল
উত্তর:- (A)
প্রশ্ন: ফল সংক্রান্ত
বিদ্যাকে কি বলে ?
A. স্পার্মোলজি
B. পোমোলজি
C. পেরোলজি
D. অ্যান্থোলজি
উত্তর :- (B)
WWW.SKGUIDEBANGLA.IN
প্রশ্ন: দ্য রিপাবলিক
গ্রন্থের লেখক কে ?
A. প্লেটো
B. ম্যাকিয়াভেলি
C. বেন্থাম
D. জেমস মিল
উত্তর :- (A)
প্রশ্ন: The Argumentative Indian গ্রন্থটি কার লেখা ?
A. অমর্ত্য সেন
B. চেতন ভগত
C. অরুন্ধতি রায়
D. এন.সি. চৌধুরী
উত্তর :- (A)