মাধ্যমিক ইতিহাস ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর | Madhyamik history first chapter question answer

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর pdf। দশম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর pdf | Class 10 history first chapter question answer


আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর pdf। মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর ইতিহাসের ধারণা । দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর । ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর |Madhyamik history chapter 3 question answer যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।


তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির ইতিহাস ১ নম্বর অধ্যায় প্রশ্ন উত্তর  গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 ইতিহাস প্রশ্ন উত্তর প্রথম অধ্যায় pdf download, class 10 history first chapter questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।

YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE                        

যযhttps://youtube.com/@Ouronlineschool247

      আরও পোস্ট দেখো     B  

এছাড়াও তোমার মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।


Madhyamik History Suggestion 2024  | West Bengal WBBSE Class Ten X history Qustion and Answer Suggestion 2024, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024


অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর | Madhyamik history chapter 1 question answer pdf : 

1. নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? 

উত্তর: নীলদর্পণ নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র।


2. চা-কর দর্পণ নাটকটির রচয়িতা কে?

উত্তর: চা-কর দর্পণ নাটকটির রচয়িতা হলেন দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়।


3. ভারতে প্রথম চলচ্চিত্র কে নির্মাণ করেন?

উত্তর: ১৯১৩ খ্রিস্টাব্দে ভারতে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন দাদাসাহেব ফালকে।


4. পথের পাঁচালী চলচ্চিত্রের নির্মাতা কে?

উত্তর: পথের পাঁচালী চলচ্চিত্রের নির্মাতা হলেন সত্যজিৎ রায়।


5. অগ্নিযুগের অগ্নিকন্যা নামে কে অভিহিত হন?

উত্তর: সরলাদেবী চৌধুরানি অগ্নিযুগের অগ্নিকন্যা নামে অভিহিত হন।

6. কবে চিপকো আন্দোলন শুরু হয়?

উত্তর : ১৯৭০ খ্রিস্টাব্দে চিপকো আন্দোলন শুরু হয়।


7. গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থটি কার লেখা?

উত্তর: গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থটি রিচার্ড এইচ গ্রোভের লেখা।


8. প্রাচীন ভারতে চিকিৎসাবিজ্ঞান শীর্ষক গ্রন্থটি কে লিখেছিলেন?

উত্তর: প্রাচীন ভারতে চিকিৎসাবিজ্ঞান শীর্ষক গ্রন্থটি লিখেছিলেন অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় |


9. মহাত্মা গান্ধির আত্মজীবনীর নাম কী?

উত্তর: মহাত্মা গান্ধির আত্মজীবনীর নাম দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ।


10.ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কার লেখা?

উত্তর: ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের লেখা।



মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় SAQ প্রশ্ন ও উত্তর|
Madhyamik history 1st chapter question answer pdf 


11. 'জীবনের ঝরাপাতা' কার আত্মজীবনী?
উত্তর:  'জীবনের ঝরাপাতা’ সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী।

12.কন্যা ইন্দিরা গান্ধিকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি কী নামে প্রকাশিত হয়েছে?
উত্তর: কন্যা ইন্দিরা গান্ধিকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি 'লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার' নামে প্রকাশিত হয়েছে।

13. কন্যা ইন্দিরা গান্ধিকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলি বাংলা ভাষায় কী নামে প্রকাশিত হয়েছে?
উত্তর: কন্যা ইন্দিরা গান্ধিকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলি
বাংলা ভাষায় ‘কল্যাণীয়াসু ইন্দু' শিরোনামে প্রকাশিত হয়েছে।

14. 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর:  ‘বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়।

15. ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর:  ‘সোমপ্রকাশ' পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ
বিদ্যাভূষণ।

16. প্রথম বাংলা সংবাদপত্র / মাসিক পত্রিকা কোন্‌টি?
উত্তর:  প্রথম বাংলা সংবাদপত্র / মাসিক পত্রিকা ‘দিগদর্শন’।

17. প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি?
উত্তর: প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ।

18. 'রসগোল্লা : বাংলার জগৎমাতানো আবিষ্কার' গ্রন্থটি কে
রচনা করেন?
উত্তর: রসগোল্লা : বাংলার জগত্মাতানো আবিষ্কার’ গ্রন্থটি রচনা
করেন হরিপদ ভৌমিক।

19. 'বাঙালির বেশবাস, বিবর্তনের রূপরেখা’ গ্রন্থটি কে রচনা
করেন?
উত্তর: বাঙালির বেশবাস, বিবর্তনের রূপরেখা' গ্রন্থটি রচনা
করেন মলয় রায়।

20. মান্না দে-র লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী?
উত্তর: মান্না দে-র লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম 'জীবনের
জলসাঘরে'।

21. 'দ্য ডন অব ইন্ডিয়ান মিউজিক ইন দ্য ওয়েস্ট' গ্রন্থটি কে
রচনা করেন?
উত্তর:  দ্য ডন অব ইন্ডিয়ান মিউজিক ইন দ্য ওয়েস্ট’ গ্রন্থটি রচনা
করেন পিটার লাভেজোলি।

22. ‘ডান্স অব ইন্ডিয়া' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:  ‘ডান্স অব ইন্ডিয়া’ গ্রন্থটি রচনা করেন শোভনা গুপ্ত।


সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik History Question and Answer : 


১. সরকারি নথিপত্রের বিবরণ বলতে কী বোঝ?
উত্তর:  বিভিন্ন সরকারি কর্মচারী, সেনাপতি, সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা সমকালীন বিভিন্ন প্রত্যক্ষ ঘটনা সম্পর্কে যে তথ্যাদি লিখে গিয়েছেন সেসব সরকারি নথিপত্রের বিবরণ নামে পরিচিত

২. সরকারি নথিপত্রের বিবরণ থেকে প্রাপ্ত একটি ঐতিহাসিক তথ্যের উদাহরণ দাও।
উত্তর: সরকারি নথিপত্রের বিবরণ থেকে প্রাপ্ত একটি ঐতিহাসিক তথ্যের উদাহরণ হল সিপাহি বিদ্রোহের (১৮৫৭ খ্রি.) প্রত্যক্ষদর্শী হিসেবে ফরেস্ট তাঁর ‘হিস্ট্রি অব দি ইন্ডিয়ান মিউটিনি' গ্রন্থটি লিখেছেন যা থেকে সিপাহি বিদ্রোহের নানা তথ্য পাওয়া যায়।

৩. ‘অ্যানাল স্কুল’ কী?
উত্তর: ‘অ্যানাল স্কুল’ হল ফ্রান্সের একটি পত্রিকা গোষ্ঠী। মার্ক ব্লখ ও লুসিয়েন ফেবর-এর উদ্যোগে ‘অ্যনাল্স অব ইকনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি’ নামে পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে এই গোষ্ঠী গড়ে ওঠে। এই গোষ্ঠীর ইতিহাসচর্চায় সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, সাধারণ মানুষ, পরিবার, মনস্তত্ত্ব প্রভৃতি বিভিন্ন বিষয় স্থান লাভ করে।

৪. ‘ঢাকাই খাবার’ কী?
উত্তর:  ঢাকা যখন প্রাদেশিক-রাজধানী ছিল তখন এখানকার রন্ধনপ্রণালীর সঙ্গে পারসিক খাদ্যরীতির সংমিশ্রণ ঘটে। এর ফলে যে খাবার প্রস্তুত হয় তা ‘ঢাকাই খাবার’ নামে পরিচিত। এর অন্তর্ভুক্ত ছিল কাবুলি, খিচুড়ি, হালিম, চালের গুঁড়োর পিঠে   প্রভৃতি।

৫. হরিপদ ভৌমিক ইতিহাসে বিখ্যাত কেন?
উত্তর: গবেষক হরিপদ ভৌমিক তাঁর 'রসগোল্লা বাংলার জগত্মাতানো আবিষ্কার’ গ্রন্থে দাবি করেছেন যে, রসগোল্লা বাংলার নদীয়া জেলার ফুলিয়ায় হারাধন ময়রা আদি রসগোল্লার সৃষ্টিকর্তা। এই কারণে তিনি ইতিহাসে বিখ্যাত।

৬. নবীনচন্দ্র দাস কে ছিলেন?
উত্তর:  নবীনচন্দ্র দাস ছিলেন কলকাতার বাগবাজারের একজন ময়রা। নদীয়ার ফুলিয়ার হারাধন ময়রার তৈরি করা রসগোল্লা কিছুটা পরিবর্তন করে নবীনচন্দ্র ১৮৬৮ খ্রিস্টাব্দে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন।

৭. প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি? এটি কার পরিচালনায় কবে মুক্তি পায়?

[1] প্রথম ভারতীয় চলচ্চিত্র হল ‘রাজা হরিশ্চন্দ্র’ (নির্বাক)।
[2] ‘রাজা হরিশ্চন্দ্র' দাদাসাহেব ফালকের পরিচালনায় ১৯১৩ খ্রিস্টাব্দে মুক্তি পায়।

৮. প্রথম বাংলা চলচ্চিত্র কোন্‌টি? এটি কার পরিচালনায় কবে
মুক্তি পায়?
[1] প্রথম বাংলা চলচ্চিত্র হল ‘বিল্বমঙ্গল’ (নির্বাক)। [2] ‘বিল্বমঙ্গল’ জ্যোতিষ ব্যানার্জির (মতান্তরে রোস্তমজি দুতিওয়ালা) পরিচালনায় ১৯১৯ খ্রিস্টাব্দে মুক্তি পায়।

৯. বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনীর নাম কী? এই গ্রন্থ থেকে ইতিহাস রচনার জন্য কী ধরনের তথ্য পাওয়া যায়?
উত্তর: [1] বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনীর নাম ‘সত্তর বৎসর’। 
[2] ‘সত্তর বৎসর’ গ্রন্থটি থেকে বিপিনচন্দ্র পালের সঙ্গে আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ জাতীয় নেতার ঘনিষ্ঠতা, তাঁর ব্রাহ্ণসমাজে যোগদান, স্বাধীনতা আন্দোলনে তাঁর ঝাঁপিয়ে পড়া, স্বদেশি, বয়কট, পূর্ণ স্বরাজ প্রভৃতি আন্দোলনে তাঁর অংশগ্রহণ প্রভৃতি তথ্য পাওয়া যায় যেগুলি আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।

১০. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনীর নাম কী? এই গ্রন্থ থেকে ইতিহাস রচনার জন্য কী ধরনের তথ্য পাওয়া যায়?
উত্তর: [1] রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনীর নাম হল ‘জীবনস্মৃতি’। 
[2] ‘জীবনস্মৃতি’ গ্রন্থটি থেকে ঠাকুরবাড়ির নানা তথ্য, তৎকালীন ইংরেজি ভাষা ও বিদেশি প্রথা সম্পর্কে বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি, হিন্দুমেলা সম্পর্কে নানা তথ্য, স্বদেশিয়ানার প্রতি বাঙালিদের আগ্রহ ও উদ্যোগ প্রভৃতি সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়, যেগুলি আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।

১১. সরলা দেবী চৌধুরানির লেখা আত্মজীবনীর নাম কী? এই গ্রন্থ থেকে ইতিহাস রচনার জন্য কী ধরনের তথ্য পাওয়া যায়?
উত্তর: 1] সরলা দেবী চৌধুরানির লেখা আত্মজীবনীর নাম হল ‘জীবনের ঝরাপাতা’। 

[2] ‘জীবনের ঝরাপাতা' গ্রন্থটি থেকে ভারতের কৃষক ও শ্রমিকদের ওপর ব্রিটিশ ও তাদের সহযোগীদের শোষণ-অত্যাচার, ব্রিটিশ-বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলন, স্বদেশি আন্দোলন, ঠাকুরবাড়ির সাংস্কৃতিক চর্চা প্রভৃতি সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়, যেগুলি আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।

১২. Historiography বা ইতিহাসতত্ত্ব কী?

উত্তর: ইতিহাসতত্ত্ব হল ইতিহাসের ইতিহাস, যার ইংরেজি প্রতিশব্দ Historiography। আধুনিক ইতিহাসতত্ত্বের মাধ্যমে মানুষের উন্নতির ধারা, যুক্তিবাদ, জাতীয়তাবোধ, বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা ইত্যাদি বিষয় উঠে এসেছে। ইতিহাসের পথচলার শুরু থেকে তার বর্তমান অবস্থায় পৌঁছোনোর ধারাবাহিক কাহিনিই হল ইতিহাসতত্ত্ব।


১৩. নতুন সামাজিক ইতিহাসের বৈচিত্র্যগুলি কী ?

উত্তর: নতুন সামাজিক ইতিহাস অত্যন্ত বৈচিত্র্যময়। এতে সাধারণ মানুষের ব্যক্তিগত বিষয়গুলি ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্ব পেয়েছে। যেমন—বংশলতিকা, পারিবারিক অ্যালবাম, ব্যক্তিগত ডায়ারি ইত্যাদি।


১৪. স্থানীয় ইতিহাসচর্চা জরুরি কেন?

উত্তর: দীর্ঘকাল ধরে ইতিহাসচর্চার একটি প্রচলিত প্রথা ছিল কোনো মহাদেশ, দেশ বা জাতির ইতিহাস আলোচনা করা। কিন্তু আধুনিককালে এই প্রচলিত গণ্ডির বাইরে গিয়ে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসচর্চার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেননা এই ধরনের ইতিহাসচর্চা ক্ষুদ্র ইতিহাসকে বৃহত্তর রূপ দিতে পারে। তাই বর্তমানে স্থানীয় ইতিহাসচর্চা অত্যন্ত জরুরি বিষয় হয়ে উঠেছে।


১৫. স্থাপত্যের ইতিহাস সম্পর্কিত যে-কোনো দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো।

উত্তর: স্থাপত্যের ইতিহাস সম্পর্কিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল পার্সি ব্রাউনের ইন্ডিয়ান আর্কিটেকচার এবং প্রণব রায়ের মেদিনীপুর: ইতিহাস ও সংস্কৃতি (প্রথম খণ্ড)।


১৬. ফোটোগ্রাফির ইতিহাসচর্চার ক্ষেত্রে কারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ?

উত্তর: ফোটোগ্রাফির ইতিহাসচর্চার ক্ষেত্রে অনেকেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিদ্যা দেহেজিয়া, কবিতা সিং, গীতা কাপুর প্রমুখ।


১৭. স্থানীয় ইতিহাসচর্চার বৈশিষ্ট্য কী?

উত্তর: স্থানীয় ইতিহাসচর্চার ধারা পেশাদারি ইতিহাসচর্চার বাইরে মূলধারার ইতিহাসচর্চাকে আরও সমৃদ্ধ করে তোলে। স্থানীয় ইতিহাসের উপাদান হিসেবে উপকথা, লোককথা, প্রচলিত কিংবদন্তি অর্থাৎ ‘মুখের কথায় ইতিহাস’ চর্চার ওপর গুরুত্ব আরোপ করা হয়।


১৮. স্থানীয় ইতিহাসচর্চার ক্ষেত্রে কতকগুলি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো।

উত্তর: স্থানীয় ইতিহাসচর্চার ক্ষেত্রে কতকগুলি উল্লেখযোগ্য গ্রন্থ হল নিহাররঞ্জন রায়ের বাঙালির ইতিহাস—আদিপর্ব, সতীশচন্দ্র মিত্রের যশোহর- খুলনার ইতিহাস, রাধারমণ সাহার পাবনা জেলার ইতিহাস প্রভৃতি।


দশম শ্রেণির ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর pdf | ইতিহাসের ধারণা দশম শ্রেণি প্রশ্ন উত্তর pdf 

মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় বড়ো প্রশ্ন ও উত্তর  | দশম শ্রেণির ইতিহাস বড়ো প্রশ্ন ও উত্তর  – ইতিহাসের ধারণা বড়ো প্রশ্ন ও উত্তর |Madhyamik History long Question and Answer Question and Answer, 


1. সরকারি নথিপত্র বলতে কি বোঝায় সংক্ষেপে আলোচনা করো।

১. সরকারি নথিপত্র  4-নম্বরের-প্রশ্ন-উত্তর ?


• উত্তর: সরকারি নথিপত্র 

ভূমিকা: আধুনিক ভারতের ইতিহাস রচনায় যেসব উপাদান পাওয়া যায় সেগুলির মধ্যে অন্যতম হল সরকারি নথিপত্র। দিল্লির জাতীয় মহাফেজখানা ছাড়াও কলকাতা, চেন্নাই, মুম্বই প্রভৃতি শহরের লেখ্যাগারগুলিতে এরুপ বহু নথিপত্র সংরক্ষিত রয়েছে।

বস্তুনিষ্ঠ প্রশাসনের জন্য নথির ব্যবহার অপরিহার্য।


 কয়েকটি উল্লেখযোগ্য সরকারি নথিপত্র হল – 

[1] বিভিন্ন সরকারি কমিশনের প্রতিবেদন, [2] পুলিশ, গোয়েন্দা, সরকারি আধিকারিক প্রমুখের বিভিন্ন প্রতিবেদন, [3] বিবরণ, [4] চিঠিপত্র প্রভৃতি।


[i] কমিশনের প্রতিবেদন: ব্রিটিশ শাসনকালে সরকার অর্থ

শিক্ষা, আন্দোলন প্রভৃতি বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি কমিশন নিয়োগ করে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নীল কমিশন (১৮৬০ খ্রি.), দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশন (১৮৭৬ খ্রি.), হান্টার কমিশন (১৮৮২ খ্রি.), সাইমন কমিশন (১৯২৭ খ্রি.) প্রভৃতি। এসব কমিশনের প্রতিবেদন বা রিপোর্ট থেকে আধুনিক ভারতের ইতিহাস রচনার বহু তথ্য সংগ্রহ করা সম্ভব।


[ii] অন্যান্য প্রতিবেদন: ব্রিটিশ সরকারের পুলিশ, গোয়েন্দা

ও বিভিন্ন সরকারি আধিকারিকগণ ব্রিটিশ-বিরোধী গণবিদ্রোহ, জাতীয়তাবাদী আন্দোলন, বিপ্লবী আন্দোলন, গুপ্ত সমিতিগুলির কাজকর্ম প্রভৃতি বিষয়ে সরকার নিয়মিত প্রতিবেদন পাঠাত যার ভিত্তিতে সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করত। এসব প্রতিবেদন আধুনিক ভারতের ইতিহাস রচনায় যথেষ্ট সহায়তা করে।


[iii] বিবরণ: সরকারের বিভিন্ন পদস্থ কর্মচারী, সেনাপতি, সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি প্রমুখ বিভিন্ন ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে পরবর্তীকালে সেইসব ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেছেন। এরূপ বেশকিছু বিবরণ গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে বা সরকারি দপ্তরে সংরক্ষিত আছে। এরুপ কয়েকটি উল্লেখযোগ্য বিবরণ হল ফরেস্ট রচিত ‘হিস্ট্রি অব দি ইন্ডিয়ান মিউটিনি', স্যার সৈয়দ আহমদ খান রচিত ‘দি কজেস অব ইন্ডিয়ান রিভোল্ট’, কার্জনের স্বরাষ্ট্রসচিব রিজলে রচিত দিনলিপির বিবরণ, কে লেপেল গ্রিফিনের বিবরণ প্রভৃতি।


[iv] চিঠিপত্র: সরকারের বিভিন্ন দপ্তর ও আধিকারিকরা নিজেদের মধ্যে যেসব চিঠিপত্রের আদানপ্রদান করত সেগুলি থেকে বহু ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। এই বিষয়ে গুরুত্বপূর্ণ চিঠিপত্রগুলি হল ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিঠিপত্র, লর্ড মেকলের চিঠিপত্র, লর্ড ডাফরিনের চিঠিপত্র, ব্রিটিশ সরকারকে দেওয়া গান্ধিজির বিভিন্ন চিঠিপত্র প্রভৃতি।


মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় 4 নম্বরের প্রশ্ন উত্তর


২. ইতিহাসচর্চার উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা-র গুরুত্ব লেখো।

উত্তর : স্বাধীনতা সংগ্রামের একজন প্রত্যক্ষ সৈনিক হিসেবে সরলাদেবী চৌধুরানি ইতিহাসের পাতায় বিশিষ্টতার দাবিদার। জীবনের শেষপ্রান্তে এসে সরলাদেবী তাঁর আত্মকথা জীবনের ঝরাপাতা রচনা করেন। সাপ্তাহিক দেশ পত্রিকায় ১৩৫১ বঙ্গাব্দের ২৪ কার্তিক সংখ্যা থেকে শুরু করে ১৩৫২ বঙ্গাব্দের ২৬ জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়।

ইতিহাসচর্চার উপাদান হিসেবে জীবনের ঝরাপাতার গুরুত্বগুলি হল-------

[i] ঠাকুরবাড়ি ও স্বদেশি আন্দোলন : জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহল এবং স্বদেশি আন্দোলন সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় সরলাদেবীর জীবনের ঝরাপাতা রচনাংশ থেকে।


[ii]শরীরচর্চা : এই গ্রন্থ থেকে জানা যায় যে, স্বদেশি যুগে বীরাষ্টমী এবং প্রতাপাদিত্য উৎসবের প্রবর্তনের মাধ্যমে তিনি যুবকদের শরীরচর্চায় উৎসাহিত করেছিলেন।


[iii] মতাদর্শ : সরলাদেবী এই গ্রন্থে তাঁর বাল্যজীবন, শিক্ষালাভ, জাতীয় আন্দোলনে অংশগ্রহণ, গান্ধিজির সান্নিধ্যলাভ পাওয়া ও তাঁর জাতীয়তাবাদী মতাদর্শ গঠনের প্রক্রিয়া সুন্দরভাবে উপস্থাপনকরেছেন।


[iv] অর্থনৈতিক শোষণ : ঔপনিবেশিক ভারতে ব্রিটিশদের অর্থনৈতিক শোষণের স্বরূপ ফুটে উঠেছে সরলাদেবীর লেখায় | নীল চাষি থেকে চা বাগানের কুলি ও খেটে খাওয়া মানুষ যে ধারাবাহিকভাবে ব্রিটিশদের অত্যাচারের শিকার, তা তিনি নির্দ্বিধায় বর্ণনা করেছেন।


মন্তব্য: কোনো অজ্ঞাত কারণে তাঁর ধারাবাহিক রচনার প্রকাশ বন্ধ হয়ে গিয়েছিল। তবু একজনসমাজ সচেতন, জাতীয়তাবাদী বিদুষী নারী সরলাদেবীর আত্মজীবনী ইতিহাসের উপাদান হিসেবে

স্বীকৃতি পাওয়ার উপযুক্ত।


দশম শ্রেণির ইতিহাস ইতিহাসের ধারণা বড়ো প্রশ্ন ও উত্তর pdf |
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় বড়ো প্রশ্ন ও উত্তর


৩. ইতিহাসচর্চার উপাদান হিসেবে সত্তরবৎসর-এর গুরুত্ব লেখো।

• উত্তর : আত্মজীবনী ও স্মৃতিকথাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিপিনচন্দ্র পালের সত্তর বৎসর। এটি একটি অসম্পূর্ণ রচনা। প্রবাসী পত্রিকায় ১৩৩৩-এর মাঘ থেকে ১৩৩৫-এর বৈশাখ মাস পর্যন্ত সময়কালে এই গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।


ইতিহাসের উপাদান হিসেবে সত্তর বৎসর এর গুরুত্ব হল—

[i] শ্রীহট্টের সামাজিক চিত্র: বর্তমান সময়কাল থেকে প্রায় ১৫০ বছর আগে, লেখকের জন্মস্থান শ্রীহট্টের কথা এই রচনা থেকে জানা যায়। সেই সময়কার পূর্ব বাংলা তথা শ্রীহট্টের আদবকায়দা, আচার-আচরণ ও বৃহত্তর সমাজজীবনের একটি ধারণা এই গ্রন্থটি থেকে পাওয়া যায়।

[ii] ব্রাহ্মসমাজ : ব্রাহ্মসমাজের সূচনাপর্ব থেকে শুরু করে, তার নানান কর্মসূচি, রামমোহন রায়ের নেতৃত্বকালীন ব্রাহ্মসমাজের অবস্থা, সমাজের সদস্যগণ, এমনকি ব্রাহ্মসমাজের বিভাজন ও তারপিছনে আদর্শগত দ্বন্দ্বের কথাও পাওয়া যায় এই গ্রন্থে।


[iii] রাজনীতি ও জাতীয়তাবোধ: বিপিনচন্দ্র পালের সত্তর বৎসর থেকে উনিশ শতকের শেষ ও বিশ শতকের শুরুতে ভারত তথা কলকাতার রাজনৈতিক ভারতীয় সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথের জীবনস্মৃতির ভূমিকা অনবদ্য 

মন্তব্য: বিপিনচন্দ্র পালের এই আত্মজীবনীমূলক রচনা তাঁর জন্ম, শৈশবকাল, কলকাতায় শিক্ষাজীবন, ব্রাহ্মসমাজে যোগদান, স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা, স্বদেশি আন্দোলন এবং সব শেষে নবগোপাল মিত্রের হিন্দুমেলা সম্পর্কে আলোকপাত করে। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের এক গুরুত্বপূর্ণের অধ্যায়ের কথা প্রাণবন্তরূপে প্রকাশ পেয়েছে এই গ্রন্থে। তাই জাতীয়তাবাদী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ধরা দেয় সত্তর বৎসর 


দশম শ্রেণির ইতিহাসের প্রথম অধ্যায়ের কোশ্চেন|মাধ্যমিক ইতিহাস ধারণা 4 নং প্রশ্ন উত্তর

৪. নারীর ইতিহাসচর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 

বর্তমান যুগে ইতিহাসচর্চার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হল নারীর ইতিহাসচর্চা। ১৯৬০-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম নারীর ইতিহাসচর্চা শুরু হয়।

[i] বিষয়বস্তু : নারীর ইতিহাসচর্চায় প্রাচীনকাল থেকে নারীদের প্রতি উপেক্ষা অবজ্ঞা, শিক্ষা, সংস্কৃতি রাজনীতি, প্রশাসন, ধর্মসাধনা, খেলাধুলা ও মানবজীবনের বিভিন্ন দিকে নারীসমাজের ভূমিকা প্রভৃতি বিষয় স্থান পেয়েছে। এ ছাড়া নারীবাদ, নারীবাদের উদ্ভব, নারী আন্দোলনের ধারা, নারীশিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, স্বাস্থ্য প্রভৃতি বিষয় নারীর ইতিহাসচর্চায় গুরুত্ব পেয়েছে। ব্যক্তিতান্ত্রিক ও গতানুগতিক ইতিহাসচর্চার বদলে সমাজের তথাকথিত উপেক্ষিত শ্রেণি নারী ও নারীসমাজের বিবর্তন গবেষণা করা আধুনিক ইতিহাসচর্চাকে নিঃসন্দেহে আরও সমৃদ্ধ করেছে। নারীর ইতিহাসের মূল উপাদান নারী। এখান থেকেই নারীবাদ এবং তার আনুষঙ্গিক তত্ত্ব যেমন ইকোফেমিনিজম প্রভৃতির ধারণা এসেছে।


[ii] উল্লেখযোগ্য ঐতিহাসিক: ১৯৭৪ খ্রিস্টাব্দে নারীবাদী ফ্রাঁসোয়া দোব্যান তাঁর ফেমিনিজম অব ডেথ প্রবন্ধে প্রথম ইকোফেমিনিজম শব্দটি ব্যবহার করেছেন। ভারতীয় নারীবাদীরা ইকোফেমিনিজম-এর পরিবর্তে উম্যানিজম কথাটি ব্যবহারে বেশি আগ্রহী | নারীর ইতিহাসচর্চায় যে সকল ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাঁদের মধ্যে জোয়ান কেলি, জোয়ান স্কট, জেরাল্ডিন ফোর্বস, মিরা দেশাই, ডি আর নন্দা, এম  এন শ্রীনিবাস, কমলা বাসিন প্রমুখের নাম উল্লেখযোগ্য।


মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় – ইতিহাসের ধারণা  প্রশ্ন ও উত্তর | Madhyamik History Question and Answer 3 no chapter


৫. ইতিহাসচর্চার উপাদানজীবনস্মৃতি-র গুরুত্ব লেখো।

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে রচনা করেন তাঁর স্মৃতিকথামূলক গ্রন্থ জীবনস্মৃতি (১৯১২ খ্রিস্টাব্দে)। তিনি নিজের জীবনের মর্মকথা ৪৪টি পরিচ্ছেদের মধ্যে দিয়ে এই গ্রন্থে বর্ণনা করেছেন।


ইতিহাসচর্চার উপাদানহিসেবে জীবনস্মৃতির গুরুত্ব হল—

[i] বাঙালির স্বদেশপ্রেম : রবীন্দ্রনাথের জীবনস্মৃতির মূল বিষয়বস্তু হল মধ্যবিত্ত বাঙালি জীবন | এই রচনায় তিনি কলকাতার মধ্যবিত্ত পরিবারের মধ্যে পাশ্চাত্য আদর্শের প্রভাব মূল্যায়ন করতে গিয়ে বলেছেন যে,সেই যুগের অভিজাত বাঙালি পরিবারে বিভিন্ন বিদেশি প্রথার প্রচলন শুরু হলেও স্বদেশের প্রতি তাদেরঅনুরাগ অব্যাহত ছিল। তারা সন্তানদের শিক্ষাদানের ক্ষেত্রে ইংরেজি ভাষা এবং পাশ্চাত্যশিক্ষাকে অগ্রাধিকার দিলেও বাংলা ভাষা ও শিক্ষার প্রতি তাদের আগ্রহ কোনো অংশে কম ছিল না।পরিস্থিতি, কংগ্রেস নেতৃত্ব, ধর্মভীরু বাঙালির জাতীয়তাবাদী মানসিকতা, স্বদেশি, বয়কট ও পূর্ণ স্বরাজের দাবিতে গড়ে ওঠা আন্দোলন প্রভৃতি সম্বন্ধে জানা যায়।


[ii] তৎকালীন রাজনৈতিক ঘটনাবলি ও হিন্দুমেলা : এই রচনায় রবীন্দ্রনাথ রাজনারায়ণ বসু এবং তাঁর দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত  স্বাদেশিকতার সভা, দাদা জ্যোতিরিন্দ্রনাথের উদ্যোগে কধুতি ও পাজামার সমন্বয়ে ভারতের একটি সর্বজনীন পোশাক প্রচলনের চেষ্টা, স্বদেশি কলকারখানা তৈরিতে যুবকদের উদ্যোগ প্রভৃতির কথা উল্লেখকরেছেন। এ ছাড়া জাতীয়তাবাদী আন্দোলনে হিন্দুমেলার এবং তার সভ্যদের নানান উদ্যোগের কথা জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের এই রচনা থেকে।


[iii] আলোড়ন : ব্রাহ্ম আন্দোলন ও হিন্দুমেলাকে কেন্দ্র করে উচ্চবিত্ত শিক্ষিত বাঙালিদের মধ্যে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল তা এই গ্রন্থে সুচারুভাবে পরিস্ফুটিত হয়েছে।


[iv] বহির্বিশ্বের সমাজসংস্কৃতি: কয়েকটি দেশে ভ্রমণে গিয়ে তিনি সেই দেশগুলির যে আর্থসামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস বর্ণনা করেছেন তাঁর এই গ্রন্থে তারও গুরুত্বকে কোনো ক্রমেই অস্বীকার করা যায় না।


মন্তব্য: রবীন্দ্রনাথের জীবনকথায় বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অনুসৃত হয়ে আছে, তাই সমকালীন সমাজজীবন ও সাহিত্যলোক সম্পর্কে তথ্য সংগ্রহের প্রয়োজনে আকরগ্রন্থ হিসেবে জীবনস্মৃতি একটি অসামান্য গ্রন্থ।


৬. আধুনিক ভারতের ইতিহাসচর্চার প্রধান উপাদানগুলি কী?

• উত্তর :আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানগুলি

ভূমিকা: আধুনিক ভারতের ইতিহাস রচনার জন্য প্রয়োজনীয়  উপাদানের বিশেষ অভাব নেই। গুরুত্বপূর্ণ উপাদানগুলিকে চার ভাগে বিভক্ত করা যায়। যথা—

[i] সরকারি নথিপত্র: ব্রিটিশ শাসনকালে সরকারি নথিপত্রগুলি যথাযথভাবে সংরক্ষণ করে রাখা হত। এসব

নথিপত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিল——[1] বিভিন্ন সরকারি চিঠিপত্র ও রিপোর্ট, [2] পুলিশ, গোয়েন্দা ও সরকারি আধিকারিকদের প্রতিবেদন, [3] সরকারি ব্যক্তিদের বিবরণ প্রভৃতি। এসব নথিপত্র ঘেঁটে কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি জানা যায় এবং ইতিহাস রচনার কাজে ব্যবহার করা সম্ভব হয়।


[ii]  আত্মজীবনী ও স্মৃতিকথা: বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী, স্মৃতিকথা প্রভৃতিতে আধুনিক ভারতের ইতিহাস রচনার বহু মূল্যবান তথ্য পাওয়া যায়। এরুপ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল বিপিনচন্দ্র পালের ‘সত্তর বৎসর’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি’, মহাত্মা  গান্ধির ‘দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ দ্য ট্রুথ', সুভাষচন্দ্র বসুর ‘অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম' (অসমাপ্ত), জওহরলাল নেহরুর ‘অ্যান অটোবায়োগ্রাফি’ প্রভৃতি।



[iii] চিঠিপত্র: বিভিন্ন ব্যক্তির লেখা চিঠিপত্র আধুনিক ভারতের

ইতিহাস রচনার গুরত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এরূপ কিছু উল্লেখযোগ্য চিঠিপত্র হল টিপু সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু প্রমুখের লেখা চিঠিপত্র।

[iv] সাময়িকপত্র ও সংবাদপত্র: সমকালীন বিভিন্ন সাময়িকপত্র ও সংবাদপত্র আধুনিক ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃত হয়। ‘বেঙ্গল গেজেট’, ‘দিগদর্শন’, ‘সমাচার দর্পণ’, ‘সংবাদ কৌমুদি', ‘জ্ঞানান্বেষণ’, ‘এনকোয়ারার’, ‘বেঙ্গল স্পেকটেটর', ‘সমাচার চন্দ্রিকা’, ‘সংবাদ প্রভাকর’, ‘বঙ্গদর্শন’, ‘হিন্দু পেট্রিয়ট’, ‘কেশরী’, ‘মারাঠী’ প্রভৃতি পত্রপত্রিকা আধুনিক ভারতের ইতিহাসের নানা তথ্য সরবরাহ করে থাকে।



বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- Madhyamik history 1st chapter questions answers in bengali pdf download 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

Adddddd

  Download  Click Here to Download 

Adddddddd

      আরও পোস্ট দেখো     B           

A. মাধ্যমিক ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here

B. মাধ্যমিক ইতিহাস  সাজেশন PDF

C. ALL SUBJECT SUGGESTION PDF

  • Madhyamik Bengali Suggestion Click here
  • Madhyamik English Suggestion Click here
  • Madhyamik Geography Suggestion Click here
  • Madhyamik Life scienceSuggestion Click here
  • Madhyamik Mathematics Suggestion Click here
  • Madhyamik Physical science Suggestion Click here


মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : ইতিহাসের ধারণা প্রথম অধ্যায়  - Madhyamik History 1st chapter Question and Answer : মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Class 10 History chapter 1Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণির ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – ইতিহাসের ধারণা থেকে সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik History Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।



তোমরা তারা মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য -  ইতিহাসের ধারণাষ অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক ইতিহাস এর  প্রথম অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik History 3 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া ইতিহাস প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। 



‘‘মাধ্যমি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য।  ইতিহাসের ধারণা অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে । 



ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) Madhyamik History Question and Answer Suggestion |  মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর  – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর।



মাধ্যমিক ইতিহাস ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ইতিহাস ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় |  Madhyamik History MCQ Question and Answer| Class 10 History MCQ Question and Answer 


ইতিহাসের ধারণা মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর pdf download – ইতিহাসের ধারণা প্রথম অধ্যায়  pdf download| পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর pdf–| Madhyamik History Question and Answer pdf download, Class 10 History Question and Answer pdf  | Madhyamik History note pdf download  | West Bengal Madhyamik History Question and Answer pdf download. মাধ্যমিক ইতিহাস questions answers   – ইতিহাসের ধারণা questions answers ,মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর পিডিএফ  – Class 10 ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর  | Madhyamik ইতিহাসের ধারণা pdf download.



দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর pdf download,দশম শ্রেণি বিজ্ঞানের প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর pdf, দশম শ্রেণির ইতিহাস ইতিহাসের ধারণা অধ্যায় প্রশ্ন উত্তর। ক্লাস 10 ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর ইতিহাসের ধারণা pdf / ক্লাস 10 ইতিহাস প্রশ্ন উত্তর ইতিহাসের ধারণা pdf download /মাধ্যমিক ইতিহাস ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর 


 

   তোমাকে অসংখ্য ধন্যবাদ ,  তোমার যদি  আমাদের এই ” মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়  ইতিহাসের ধারণা প্রশ্ন ও উত্তর । Madhyamik History first chapter Question and Answer  ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।


এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।

 

_________ধন্যবাদ ❤️🤗 ________


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url