এই বছর থেকেই শুরু ৪ বছরের অনার্স।নতুন পদ্ধতিতে কী কী বলা আছে

এই বছর থেকেই শুরু ৪ বছরের অনার্স। 

আমূল পরিবর্তন স্নাতক স্তরে। এই বছর থেকেই শুরু হচ্ছে ৪ বছরের স্নাতক ডিগ্রি | নির্দেশিকা দিল UGC


◾এবছর যারা উচ্চমাধ্যমিক দিচ্ছে, তারা এই নতুন নীতির মধ্যে আসবে। জাতীয় শিক্ষানীতি ২০২০ এর নিয়মকেই কার্যকরী করা হচ্ছে। এছাড়াও এবছর থেকে রাজ্যের একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই চলবে কলেজে ভর্তির প্রক্রিয়া।

◾নতুন পদ্ধতিতে কী কী বলা আছে???

🔹 এখন থেকে যেকোন সময়, যতবার খুশি স্নাতক স্তরে পড়াশোনা করা থেকে বিরত থাকা বা ভর্তি হওয়া যাবে।

🔹 ১ বছর পর পড়া ছেড়ে দিলে দেওয়া হবে UG Certificate

🔹 ২ বছর পর পড়া ছেড়ে দিলে দেওয়া হবে UG Diploma

🔹 ৩ বছর পর পড়া ছেড়ে দিলে দেওয়া হবে Bachelor Degree

🔹 ৪ বছর পড়াশোনা করলে, তবেই মিলবে Honours Bachelor Degree

🔹 এছাড়াও চতুর্থ বছরে থাকছে গবেষণার সুযোগ। যা সম্পন্ন করলে মিলবে Honours with Research Degree

🔹 এছাড়াও স্নাতক স্তরে পড়াশোনার সাথে মিলবে Internship এর সুযোগ। ব্যবসা, শিল্প, কলা, বিজ্ঞান ইত্যাদি সব বিষয়েই মিলবে এই সুযোগ।

🔹 যেকোন সময়ে Offline, Online, ODL, Hybrid পদ্ধতির মধ্যে পরিবর্তন করা যাবে এই নতুন পদ্ধতিতে।

🔹 যেকোন সময় বিষয় পরিবর্তন করারও সুযোগ দেওয়া হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

পড়াশোনা বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট পেতে তাড়াতাড়ি

WhatsAp Group Join Now
Telegram Group Join Now