গাছ আমাদের বন্ধু , একটি গাছ একটি প্রাণ প্রবন্ধ রচনা Class 5, 6, 7, 8
প্রবন্ধ রচনা গাছ আমাদের বন্ধু , প্রবন্ধ রচনা একটি গাছ একটি প্রাণ
আমরা যে রাজ্যে বাস করি তার নাম পশ্চিমবঙ্গ। আমাদের এই রাজ্যের মাটি খুব উর্বর। তাই এখানে নানা ধরনের গাছপালা জন্মায় । পাহাড়ি অঞ্চলে সরলবর্গীয় গাছপালা দেখা যায়। এগুলি দীর্ঘ এবং ঋজু আকারের। পার্বত্য অঞ্চলে চিরসবুজ গাছপালা দেখা যায়। এছাড়া সমতলে পর্ণমোচী গাছ জন্মে। এরা খর শীতে পাতা ঝরিয়ে দেয়। আমাদের এখানে শাল, মেহগনি, বাঁশ, বেত, গেঁয়ো, গরান, বাবলা, কুল প্রভৃতি গাছ দেখতে পাওয়া যায়। সাম্প্রতিক কালে ইউক্যালিপটাস গাছ বিভিন্ন স্থানে রোপণ করা হচ্ছে। অনেক গাছের কাঠ খুব মূল্যবান। এছাড়া আম, জাম, কাঁঠাল, নিম, পেয়ারা প্রভৃতি গাছ জন্মে। এদের কাঠ সম্পদও আমাদের নানা কাজে লাগে। এইসব গাছের ফলমূলও আমাদের নানা প্রয়োজন মেটায়। ফল সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করে অর্থোপার্জন করা হয়। এই বৃক্ষ সম্পদের গুরুত্ব উপলব্ধি করেই বৃক্ষরোপণ উৎসবের সূচনা । পশ্চিমবঙ্গে পাহাড় থেকে সমুদ্রের তীর পর্যন্ত এত বিচিত্র গাছপালা লতাপাতা আছে যে তা গবেষণার বিষয়। এই গাছই বঙ্গের স্নিগ্ধ পরিবেশকে রক্ষা করে চলেছে।
অনুরূপ অনুচ্ছেদ : গাছ আমাদের বন্ধু, একটি গাছ একটি প্রাণ, গাছের প্রয়োজনীয়তা।