রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 06 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট 2024 | RRB NTPC Practice Set No 6

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

 Railway exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের পরীক্ষার প্রাকটিস সেট Pdf । RRB NTPC exam practice set in Bengali | Railway practice in bengali | Railway EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 06 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট  2024 | RRB NTPC Practice Set No 6

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া রেলের পরীক্ষা প্রাকটিস সেট  ।  RRB NTPC exam practice set for prelims ,রেলের পরীক্ষার practice set 2024| Railway NTPC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 06 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট - 2024 | Railway সাজেশন প্রশ্ন উত্তর 2024


আমরা Railway পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।


প্রশ্ন : অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ?

A. টিপু সুলতান ও ইংরেজ 

B. রনজিৎ সিং ও ইংরেজ 

C. হায়দার আলি ও ইংরেজ 

D. নানাফড়নবীশ ও ইংরেজ

 উত্তর :- B


প্রশ্ন :হরিজন সেবক সংঘ কোথায় প্রতিষ্ঠিত হয় ? 

A.দিল্লি 

B.সিঙ্গাপুর 

C.কানপুর 

D.কলকাতা 

উত্তর :- (A)


প্রশ্ন :আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠন হয় ? 

A.কানপুর 

B.সিঙ্গাপুর 

C.দিল্লি 

D.কলকাতা 

উত্তর :- (B)

প্রশ্ন: দিল্লি ভারতের রাজধানী কোন বছর হয়েছিল ?

A.1912

B.1911

C.1922

D.1915 

উত্তর - (B)


প্রশ্ন: লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A.বিহার

B.গোয়া

C.উত্তর প্রদেশ

D.অসম 

উত্তর - (C)


প্রশ্ন: কোন দেশের আগ্নেয়গিরির লাভার নীল রঙের হয় ?

A.মেক্সিকো

B.ইতালি

C.ইন্দোনেশিয়া

D.আর্জেন্টিনা 

উত্তর - (C)


প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় মন্দির কোথায় অবস্থিত ?

A.থাইল্যান্ড

B.কম্বোডিয়া

C.নেপাল

D.ভারত 

উত্তর :- (B)


প্রশ্ন: কাক কোন দেশের জাতীয় পাখি ?

A.বাংলাদেশ

B.ভুটান

C.শ্রীলঙ্কা

D.জাপান 

উত্তর :- (B)


প্রশ্ন: বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘর কোন হ্রদে অবস্থিত ?

A.ডল হ্রদ

B.উলার হ্রদ

C.লেকটাক হ্রদ

D.চিলকা হ্রদ 

উত্তর :- (A)


প্রশ্ন: মানুষের অক্ষিগোলকের যে স্তরটি আলোকসুবেদী সেটি হলো– 

(A) কোরয়েড 

(B) স্ক্লেরা  

(C) রেটিনা  

(D) কর্নিয়া 

Ans: (C) রেটিনা


প্রশ্ন: ডিম্বাশয় নিঃসৃত হরমোনটি হলো– 

(A) ইনসুলিন  

(B) ইস্ট্রোজেন  

(C) থাইরক্সিন  

(D) অ্যাড্রিনালিন 

Ans: (B) ইস্ট্রোজেন


প্রশ্ন: আইলেট্স অব ল্যাঙ্গারহ্যান্স থাকে- 

(A) মস্তিস্কে

(B) থাইরয়েড গ্রন্থিতে  

(C) অগ্ন্যাশয়ে  

(D) শুক্রাশয়ে 

Ans: (C) অগ্ন্যাশয়ে 


প্রশ্ন: সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় যখন সেটির উষ্ণতা হয়

a. O°C

b. -273°C 

c. 273°C

d. 100°C

উত্তরঃ[b] -273°C


প্রশ্ন: গ্যাসীয় পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে ওই গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিশক্তি

a. বৃদ্ধি পায়

b. হ্রাস পায় 

c. একই থাকে

d. শূন্য হয়

উত্তরঃ[a] বৃদ্ধি পায়


প্রশ্ন: ২৬সে জানুয়ারী সংবিধান উদ্বোধনের দিন হিসেবে নির্ধারিত হবার কারণ কি? a. এই দিন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় b. এই দিন প্রথম কংগ্রেসের অধিবেশন বসে c. কংগ্রেস এইদিনটিকে ১৯৩০ সালে স্বাধীনতা দিবস ঘোষণা করে d. এই দিন গান্ধীজি ভারতে ফেরেন উত্তর : c. কংগ্রেস এইদিনটিকে ১৯৩০ সালে স্বাধীনতা দিবস ঘোষণা করে প্রশ্ন: ভারতীয় সংবিধানের বর্তমানে কতগুলি তপশীল ( Schedule )? a. ৯

b. ১৯ c. ১৩

d. ১২ উত্তর : d. ১২

প্রশ্ন: বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি অংশ ( Part ) রয়েছে? a. ১২

b. ২২ c. ২৫

d. ২৮ উত্তর : c. ২৫


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url