মাধ্যমিক ইতিহাস ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর | Madhyamik history first chapter question answer
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর pdf। দশম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর pdf | Class 10 history first chapter question answer
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর pdf। মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর ইতিহাসের ধারণা । দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর । ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর |Madhyamik history chapter 3 question answer যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে ।
তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির ইতিহাস ১ নম্বর অধ্যায় প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 ইতিহাস প্রশ্ন উত্তর প্রথম অধ্যায় pdf download, class 10 history first chapter questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
YouTube Link - . OUR ONLINE SCHOOL SUBSCRIBE
যযhttps://youtube.com/@Ouronlineschool247
আরও পোস্ট দেখো B
এছাড়াও তোমার মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।
Madhyamik History Suggestion 2024 | West Bengal WBBSE Class Ten X history Qustion and Answer Suggestion 2024, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর | Madhyamik history chapter 1 question answer pdf :
1. নীলদর্পণ নাটকটির রচয়িতা কে?
উত্তর: নীলদর্পণ নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র।
2. চা-কর দর্পণ নাটকটির রচয়িতা কে?
উত্তর: চা-কর দর্পণ নাটকটির রচয়িতা হলেন দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়।
3. ভারতে প্রথম চলচ্চিত্র কে নির্মাণ করেন?
উত্তর: ১৯১৩ খ্রিস্টাব্দে ভারতে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন দাদাসাহেব ফালকে।
4. পথের পাঁচালী চলচ্চিত্রের নির্মাতা কে?
উত্তর: পথের পাঁচালী চলচ্চিত্রের নির্মাতা হলেন সত্যজিৎ রায়।
5. অগ্নিযুগের অগ্নিকন্যা নামে কে অভিহিত হন?
উত্তর: সরলাদেবী চৌধুরানি অগ্নিযুগের অগ্নিকন্যা নামে অভিহিত হন।
6. কবে চিপকো আন্দোলন শুরু হয়?
উত্তর : ১৯৭০ খ্রিস্টাব্দে চিপকো আন্দোলন শুরু হয়।
7. গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থটি কার লেখা?
উত্তর: গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থটি রিচার্ড এইচ গ্রোভের লেখা।
8. প্রাচীন ভারতে চিকিৎসাবিজ্ঞান শীর্ষক গ্রন্থটি কে লিখেছিলেন?
উত্তর: প্রাচীন ভারতে চিকিৎসাবিজ্ঞান শীর্ষক গ্রন্থটি লিখেছিলেন অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় |
9. মহাত্মা গান্ধির আত্মজীবনীর নাম কী?
উত্তর: মহাত্মা গান্ধির আত্মজীবনীর নাম দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ।
10.ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কার লেখা?
উত্তর: ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের লেখা।
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় SAQ প্রশ্ন ও উত্তর| Madhyamik history 1st chapter question answer pdf
11. 'জীবনের ঝরাপাতা' কার আত্মজীবনী?উত্তর: 'জীবনের ঝরাপাতা’ সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী।
12.কন্যা ইন্দিরা গান্ধিকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি কী নামে প্রকাশিত হয়েছে?উত্তর: কন্যা ইন্দিরা গান্ধিকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি 'লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার' নামে প্রকাশিত হয়েছে।
13. কন্যা ইন্দিরা গান্ধিকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলি বাংলা ভাষায় কী নামে প্রকাশিত হয়েছে?উত্তর: কন্যা ইন্দিরা গান্ধিকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলিবাংলা ভাষায় ‘কল্যাণীয়াসু ইন্দু' শিরোনামে প্রকাশিত হয়েছে।
14. 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক কে ছিলেন?উত্তর: ‘বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্রচট্টোপাধ্যায়।
15. ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?উত্তর: ‘সোমপ্রকাশ' পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথবিদ্যাভূষণ।
16. প্রথম বাংলা সংবাদপত্র / মাসিক পত্রিকা কোন্টি?উত্তর: প্রথম বাংলা সংবাদপত্র / মাসিক পত্রিকা ‘দিগদর্শন’।
17. প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি?উত্তর: প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ।
18. 'রসগোল্লা : বাংলার জগৎমাতানো আবিষ্কার' গ্রন্থটি কেরচনা করেন?উত্তর: রসগোল্লা : বাংলার জগত্মাতানো আবিষ্কার’ গ্রন্থটি রচনাকরেন হরিপদ ভৌমিক।
19. 'বাঙালির বেশবাস, বিবর্তনের রূপরেখা’ গ্রন্থটি কে রচনাকরেন?উত্তর: বাঙালির বেশবাস, বিবর্তনের রূপরেখা' গ্রন্থটি রচনাকরেন মলয় রায়।
20. মান্না দে-র লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী?উত্তর: মান্না দে-র লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম 'জীবনেরজলসাঘরে'।
21. 'দ্য ডন অব ইন্ডিয়ান মিউজিক ইন দ্য ওয়েস্ট' গ্রন্থটি কেরচনা করেন?উত্তর: দ্য ডন অব ইন্ডিয়ান মিউজিক ইন দ্য ওয়েস্ট’ গ্রন্থটি রচনাকরেন পিটার লাভেজোলি।
22. ‘ডান্স অব ইন্ডিয়া' গ্রন্থটি কে রচনা করেন?উত্তর: ‘ডান্স অব ইন্ডিয়া’ গ্রন্থটি রচনা করেন শোভনা গুপ্ত।
1. নীলদর্পণ নাটকটির রচয়িতা কে?
উত্তর: নীলদর্পণ নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র।
2. চা-কর দর্পণ নাটকটির রচয়িতা কে?
উত্তর: চা-কর দর্পণ নাটকটির রচয়িতা হলেন দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়।
3. ভারতে প্রথম চলচ্চিত্র কে নির্মাণ করেন?
উত্তর: ১৯১৩ খ্রিস্টাব্দে ভারতে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন দাদাসাহেব ফালকে।
4. পথের পাঁচালী চলচ্চিত্রের নির্মাতা কে?
উত্তর: পথের পাঁচালী চলচ্চিত্রের নির্মাতা হলেন সত্যজিৎ রায়।
5. অগ্নিযুগের অগ্নিকন্যা নামে কে অভিহিত হন?
উত্তর: সরলাদেবী চৌধুরানি অগ্নিযুগের অগ্নিকন্যা নামে অভিহিত হন।
6. কবে চিপকো আন্দোলন শুরু হয়?
উত্তর : ১৯৭০ খ্রিস্টাব্দে চিপকো আন্দোলন শুরু হয়।
7. গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থটি কার লেখা?
উত্তর: গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থটি রিচার্ড এইচ গ্রোভের লেখা।
8. প্রাচীন ভারতে চিকিৎসাবিজ্ঞান শীর্ষক গ্রন্থটি কে লিখেছিলেন?
উত্তর: প্রাচীন ভারতে চিকিৎসাবিজ্ঞান শীর্ষক গ্রন্থটি লিখেছিলেন অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় |
9. মহাত্মা গান্ধির আত্মজীবনীর নাম কী?
উত্তর: মহাত্মা গান্ধির আত্মজীবনীর নাম দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ।
10.ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কার লেখা?
উত্তর: ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের লেখা।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik History Question and Answer :
১. সরকারি নথিপত্রের বিবরণ বলতে কী বোঝ?উত্তর: বিভিন্ন সরকারি কর্মচারী, সেনাপতি, সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা সমকালীন বিভিন্ন প্রত্যক্ষ ঘটনা সম্পর্কে যে তথ্যাদি লিখে গিয়েছেন সেসব সরকারি নথিপত্রের বিবরণ নামে পরিচিত
২. সরকারি নথিপত্রের বিবরণ থেকে প্রাপ্ত একটি ঐতিহাসিক তথ্যের উদাহরণ দাও।উত্তর: সরকারি নথিপত্রের বিবরণ থেকে প্রাপ্ত একটি ঐতিহাসিক তথ্যের উদাহরণ হল সিপাহি বিদ্রোহের (১৮৫৭ খ্রি.) প্রত্যক্ষদর্শী হিসেবে ফরেস্ট তাঁর ‘হিস্ট্রি অব দি ইন্ডিয়ান মিউটিনি' গ্রন্থটি লিখেছেন যা থেকে সিপাহি বিদ্রোহের নানা তথ্য পাওয়া যায়।
৩. ‘অ্যানাল স্কুল’ কী?উত্তর: ‘অ্যানাল স্কুল’ হল ফ্রান্সের একটি পত্রিকা গোষ্ঠী। মার্ক ব্লখ ও লুসিয়েন ফেবর-এর উদ্যোগে ‘অ্যনাল্স অব ইকনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি’ নামে পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে এই গোষ্ঠী গড়ে ওঠে। এই গোষ্ঠীর ইতিহাসচর্চায় সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, সাধারণ মানুষ, পরিবার, মনস্তত্ত্ব প্রভৃতি বিভিন্ন বিষয় স্থান লাভ করে।
৪. ‘ঢাকাই খাবার’ কী?উত্তর: ঢাকা যখন প্রাদেশিক-রাজধানী ছিল তখন এখানকার রন্ধনপ্রণালীর সঙ্গে পারসিক খাদ্যরীতির সংমিশ্রণ ঘটে। এর ফলে যে খাবার প্রস্তুত হয় তা ‘ঢাকাই খাবার’ নামে পরিচিত। এর অন্তর্ভুক্ত ছিল কাবুলি, খিচুড়ি, হালিম, চালের গুঁড়োর পিঠে প্রভৃতি।
৫. হরিপদ ভৌমিক ইতিহাসে বিখ্যাত কেন?উত্তর: গবেষক হরিপদ ভৌমিক তাঁর 'রসগোল্লা বাংলার জগত্মাতানো আবিষ্কার’ গ্রন্থে দাবি করেছেন যে, রসগোল্লা বাংলার নদীয়া জেলার ফুলিয়ায় হারাধন ময়রা আদি রসগোল্লার সৃষ্টিকর্তা। এই কারণে তিনি ইতিহাসে বিখ্যাত।
৬. নবীনচন্দ্র দাস কে ছিলেন?উত্তর: নবীনচন্দ্র দাস ছিলেন কলকাতার বাগবাজারের একজন ময়রা। নদীয়ার ফুলিয়ার হারাধন ময়রার তৈরি করা রসগোল্লা কিছুটা পরিবর্তন করে নবীনচন্দ্র ১৮৬৮ খ্রিস্টাব্দে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন।
৭. প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি? এটি কার পরিচালনায় কবে মুক্তি পায়?
[1] প্রথম ভারতীয় চলচ্চিত্র হল ‘রাজা হরিশ্চন্দ্র’ (নির্বাক)।[2] ‘রাজা হরিশ্চন্দ্র' দাদাসাহেব ফালকের পরিচালনায় ১৯১৩ খ্রিস্টাব্দে মুক্তি পায়।
৮. প্রথম বাংলা চলচ্চিত্র কোন্টি? এটি কার পরিচালনায় কবেমুক্তি পায়?[1] প্রথম বাংলা চলচ্চিত্র হল ‘বিল্বমঙ্গল’ (নির্বাক)। [2] ‘বিল্বমঙ্গল’ জ্যোতিষ ব্যানার্জির (মতান্তরে রোস্তমজি দুতিওয়ালা) পরিচালনায় ১৯১৯ খ্রিস্টাব্দে মুক্তি পায়।
৯. বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনীর নাম কী? এই গ্রন্থ থেকে ইতিহাস রচনার জন্য কী ধরনের তথ্য পাওয়া যায়?উত্তর: [1] বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনীর নাম ‘সত্তর বৎসর’। [2] ‘সত্তর বৎসর’ গ্রন্থটি থেকে বিপিনচন্দ্র পালের সঙ্গে আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ জাতীয় নেতার ঘনিষ্ঠতা, তাঁর ব্রাহ্ণসমাজে যোগদান, স্বাধীনতা আন্দোলনে তাঁর ঝাঁপিয়ে পড়া, স্বদেশি, বয়কট, পূর্ণ স্বরাজ প্রভৃতি আন্দোলনে তাঁর অংশগ্রহণ প্রভৃতি তথ্য পাওয়া যায় যেগুলি আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।
১০. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনীর নাম কী? এই গ্রন্থ থেকে ইতিহাস রচনার জন্য কী ধরনের তথ্য পাওয়া যায়?উত্তর: [1] রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনীর নাম হল ‘জীবনস্মৃতি’। [2] ‘জীবনস্মৃতি’ গ্রন্থটি থেকে ঠাকুরবাড়ির নানা তথ্য, তৎকালীন ইংরেজি ভাষা ও বিদেশি প্রথা সম্পর্কে বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি, হিন্দুমেলা সম্পর্কে নানা তথ্য, স্বদেশিয়ানার প্রতি বাঙালিদের আগ্রহ ও উদ্যোগ প্রভৃতি সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়, যেগুলি আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।
১১. সরলা দেবী চৌধুরানির লেখা আত্মজীবনীর নাম কী? এই গ্রন্থ থেকে ইতিহাস রচনার জন্য কী ধরনের তথ্য পাওয়া যায়?উত্তর: 1] সরলা দেবী চৌধুরানির লেখা আত্মজীবনীর নাম হল ‘জীবনের ঝরাপাতা’।
[2] ‘জীবনের ঝরাপাতা' গ্রন্থটি থেকে ভারতের কৃষক ও শ্রমিকদের ওপর ব্রিটিশ ও তাদের সহযোগীদের শোষণ-অত্যাচার, ব্রিটিশ-বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলন, স্বদেশি আন্দোলন, ঠাকুরবাড়ির সাংস্কৃতিক চর্চা প্রভৃতি সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়, যেগুলি আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।
১২. Historiography বা ইতিহাসতত্ত্ব কী?
উত্তর: ইতিহাসতত্ত্ব হল ইতিহাসের ইতিহাস, যার ইংরেজি প্রতিশব্দ Historiography। আধুনিক ইতিহাসতত্ত্বের মাধ্যমে মানুষের উন্নতির ধারা, যুক্তিবাদ, জাতীয়তাবোধ, বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা ইত্যাদি বিষয় উঠে এসেছে। ইতিহাসের পথচলার শুরু থেকে তার বর্তমান অবস্থায় পৌঁছোনোর ধারাবাহিক কাহিনিই হল ইতিহাসতত্ত্ব।
১৩. নতুন সামাজিক ইতিহাসের বৈচিত্র্যগুলি কী ?
উত্তর: নতুন সামাজিক ইতিহাস অত্যন্ত বৈচিত্র্যময়। এতে সাধারণ মানুষের ব্যক্তিগত বিষয়গুলি ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্ব পেয়েছে। যেমন—বংশলতিকা, পারিবারিক অ্যালবাম, ব্যক্তিগত ডায়ারি ইত্যাদি।
১৪. স্থানীয় ইতিহাসচর্চা জরুরি কেন?
উত্তর: দীর্ঘকাল ধরে ইতিহাসচর্চার একটি প্রচলিত প্রথা ছিল কোনো মহাদেশ, দেশ বা জাতির ইতিহাস আলোচনা করা। কিন্তু আধুনিককালে এই প্রচলিত গণ্ডির বাইরে গিয়ে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসচর্চার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেননা এই ধরনের ইতিহাসচর্চা ক্ষুদ্র ইতিহাসকে বৃহত্তর রূপ দিতে পারে। তাই বর্তমানে স্থানীয় ইতিহাসচর্চা অত্যন্ত জরুরি বিষয় হয়ে উঠেছে।
১৫. স্থাপত্যের ইতিহাস সম্পর্কিত যে-কোনো দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো।
উত্তর: স্থাপত্যের ইতিহাস সম্পর্কিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল পার্সি ব্রাউনের ইন্ডিয়ান আর্কিটেকচার এবং প্রণব রায়ের মেদিনীপুর: ইতিহাস ও সংস্কৃতি (প্রথম খণ্ড)।
১৬. ফোটোগ্রাফির ইতিহাসচর্চার ক্ষেত্রে কারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ?
উত্তর: ফোটোগ্রাফির ইতিহাসচর্চার ক্ষেত্রে অনেকেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিদ্যা দেহেজিয়া, কবিতা সিং, গীতা কাপুর প্রমুখ।
১৭. স্থানীয় ইতিহাসচর্চার বৈশিষ্ট্য কী?
উত্তর: স্থানীয় ইতিহাসচর্চার ধারা পেশাদারি ইতিহাসচর্চার বাইরে মূলধারার ইতিহাসচর্চাকে আরও সমৃদ্ধ করে তোলে। স্থানীয় ইতিহাসের উপাদান হিসেবে উপকথা, লোককথা, প্রচলিত কিংবদন্তি অর্থাৎ ‘মুখের কথায় ইতিহাস’ চর্চার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
১৮. স্থানীয় ইতিহাসচর্চার ক্ষেত্রে কতকগুলি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো।
উত্তর: স্থানীয় ইতিহাসচর্চার ক্ষেত্রে কতকগুলি উল্লেখযোগ্য গ্রন্থ হল নিহাররঞ্জন রায়ের বাঙালির ইতিহাস—আদিপর্ব, সতীশচন্দ্র মিত্রের যশোহর- খুলনার ইতিহাস, রাধারমণ সাহার পাবনা জেলার ইতিহাস প্রভৃতি।
১২. Historiography বা ইতিহাসতত্ত্ব কী?
উত্তর: ইতিহাসতত্ত্ব হল ইতিহাসের ইতিহাস, যার ইংরেজি প্রতিশব্দ Historiography। আধুনিক ইতিহাসতত্ত্বের মাধ্যমে মানুষের উন্নতির ধারা, যুক্তিবাদ, জাতীয়তাবোধ, বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা ইত্যাদি বিষয় উঠে এসেছে। ইতিহাসের পথচলার শুরু থেকে তার বর্তমান অবস্থায় পৌঁছোনোর ধারাবাহিক কাহিনিই হল ইতিহাসতত্ত্ব।
১৩. নতুন সামাজিক ইতিহাসের বৈচিত্র্যগুলি কী ?
উত্তর: নতুন সামাজিক ইতিহাস অত্যন্ত বৈচিত্র্যময়। এতে সাধারণ মানুষের ব্যক্তিগত বিষয়গুলি ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্ব পেয়েছে। যেমন—বংশলতিকা, পারিবারিক অ্যালবাম, ব্যক্তিগত ডায়ারি ইত্যাদি।
১৪. স্থানীয় ইতিহাসচর্চা জরুরি কেন?
উত্তর: দীর্ঘকাল ধরে ইতিহাসচর্চার একটি প্রচলিত প্রথা ছিল কোনো মহাদেশ, দেশ বা জাতির ইতিহাস আলোচনা করা। কিন্তু আধুনিককালে এই প্রচলিত গণ্ডির বাইরে গিয়ে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসচর্চার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেননা এই ধরনের ইতিহাসচর্চা ক্ষুদ্র ইতিহাসকে বৃহত্তর রূপ দিতে পারে। তাই বর্তমানে স্থানীয় ইতিহাসচর্চা অত্যন্ত জরুরি বিষয় হয়ে উঠেছে।
১৫. স্থাপত্যের ইতিহাস সম্পর্কিত যে-কোনো দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো।
উত্তর: স্থাপত্যের ইতিহাস সম্পর্কিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল পার্সি ব্রাউনের ইন্ডিয়ান আর্কিটেকচার এবং প্রণব রায়ের মেদিনীপুর: ইতিহাস ও সংস্কৃতি (প্রথম খণ্ড)।
১৬. ফোটোগ্রাফির ইতিহাসচর্চার ক্ষেত্রে কারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ?
উত্তর: ফোটোগ্রাফির ইতিহাসচর্চার ক্ষেত্রে অনেকেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিদ্যা দেহেজিয়া, কবিতা সিং, গীতা কাপুর প্রমুখ।
১৭. স্থানীয় ইতিহাসচর্চার বৈশিষ্ট্য কী?
উত্তর: স্থানীয় ইতিহাসচর্চার ধারা পেশাদারি ইতিহাসচর্চার বাইরে মূলধারার ইতিহাসচর্চাকে আরও সমৃদ্ধ করে তোলে। স্থানীয় ইতিহাসের উপাদান হিসেবে উপকথা, লোককথা, প্রচলিত কিংবদন্তি অর্থাৎ ‘মুখের কথায় ইতিহাস’ চর্চার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
১৮. স্থানীয় ইতিহাসচর্চার ক্ষেত্রে কতকগুলি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো।
উত্তর: স্থানীয় ইতিহাসচর্চার ক্ষেত্রে কতকগুলি উল্লেখযোগ্য গ্রন্থ হল নিহাররঞ্জন রায়ের বাঙালির ইতিহাস—আদিপর্ব, সতীশচন্দ্র মিত্রের যশোহর- খুলনার ইতিহাস, রাধারমণ সাহার পাবনা জেলার ইতিহাস প্রভৃতি।