বায়ুমণ্ডল দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর |উচ্চমাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 12 Geography 5th chapter PDF

বায়ুমণ্ডল দ্বাদশ শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |উচ্চমাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 12 Geography 5th chapter question in bengali pdf

 

আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDFclass xii Geography five chapter question Pdf in bengali | WB Class twelve Geography question in bengali |WBCHSE পরীক্ষা প্রস্তুতির জন্য দ্বাদশ শ্রেণির ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে।


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে |ভূগোল পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf download । Class 12 Geography important Question in Bengali Pdf ডাউনলোড করো । এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাক।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf ,Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

‘বায়ুমণ্ডল’ দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।

বায়ুমণ্ডল mcq প্রশ্ন

1.



দ্বাদশ শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর [একটি বাক্যে উত্তর দাও]

দ্বাদশ শ্রেণির ভূগোল পঞ্চম  অধ্যায়ের 1 নং প্রশ্ন উত্তর

1. কৌণিক ভরবেগ কী ?

উঃ ঘূর্ণনরত বস্তুর জড়তা ভ্রামক (moment of Inertia) ও কৌণিক বেগের সমন্বয়ে বস্তুতে যে গতি ও ধর্মের উৎপত্তি হয়, তাকে ঘূর্ণনের অক্ষের সাপেক্ষে ওই বস্তুর কৌণিক ভরবেগ

বলে (Angular momentum)।

2. কোন্ গ্রিক শব্দ থেকে Cyclone শব্দটির ব্যুৎপত্তি ?

'Kuklos' বা কুকলস থেকে।

3: ঘূর্ণবাতের ‘চক্ষু’ বলতে কী বােঝায় ?* (WBCHSE '14 '16]

উ) ঘূর্ণবাতের কেন্দ্রস্থলে যে শান্ত, মেঘহীন আকাশের ক্ষুদ্র বৃত্তাকার সর্বাধিক উয় বলয় সৃষ্টি হয়, তাকেই ঘুর্ণবাতের ‘চক্ষু’ বলে।

4 চক্ষু প্রাচীর* (Bethune Collegiate School '14]

উ) ক্রান্তীয় ঘূর্ণবাতে চক্ষুর চারপাশে 10-12 কিমি ব্যাসযুক্ত যেmবলয় যেখানে কিউমুলােনিম্বাস মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহmসুবার্ধিক বৃষ্টিপাত সংঘটিত হয়, তাকে ‘চক্ষু প্রাচীর’ বলে।

5.কোন্ ধরনের ঘূর্ণবাতে অকুডেড সীমান্ত সৃষ্টি হয়?*

উ) নাতিশীতােয় ঘূর্ণবাতে। [WBCHSE Saple Questtove, 2014] দুটি বিখ্যাত ক্রান্তীয় সামুদ্রিক ঘূর্ণিঝড়ের নাম লেখাে।

উ) হ্যারিকেন এবং টাইফুন। [Bally4wqe govt Htescoob'16]

7. ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠে নিম্নচাপবিশিষ্ট দুর্বল ঘূর্ণিঝড়কে কী বলা হয় ?

উ) ক্রান্তীয় ডিপ্রেশন।

৪। টর্নেডাের ব্যাস কত?

উঃ প্রায় 100-500 মিটারের মতাে।

9.হ্যারিকেনের ব্যাস কত?

উ) প্রায় 200-650 কিমি।

10. ক্রান্তীয় ঘূর্ণবাতে কী জাতীয় মেঘ দেখা যায় ?*

উ, কিউমুলােনিম্বাস।

11. নাতিশীতােয় ঘূর্ণবাতে কী জাতীয় মেঘের সৃষ্টি হয় ?*

উ) বিভিন্ন ধরনের স্ট্রাটাস মেঘের।

12. ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তিস্থল কোথায় ?

উঃ সমুদ্রের উপর।

13. কোন ঘূর্ণাবাতে চাপের পার্থক্য অধিক হয় ?

14 ক্রান্তীয় ঘূর্ণবাতের কোন্ অংশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?

উ) ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষুর চারপাশে চক্ষু প্রাচীর অংশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়।

1s বায়ুমণ্ডলীয় গােলযােগ কাকে বলে ?

আবহাওয়া সংক্রান্ত দুর্যোগকে বলে বায়ুমণ্ডলীয় গােলযােগ। যেমন—ঘূর্ণবাত।

16 ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত কী ধরনের বায়ু ?

উ আকস্মিক বায়ু। (Ballavpur RGS Vidyapith '17]

17- ফুজিওয়ারা ফল কী?*

পরস্পরের কাছাকাছি আসা দুটি ঘূর্ণবাত একে অপরকে আবর্তন করতে থাকার ঘটনাই জাপানি আবহবিদ Sakuhei Fujwhara-এর নামানুযায়ী ফুজিওয়ারা ফল নামে পরিচিত।

18আরবসাগর ও বঙ্গোপসাগরের ক্রান্তীয় ঘূর্ণবাত-এর নাম কী ?

উ সাইক্লোন। [Ichapur sri gadadhar High School '17]

19 টুইস্টার কী?* [Nawab Bahadur's Institution '17]

উ) আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যভাগে মিসিসিপি নদী অববাহিকার  দক্ষিণাংশে সৃষ্ট টর্নেডােকেই স্থানীয় নামে বলা হয় টুইস্টার।

20. শীতল সীমান্ত বরাবর যে ধরনের বায়ুপুঞ্জ সক্রিয় থাকে ও ঝড় সৃষ্টি করে, তাকে কী বলে?*

উ সাইক্লোন। [Sarisha R K Mission Sikshamandir '15]

21. উচ্চচাপের কেন্দ্র থেকে বাইরের দিকে বায়ু প্রবাহিত হলে তাকে কী বলে?*

উ প্রতীপ ঘূর্ণর্বত।

22 সীমান্ত কাকে বলে?

উ যে সীমানা বা সীমারেখা বরাবর দুটি ভিন্ন ঘনত্বের বায়ুপুঞ্জ মিলিত হয় বা পৃথক হয়, সেই সীমানাকে বলে সীমান্ত বা Front। সীমান্ত দু-প্রকার, যথা— উয় সীমান্ত ও শীতল সীমান্ত।

23উয় সীমান্ত কাকে বলে ?

উ) নাতিশীতােয় ঘূর্ণবাতে যে সীমানা বরাবর উয় বায়ুপুঞ্জ শীতল mবায়ুপুঞ্জকে পৃথক করে, তাকে বলে উয় সীমান্ত। এটি মৃদু ঢালযুক্ত হয়।

2 শীতল সীমান্ত কাকে বলে?

উ) নাতিশীতােয় ঘূর্ণবাতে যে সীমানা বরাবর শীতল বায়ুপুঞ্জ উয় বায়ুপুঞ্জকে ঠেলে উর্ধ্বে উখিত করে, সেই সীমান্তকে বলে শীতল সীমান্ত, এটি উত্তল প্রকৃতির হয়।

28° উয় সীমান্ত বরাবর যে ধরনের বায়ুপুঞ্জ সক্রিয় থাকে তার নাম লেখাে।

উঃ উয় বায়ুপুঞ্জ।

26 প্রতিবন্ধক প্রতীপ ঘূর্ণবাত কখন সৃষ্টি হয় ?*

উ) ভূপৃঠস্থ উয় হালকা বায়ু উপরে ওঠার সময় ট্রপােস্ফিয়ারের উর্ধ্বাংশে বাধাপ্রাপ্ত হলে প্রতিবন্ধক প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি হয়। এক্ষেত্রে ভূপৃষ্ঠের নিম্নচাপ অঞ্চল থেকে উয় হালকা বায়ু উর্ধ্বে

উখিত হয় এবং ট্রপােস্ফিয়ারে বাধা পেয়ে বাইরের দিকে ছড়িয়ে যায়।

27. ফ্রন্টোজেনেসিস কী?

উঃ যে প্রক্রিয়ায় নাতিশীতােয় ঘূর্ণবাতের কেন্দ্রে প্রারম্ভিক পর্যায়ে দুটি অসমধর্মী বৃহদায়তন বায়ুপুঞ্জ পরস্পর মিলিত হয়ে নতুন সীমান্ত গঠন করে বা ধ্বংসপ্রাপ্ত সীমান্তের পুনরুজ্জীবন ঘটে, তাকে বলে ফ্রন্টোজেনেসিস।

2৪ ফ্রন্টোলাইসিস কাকে বলে ?

উ) যে প্রক্রিয়ায় ঘূর্ণবাতের শেষ পর্যায়ে পরস্পর বিপরীতগামী বায়ুপুঞ্জের দ্বারা সীমান্ত ধ্বংস হয়, তাকে ফ্রন্টোলাইসিস বলে।

29. অকুসান কাকে বলে?*

উ) নাতিশীতােয় ঘূর্ণবাতের পরিণত পর্যায়ে শীতল বায়ুপুঞ্জের বায়ু উম্ন বায়ুপুঞ্জে প্রবেশ করে জোরপূর্বক উয় বায়ুকে শীতল বায়ু, উপরে ঠেলে দেয়। এই ঘটনাকে বলে অকুসান।

36 ‘অন্তর্ভূত সীমানা”-এর সংজ্ঞা দাও। (WBCHSE ’17]

উ) নাতিশীতােয় ঘূর্ণবাতের সৃষ্টির শেষ পর্যায়ে দ্রুত গতির শীতল সীমান্ত উম্ন সীমান্তকে স্পর্শ করে ও একটিমাত্র মিলিত সীমান্তেরসৃষ্টি হয়, একে বলে ‘অন্তর্ভূত সীমানা।

31বাণিজ্য বায়ুর মিলন বলয় কী নামে পরিচিত?*

S: ITCZ (Inter Tropical Convergence Zone) |

32) বিজ্ঞানী পলম্যান প্রদত্ত ট্রাইসেলুলার মডেল বা ত্রিকোশমডেলে হ্যাডলি কোশকে কেন প্রত্যক্ষ তাপীয় কোশ বলে ? তাপীয় পার্থক্য বা তাপীয় খাড়া ঢালের কারণে সৃষ্টি হয় হ্যাডলির কোশ। তাই একে প্রত্যক্ষ তাপীয় কোশ বলে।

33 হ্যাডলির কোশ’কী?* [TawlakawaltokHighschool'16]

উ উপক্ৰান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের মধ্যে অবস্থিত (0°-30°N/S) কোশকে বলা হয় হ্যাডলির কোশ। এই অঞলের মধ্যে তাপের সঞ্চালন ঘটে। বিজ্ঞানী জি

হ্যাডলি এই কোশটির উদ্ভাবক বলে, এই কোশের নাম হয়েছে। হ্যাডলির কোশ।

34 ফেরল সালন কোশ কী ?

উভয় গােলার্ধে 30° - 60° মধ্য অক্ষাংশে অর্থাৎ উপক্ৰান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে উপমেরু বা মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞলের মধ্যে অবস্থিত তাপিত কোশটি উইলিয়ম ফেরল দ্বারা বিমত হয় বলে একে ফল সএনালন কাশ বলা হয়।

41 ব্যারােট্রপিক অবস্থা কাকে বলে?

বায়ুমণ্ডলীয় সমচাপ পৃষ্ঠ ও সমমায় তল পরস্পরের সমান্তরালে অবস্থান করার ঘটনাকে বলে ব্যারােট্রপিক অবস্থা।

42. ‘স্কোয়াল লাইন’ কী?* [Stagar Malkawaya High School *16]

উ) মধ্য অক্ষাংশে নাতিশীতােয় ঘূর্ণবাতের প্রবাহপথের ডান দিকে একটি রেখা বরাবর অসংখ্য বজ্র-ঝঞা কক্ষের সৃষ্টি হয়। এই কাল্পনিক লাইনকেই বলে স্কোয়াল লাইন।

43 জিওস্ট্রপিক বায়ু কাকে বলে?*

উধ্ববায়ুমণ্ডলীয় স্তরে ঘর্ষণজনিত বাধা না থাকায় এবং কোরিওলিস বলের পরিমাণ ও চাপের অবক্ৰম শক্তি সমান ও পরস্পর বিপরীতমুখী হওয়ার ফলে যে তীব্র গতিসম্পন্ন বায়ু সমপ্রেষরেখার সমান্তরালে প্রবাহিত হয়, তাকে বলা হয় জিওস্ট্রফিক বায়ু। ভূপৃষ্ঠের কাছাকাছি অংশে গতিবেগ কম হয় ঘর্ষণজনিত বাধার জন্য। কিন্তু উধ্বে যত উঠতে থাকে অবাধে প্রবাহিত হয়।

44. গ্রেডিয়েন্ট বায়ু কী ?

উ) বায়ুচাপের ঢাল অনুযায়ী উচ্চচাপীয় ঢাল থেকে নিম্নচাপীয় চালের দিকে যে বায়ু প্রবাহিত হয়, তাকে বলে গ্রেডিয়েন্ট বায়ু।

45 ওয়াকার কক্ষের দুর্বল অবস্থা কী ?

উ) ওয়াকার সার্কুলেশনের নিষ্ক্রিয় অবস্থায় বায়ুচাপের ঢাল হ্রাস পেলে তাকে ওয়াকার কক্ষের দুর্বল অবস্থা বলে।

461 ওয়াকার সার্কুলেশন কী?

উ প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে নিরক্ষরেখা বরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত বৃহদাকৃতির বায়ুমণ্ডলীয় কোশকেই বলে ওয়াকার সার্কুলেশন।

7৪র্সভি তরঙ্গ কাকে বলে ?

উঃ জিওস্ট্রপিক বায়ু তরঙ্গের আকারে উভয় গােলার্ধে ভূপৃষ্ঠ থেকে অনেকটা উর্ধ্বে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হলে, তাকে বলা হয় রসভি তরঙ্গ। এই বায়ু 5-6 হাজার কিমি দীর্ঘ। কোরিওলিস বল এই বায়ুপ্রবাহে প্রভাব বিস্তার করে।

48 রসভি তরঙ্গ সৃষ্টি হয় কোন্ প্রকার বায়ু দ্বারা ?

উ প্রশ্চিমা বায়ুপ্রবাহের দ্বারা। [Narab Bahadur frstitution 17]

49: জেট বায়ুপ্রবাহ কী?*

উ, ঊর্ধ্ব ট্রপােস্ফিয়ারের 6-12 কিমি উচ্চতায় আঁকাবাঁকা পথে প্রবাহিত অনুভূমিক অক্ষ বরাবর পুঞ্জীভূত, শক্তিশালী ও সংকীর্ণ বায়ুস্রোত যা সর্বোচ্চ গতিসম্পন্ন (500 কিমি/ঘণ্টা), পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত, তাকে জেট বায়ুপ্রবাহ বলে।

50 উচ্চ ট্রপােস্ফিয়ারের কোন্ বায়ু ভারতে মৌসুমি বায়ুপ্রবাহকে নিয়ন্ত্রণ করে?” 

উ জেট বায়ু।

৫১.ইনডেক্স সাইকেল

উ জেট স্ট্রিমের জীবনচক্র চারটি পর্যায়ে সম্পন্ন হয় যাকে বলে ইনডেক্স সাইকেল।

52. হাই জোনাল ইনডেক্স কী?* [Hare School '17]

উ) মেরু সংলগ্ন এলাকায় প্রথম পর্যায়ে জেট বায়ু পশ্চিম থেকে। পূর্ব দিকে প্রায় সােজা পথে প্রবাহিত হয়। তখন অক্ষাংশগত বিস্তারও কম এবং তরঙ্গের বক্রতা কম। এই পর্যায়কেই বলাহয় হাই জোনাল ইনডেক্স।

53. ‘লাে জোনাল ইনডেক্স’ কী ?*

(Aridaha Kalachand High School '16]

উঃ চতুর্থ পর্যায়ে জেট বায়ুর তরঙ্গগুলি বড়াে হয় ও সেগুলি বাকের ভঁজে মূল প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুকোশে পরিণত হয়। একেই ‘লাে জোনাল ইনডেক্স’ বলে।

54 কোন্ জেট স্ট্রিম মেরু কোশ ও ফেরেল কোশকে পৃথক করে?

উ) মেরুদেশীয় জেট স্ট্রিম।

৫৫.জ্কোন্ জেট বায়ু ভারতীয় বর্ষাকালের জন্য দায়ী?

উ) পূবালি জেট বায়ু।

56: কোন্ উচ্চতায় নিরক্ষীয় পূবালি জেট পরিলক্ষিত হয় ?

উঃ 200 মিটার উচ্চতায়।

57. জেটবায়ু কোন্ ঋতুর শুরুতে আরম্ভ হয় ?

উ শীতকালে।

58. কোন্ বায়ুপ্রবাহকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়?

উঃ মৌসুমি বায়ুকে। [WBCHSE Sample Question, 2014]

59দক্ষিণি দোলন কী ?

উ) এল নিনাের প্রভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রায় এবং বায়ুচাপের অস্বাভাবিক এবং অনিয়মিত যে পরিবর্তন বৈজ্ঞানিকরা লক্ষ করেন, তাকে দক্ষিণি দোলন নামকরণ দেন।

60 Southern Oscillation Index ??*

উ এল নিনাে এবং লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ওয়কার সার্কুলেশনের তীব্রতা ও শক্তির পরিমাপ ও ব্যস্তানুপাতিক সম্পর্কই হল Southern Oscillation Index।

61. এল নিনাের সর্বাত্মক প্রভাব কোথায় ?

3 Cols falcat (Sadar Govt High School, Coochbehar '15]

62। ছােটো ছােটো এল নিনাে কত বছরের ব্যবধানে সংঘটিত হয়?*

64. ENSO-এর পুরাে নাম কী ?

3: El Nino Southern Oscillation

65 ‘এল নিনাে' কী ?*

উঃ প্রশান্ত মহাসাগরের দক্ষিণ উপকূলে চিলি ও পেরু বরাবর বিশেষ এক ধরনের অস্থির সমুদ্রস্রোত সৃষ্টি হয়, যা উয় প্রকৃতির। শীতল স্রোতের স্থানে উয়, অস্থির এই স্রোত

উপকূলীয় আবহাওয়ার পরিবর্তন ঘটায়। স্পেনীয় ভাষায় একেই EI Nino বা শিশু খ্রিস্ট বলে।

66. লা নিনা কী?

উ এল নিনাে-র বিপরীত অবস্থা হল লা নিনা। এল নিনাে অন্তর্হিত হলে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকেউচ্চচাপ এবং পশ্চিম দিকে নিম্নচাপ সৃষ্টি হয়, যা এল নিনাের বিপরীত অবস্থা, শীতল পর্যায়। স্পেনীয় ভাষায় এটিই হল লা নিনা (La Nina) বা ছােট্ট মেয়ে।

67 ‘এল নিনাে’-র বিপরীত অবস্থা কী নামে পরিচিত?*

উ) লা নিনা।]

68 কোন্ মহাসাগরে এল নিনাের উৎপত্তি ঘটে?

উ) প্রশান্ত মহাসাগরে। (WBCHSE Sample Question, 2014]




1 জলবায়ু অঞ্চল ককেবলে?* [NirwaLHriday Astrue(Boys') 14]

উ কোনাে বিস্তীর্ণ অঞ্চল একই প্রকার জলবায়ুর উপাদান যথা— বৃষ্টিপাত, উয়তা, আদ্রর্তা, বায়ুচাপ ও বায়ুপ্রবাহ দ্বারা প্রভাবিত থাকলে ওই বিস্তীর্ণ অঞ্চলকে বলা হয় জলবায়ু অঞল।

11 'Four O'clock Rain'?' [Hindu School '15]

উ) নিরক্ষীয় অঞলে পরিচলন বায়ুস্রোতের প্রভাবে প্রতিদিন বিকেলে 3-4টের মধ্যে গভীর মেঘ সৃষ্টি হয় ও বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাত ঘটে। এই বৃষ্টিপাত-ই ‘Four O'clock Rain নামে পরিচিত।

12. Canopy কোথায় দেখা যায় ?

উঃ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৃষ্টি অরণ্যে।

13. নিরক্ষীয় জলবায়ুর বার্ষিক উয়তার প্রসার কত?

উ) 2°সে - 3°সে।

14. ITCZ কোন্ জলবায়ু অঞ্চলে দেখা যায় ?*

উনিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।

15 ‘ফোর ও ক্লক রেন’ (Four o'clock rain) কোন্ জলবায়ু অঞ্চলে ঘটে?*

(WBCHSE Sample Question, 2014]

উ) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।

16. নিরক্ষীয় জলবায়ুতে রাতকে কেন Night is the Winter of the tropics' বলা হয়?

উঃ নিরক্ষীয় জলবায়ু অঞলে রাতের উয়তা দিনের সর্বাধিক উন্নতা থেকে 15° সে পর্যন্ত কমে যায় ও রাত শীতকালের মতাে ঠান্ডা হয়ে যায়। তাই নিরক্ষীয় জলবায়ুতে রাতকে ‘Night is the Winter of the Tropics' বলা হয়।

27) পশ্চিমি ঝঞা কী?

উঃ অধ্যসাগর থেকে আগত দুর্বল ঘূর্ণবাতের প্রভাবে শীতকালে উত্তর-পশ্চিম ভারতে হালকা বৃষ্টি ও পার্বত্য এলাকায় তুষারপাত হয়, একেই বলা হয় পশ্চিমি ঝঞা।

28. ‘মৌসুমি বায়ুর খামখেয়ালিপনা’ কাকে বলে?*

উ) মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাবর্তন কালের মধ্যে কোনাে ধারাবাহিকতা নেই। কোনাে সময় সময়ের আগে আগমন ঘটে ও কোনাে সময় সময়ের অনেক পরে। এই কারণে মৌসুমি জলবায়ু অঞ্চলে খরা ও বন্যা লেগেই থাকে। একেই বলা হয় ‘মৌসুমি বায়ুর খামখেয়ালিপনা।

29. মনেক্স কী ?*

উ) উপগ্রহ ও প্রযুক্তির ভিত্তিতে মৌসুমি বায়ুর গবেষণা সংক্রান্ত কর্মসূচি হল মনেক্স।

ও বজ্রপাতের দেশ কাদের বলে?*

উ ভেনেজুয়েলা ও ভুটানকে।

31 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞলে কোন্ বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে।*

উ) আয়ন বায়ু।

৪৫ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের দুটি স্থানীয় বায়ুর নাম লেখাে।

(Ballygunge Govt High School ’16]

উঃ সিরােক্কো ও মিস্ট্রাল 

36 ‘পৃথিবীর ফলের বাগান কাকে বলে?

উ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সর্বাধিক আঙুর, জলপাই, কমলালেবু প্রভৃতি এবং অন্যান্য আরও ফল প্রচুর মাত্রায় জন্মায় বলে একে পৃথিবীর ফলের বাগান’বলা হয়।

3 স্যান্ডায়ানা কোথায় দেখা যায়?

[Rani Binod Manjari Govt High School '15]

উ: ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত ক্যালিফোর্নিয়াতে স্থানীয়

উঃ বায়ু স্যান্টায়ানা দেখা যায়।

38 ভূমধ্যসাগরীয় জলবায়ুতে বার্ষিক গড় উয়তার প্রসার কত?

উ) 11° সে - 17° সে।

39. মেরু বাতাগ্র-এর ফলে কী সৃষ্টি হয়?

উনাতিশীতােয় ঘূর্ণবাত সৃষ্টি হয়।

40 আফ্রিকার গিনি উপকূলে রাত্রিবেলায় যে স্থানীয় বায়ু প্রবাহিত হয় তার নাম কী ?*

[Fatepur Sreenath Institution '17]

উ) হারমাট্টান।

৪১.পৃথিবীর ফুসফুস বলে কোন্ অঞলকে?*

উ) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে।

[Bankura zilla School '16]



অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (মান-1)

1. স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে?

উ) প্রাকৃতিক বিভিন্ন উপাদানের (উয়তা, বৃষ্টিপাত, মৃত্তিকা,সূর্যালােক ও ভূমিরূপ) প্রত্যক্ষ প্রভাবে মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বাভাবিকভাবে যে-সমস্ত উদ্ভিদ জন্মায় ও বংশবিস্তার করে, তাদের বলে স্বাভাবিক উদ্ভিদ।

2 Canopy কী ?

উ) নিরক্ষীয় অঞ্চলের দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত বৃক্ষের বৃহৎ পাতা চাদোয়া সৃষ্টি করে ও সূর্যের আলােকে ভূমিভাগ পর্যন্ত প্রবেশে বাধা

দেয়, এই চাদোয়াই Canopy নামে পরিচিত।

3- আলােকপ্রেমী ও আলােকবিদ্বেষী উদ্ভিদের একটি পার্থক্য

লেখাে।

উঃ আলােকপ্রেমী উদ্ভিদের পাতার উপরিতল ক্লোরােফিলবিহীন হয়।

আলােকবিদ্বেষী উদ্ভিদের পাতার উপরিতলে ক্লোরােফিল থাকে।

4। উদ্ভিদের শ্রেণিবিভাগ কে, কত খ্রিস্টাব্দে করেন?*

1895 খ্রিস্টাব্দে ই ওয়ার্মিং।

12 অক্সিলােফাইট কী ?* [Narab Baliadaar festituattor t7].

উ যেসকল উদ্ভিদ অম্লধর্মী মাটিতে জন্মায় তাদের বলে অক্সিলােফাইট। যেমন— নিটাম।

13. একটি হেকিস্টোর্থামস উদ্ভিদের উদাহরণ দাও।*

উ) মস্, লাইকেন।

14- বরফাবৃত মৃত্তিকায় কী জাতীয় উদ্ভিদ জন্মায়?*

উ) সাইকোলােফাইট।

15 দুটি উভচর উদ্ভিদের উদাহরণ লেখাে।

উ ধান এবং হিংচে।

16. নয়নতারা কী জাতীয় উদ্ভিদ?*

উ হেলিওফাইট।

17 খরা প্রতিরােধী উদ্ভিদ কোন্ অঞ্চলে জন্মায় ?*[WBCHSE 14]

উ) শুষ্ক ও উয় অঞ্চলে এবং মরু অঞ্চলে।

18 পৃথিবীর মরু ও মরুপ্রায় অঞ্চলে স্বল্প বৃষ্টিপাতের জন্য কী ধরনের উদ্ভিদ জন্মায় ?* (WBCHSE '09]

উ) জেরােফাইট।

19 কোন্ ধরনের প্রাকৃতিক অবস্থা হেলিওফাইট পছন্দ করে?*[WBCHSE Sample Question, 2014]

উ প্রখর সূর্যকিরণযুক্ত উয় আবহাওয়া।

20: ফণীমনসা কোন্ ধরনের জঙ্গল উদ্ভিদ?* [Hare school *16]

উ) ক্যাকটাস জাতীয়।

21) বালি ও কাকরপূর্ণ মৃত্তিকায় কোন্ জাতীয় উদ্ভিদ জন্মায় ?

উ) স্যামােফাইট।

22 কাদের খরা মােচনকারী উদ্ভিদ বলে ?*

উ) কিছু ধরনের একবর্ষজীবী ও দ্বিবর্ষজীবী উদ্ভিদ যাদের কাণ্ড,মূলজ অংশের থেকে বড়াে। খরা পরিস্থিতিতে এদের বায়বীয়বিটপ অংশ শুকিয়ে যায় কিন্তু উদ্ভিদের মাটির নীচের অংশ বেঁচে থাকে, তারপর বৃষ্টি হলে মূল থেকে নতুন চারা জন্মায়, এদের বলে খরা-মােচনকারী (Drought Escaping) উদ্ভিদ।

যেমন— ক্যাসিয়া।

30. জলজ লবণাম্বু উদ্ভিদ কাকে বলে?*

যেসকল লবণাম্বু উদ্ভিদ শুধুমাত্র লবণাক্ত জলে জন্মগ্রহণ করে,তাদের জলজ লবণাম্বু উদ্ভিদ বলে। এরা লবণাক্ত জলে আংশিক বা সম্পূর্ণ ডুবে থাকে। উদাহরণ—ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ।

31 স্থলজ লবণাম্বু উদ্ভিদ কাকে বলে ?

উ) যেসকল উদ্ভিদ স্থলভাগের লবণাক্ত পরিবেশে জন্মগ্রহণ করে তাদের বলা হয় স্থলজ লবণাম্বু উদ্ভিদ। এরা অধিক,আংশিক বা অভাবযুক্ত জলময়যুক্ত স্থানে বিকাশলাভ করে।

উদাহরণ : পাথরকুচি।

32. বায়ব লবণাম্বু উদ্ভিদ কাকে বলে ?

উ যেসকল উদ্ভিদ লবণাক্ত জল বা লবণাক্ত মৃত্তিকার পরিবর্তে লবণপূর্ণ বাতাসের দ্বারা প্রভাবিত হয় বা নিয়ন্ত্রিত হয় তাদের বায়ব লবণাম্বু উদ্ভিদ বলা হয়। এরা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল অথবা মরু অঞ্চলের লবণাক্ত বাতাসের দ্বারা প্রভাবিত হয়, যেমন- বেতাে।

3. বায়ব লবণাম্বু উদ্ভিদের একটি উদাহরণ দাও।*

(উ) বেতাে।

34. স্বাভাবিক অঞ্চলের কাটাজাতীয় ঝােপঝাড় ক্যালিফোর্নিয়া এবং ফ্রান্সে কী নামে পরিচিত?

উ ক্যালিফোর্নিয়াতে চ্যাপারাল (Chaparral), ফ্রান্সে মাকুইস (Maquis) নামে পরিচিত।

35. জরায়ুজ অঙ্কুরােদগম কাকে বলে?*

উ: লবণাম্বু উদ্ভিদের বীজ উদ্ভিদের শাখায় থাকা অবস্থাতেই অঙ্কুরিত হলে এই জাতীয় অঙ্কুরােদমকেই বলে জরায়ুজ অঙ্কুরােদগম।

36 মাকিয়া (Macchia) কী ?*

কাটাজাতীয় ঝােপঝাড়কে ইটালিতে মাকিয়া (Macchia) বলা হয়।

ac' মেসােফাইট কী ?*

উস্বাভাবিক পরিবেশে অর্থাৎ যেখানে মৃত্তিকায় জলের পরিমাণ। স্বাভাবিক সেই অঞলে যে উদ্ভিদ জন্মায়, তাদের বলা হয় মেসােফাইট।

A। উচ্চ-তাপযুক্ত উদ্ভিদ’ বলতে কী বােঝাে?* [WBCHSE '16]

উ) সারা বছর অধিক উয়তায় (25°সে -27°সে) বিকাশ লাভ করে যেসকল উদ্ভিদ তাদের বলে উচ্চ তাপযুক্ত উদ্ভিদ।

42. হেকিস্টোথার্মস উদ্ভিদের সংজ্ঞা দাও।

[Prafullanagar Vidyamandir (HS) '17]

উ) তীব্র ও দীর্ঘশীতকাল সহনশীল উদ্ভিদকে বলা হয় হেকিস্টোথার্মস।

43. নুড়ি ও বালিতে যেসকল উদ্ভিদ জন্মায় তাদের কী বলে?

উ) স্যামােফাইট।

44 কোন্ অঞ্চলকে পৃথিবীর ফুসফুস বলে?*[Bankura Zilla School '16]

উঃ) নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যকে বলা হয়।

45. অধিমূল কী?*

উ লবণাম্বু উদ্ভিদের কাণ্ডের নীচের দিক থেকে চ্যাপটা তক্তার মতাে অস্থায়ী মূল নির্গত হয়ে মাটিতে ঢুকে যায়। একেই বলে অধিমূল।

17. গ্রিনহাউস প্রভাব কী ?*

উঃ মনুষ্যসৃষ্ট কারণে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলির ঘনত্ব বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলীয় তাপমাত্রার ক্রমাগত বৃদ্ধিকেই বলা হয় গ্রিনহাউস প্রভাব।

18 প্রধান গ্রিনহাউস গ্যাসগুলির নাম লেখাে।

CFC, CO, CH,, 0, নাইট্রাস অক্সাইড।

19. বর্তমানে বায়ুমণ্ডলে co,-এর পরিমাণ কত?

প্রায় 379 PPM।

20 co,-এর প্রধান উৎস কী?

উজ্বালানি কাঠ ও জীবাশ্ম জ্বালানি দহন। 

২.১গ্রিনহাউস প্রভাব কথাটি প্রথম কে ব্যবহার করেন?

উ) সাভান্তে আরেনিয়াস।

22. বায়ুমণ্ডলে Co,-এর পরিমাণ কত শতাংশ ?

উ) 0.03%।

23 গ্রিনহাউস গ্যাসের উৎপাদন ও নির্গমন হার হ্রাসের জন্য কী চুক্তি স্বাক্ষরিত হয়?*

উ) কিয়ােটো প্রােটোকল (1997, 11 ডিসেম্বর)।

24 বায়ুতে নাইট্রাস অক্সাইডের প্রধান উৎস কী ?

উ) জমিতে নাইট্রোজেন সারের ব্যবহার।

2. জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করাে।*WBCHSE ’17]

উ) (a) মরু করণ এবং (b) সমুদ্রজল পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি।

26. জোহানেসবার্গে পরিবেশ সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়?

উ) 2002 খ্রিস্টাব্দে।

27. ‘পােলার স্ট্রাটোস্ফিয়ারিক ক্লাউড’ কী ?

উ) শীতকালে আন্টার্কটিকায় তাপমাত্রা যখন অনেক কমে যায় তখন চারপাশে ঘূর্ণায়মান প্রচণ্ড গতিশীল পশ্চিমাবায়ুর একটি আবর্ত (Vortex) তৈরি হয়। সেই আবর্তের মধ্যের বায়ু চারপাশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যার উয়তা —৪০°সে। এর মধ্যে উপস্থিত জল ও নাইট্রিক অ্যাসিড ঘনীভূত হয়ে নাইট্রিক অ্যাসিডের ট্রাইহাইড্রেট কেলাস দ্বারা গঠিত মেঘ সৃষ্টি করে, এই মেঘকে বলে Polar Stratospheric Cloud (PSC)।

28 বিশ্ব উয়ায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় কীরূপ পরিবর্তন ঘটে?(WBCHSE '13]

উ উচ্চতা বৃদ্ধি পায়।

29. বায়ুমণ্ডলের উষ্মতা কত বৃদ্ধি পেলে 44% স্তন্যপায়ী প্রাণী হ্রাস পাবে ?

উ) 3° সেলসিয়াস।

30. বর্তমানে সর্বাধিক কার্বন ডাইঅক্সাইড উৎপাদনকারী দেশ কোনটি ?

উ) চিন।

31. ফ্রেয়ন গ্যাস কেন ব্যবহার হয়?*

উঃ হিমায়ক দ্রব্যরূপে।

32 অ্যাসিড বৃষ্টি কী ?*

উ) সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড বৃষ্টির জলের সঙ্গে মিশ্রিত হয়ে পৃথিবীতে অধঃক্ষেপিত হলে তাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়।

33 জলবায়ু পরিবর্তনের প্রমাণ বহন করে এমন কতকগুলি উৎসের নাম লেখাে।

উ) (a) গভীর বরফাবৃত স্থান থেকে গৃহীত প্রমাণ ও (b) পলিস্তর থেকে প্রাপ্ত প্রমাণ।

34 উদ্ভিদ জীবাশ্ম থেকে জলবায়ু পরিবর্তনের একটি প্রমাণ দাও।

উ) উদ্ভিদ কাণ্ডের জীবাশ্ম বার্ষিক ক্রমবৃদ্ধি বলয় না থাকলে প্রমাণিত হয় সেখানে তখন ঋতুপরিবর্তন হত না।

3s উন্নয়নশীল দেশগুলাে কত শতাংশ গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে?

3: 33%

36 মিথেনের উয়করণ ক্ষমতা co, অণুর তুলনায় কতগুণ বেশি ?*

উঃ 23 গুণ।

a ক্লোরােফ্লুরােকার্বনে ওজন বিয়ােজনকারী উপাদানটি কী ?

উঃ ক্লোরিন (CI)।

3৪ বিশ্ব উয়ায়ন কী?* [Panskura B B High School '16]

উ বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলির ঘনত্ব মাত্রাতিরিক্ত বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠের তাপীয় বিকিরণ আরও বৃদ্ধি পায় ও পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাই বিশ্ব উয়ায়ন নামে পরিচিত।



পঞ্চম অধ্যায় অধ্যায় বায়ুমণ্ডল গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর,

দ্বাদশ শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় 7 নং প্রশ্ন উত্তর


[1]  :




[TAG]:    বায়ুমণ্ডল পঞ্চম অধ্যায় pdf,বায়ুমণ্ডল mcq,উচ্চমাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় বড় প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণি,দ্বাদশ শ্রেণির ভূগোল ,দ্বাদশ শ্রেণির ভূগোল পঞ্চম  অধ্যায়,বায়ুমণ্ডল7 নং প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় বড় প্রশ্ন উত্তর,উচ্চমাধ্যমিক ভূগোল পঞ্চম  অধ্যায় প্রশ্ন উত্তর,Class 12 Geography question in bengali,

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now