গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ পরীক্ষার প্র্যাকটিস সেট ০১ । এইগুলো পড়লে বই কিনতে হবে না! দেখে নিন তাড়াতাড়ি।

আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রাকটিস সেট Pdf । WB Gram Panchayat practice set pdf download | WB Gram Panchayat Recruitment Exam practice pdf in bengali | পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ পরীক্ষার প্র্যাকটিস সেট ০১
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্র্যাকটিস সেট ০১ 


পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্র্যাকটিস সেট - 01 | WB Gram Panchayat Exam Practice Set 1


আমরা পঞ্চায়েতে কর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 25 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।



গ্রাম পঞ্চায়েত সাজেশন প্রশ্ন উত্তর 2024 | Gram Panchayat Important questions answers 2024  


1. শুন্য কে আবিষ্কার করেন?

(a) নিউটন

(b) আর্কিমিডিস

(C) আর্যভট্ট

(d) এদের কেউ নন


2.‘প্রকৃতির বৃক্ক বলা হয়- (a) সমুদ্রকে (b) অরণ্যকে (c) পুকুরকে (d) জলাভূমিকে



3. যখন লােহার পেরেকের উপর মরচে ধরে তখন পেরেকটির ওজন

(a) বৃদ্ধি পায়

(b) হ্রাস পায়

(c) ওজন বাড়েও না, কমেও না

(d) কোনােটিই নয়


4. সমস্ত অ্যাসিডে যে উপাদানটি রয়েছে-

(a) অক্সিজেন

(b) ক্লোরিন

(c) সালফার

(d) হাইড্রোজেন


5. ব্রোঞ্জের প্রধান উপাদান হল-

(a) Cu এবং Ni

(b) Cu এবং Zn

(c) Cu এবং Sn

(d) Zn এবং Sn


6. ভারতকে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করা ও দেশভাগ যে পরিকল্পনায় ছিল

(a) ক্যাবিনেট মিশন প্ল্যান

(b) মাউন্ট ব্যাটেন প্ল্যান

(c) ক্রিপস মিশন

(d) গভর্মেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935


7. তথ্যের অধিকার আইন কার্যকর হয়েছে যে বছরে তা হল-

(a) 2005 

(b) 2006 

(c) 2004

(d) 2007


8. ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন?

(a) ডঃ জাকির হােসেন

(b) ভি.ভি. গিরি

(c) এন, সঞ্জীব রেড্ডি

(d) ডঃ এস. রাধাকৃয়ান


9. নিম্নলিখিত কোন পদটিকে ভারত সরকারের First Law officer-এর পদ বলে?

(a) ভারতের সলিসিটর জেনারেল

(b) ভারতের অ্যাটর্নি জেনারেল

(c) ভারতের প্রধান বিচারপতি

(d) ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল


10. বিহার বিধানসভার মােট আসন কত ?

(a) 403

(b) 243 

(c) 294

(d) 200


14. কোন্ চোল রাজা বাংলা জয় করেছিলেন?

(A) রাজ রাজ

(B) প্রথম রাজেন্দ্র চোল

(C) দ্বিতীয় রাজেন্দ্র চোল

(D) রাজাধিরাজ


15. মুম্বাই এবং পুনের মধ্যে কোন গ্যাপ রয়েছে?

(A) পালঘাট

(B) ভােরঘাট

(C) থলঘাট

(D) কোনােটিই নয়


16. ‘Golden Revolution কীসের সঙ্গে সম্পর্কযুক্ত ?

(A) সার

(B) আলু

(C) ফলচাষ 

(D) মশলা


17. আয়রন দ্রবীভূত হয় না

(A) গরম লঘু NHO,-তে

(B) ঠান্ডা লঘু HNO,-তে

(C) ধূমায়িত HNO,-তে

(D) কোনােটিতেই নয়


18. ডেকানট্র্যাপ অঞ্চলের মধ্য দিয়ে কোন্ নদী প্রবাহিত হয়েছে?

(A) বেতােয়া

(B) মহানদী

(C) চম্বল

(D) গােদাবরী


19. অকালি আন্দোলন কবে শুরু হয়?

(A) 1901 

(B) 1911

(C) 1921 

(D) 1931


20, ভিরিয়ন হল-

(A) ভাইরাসের সংক্রামক কণা

(B) ব্যাকটেরিওফাজের সংক্রামক কণা

(C) ভাইরাসের সংক্রামক দশা

(D) কোনােটিই নয়


21. মুসলিম লিগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিল কোন সালে?

(A) 1939

(B) 1940 

(C) 1941 

(D) 1942


22. আগ্রা শহরটি কে স্থাপন করেছিলেন? (a) ফিরােজ তুঘলক (b) আলাউদ্দীন খলজি (c) সিকান্দার লােধী (d) ইলতুৎমিস 23. সংস্কৃত সাহিত্য ‘ঋতুসংহার’-এর রচয়িতা কে ছিলেন? (a) বানভট্ট (b) ভবভুতি (c) বিশাখ দত্ত (d) কালিদাস


24. পাঁচমারি কোন্ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ?

(A) মৈকাল

(B) মহাদেব

(C) বিন্ধ্য

(D) আরাবল্লি


25. রােধের (রেজিস্ট্যান্স) একক হল

(a) জুল

(b) ওহম

(c) নিউটন

(d) অ্যাম্পিয়ার


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । গ্রাম পঞ্চায়েত প্রাকটিস সেট পিডিএফ ডাউনলোড ।পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেট 01 , Gram Panchayat Exam practice set pdf ,গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ practice set pdf | গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাই  ভিজিট করুন।

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন


Download:-   Click here to download  



আরো দেখুন: PCS NOTES PDF DOWNLOAD 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now