অভিব্যক্তি ও অভিযোজন 1 নম্বরের প্রশ্ন উত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর

দশম শ্রেণি জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Class 10 Life Science fourth chapter 1 marks question answer

অভিব্যক্তি ও অভিযোজন 1 নম্বরের প্রশ্ন উত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর

আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।


আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক জীবন বিজ্ঞান 1 নম্বরের প্রশ্ন ও উত্তর অভিব্যক্তি ও অভিযোজন । দশম শ্রেণির জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর । অভিব্যক্তি ও অভিযোজন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর / মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। Madhyamik Life Science chapter 1 number question answer, মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন 1 নম্বরের প্রশ্ন উত্তর / যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।



তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির জীবন বিজ্ঞান ১ নম্বর অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর,  গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর চতুর্থ অধ্যায় pdf download, class 10 Life Science fourth chapter 1 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।


YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE        


      আরও পোস্ট দেখো     B  

এছাড়াও তোমার মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।

Madhyamik Life Science Suggestion 2024 | West Bengal WBBSE Class Ten X Life Science Question and Answer Suggestion 2024, মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024



দশম শ্রেণির জীবন বিজ্ঞান অভিব্যক্তি ও অভিযোজন ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক জীবন বিজ্ঞান অভিব্যক্তি ও অভিযোজন ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় ছোটো প্রশ্ন ও উত্তর


1.‘অভিব্যক্তি’ শব্দটির অর্থ কী?

উত্তর: ‘অভিব্যক্তি’ শব্দটির অর্থ ক্রমবিকাশ বা উন্মোচন।


2.  অভিব্যক্তির জনক কাকে বলে?

উত্তর: চার্লস ডারউইন-কে।


3. ‘হট ডাইলিউট স্যুপ’-এর ধারণা দেন কোন্ বিজ্ঞানী?

উত্তর: জে বি এস হ্যালডেন।


4. দুটি প্রোটোবায়োন্টের উদাহরণ দাও।

উত্তর: কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ার


5. নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে ৷ প্ৰথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। কোয়াসারভেট : ওপারিন :: মাইক্রোস্ফিয়ার

উত্তর: সিডনি ফক্স।


6. প্রিবায়োটিক স্যুপ কোন্ তরলকে বলে?

ওর: হট ডাইলিউট স্যুপ-কে।


7. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

কোয়াসারভেট, কেমোজেনি, হট ডাইলিউট স্যুপ, ওপারিন ও হ্যালডেন

উত্তর: কেমোজেনি।


৪/ মিলার ও উরে-র পরীক্ষায় কোন্ কোন্ গ্যাস ব্যবহার করা হয়েছিল?

উত্তর: মিথেন (CH4), অ্যামোনিয়া (NH3) ও জলীয় বাষ্প (H2O) নেওয়া হয়েছিল 2 : 2 : 1 অনুপাতে।


9. বিসদৃশ শব্দটি বেছে লেখো। আদিম পৃথিবী, মিথেন, অ্যামোনিয়া, অক্সিজেন।

উত্তর: অক্সিজেন।


10. সমসংস্থ অঙ্গ কোন্ প্রকার অভিব্যক্তির উদাহরণ?

উত্তর: অপসারী অভিব্যক্তি।


14. উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।

উত্তর: আলু ও আদার শল্কপত্র এবং কালকাসুন্দার বন্ধ্যা পুংকেশর (স্ট্যামিনোড)।


15. পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কীরূপ ছিল?

উত্তর: রাইবোনিউক্লিক অ্যাসিড (RNA)।


16. ঘোড়ার একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখো।

উত্তর; পায়ের মেটাকারপাল বা স্প্লিন্ট বোন।


17. আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম লেখো।

উত্তর: ইকুয়াস ফেরাস ক্যাবেল্লাস।


18. ঘোড়ার জীবাশ্ম কোথায় পাওয়া গিয়েছিল ? 

উত্তর: উত্তর আমেরিকায়।


19. কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে কী তৈরি হয়েছিল?

উত্তর: প্রোটোসেল।


20. জৈব অভিব্যক্তির প্রত্যক্ষ প্রমাণ কোনটি?

উত্তর: জীবাশ্মঘটিত প্রমাণ বা প্যালিওন্টোলজিকাল প্রমাণ।


21. বিবর্তনের ফলে কোনো অঙ্গ কার্যহীন হে গেলে তাকে কী বলে?

উত্তর: নিষ্ক্রিয় অঙ্গ।


22. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি

বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম শষ্ট্যের লেখো।

অ্যাপেনডিক্স, নিকটিটেটিং মেমব্রেন, কর্ণছত্রের পেশি, নিষ্ক্রিয় অঙ্গ

উত্তর: নিষ্ক্রিয় অঙ্গ।


23, “ব্যক্তিজনি জাতিজনির পুনরাবৃত্তি ঘটায়”-এটি কার মতবাদ ?

উত্তর: আর্নস্ট হেকেল।


24. পরিবেশের পরিবর্তনে জীবের আকার,শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য ও আচরণের পরিবর্তনকে কী বলে?

উত্তর: অভিযোজন।


25. আচরণ পরিবর্তনে প্রাণীদের সাহায্য করে পরিবেশের কোন্ উপাদান?

উত্তর: সংকেত, যেমন—শব্দ, গন্ধ, দৃষ্টিনির্ভর পরিবর্তন।


26. ক্যাকটাসের পাতার সংখ্যা কমে যাওয়ার কারণ কী?

উত্তর: বাষ্পমোচনের হার কমানো, এটি একটি অঙ্গসংস্থানগত পরিবর্তন।


27. শ্বাসমূল দেখা যায় কোন্ উদ্ভিদে ?

উত্তর: সুন্দরী।


28. উইপোকা ধরার জন্য শিম্পাঞ্জি কী ব্যবহার করে?

উত্তর: গাছের ডাল ।


29. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

|মৌমাছির নৃত্য, শিম্পাঞ্জির ভেষজ উদ্ভিদ ব্যবহার, কাঠের টুকরো ও পাথরের ব্যবহার, আচরণগত কৌশল

উত্তর: আচরণগত কৌশল।


30. উটের জলক্ষয় সহনের ক্ষমতা কত?

উত্তর: নিজের দেহ তরলের ওজনের 40% পর্যন্ত জলক্ষয় সহনের ক্ষমতা আছে।


31. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

ডিম্বাকার RBC, উটের মরু অভিযোজন, প্রাথমিক আয়তনের 240% প্রসারণ, জলধারণকারী কোশ

উত্তর: উটের মরু অভিযোজন।


32. পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব কী?

উত্তর: দেহকে হালকা করে এবং দ্বিশ্বসনে অতিরিক্ত O, সরবরাহ করে।


33. মানুষের সিকামের সাথে যুক্ত অ্যাপেনডিক্স কী ধরনের অঙ্গ?

উত্তর: নিষ্ক্রিয় অঙ্গ।



দশম শ্রেণির জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের শর্ট কোশ্চেন|মাধ্যমিক জীবন বিজ্ঞান 1 নং প্রশ্ন উত্তর



34. সরল জীব থেকে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে জটিল জীব সৃষ্টিকে কী বলে?
» জৈব বিবর্তন বা জৈব অভিব্যক্তি |

35. 'Evolution' শব্দটি কে প্রবর্তন করেন?
» বিজ্ঞানী হারবার্ট স্পেনসার।

36. অভিব্যক্তির জনক কে?
» বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন।

37.অভিব্যক্তির দুটি কারণ লেখো।
মিউটেশন ও অভিযোজন।

38.প্রথম প্রাণের বা জীবনের আবির্ভাব কোথায় হয়েছিল?
জলে (সমুদ্রে)।

39. যে প্রক্রিয়ায় উদ্বংশীয় জীব থেকে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে অতিমন্থর গতিতে জটিল ও উন্নত জীবের আবির্ভাব ঘটে, তাকে কী বলে বিবর্তন।

40. পৃথিবীর আনুমানিক বয়স কত?
» 460 কোটি বছর।

41. পৃথিবীতে প্রাণের আবির্ভাব কত বছর আগে হয়েছিল?
» পৃথিবীতে প্রাণের আর্বিভাব 370 কোটি বছর আগে হয়েছিল।

42.প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কী প্রকারের ছিল?
বিজ্ঞানীদের মতে, প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড RNA প্রকৃতির ছিল।

43. কোয়াসারভেটের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হলে তাকে কী বলা হয় ?
>> প্রোটোসেল।

44. প্রাচীন উত্তপ্ত সমুদ্রকে ‘হট ডাইলিউট স্যুপ’ বা ‘প্ৰিবায়োটিক স্যুপ’ বলে কে অভিহিত করেন?
» বিজ্ঞানী হ্যালডেন।

45. মিলার ও উরের পরীক্ষায় উপজাত পদার্থরূপে প্রাপ্ত দুটি উপাদানের নাম লেখো।
» গ্লাইসিন ও অ্যাসপারটিক অ্যাসিড।

46. জড়বস্তু থেকে জীব সৃষ্টি হওয়ার মতবাদকে কী বলে?
অজীবজনি বা অ্যাবায়োজেনেসিস |

47. ব্যবহার ও অব্যবহার’ মতবাদটি কার ?
‘ব্যবহার ও অব্যবহার’ মতবাদটি হল বিজ্ঞানী জ্যাঁ ব্যাপ্তিস্ত ল্যামাক-এর মতবাদ।

48. ল্যামার্ক তাঁর মতবাদ যে পুস্তকে লিপিবদ্ধ করেন তার নাম কী?
ল্যামার্ক 1809 খ্রিস্টাব্দে তাঁর মতবাদ ‘ফিলোজফিক জুলজিক’
(Philosophic Zoologique) নামক বইয়ে লিপিবদ্ধ করেন।

49. ‘অর্জিত গুণের বংশানুসরণ’ কার মতবাদ?
>» ‘অর্জিত গুণের বংশানুসরণ’ বিজ্ঞানী জ্যা ব্যাপ্তিস্ত ল্যামার্ক-এর মতবাদ।

50. ল্যামার্কবাদের একজন সমালোচকের নাম লেখো।
>> বিজ্ঞানী ওয়াইসম্যান। 

51. নিওল্যামাজিম প্রবর্তনকারী একজন বিজ্ঞানীর নাম লেখো।
বিজ্ঞানী হারবার্ট স্পেনসার।

52. এজার্মপ্লাজম মতবাদের প্রবক্তা কে?
» বিজ্ঞানী ওয়াইসম্যান।

53.ওয়াইসম্যান 1892 খ্রিস্টাব্দে কোন্ তত্ত্ব প্রকাশ করেন?
ওয়াইসম্যান 1892 খ্রিস্টাব্দে জার্মপ্লাজম তত্ত্ব প্রকাশ করেন।

54. ডারউইন রচিত পুস্তকের নাম কী?
>> ডারউইন রচিত পুস্তকের নাম ‘অন দি অরিজিন অফ স্পিসিস বাই, মিস্অ ফ ন্যাচারাল সিলেকশন'।

55. চার্লস ডারউইন যে জাহাজটি করে পৃথিবী পরিক্রমা করেছিলেন তার নাম কী?
চার্লস ডারউইন দীর্ঘ পাঁচ বছর (1831-1836) ধরে এইচ এম এস বির্ (HMS Beagle = His/Her Majesty's Ship Beagle) নামক জাহাজে করে পৃথিবী পরিক্রমা করেছিলেন।

56. যোগ্যতমের উদ্বর্তন মতবাদটির প্রথম প্রস্তাবনা করেন কোন্ বিজ্ঞানী ?
» যোগ্যতমের উদ্বর্তন মতবাদটির প্রথম প্রস্তাবনা করেন বিজ্ঞানী হারবার্ট স্পেনসার।

57. ‘প্রাকৃতিক নির্বাচন’ কার মতবাদ?
» ‘প্রাকৃতিক নির্বাচন’ চার্লস ডারউইন-এর মতবাদ।

58.. যে দ্বীপে ডারউইন ফিঞ ও অন্যান্য পাখি পর্যবেক্ষণ করেন, তার নাম কী?
>> যে দ্বীপে ডারউইন ফিঞ্চ ও অন্যান্য পাখি পর্যবেক্ষণ করেন, তার নাম গ্যালাপাগোস |

59. প্যালিওন্টলজি কাকে বলে?
>> জীববিদ্যার যে শাখায় জীবাশ্ম নমুনা নিরীক্ষা করে জীবের অতীত : অভিব্যক্তি সম্বন্ধে ধারণা করা হয়, তাকে প্রত্নজীববিদ্যা বা
প্যালিওন্টলজি বলে।

60. একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
রাজকাকড়া বা লিমিউলাস (Limulus)।


61. একটি মেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
স্ফেনোডন ।

62. আরকিওপটেরিক্স কী?
আরকিওপ্‌টেরিক্স হল সরীসৃপ ও পক্ষীর হৃতযোজক বা মিসিং লিংক |

63. একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের নাম লেখো।
>> গিংকগো বাইলোবা


64. ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ীর নাম লেখো।
>> প্ল্যাটিপাস।


65. আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কী?
 ইকুয়াস ফেরাস ক্যাবেল্লাস।


66. ঘোড়ার কোন্ আঙুল ক্ষুরে রূপান্তরিত হয়েছে?
>> তৃতীয় আঙুল।

67. ঘোড়ার বিবর্তনের ধারায় প্রাপ্ত প্রাচীনতম আদিপুরুষের জীবাশ্মটির নাম লেখো।
» ইওহিপ্পাস।

68. ইওহিপ্পাসের উচ্চতা কত ছিল?
28 cm |

69, ইওহিপ্পাস-এর সামনের পায়ে ও পেছনের পায়ে কতগুলি আঙুল ছিল?
» ইওহিপ্পাস-এর সামনের পায়ে 4 টি এবং পেছনের পায়ে 3 টি আঙুল ছিল।

70. মেরিচিপ্পাস কোন্ যুগের ঘোড়া? 
» মায়োসিন যুগের।

71. তিমির ফ্লিপার, ঘোড়ার অগ্রপদ, মানুষের অগ্রপদ কী জাতীয় অঙ্গের উদাহরণ?
» সমসংস্থ অঙ্গ।

72. পাখির ডানার সঙ্গে উৎপত্তিগতভাবে ঘোড়ার কোন্ অঙ্গের মিল দেখা যায়?
» পাখির ডানার সঙ্গে উৎপত্তিগতভাবে ঘোড়ার অগ্রপদের মিল দেখা যায় |

73. পতঙ্গের ডানা ও পাখির ডানা কী জাতীয় অঙ্গের উদাহরণ?
>> সমবৃত্তীয় অঙ্গ।

16 দৈটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। 
মানুষের ভারমিফর্ম অ্যাপেনডিক্স ও আদার শল্কপত্র |

74. উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।
১) উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হল –
ভূনিম্নস্থ কান্ডের শল্কপত্র (আদা, হলুদ), ® কালকাসুন্দার বন্ধ্যা পুংকেশর (স্ট্যামিনোড)।

75. কোন্ সরীসৃপের হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠযুক্ত?
কুমির।

76. ভেনাস হৃৎপিণ্ড কাদের মধ্যে দেখা যায়?
১) ভেনাস হৃৎপিণ্ড মাছেদের মধ্যে দেখা যায়।

77. পাখির হূৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? 
>> 4টি।

78. পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য জীবদেহের পরিবর্তনকে কী বলে?
» অভিযোজন ।

79. প্রাথমিক পরিবেশ থেকে ভিন্ন পরিবেশে জীবের অভিযোজনকে কী প্রকার অভিযোজন বলে?
» গৌণ অভিযোজন ।

80.দুটি ভিন্ন পরিবেশে বাস করবার জন্য জীবের মধ্যে উভয় পরিবেশের উপযোগী অভিযোজন ঘটলে তাকে কী বলে?
>> দ্বি-অভিযোজন ।

81.ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ড কী?
ক্যাকটাসের কাণ্ড চ্যাপটা, পুরু, রসালো ও সবুজ বর্ণের হয়। একে
ফাইলোক্ল্যাড বলে। 

82. ক্যাকটাস-জাতীয় উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে কেন?
বাষ্পমোচনের হার কমানোর জন্য ক্যাকটাস-জাতীয় উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে।

83. বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।
>> ক্যাকটাস-জাতীয় উদ্ভিদের পাতার কাঁটায় রূপান্তর একটি অঙ্গ- সংস্থানগত অভিযোজন |

84. কোন্ গাছে পর্ণকাণ্ড দেখা যায়?
» ক্যাকটাস-জাতীয় গাছে পর্ণকাণ্ড দেখা যায়।

85. ক্যাকটাসের পর্ণকাণ্ডের গুরুত্ব লেখো।
» ক্যাকটাসের পর্ণকাণ্ড সালোকসংশ্লেষ ও জল সঞ্চয়ে সাহায্য করে।
86. ক্যাকটাস-জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে পাতার সংখ্যা হ্রাস পাওয়া কী জাতীয় অভিযোজন?
» অঙ্গসংস্থানগত অভিযোজন।

87. ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় বলে ওই গাছের কোন্ অংশটি সালোকসংশ্লেষ ঘটায়?
» ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় বলে ওই গাছের কাণ্ড সবুজ এবং চ্যাপটা হয়ে সালোকসংশ্লেষ ঘটায়।

88. ক্যাকটাসের কোন্ অংশটি জল শোষণের জন্য বেশি বিস্তৃত হয়?
>> মূল ।

89. একটি মুখ্য জলজ অভিযোজনকারী প্রাণীর নাম লেখো।
মাছ।

90. একটি গৌণ জলজ অভিযোজনকারী প্রাণীর নাম লেখো।
>> তিমি।

91. মাছের দেহের কোথায় পটকা অবস্থিত?
মাছের পটকা দেহে উদরগহবরের ওপরের দিকে পৌষ্টিকনালী ও বৃক্কের মধ্যবর্তী স্থানে অবস্থিত।

92. রুইমাছের পটকার গাত্র থেকে বায়ু নির্গত হয় না কেন?
» রুইমাছের পটকার গাত্রে গুয়ানিন কেলাসের আবরণ থাকে, যা গ্যাসেরপক্ষে অভেদ্য | সেইজন্য পটকার গাত্র থেকে বায়ু নির্গত হতে পারে না।

93. রুইমাছের পটকায় অবস্থিত রক্ত জালকটির নাম কী?
>> রিটি মিরাবিলি।

94. লবণাম্বু উদ্ভিদ বা সুন্দরী গাছের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো।
১৮ লবণাম্বু উদ্ভিদ বা সুন্দরী গাছের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য হল শ্বাসমূলের উপস্থিতি।

95. কোন্ উদ্ভিদে শ্বাসমূল বা নিউম্যাটোফোর থাকে?
সুন্দরী, গরান ইত্যাদি লবণাম্বু উদ্ভিদে শ্বাসমূল বা নিউম্যাটোফোর 
থাকে।

96. নিউম্যাথোড কী?
লবণাম্বু উদ্ভিদ যেমন সুন্দরীর শ্বাসমূলের শীর্ষে অবস্থিত যে ছিদ্রপথে অক্সিজেন গৃহীত হয়, তাকে নিউম্যাথোড বা শ্বাসছিদ্র বলে |

97. লবণগ্রন্থি সুন্দরী উদ্ভিদের কোথায় দেখা যায়? এটি কী করে?
সুন্দরী উদ্ভিদের পাতায় লবণগ্রন্থি থাকে যা দেহে গৃহীত অতিরিক্ত লবণ মুক্ত করে।





মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর :দশম শ্রেণি জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর ১ নম্বর pdf download / দশম শ্রেণি জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর 1 marks pdf / ক্লাস 10 অভিব্যক্তি ও অভিযোজন 1 নম্বরের প্রশ্ন উত্তর / ক্লাস 10 জীবন বিজ্ঞান 1 নম্বরের প্রশ্ন উত্তর / Class X Life Science 4th chapter 1 marks question answer pdf / Class ten Life Science 4th chapter 1 marks question answer / অভিব্যক্তি ও অভিযোজন SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অভিব্যক্তি ও অভিযোজন থেকে অতিসংক্ষিপ্ত, অতিঅতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik Life Science Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।



তোমরা যারা মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য -  অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক জীবন বিজ্ঞান এর  চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science 1 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। 


‘‘মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য।  অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে । 


মাধ্যমিক জীবন বিজ্ঞান অভিব্যক্তি ও অভিযোজন চতুর্থ অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির জীবন বিজ্ঞান অভিব্যক্তি ও অভিযোজন চতুর্থ অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science short Question and Answer 



বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:-

File Details:-

File Name:- Madhyamik Life Science 4th chapter short questions answers pdf download 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

Adddddd

  Download  Click Here to Download 

Adddddddd

      আরও পোস্ট দেখো     B           

A. মাধ্যমিক জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here

B.  Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন

C. Madhyamik Life Science Suggestion Click here

D. মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন PDF Download 


অসংখ্য ধন্যবাদ , তোমার যদি  আমাদের এই ” মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন 1 প্রশ্ন ও উত্তর । Madhyamik Life Science fourth chapter LAQ Question and Answer  ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।


এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।

 

_________❤️🤗 ধন্যবাদ ❤️🤗 ________




Next Post Previous Post
1 Comments
  • RELAXATION
    RELAXATION ২১ ফেব্রুয়ারী, ২০২৪ এ ১১:০৯ AM

    very satisfied

Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now