শিশু মনোবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। Child Psychology important question for primary TET Exam 2021

 Hello Dear Students,

আজ আমি আপনার সাথে Primary TET Exam 2021 এর একটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিশু মনোবিদ্যা বা Child Psychology MCQ এর PDF শেয়ার করছি। আগত West Bengal Primary TET Exam 2021 এর  পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ বাংলাতে শিশু মনোবিদ্যা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে যা   আপনাদের আগত 31th January 2021 টেটের পরীক্ষায় খুব সাহায্য করবে।  তাই সময় নষ্ট না করে নীচের লিঙ্কটিতে ক্লিক করে সম্পূর্ণ ফ্রি পিডিএফ ফাইল সংগ্রহ করুন।

শিশু মনোবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর,Child Psychology important question for primary TET Exam 2021,প্রাইমারি টেট পরীক্ষা প্রস্তুতি, প্রাইমারি TET
শিশু মনোবিদ্যা প্রশ্ন উত্তর
বিঃদ্রঃ-

     এই পৃষ্ঠার নীচে একটি পিডিএফ ডাউনলোড লিঙ্ক আছে



কিছু নমুনা প্রশ্ন উত্তর


১) শিশুশিক্ষার ক্ষেত্রে শিক্ষক - শিক্ষিকার আসল উদ্দেশ্য কি ? ক)পাঠ মুখস্থ করানাে খ) নীতিবাক্য শেখানাে গ)শিক্ষার্থীর আত্মােপলব্ধি করানাে ঘ) দায়িত্ব নিয়ে পাশ করানাে। ২) মনােবিজ্ঞানের যে শাখা শিখন ও শিক্ষন নিয়ে কাজ করে তাকে বলে শিক্ষা বিজ্ঞান। কথাটি কে বলেছেন? ক) স্কিনার খ) প্যাভলভ গ) ওয়াটসন ঘ) মাহের ৩) চরিত্র গঠনই হল শিক্ষার চরম আদর্শ। উক্তিটি কে করেন? ক) হারবার্ট খ) স্কিনার গ) রেমন্ড ৪) সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন - ক) স্কিনার খ) প্যাভলভ গ) থর্নডাইক ঘ) থাস্টোন

তততত ৫) শিক্ষর উন্নতি কি দেখে বােঝা যায় ? ক) 'ক্লাসে ছাত্রদের নিয়মিত উপস্থিতি খ) পরীক্ষায় ভালাে ফল গ) শিক্ষক মহাশয়ের প্রতি শ্রদ্ধা ঘ) ক্লাসে গন্ডােগোল না করা ৬) কোঠারি কমিশন শিক্ষাক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরােপ করেছিলেন ? ক) প্রাক প্রাথমিক শিক্ষার পুনর্গঠন খ) প্রাথমিক শিক্ষার পুনর্গঠন গ) উচ্চশিক্ষার পুনর্গঠন ঘ) কোনটিই নয় ৭) কিন্ডারগার্টেনের প্রবর্তক হলেন - ক) মার্গরেট ম্যাগমিলান ও র্যাচেল ম্যাগমিলান খ) মন্তসরি গ) ফ্রয়বেল ঘ) রবীন্দ্রনাথ


Gg

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- Primary TET child psychology pdf in Bengali

File Format:- Pdf

Quality:- High

File Size:-  801kb

File Location:- Google Drive



Downloadclick Here to Download


Related Posts

A.1000+ Geography Question answer pdf in Bengali


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now