উচ্চ মাধ্যমিক পাশ করেই সরাসরি চাকরিতে যোগ দিতে পারেন। দেখুন বিস্তারিত তথ্য
উচ্চ মাধ্যমিক পাশে ব্যাঙ্কে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞাপন ২০২৩।New job after hs pass 2023।
প্রিয় বন্ধুরা,
আপনি কি পড়াশোনা শেষ করে শুধু শুধু বাড়িতে বসে আছেন? হাতে সেরকম কোনো কাজ নেই? অথবা যেখানে কাজ করছেন, সেটা মন মতো নয়? বেতন যথেষ্ট অসম্মানজনক? বিকল্প খুঁজছেন? চাকরি করতে চান?
আপনি যদি বেসরকারি ফিল্ডে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তবে Axis Bank আপনাকে সেই সুযোগ করে দিচ্ছে। তারাতারি যোগাযোগ করুন।
Axis Bank -এ ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। আরও জানানো হয়েছে ছেলে-মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন।
নীচে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া হল-
পদের নাম : প্রার্থীদের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে।
বেতন : মাসিক বেতন ১৬,৬০০/- টাকা থেকে ২৩,৪০০/- টাকা পর্যন্ত মাসিক বেতন হওয়া।
বয়সসীমা :- এই পদে আবেদনের জন্য প্রাথীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
আবেদন পদ্ধতি :- প্রার্থীকে একটি সুন্দর বায়োডাটা প্রস্তুত করতে হবে এবং সেই বায়োডাটা নিচে দেওয়া HR এর Email বা WhatsApp এ পাঠাতে হবে।
Email : hrd.hiyasips@gmail.com
WhatsApp / Call - 9088538738
নিয়োগ পদ্ধতি :- প্রার্থীদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এমনটাই জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, ইন্টারভিউর দিন নিচে উল্লেখিত ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউর কিছু জরুরি বার্তা: ইন্টারভিউর সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ইন্টারভিউর ড্রেস কোড হবে ভারতীয় ফর্মাল পোশাক (জিন্স পড়ে ভিতরে ঢুকতে দেওয়া হবে না)।
ইন্টারভিউর দিন কী কী প্রয়োজনীয় :
- বায়োডাটা
- পাসপোর্ট সাইজের ছবি
- আপনারা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র (এডমিট বা মার্কশিট)
- প্রমাণ পত্র (আধার বা ভোটার কার্ড)
কাজের ভূমিকা ও দায়িত্ব :-
ব্যাক অফিসের দায়িত্ব, শাখার কাজ, কোর ব্যাংকিং সেগমেন্ট (Back Office Corporate Department)।
চাকরির ধরন :- স্থায়ী / রেগুলার। এছাড়াও কাজের ভিত্তিতে ৬-৯ মাসের মধ্যে প্রোমোশনের দেওয়া হয়ে থাকে।
সুবিধা :
- সেল ফোনের প্রতিদান
- স্বাস্থ্য বীমা
- জীবনবীমা
- তহবিল
সময়সূচী – দিনের শিফট
সম্পূরক বেতন – কাজের নিপুনতার পুরস্কার, বার্ষিক বোনাস
COVID-19 বিবেচনা – মাস্ক ও স্যানিটাইজার।
এই নিয়োগ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য 9088538738 এই নম্বরে কল করুন.
উচ্চ মাধ্যমিক পাশে ব্যাঙ্কে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞাপন ২০২৩,New job after hs pass 2023,