আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর |উচ্চমাধ্যমিক ভূগোল নবম অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 12 Geography 10th chapter pdf

আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন দ্বাদশ শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |উচ্চমাধ্যমিক ভূগোল নবম অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 12 Geography 10th chapter question in bengali pdf

 

আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ভূগোলের নবম অধ্যায় আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDFclass xii Geography Ten chapter question Pdf in bengali | WB Class twelve Geography question in bengali |WBCHSE পরীক্ষা প্রস্তুতির জন্য দ্বাদশ শ্রেণির ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে।


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে |ভূগোল নবম অধ্যায় আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf download । Class 12 Geography important Question in Bengali Pdf ডাউনলোড করো । এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাক।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf ,Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

‘আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন’ দ্বাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।


উচ্চমাধ্যমিক ভূগোল আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন mcq প্রশ্ন

1.



দ্বাদশ শ্রেণীর ভূগোল নবম অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর [একটি বাক্যে উত্তর দাও]

দ্বাদশ শ্রেণির ভূগোল নবম  অধ্যায়ের 1 নং প্রশ্ন উত্তর

1.উন্নয়নের সংজ্ঞা দাও।(WBCHSE ’17]

কোনাে দেশ বা অঞ্চলে মানুষ সমাজ প্রভৃতির উন্নতির সঙ্গে সঙ্গে সেখানকার পরিবেশের যথাযথ সংরক্ষণ ও উন্নতিকেই বলা হয় উন্নয়ন।

2.স্থিতিশীল উন্নয়ন কী?*

উঃ ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানাের ক্ষেত্রে কোনােরূপ অবহেলা না করে এবং পরিবেশের কোনাে ক্ষতিসাধন না করার মাধ্যমে মানুষের দীর্ঘমেয়াদি আর্থসামাজিক অবস্থার উন্নয়নকেই বলা হয় স্থিতিশীল উন্নয়ন।

3.এখন পর্যন্ত কতগুলি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ভারতের উন্নয়নের জন্য?

উ: 13টি।

4। অর্থনৈতিক উন্নয়ন কী জাতীয় প্রক্রিয়া?

বহুমুখী প্রক্রিয়া।

5.হ্যাগেট দ্বারা প্রদত্ত অল’-এর সংজ্ঞা দাও।

পার্শ্ববর্তী সমস্ত এলাকা থেকে পৃথকভাবে বৈশিষ্ট্য বহনকারী,মানুষের বিবিধ কর্ম ও প্রাকৃতিক পদ্ধতিতে গড়ে ওঠে যে একা, তাকে অঞল বলে।

6.অঞ্চল’-এর সাধারণ সংজ্ঞা দাও।*

এক বা একাধিক সমধর্মী গুণবিশিষ্ট ভূপৃষ্ঠের একটি ক্ষুদ্র বা বিশাল দৈশিক একক, যার একটি নির্দিষ্ট সীমানা বর্তমান তাকেই বলা হয় অঞ্চল।

7.পরিকল্পনা অঞল’-এর সংজ্ঞা দাও।* [WBCHSE '18 '16] প্রথাগত এবং কার্যকরী অঞল যখন একত্রিত হয়ে জাতীয় ও আঞ্চলিক কর্মসূচি রূপায়ণে প্রয়াসী হয় ও একটি নতুন অঞ্চল গড়ে তােলে, তখন তাকে বলে পরিকল্পনা অঞ্চল। এক্ষেত্রে অঞ্চলটির মধ্যে অবস্থিত বৈশিষ্ট্যগুলিকে উন্নত উপায়ে কাজে লাগিয়ে আর্থসামাজিকভাবে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়।

৪। কার্যকরী অঞ্চল (functional region) কাকে বলে?

উ) অলকে যখন আর্থসামাজিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মধ্যে একটি ক্রিয়ামূলক সংহতি ও পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে ভাগ করা অথবা পৃথকভাবে চিহ্নিত করা হয় তখন সেই অঞ্চলকে কার্যকরী অঞ্চল (functional region) বলা হয়।


9.ক্ষুদ্র অঞ্চল’-এর সংজ্ঞা দাও।*(WBCHSE '16]

উ পরিকল্পনা অঞলের শ্রেণিবিন্যাসের অল বা Micro Region। যেখানে কোনাে বিশেষ সম্পদের উৎপাদনের বিশেষত্ব থাকে ও উন্নয়নের ভূমিকা নেয়, যেমন— কনিষ্ঠ হল ক্ষুদ্র উঃহলদিয়া অঞ্চল।

10. পরিকল্পনা অঞ্চলের ক্রমবিন্যাস কাকে বলে ?

অণ্ডল ও সমস্যার গুরুত্ব মাত্রা, উদ্দেশ্য ভেদে পরিকল্পনার বিভিন্ন স্তর গঠন করা হয়। একেই বলা হয় পরিকল্পনা অঞ্চলের ক্রমবিন্যাস।

11) ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল কোন্ স্তরে গড়ে তােলা হয় ?

উ) অলীকরণের তৃতীয় বা সর্বশেষ স্তরে।

12 বহুস্তরীয় পরিকল্পনা অঞ্চল বলতে কী বােঝাে?*

যে পরিকল্পনা অঞ্চলে উন্নয়নের উদ্দেশ্যে সময় ও প্রয়ােজন অনুসারে পরিকল্পনা অঞ্চলের তিনটি স্তরের মাধ্যমেই উন্নয়ন ঘটানাে হয় তাকেই বলা হয় বহুস্তরীয় পরিকল্পনা অঞ্চল।

1. কত খ্রিস্টাব্দে কে প্রথম ভারতকে পরিকল্পনা অঞ্চলে বিভক্ত করেন?

উ) 1961 খ্রিস্টাব্দে কে এস রামচন্দ্রণ।

14 PPP-এর সম্পূর্ণ অর্থ কী?

15.PPP-এর অর্থ হল— Public Private Partnership।

16.বৃহৎ পরিকল্পনা অঞ্চল কাকে বলে?

উ) দীর্ঘ সময়ের জন্য বৃহৎ অঞ্চল জুড়ে জাতীয় স্তরে পরিকল্পনা অঞ্চল গড়ে তােলা হলে তাকে বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলা হয়। উদাহরণ—গঙ্গা-যমুনা সমভূমি অঞ্চল।

16. ভারতের একটি মেসসা অণ্ডলের উদাহরণ দাও।

উ) ছােটোনাগপুর অঞ্চল।

17. EPIPzকী ?

18: EPIPZ 901 - Export Promotion Industrial Park Zone!

18 পরিকল্পনা কাকে বলে?

উ: কোনাে একটি নির্দিষ্ট অঞলের সম্পদসমূহকে চিহ্নিত করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ কেন্দ্র ও রাজ্যস্তরের মাধ্যমে তাকে রূপায়িত করা, এর মাধ্যমে অলটির আর্থসামাজিক উন্নতি ঘটানাে, বিভিন্ন সমস্যার সমাধান করা, অর্থনৈতিক অগ্রসরতা ঘটানাে, জনগণের জীবনযাত্রার মানন্নোয়নে সহায়তা

ইত্যাদি সম্ভব হয়, তখন তাকে বলে পরিকল্পনা বা Planning!যেমন— দামােদর ভ্যালি কর্পোরেশন অঞ্জল।

19. অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রবক্তার নাম লেখাে।

উ) আর্থারলুইস। [Howrah Vivekananda Institution '17]

20 GNP কী?*

GNP 301- Gross National Product

21. GDP কী ?*?

GDP 301- Gross Domestic Product

22.মানব উন্নয়ন সূচক বলতে কী বােঝাে? (449)

উ মানব জীবনযাত্রার বিভিন্ন আর্থসামাজিক উপাদানসমূহ যথা—খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা প্রভৃতির উন্নয়নকেই বলা হয় মানব উন্নয়ন।

23 জেফ্রিডম্যান পরিকল্পনা অঞ্চলের সম্পর্কে কী বই লিখেছেন?

Regional Planning as a Field of Study

4- সুন্দরবন অঞ্চল কী ধরনের পরিকল্পনা অঞ্চলের অন্তর্গত?]

উ ক্ষুদ্রায়তন পরিকল্পনা অঞল।

25 কারা The Annual Development Report প্রকাশ করে ?

উ) WHO প্রকাশ করে।

26. পরিকল্পনা অঞ্চলের সর্বোচ্চ স্তরে কী থাকে?

উঃ ম্যাক্রো অঞ্চল।

27. ভারতের একটি ম্যাক্রো অঞ্চলের উদাহরণ দাও।*

উ) পশ্চিম হিমালয় অঞ্চল।

33. উন্নয়ন ও পরিকল্পনার সম্পর্ক কী?*

উঃ উন্নয়ন সর্বদাই পরিকল্পনার উপর নির্ভরশীল।

34 ছত্তিশগড়েইন্দ্রাবতী নদীর প্রবাহপথে যেবিখ্যাত জলপ্রপাতটি দেখা যায় তার নাম লেখাে।(WBCHSE '17]

উ) চিত্রকূট জলপ্রপাত।

35. ছত্তিশগড়ের কোথায় লৌহ-ইস্পাত কেন্দ্রটি স্থাপিতহয়েছে?*(WBCHSE Sample Question, 2014]

উঃ ভিলাই।

36 ভারতের বৃহত্তম লৌহখনির নাম কী ?*

উঃ বাইলাডিলা।

(WBCHSE Sample Question, 2014]

37. ছত্তিশগড় ভারতের কততম অঙ্গরাজ্য ?

উ) 26 তম।

3:ছত্তিশগড় রাজ্যের একটি প্রতিবেশী রাজ্যের নাম লেখাে।*

উঃ বিহার।

39. ছত্তিশগড় রাজ্যের কয়লা ও লৌহখনির নাম লেখাে।*

উ) কয়লা খনি ঝরিয়া, লৌহখনি— বিলাসপুর।

40 ভারতের কোন্ জলপ্রপাতকে নায়গ্রা জলপ্রপাত বলে ?*

উ) ছত্তিশগড় রাজ্যের চিত্রকূট জলপ্রপাতকে ছত্তিশগড় রাজ্য কবে স্থাপিত হয়?

উ) 1 নভেম্বর, 2000। [

41.ছত্তিশগড় অঞ্চলের প্রধান নদী কোনটি? (WBCHSE '18]

উঃ মহানদী।

43 আয়তনের দিক থেকে ছত্তিশগড়-এর স্থান ভারতে কত ?

উ) দশম।

|Aছত্তিশগড়ের ভিলাই স্টিল প্ল্যান্ট কার দ্বারা পরিচালিত হয় ?

উঃ SAIL দ্বারা পরিচালিত হয়।

46' ছত্তিশগড় রাজ্যের রাজধানী কী?*

উ) রায়পুর।]

47. ছত্তিশগড়ে কোথায় কোথায় সিমেন্ট কারখানা গড়ে উঠেছে?

উঃ রায়পুর, ঢিলডা, বিলাসপুর, সােনাডি, মান্ধার প্রভৃতি স্থানে।

48 ছত্তিশগড়ের জিন্দাল কীসের জন্য বিখ্যাত?

উ) ধাতুব শিল্প প্রতিষ্ঠান।

49 বেঙ্গালুরু কী ধরনের শিল্পের জন্য বিখ্যাত?* [WBCHSE 15]

উঃ ইলেকট্রনিক্স শিল্পের জন্য।

58 ভারতের ‘সিলিকন উপত্যকা’ কোন্ রাজ্যে অবস্থিত?*

উ কর্ণাটক।

59* ভারতের বৃহত্তম তথ্য যােগাযােগ প্রযুক্তির শহরটির নাম কী?*

উ) বেঙ্গালুরু।

55। বিজ্ঞাননগরী কাকে বলে?*

উঃ বেঙ্গালুরুকে। [Katwa Kashiram Das Institution '16]

53: বেঙ্গালুরু শিল্প এলাকায় গড়ে ওঠা ইলেকট্রনিক্স শিল্পের মূল অঞল দুটির নাম লেখাে।*

পিনিয়া শিল্পাঞ্চল, যশােবন্তপুর শিল্পাঞ্চল।

54: বেঙ্গালুরুতে প্লাস্টিক জঞ্জালের প্রাচুর্যের কারণ কী ?*

উ) বৈদ্যুতিন শিল্পের প্রাচুর্যর কারণে।

55. নবপ্রযুক্তি শহর কাকে বলে?

উ বেঙ্গালুরু।

56: Indian Telephone Industry' কোন্ শহরকে বলা হয় ?

উ বেঙ্গালুরু।

৪1 হলদিয়া শিল্পাঞ্চলে প্রধান শিল্পের নাম কী ?*

উ, পেট্রোরসায়ন শিল্প। [Panskura B B High School '16]

54) হলদিয়া বন্দর শহরটি কী কারণে গড়ে উঠেছে?

(1) কলকাতা বন্দরের সহায়ক বন্দর হিসেবে গড়ে উঠেছে।

(2) পেট্রোরাসায়নিক এবং তার অনুসারী শিল্পগুলির জন্য গড়ে উঠেছে।

59. হলদিয়া বন্দর কোন্ সংস্থার অধীনে নিয়ন্ত্রিত হয় ?

উ) কলকাতা পাের্ট ট্রাস্ট সংস্থার অধীনে।

60. আয়তনের দিক থেকে হলদিয়া বন্দরের স্থান ভারতে কত?

উ) চতুর্থ।

61. হলদিয়া বন্দর কী জাতীয় নদীবন্দর?

উ) হলদিয়া বন্দর কৃত্রিম নদীবন্দর।

62 বৈদেশিক মুদ্রা উপার্জন-এর ক্ষেত্রে কাকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বলা হয় ?

উ) হলদিয়া বন্দরকে।

63) কলিকাতা বন্দরের দুটি ডক ব্যবস্থা কী কী?

উ: (i) কলকাতা ডক ব্যবস্থা (ii) হলদিয়া ডক ব্যবস্থা।

64.অঞ্চল কাকে বলে?.


|উচ্চমাধ্যমিক ভূগোল নবম অধ্যায় আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর,

দ্বাদশ শ্রেণীর ভূগোল নবম অধ্যায় 7 নং প্রশ্ন উত্তর


1. পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য কী? বিভিন্ন ধরনের পরিকল্পনা অঞ্চলগুলি আলােচনা করাে।

2. ছত্তিশগড় রাজ্যটির ভৌগােলিক বিশেষত্ব আলােচনা করাে।

3. ইলেকট্রনিক শিল্পের কেন্দ্র হিসাবে বেঙ্গালুরু শহর কেন গড়ে উঠেছে ব্যাখ্যা করাে।

4. হলদিয়া বন্দরের উন্নতির কারণ ও ভৌগােলিক প্রভাব আলােচনা করাে।




[TAG]:    আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন নবম অধ্যায় pdf,আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন mcq,নবম অধ্যায় বড় প্রশ্ন উত্তর উচ্চমাধ্যমিক,দ্বাদশ শ্রেণি,দ্বাদশ শ্রেণির ভূগোল ,দ্বাদশ শ্রেণির ভূগোল নবম  অধ্যায়,আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন7 নং প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণীর ভূগোল নবম অধ্যায় বড় প্রশ্ন উত্তর,উচ্চমাধ্যমিক ভূগোল নবম  অধ্যায় প্রশ্ন উত্তর,Class 12 Geography question in bengali,

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now