জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |নবম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 9 history 7th chapter question in bengali pdf

জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ নবম শ্রেণির ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |নবম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 9 history 7th chapter question in bengali  pdf

 

আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি  নবম শ্রেণির ইতিহাসের সপ্তম অধ্যায় জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ প্রশ্ন উত্তর PDFClass IX seven chapter question Pdf in bengali | WB Class Nine history question in bengali |WBBSE পরীক্ষা প্রস্তুতির জন্য নবম শ্রেণি ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে।


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে |নবম শ্রেণি ইতিহাস সপ্তম অধ্যায় জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf download । Class ix History 7th chapter important Question in Bengali Pdf  ডাউনলোড করো । এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাক।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ নবম শ্রেণির ইতিহাসের প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।


জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ mcq প্রশ্ন

1.

2.

3.

4.

5.



নবম শ্রেণি ইতিহাস সপ্তম অধ্যায় 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর [একটি বাক্যে উত্তর দাও]

নবম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায়ের 1 নং প্রশ্ন উত্তর

জাতিসংঘ (1)

1 প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বশান্তি রক্ষার উদ্দেশ্যে গঠিত সংস্থাটির নাম কী ?

উত্তর প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বশান্তি রক্ষা করার উদ্দেশ্যে গঠিত সংস্থাটির নাম হল জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ বা The League of Nations

2_ আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি?

উত্তর। আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন হল জাতিসংঘ।

3কোন সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?

উত্তর। প্যারিসের শান্তি সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

4জাতিসংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তর। জাতিসংঘ ১৯১৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

5.জাতিসংঘের জনক কাকে বলা হয় ?

উত্তর। জাতিসংঘের জনক’বলা হয় উড্রো উইলসনকে(WoodrowWilson)।

6.উড্রো উইলসন কে ছিলেন?

উত্তর। উড্রো উইলসন ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।

7.উড্রো উইলসন কৰে চোদ্দো দফা শর্ত’ ঘােষণা করেছিলেন ?

উত্তর উড্রো উইলসন ১৯১৮ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি ‘চোদ্দো দফা শর্ত’ ঘােষণা করেছিলেন।

উড্রো উইলসনের চোদ্দো দফা শর্তের কত নম্বর শর্তে জাতিসংঘ গঠনের কথা উল্লেখ করা হয়?

উত্তর উড্রো উইলসনের চোদ্দো দফা শর্তের চোদ্দো নম্বর শর্তে জাতিসংঘ গঠনের কথা উল্লেখ করা হয়।

8.উড্রো উইলসনের চোদ্দো দফা শর্তের চোদ্দোতম শর্তে কী বলা হয়েছিল ?

উত্তর। উড়াে উইলসনের চোদ্দো দফা শর্তের চোদ্দোতম শর্তে বলা হয়েছিল যে, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করা হবে।

10। লিগ কভেনান্ট’ কী ?

উত্তর ‘লিগ কভেনান্ট’ হল জাতিসংঘের খসড়া সংবিধান।

11.কত খ্রিস্টাব্দে লিগ কভেনান্ট প্রস্তুত করা হয় ?

উত্তর ১৯১৯ খ্রিস্টাব্দে লিগ কভেনান্ট প্রস্তুত করা হয়।

12। লিগ কভেনান্ট বা লিগের সনদে ক-টি ধারা ছিল ?

উত্তর লিগ কভেনান্ট বা লিগের সনদে ২৬টি ধারা ছিল।

13.কত খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের চুক্তিপত্রটি গৃহীত হয়?

উত্তর ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল জাতিপুঞ্জের চুক্তিপত্রটি গৃহীত হয়।

14.কোন দিনটি জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত?

উত্তর ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল দিনটি জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত।

কত খ্রিস্টাব্দে লিগের প্রথম অধিবেশন বসে?

উত্তর ১৯২০ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারি লিগের প্রথম অধিবেশন বসে।

15. জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?

উত্তর। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি ও নিরাপত্তা

প্রতিষ্ঠা করা।

16. জাতিসংঘের সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় ছিল?

উত্তর জাতিসংঘের সদর দপ্তর বা প্রধান কার্যালয় ছিল সুইজারল্যান্ডের জেনেভা শহরে।

18 জাতিসংঘের প্রথম অধিবেশনে ক-টি সদস্য রাষ্ট্র যােগদান করেছিল ?

উত্তর। জাতিসংঘের প্রথম অধিবেশনে ৪২টি সদস্য রাষ্ট্র যােগদান করেছিল।

19_j দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জাতিসংঘের সদস্যসংখ্যা কত ছিল ?

উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জাতিসংঘের সদস্যসংখ্যা ছিল

46

20_ জাতিসংঘের সনদ অনুযায়ী ক-টি প্রধান সংস্থা নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছিল ?

উত্তর জাতিসংঘের সনদ অনুযায়ী তিনটি প্রধান সংস্থা নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছিল।

21 জাতিসংঘের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত হত ?

উত্তর জাতিসংঘের সাধারণ সভা লিগের চুক্তিপত্রে স্বাক্ষরকারী প্রত্যেক সদস্য রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে গঠিত হত।

22। জাতিসংঘের সাধারণ সভায় সদস্য রাষ্ট্রের কতজন করে প্রতিনিধি থাকে?

উত্তর জাতিসংঘের সাধারণ সভায় সদস্য রাষ্ট্রের তিনজন করে

প্রতিনিধি থাকে।

23। জাতিসংঘের সাধারণ সভার কাজ কী ছিল?

উত্তর। জাতিসংঘের সাধারণ সভার কাজ ছিল বিশ্বশান্তি, নিরাপত্তা, সংখ্যালঘু, রাজনৈতিক সমস্যা ইত্যাদি বিষয়ে আলােচনা ও সিদ্ধান্ত গ্রহণ।

24_ বছরে কমপক্ষে কতবার সাধারণ সভার অধিবেশন আহ্বান করা হত?

উত্তর বছরে কমপক্ষে ১ বার সাধারণ সভার অধিবেশন আহ্বান করা হত।

25। জাতিসংঘের কর্ম পরিচালনার মূল দায়িত্ব ছিল কার উপর?

উত্তর। জাতিসংঘের কর্ম পরিচালনার মূল দায়িত্ব ছিল লিগ পরিষদের উপর।

26। জাতিসংঘের লিগ পরিষদে প্রথমে কত জন স্থায়ী সদস্য

ছিল?

উত্তর জাতিসংঘের লিগ পরিষদে প্রথমে ৫ জন স্থায়ী সদস্য ছিল।

27। লিগ পরিষদের স্থায়ী সদস্য কারা?

উত্তর লিগ পরিষদের স্থায়ী সদস্যরা হল— ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, জাপান ও আমেরিকা।

28। আমেরিকা যুক্তরাষ্ট্র কেন লিগ পরিষদে যােগদান করেনি?

উত্তর আমেরিকার সরকার জাতিসংঘে যােগদানের চুক্তি অনুমােদন করায় আমেরিকা যুক্তরাষ্ট্র লিগ পরিষদে যােগদান করেনি।


নবম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায়ের ২ নং প্রশ্ন উত্তর

জাতিসংঘ(2)


1. জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?

উত্তর। জাতিসংঘের সনদে জাতিসংঘের উদ্দেশ্যগুলি আলােচিত হয়েছে। জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি ছিল—

1) পারস্পরিক সহযােগিতার ভিত্তিতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা।

[2) প্রত্যেক রাষ্ট্রের ভৌগােলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতাকে মর্যাদা দেওয়া।

[3] ন্যায় ও সততার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক বজায় রাখা।

[4] আন্তর্জাতিক আইন, বিধিনিষেধ, চুক্তি ও সন্ধির শর্তাদি যথাযথভাবে মেনে চলা।

5 | অবহেলিত জাতি, নারী, শিশু ও শ্রমিকশ্রেণির স্বার্থরক্ষা করা।


2.‘লিগ কভেনান্ট’ (League Covenant) কী ?*

উত্তর প্রথম বিশ্বযুদ্ধের অবসানে আয়ােজিত প্যারিস শান্তি সম্মেলনে (১৯১৯ খ্রি.) আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসনের সভাপতিত্বে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তােলার প্রস্তাব গৃহীত হলে উইলসনের নেতৃত্বে ১৯ জন সদস্যের এক কমিটি জাতিসংঘের যে খসড়া সংবিধান রচনা করে, তা লিগ কভেনান্ট নামে পরিচিত।


3. যুগ্ন নিরাপত্তা' (Collective Security) বলতে বােঝাে ?*

উত্তর প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিভিন্ন রাষ্ট্র নিজেদের নিরাপত্র । ও বিশ্বশান্তি রক্ষার জন্য একক প্রচেষ্টার পরিবর্তে মিলিত প্রচেষ্টার । গুরুত্ব উপলব্ধি করেছিল। এইভাবে যৌথ প্রচেষ্টার মাধ্যমে যে শান্তি

ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তােলা হয়েছিল, সেটাই যুগ্ন নিরাপত্তা নামে পরিচিত।


4. অছি প্রথা (Mandatory System) বলতে কী বােঝাে?

উত্তর ভার্সাই সন্ধির শর্তানুসারে যুদ্ধে পরাজিত রাষ্ট্রগুলির থেকে আদায়ীকৃত অঞ্চলগুলির শাসন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যবস্থা চালু করা হয়, তাকেই অছি প্রথা বলা হয়।


5.| ‘লােকার্নো স্পিরিট’ (Locarno Spirit) কী ?**

উত্তর লােকার্নোতে সর্বপ্রথম বিজয়ী রাষ্ট্রবর্গের সঙ্গে বিজিত রাষ্ট্রগুলিকে মিত্ৰতা চুক্তিতে আবদ্ধ হওয়ার সুযােগ দেওয়া হয়েছিল। পরাজিত রাষ্ট্রের প্রতি বিজয়ী রাষ্ট্রের এই ব্যবহার দ্বারা বিশ্বে উত্তেজনা হ্রাসের সুপ্রচেষ্টাকেই লােকার্নো স্পিরিট বলা হয়ে থাকে।


6. UNO-এর পুরাে নাম কী ?সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস কবে ?*

উত্তর UNO-এর পুরাে নাম United Nations Organisation (ইউনাইটেড নেশনস্ অরগ্যানাইজেশন)।

১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। তাই ২৪ অক্টোবর দিনটিকে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস বা U N Day বলে অভিহিত করা হয়।

29| লন্ডন ঘােষণাপত্র (London Declaration, ১৯৪১ খ্রি.) বলতে কী বােঝো?

উত্তর ১৯৪১ খ্রিস্টাব্দের জুন মাসে লন্ডন শহরে কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিগণ মিলিত হয়ে একটি ঘােষণাপত্রের দ্বারা আন্তর্জাতিক শান্তি ও

নিরাপত্তার জন্য একটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব জানান। এই ঘােষণাপত্রই লন্ডন ঘােষণাপত্র’ নামে পরিচিত।

]

30| লন্ডন ঘােষণাপত্রের গুরুত্ব কী ?*

উত্তর ১৯৪১ খ্রিস্টাব্দের জুন মাসে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড,

কানাডা ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিগণ লন্ডনে এক ঘােষণাপত্রের দ্বারা বিশ্বে শান্তি ও নিরাপত্তার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব দেন। অর্থাৎ এই ঘােষণাপত্রকেই সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের

প্রথম পদক্ষেপ বলে মনে করা যায়। তাই এর গুরুত্ব অপরিসীম। 

60 'জি-s' (G-4) গােষ্ঠী কী ?*

উত্তর ভারত, ব্রাজিল, জাপান ও জার্মানি এই ৪টি দেশ একত্রে 'জি-৪ গােষ্ঠী নামে পরিচিত। এরা প্রত্যেকেই জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকাল থেকেই অস্থায়ী সদস্য এবং নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভে আগ্রহী।


62 UNCIP ?*

উত্তর কাশ্মীর সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ ১৯৪৮ খ্রিস্টাব্দে একটি কমিশন নিয়ােগ করে। এই কমিশনের নাম United Nations Commission For India and Pakistan সংক্ষেপে UNCIP।

64 ডবল ভেটো' (Double Veto) বলতে কী বােঝায়?

অথবা, ‘দ্বৈত ভেটো' বলতে কী বােঝায় ?* 

উত্তর সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি সদস্য রাষ্ট্র ‘ভেটো ক্ষমতা প্রয়ােগ করতে পারে। প্রয়ােজনে এইসব সদস্য রাষ্ট্র একই বিষয়ে দুবার ভেটো দিতে পারে, একে ডবল ভেটো’ (Double Veto) বা ‘দ্বৈত ভেটো’ বলা হয়।


67 সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে কতকগুলি কল্যাণমুখী সংস্থার নাম লেখাে।

উত্তর সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (Economic and Social Council) অধীনস্থ কল্যাণমুখী সংস্থাগুলি হল-

1| আন্তর্জাতিক শ্রমিক সংস্থা বা International Labour Organisation (ILO)

[2] বিশ্বস্বাস্থ্য সংস্থা বা World Health Organisation (WHO)।

3 |জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা United Nations Educational, Scientific and Cultural Organisation(UNESCO)।

4jখাদ্য ও কৃষি পরিষদ বা Food and Agricultural Organisation(FAO)।

5 | জাতিপুঞ্জের শিশু সুরক্ষা সংক্রান্ত তহবিল বা United Nations Children's Emergency Fund(UNICEF)

6 | আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা International Monetary Fund(IMF)।


68| WHO' কী ?*

উত্তর WHO-এর পুরাে কথা হল World Health Organisation বা বিশ্বস্বাস্থ্য সংস্থা। সারা পৃথিবীর বিভিন্ন দেশের জনগণের স্বাস্থ্যরক্ষা করা হল এই সংস্থার মুখ্য উদ্দেশ্য। এই সংস্থা বিশেষত ম্যালেরিয়া, যক্ষ্মা, বসন্ত, কুষ্ঠ, এক্স, পােলিও প্রভৃতি রােগ নির্মূল করার জন্য অর্থ, চিকিৎসা ও ঔষধ দিয়ে সাহায্য করে। সম্মিলিত জাতিপুঞ্জের অধীনস্থ কল্যাণমুখী সংস্থা হল এই WHO।


70| UNESCO কী ?*

উত্তর বিশ্ববাসীর জীবনযাত্রার মান উন্নয়ন, শিক্ষার প্রসার ও বিভিন্ন মানব অধিকার কার্যকরী করার জন্য জাতিপুঞ্জের ‘অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়। এই পরিষদের একটি অন্যতম সংস্থা বা প্রতিষ্ঠান হল সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা Ti United Nations Educational, Scientific and Cultural Organisation (UNESCO)


72 UNICEF কী ?*

উত্তর সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক শিশু সুরক্ষা সংক্রান্ত uefa' a United Nations Children's Emergency Fund (UNICEF) নামক সংস্থাটি বিশ্বের কয়েক কোটি শিশুদের উন্নয়নের জন্য কাজ করে চলেছে। এ ছাড়া অনুন্নত দেশগুলিতে শিশুদের স্বাস্থ্য,খাদ্য, চিকিৎসার পাশাপাশি শিশুদের প্রতিপালন করা, ওষুধপত্রের সরবরাহ ইত্যাদি বহু কাজের দায়িত্ব এই সংস্থা পালন করে থাকে।


73 UNRRA' কী ?*

উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে অর্থনৈতিক পুনর্বাসনের সমস্যা প্রকট হয়ে ওঠে। এই সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগে জাতিপুঞ্জ ত্রাণ ও পুনর্বাসন প্রশাসন’বা United Nations Relief and Rehabilitation Administration (UNRRA) নামে সংস্থাটি গঠিত হয়।


81| ইন্টারপােল' (Interpol) কী ?

উত্তর সম্মিলিত জাতিপুঞ্জের প্রাতিষ্ঠানিক কাঠামাের অন্যতম অঙ্গ হল আন্তর্জাতিক পুলিশ সংগঠন। এরাই ইন্টারপােল’নামে পরিচিত। ফ্রান্সের লিয়তে এর সদর দপ্তর এবং বর্তমান বিশ্বের ১৯০টি দেশ এর সদস্য।


জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

নবম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায়ের ৪ নং প্রশ্ন উত্তর

[1]  :



সপ্তম অধ্যায় জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ বড় প্রশ্ন উত্তর,

নবম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায়ের ৮ নং প্রশ্ন উত্তর


[1]  :



[TAG]:   জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ সপ্তম অধ্যায়pdf,জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জcq,সপ্তম অধ্যায় বড় প্রশ্ন উত্তর,নবম শ্রেণি,নবম শ্রেণির ইতিহাস,নবম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায়,নবম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায়ের ২ নং প্রশ্ন উত্তর,নবম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায় বড় প্রশ্ন উত্তর,নবম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর,




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now