মরু উদ্ভিদের বাস্তুতান্ত্রিক অভিযোজন - অঙ্গসংস্থানিক ও শারীরস্থানিক বৈশিষ্ট্য

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

মরু উদ্ভিদের বাস্তুতান্ত্রিক অভিযোজন [ Ecological Adaptations in xerophytes] : উপরে বর্ণিত তিন প্রকারের মরু উদ্ভিদের মধ্যে বিভিন্ন বিষয়ের পার্থক্য থাকলেও এদের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় যেগুলি তাদের মরু প্রকৃতির প্রতিকূল জলবায়ুতে বাঁচতে সাহায্য করে। মরু উদ্ভিদের এই সব অভিযোজনগত সাধারণ বৈশিষ্ট্য নীচে উল্লেখ করা হল- 

মরু উদ্ভিদের বাস্তুতান্ত্রিক অভিযোজন - অঙ্গসংস্থানিক ও  শারীরস্থানিক বৈশিষ্ট্য
মরু উদ্ভিদের বাস্তুতান্ত্রিক অভিযোজন

[A] অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যাবলি [Morphological Characteristics]:

[a] মূল : (i) শুষ্ক পরিবেশে মাটিতে জলাভাবের কারণে এদের মূলগুলি খুব লম্বা, সুগঠিত ও বিস্তৃত হয়।

(ii) অধিক পরিমানে জল সংগ্রহের জন্য এদের শিকড়গুলিতে প্রচুর পরিমানে মূলরোম থাকে।

(iii) এদের মূলরোম ও মূলত্রাণ খুব সুগঠিত হয়। 

[b] কাণ্ড : (i) অনেক মরু উদ্ভিদের কাণ্ড শক্ত ও কাঠ জাতীয় হয়। (ii) অধিকাংশ মরু উদ্ভিদের কাণ্ড সবুজ, চ্যাপ্টা, পুরু, রসালো এবং সূক্ষ্ম কাঁটায় পূর্ণ থাকে।

(iii) কাণ্ড সাধারণত মোম জাতীয় পদার্থদ্বারা ঢাকা থাকে এবং ঘন রোমে আবৃত থাকে।

(iv) কোনো কোনো মরু উদ্ভিদের কাণ্ড, কাঁটায় রূপান্তরিত হয়। যেমন-ডুরান্টা [Duranta], উলেক্স [Wlex] প্রভৃতি।

(v) অনেক মরু উদ্ভিদের কাণ্ড পাতার কাজ করে। 

[c] পাতা : (i) এদের পাতা কম থাকে এবং ছোটো হয়।

(ii) এদের পাতা অনেক সময় পত্রকণ্টকে (Spine) রূপান্তরিত হয়। (iii) পাতাগুলি মোটা, রসালো শক্ত ও চকচকে হয়।

(iv) পাতাগুলি তাড়াতাড়ি ঝরে যায়।


[B] শারীরস্থানিক বৈশিষ্ট্য [Anatomical Characteristics]: 

[a] মূল : (i) মূল শাঁসালো ও রসালো হয়। (ii) অনেক উদ্ভিদের মূল বেশ দৃঢ় হয়। —

 

[b] কাণ্ড : (i) এদের কাণ্ডের কিউটিকল খুব পুরু ও মোটা হয়।

(ii) এদের কাণ্ডের সংবহণ কলা ও যান্ত্রিক কলা সুগঠিত হয়।

(iii) অনেক উদ্ভিদের (ফণিমনসা জাতীয়) কাণ্ডের ক্ষেত্রে কাণ্ড রসালো, সবুজ ও চ্যাপ্টা হওয়ায় পাতার মতো কাজ করে। এধরণের কাণ্ড পনকাণ্ড [Phylloclade] বলে। বাষ্পমোচনের কাজে পর্ণকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।

(iv) ফনিমনসার কাণ্ড পাতার ন্যায় চ্যাপ্টা হওয়ায় প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে।

(v) মরু উদ্ভিদের বাকল সুগঠিত হয়।

(vi) কাণ্ডে তেল ও রেজিন অনুপস্থিত। 


[c] পাতা : (i) খরা সহিষ্ণু মরু উদ্ভিদের পাতার বহিঃস্থ কোশগুলিতে জল সঞ্চিত থাকে।

(ii) খরা প্রতিরোধী মরু উদ্ভিদের পাতায় যেসব প্রধান বৈশিষ্ট্যগুলি লক্ষ করা যায় সেগুলি হল, এদের সুগঠিত কিউটিকল থাকে, এদের বহিঃত্বক বহুস্তরীয়, এদের মেসোফিল সুবিন্যস্ত থাকে, পত্ররন্দ্র পাতার গভীরে অবস্থান করে, ভাসকুলার কলাগুলি জাইলেম ও ফ্লোয়েমে বিন্যস্ত, এদের যান্ত্রিক কলাগুলি সুগঠিত।

(iii) অনেক খরা প্রতিরোধী মরু উদ্ভিদে বিশেষ করে তৃণের ক্ষেত্রে (অ্যামোফিলা, পোয়া প্রভৃতি) পাতাসমূহ গোটানো অবস্থায় থাকে। ফলে পত্ররন্ধ্রগুলি লুকানো থাকে।

(iv) স্টোমাটা খোলা ও বন্ধ করতে পারে জেরোফাইট উদ্ভিদেরা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url