Important information of Indian Railways PDF in Bengali।ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ তথ্য।RRB NTPC Exam

 Hello Dear Students,

   আজ আমি আপনার সাথে RRB NTPC Exam Syllabus এর একটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ তথ্য বা Important information of Indian Railways এর PDF শেয়ার করছি। আগত  NTPC Exam 2020 এর  পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ বাংলাতে ভারতীয় রেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে যা   আপনাদের আগত রেলের পরীক্ষায় খুব সাহায্য করবে।  তাই সময় নষ্ট না করে নীচের লিঙ্কটিতে ক্লিক করে সম্পূর্ণ ফ্রি পিডিএফ ফাইল সংগ্রহ করুন।

Important information of Indian Railways PDF in Bengali।ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ তথ্য।RRB NTPC Exam
Important information about Indiana Railway
 বিঃদ্রঃ-

    এই পৃষ্ঠার নীচে একটি পিডিএফ ডাউনলোড লিঙ্ক আছে।


ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ তথ্য সমূহ

important information of Indian Railway


  1. • 1853 সালে মুম্বাই ও থানের মধ্যে 400 জন যাত্রী নিয়ে ভারতবর্ষে প্রথম রেল চলাচল শুরু হয়। এটি সাহিব বা সাহেব, সিন্ধ, সুলতান নামে 3টি ইঞ্জিনের সাহায্যে প্রায় 34 কিমি পথ অতিক্রম করেছিল।1951 সালে ভারতীয় রেল জাতীয়করণ হয়।
  2. • ভারতবর্ষে প্রথম রেল তৈরি করে Great Indian Peninsular Railway.
  3. • ভারতীয় রেল এশিয়ার মধ্যে বৃহত্তম এবং পৃথিবীর মধ্যে চতুর্থ রেলওয়ে যােগাযােগ ব্যবস্থা। ভারতবর্ষের আগের তিনটি দেশ হল যথাক্রমে—আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া।
  4. • রেলওয়ে যােগাযােগ ব্যবস্থার বৈদ্যুতিকরণে ভারতীয় রেল পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে। (প্রথম রাশিয়া)।
  5. ০ ভারতীয় রেলের ‘জনক’– লর্ড ডালহৌসি।
  6. • প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় 1984 সালে।।
  7. • ভারতবর্ষের বৃহত্তম রেলওয়ে জোন। নর্দান রেলওয়ে।
  8. • দীর্ঘতম পথ অতিক্রমকারী ট্রেন— বিবেক এক্সপ্রেস। এটি উচ্চ অসমের ডিব্ৰুগড় থেকে তামিলনাড়ুর দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত চলাচল করে। যাত্রাপথের দৈর্ঘ্য 4286 কিলােমিটার।
  9. • ভারতের বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম উত্তরপ্রদেশের গােরক্ষপুর রেলওয়ে স্টেশন (1366.33 মিটার)। 
  10. •প্রথম ব্রডগেজ সুপারফাস্ট ট্রেন হল রাজধানী এক্সপ্রেস, নতুন দিল্লি থেকে হাওড়া। 1969 সালের ৭ মার্চ চলাচল শুরু করে।
  11. •প্রথম মিটারগেজ সুপারফাস্ট ট্রেন পিঙ্ক সিটি এক্সপ্রেস নতুন দিল্লি থেকে জয়পুর 1981 সালের 17 অক্টোবর চলাচল শুরু করে।
  12. • ভারতীয় রেলের প্রথম টাইমটেবিল চালু হয় 1853 সালে সেন্ট্রাল ইন্ডিয়ায়।
  13. • ভারতীয় রেলের ম্যাসকট ভােলু নামের হাতি। 2002 সালে প্রকাশিত হয়।
  14. • বৃহত্তম ট্রেন— প্রয়াগরাজ এক্সপ্রেস। 26 কোচ বিশিষ্ট এই ট্রেন নতুন দিল্লি থেকে এলাহাবাদের মধ্যে চলাচল করে।
  15. • সর্বাধিক টানেলযুক্ত ভারতীয় রেলওয়ে ডিভিশন— নর্দান রেলওয়ের কালকা সিমলা ডিভিশন। 103টি টানেল রয়েছে।
  16. • সবচেয়ে বেশি সংখ্যক রেলপথ সংযুক্ত রাজ্য উত্তরপ্রদেশ।
  17. • রেলওয়ে সপ্তাহ উদ্যাপিত হয় 10 থেকে 16 এপ্রিল।
  18. • প্রথম পর্যটক রেল প্যালেস অন হুইলস। 1982 সালে দিল্লি থেকে জয়পুরের মধ্যে চালু হয়।
  19. • হিমসাগর এক্সপ্রেস 11টি রাজ্যের মধ্য দিয়ে চলাচল করে। জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক ও কেরল।
  20. • প্রথম মনােরেল চালু হয়। সরহিন্দ থেকে আলমপুর এবং ভবানী মাণ্ডি থেকে পাতিয়ালা।

  21. • প্রথম কম্পিউটার চালিত রিজার্ভেশন চালু হয়- 2002 সালে নতুন দিল্লিতে।
  22. •ভারতবর্ষের ব্যস্ততম রেলস্টেশন— হাওড়া (রেল চলাচলের ওপর ভিত্তি করে)।
  23. • ভারত ও পাকিস্তানের মধ্যে চলাচলকৃত ট্রেন— সমঝােতা এক্সপ্রেস, থর এক্সপ্রেস।
  24. • সবচেয়ে কম রেলপথযুক্ত রাজ্য— মণিপুর।
  25. • ভারতবর্ষে ট্রেনে দৈনিক যাতায়াত করেন প্রায় 2.3 কোটি যাত্রী।
  26. • রেলওয়ে স্টাফ কলেজ অবস্থিত। গুজরাটের ভাদোদরায়।
  27. •প্রথম রেলওয়ে টাইম টেবিলের নকশা তৈরি করেন—জর্জ ব্র্যাডশ’।
  28. • ভারতবর্ষের সর্ববৃহৎ রেল জংশন হল মথুরা।
  29. • স্বাধীন ভারতবর্ষের প্রথম রেলমন্ত্রী ছিলেন। —জন ম্যাথাই।
  30. • 1890 সালে ভারতীয় রেলের আইন পাস হয়।
  31. • 1900-1914 সালের মধ্যে লর্ড কার্জন রেলের জন্য উল্লেখযােগ্য ভূমিকা পালন করেন।
  32. • 1905 সালে লর্ড কার্জনের আমলে প্রথম রেলৰাের্ড গঠিত হয়।
  33. • 1924-1925 সাল থেকে পৃথকভাবে রেল বাজেট চালু হয়।
  34. • 1925 সালে 3 ফেব্রুয়ারি বােম্বাই ও কুরলার মধ্যে প্রথম ইলেকট্রিক ট্রেনের সূচনা হয়। এই ট্রেনের নাম ‘ডেকান কুইন।
  35. • 1947 সালে ভারতীয় রেল থেকে পাকিস্তান রেল পৃথক হয়ে যায়।
  36. • 1957 সালে প্রথম ডিজেল ইঞ্জিনের সূচনা হয়।
  37. • 1988 সালে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মশতবর্ষে ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন ‘শতাব্দী এক্সপ্রেসের যাত্রা আরম্ভ হয় (নিউ দিল্লিঝাসি)।
  38. • 1991 সালে 16 জুলাই জাতীয় হাসপাতালস্বরূপ ‘দি লাইফ লাইন এক্সপ্রেস’-এর সূচনা হয়। এই ধরনের ট্রেন বিশ্বে প্রথম।
  39. • ফেয়ারি কুইন গিনেস বুক অফ রেকর্ড দ্বারা সার্টিফিকেট পায়। 1855 সালে এটি তৈরি হয়। এটি পৃথিবীর অন্যতম পুরনাে স্টিম লােকোমােটিভ।
  40. • ভারতের বৃহত্তম রেল ইয়ার্ড ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন’ (উত্তরপ্রদেশ)।
  41. •ভারতের দীর্ঘতম রেলব্রিজ ভেদানাদ ব্রিজ (কেরল)।
  42. ••ভারতের সবথেকে উঁচুতে অবস্থিত রেল স্টেশন ‘ঘুম’ (পশ্চিমবঙ্গ)। ভারতের প্রথম মহিলা ট্রেনচালক সুরেখা শঙ্কর যাদব।
  43. •ভারতের সব থেকে বেশি রেল বাজেট পেশ করেন লালুপ্রসাদ যাদব (6 বার)।
  44. •ভারতীয় রেল 17টি জোনে বিভক্ত। এদের মধ্যে নর্দান রেলওয়ে (দিল্লি) বৃহত্তম জোন, নর্থ-ফ্রন্টিয়ার রেলওয়ে ক্ষুদ্রতম।
  45. •কোঙ্কন রেলপথ ভারতের অন্যতম রেলপথ। যার দৈর্ঘ্য 741 কিলােমিটার। এটি মহারাষ্ট্রের রােহা থেকে শুরু হয়ে গােয়া দিয়ে কর্নাটকের ম্যাঙ্গালাের পর্যন্ত বিস্তৃত। এই রেলপথে 123টি রেল স্টেশন, 2000টি ব্রিজ ও 91টি টানেল অবস্থিত।
  46. • 2003 সালে ভারতীয় রেল 150 বছর অতিক্রম করে। এই বছরকে ‘যাত্রী সুরক্ষা বছর’ হিসেবে পালন করা হয়।
  47. • মৈত্রী এক্সপ্রেস চলাচল করে। ভারত ও বাংলাদেশের মধ্যে।
  48. • ন্যাশনাল রেল মিউজিয়াম অবস্থিত – নতুন দিল্লিতে।
  49. • 2017 সালের 27 অক্টোবর রেলমন্ত্রী পীযূষ গােয়েল ভারতীয় রেলের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন। 5 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি চালু করা হয়েছে নতুন দিল্লির হজরত নিজামউদ্দিন রেল স্টেশনের ছাদে।।
  50. • 2017 সালের 21 নভেম্বর খড়গপুরে ভারতীয় রেল এশিয়ার বৃহত্তম ইন্টারলকিং সিস্টেম স্থাপন করেছে।
  51. • ভারতের সমস্ত কর্মচারীদের প্রশিক্ষণদান এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘সক্ষম প্রকল্প চালু করা হয়েছে।
  52. • সম্প্রতি গুজরাটের বরােদায় ভারতের প্রথম ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপাের্ট ইউনিভার্সিটি’ গড়ে উঠেছে।
  53. • 2017 সালের 14 জুলাই প্রথম সৌরশক্তি চালিত ট্রেন চালু করল ভারতীয় রেল। 1600 হর্স পাওয়ারের ট্রেনটির সমস্ত কোচগুলিই
  54. সৌরশক্তিচালিত। দিল্লির সরাই রােহিল্লা থেকে যাত্রা শুরু করে হরিয়ানার ফারুক নগরে যাত্রা শেষ করবে।
  55. • মধ্যপ্রদেশের ভােপালের হাবিবগঞ্জ রেল স্টেশন ভারতের প্রথম বেসরকারি রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিতি পেল।
  56. • 2017 সালের 25 ডিসেম্বর মুম্বাইয়ে ভারতের প্রথম ব্রডগেজ শীততাপ নিয়ন্ত্রিত লােকাল ট্রেন চালু হল।
  57. • সম্প্রতি বিখ্যাত বহুজাতিক সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রোর সঙ্গে ভারতীয় রেল প্রথমবারের মতাে ‘ইপিসি চুক্তি স্বাক্ষর করল।
  58. • 2017 সালের 19 মার্চ পশ্চিম রেলওয়ের অন্তর্গত মহারাষ্ট্রের দাদর থেকে ভারতের সর্বপ্রথম সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া ট্রেন ‘মেধা’র যাত্রা শুরু হল।
  59. • 2018-19 অর্থবর্ষে ভারতীয় রেলে 1,48,528 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  60. • 2019 সালের মধ্যে 4,267টি প্রহরীবিহীন লেভেল ক্রসিং সরিয়ে দেওয়া হবে।
  61. • 2018-19 অর্থবর্ষের বাজেট অনুযায়ী ভারতীয় রেল 12,000টি ওয়াগন, 5,160টি কোচ ও 700টি লােকোমােটিভ পেতে চলেছে।
  62. •ভারত 7000 কোটি টাকা ব্যায়ে জাপানের কাছ থেকে 18টি হাই স্পিডের বুলেট ট্রেন কিনতে চলেছে।
  63. • 2022 সালের শেষে মুম্বাই থেকে আহমেদাবাদে দেশের প্রথম বুলেট ট্রেন চালু হবে।
  64. • 2021-22 সালের মধ্যে দেশের সমস্ত রেলপথকে বৈদ্যুতিকরণ করা হবে।
  65. • 2018 সালের আগস্টের রিপাের্ট অনুযায়ী যােধপুর ও মারওয়ার সবথেকে পরিচ্ছন্ন রেলস্টেশন।
  66. •সম্প্রতি ভারতীয় রেল তার কর্মচারীদের জন্য ‘মিশন সত্যনিষ্ঠা চালু করেছে।
  67. • 2019 সালের মার্চের মধ্যে 8500টি রেলওয়ে স্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল।
  68. • যাত্রীদের বিভিন্নরকমের প্রয়ােজন, যেমন—টিকিট বুক করা, অনুসন্ধান, পরিচ্ছন্নতা, যাত্রাকালে খাদ্যের সরবরাহ করতে ভারতীয়
  69. রেল ‘রেল সারথি’ নামক একটি মােবাইল অ্যাপ চালু করেছে।
  70. •2009 সালের সেপ্টেম্বরে শিয়ালদহ থেকে নতুন দিল্লি পর্যন্ত প্রথম ‘দুরন্ত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়।
  71. • 2018 সালের জুনে রেলে ভ্রমণকালীন অবস্থায় যাত্রীদের সুবিধার জন্য খাদ্য তালিকা সংক্রান্ত অ্যাপ ‘মেনু অন রেলস’ এবং রেল যাত্রীদের অভিযােগ নিষ্পত্তির জন্য ‘রেল মদদ’ অ্যাপ চালু করেছে।
  72. • 2018 সালের 11 জানুয়ারি যাত্রী ও মালবাহী ট্রেনের অবস্থান জানার জন্য ভারতীয় রেল SFOORTI অ্যাপ চালু করেছে।
  73. • মােট রেল পথের দৈর্ঘ্য প্রায় 1,20,000 কিলােমিটার।
  74. • মােট স্টেশন প্রায় 7,349টি।
  75. •প্যাসেঞ্জার ট্রেন প্রায় 13,000টি।
  76. • রেলওয়ে ইয়ার্ড প্রায় 300টি।
  77. •মােট রেলকর্মী প্রায় 13.08 লক্ষ।
  78. •ইউনেস্কো দ্বারা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, কালকা-সিমলা রেলওয়ে (সমষ্টিগতভাবে মাউন্টেন রেলওয়ে নামে পরিচিত) ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে।
  79. • বর্তমান ছত্রপতি শিবাজি টার্মিনাস রেল স্টেশনের পূর্বে নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনাস স্টেশন। এটি বিশ্বের একটি ঐতিহ্যবাহী স্থান।
  80. • শিলিগুড়ি স্টেশনে ন্যারাে গেজ, মিটার গেজ ও ব্রড গেজ অর্থাৎ, 3 রকম রেলপথই আছে।

File Details:-

File Name:- Important information of Indian Railways এর PDF

File Format:- Pdf

Quality:- High

File Size:-  19kb

File Location:- Google Drive

Download: click Here to Download


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now