অনুচ্ছেদ রচনা গ্রীষ্মের দুপুর | ষষ্ঠ শ্রেণী অনুচ্ছেদ রচনা | অনুচ্ছেদ রচনা Class 6
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
গ্রীষ্মের দুপুর অনুচ্ছেদ রচনা
বাংলাদেশের ছটি ঋতুর মধ্যে প্রথমেই আসে গ্রীষ্ম। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস—এই দুটি মাস নিয়ে গ্রীষ্ম ঋতু। এই ঋতুটি তাপপ্রবাহ নিয়ে সকলের কাছে সুপরিচিত। গ্রীষ্মের মধ্যাহ্ন সকলের কাছেই দুঃখদায়ক। সকালের সূর্য ওঠে রুক্ষ মেজাজে, তাকায় রক্ত নয়নে ।
বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রাও বাড়তে থাকে। পথে-ঘাটে বেরোনো কষ্টকর হয়। ঘাম ঝরে, শরীর আনচান করে। ঘরের ভেতরেও থাকা যায় না। বাইরের গরম হাওয়া দরজা-জানালার ফাঁক দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে। গাছপালাও যেন নড়ে না, চড়ে না। তাপ বাড়ার সঙ্গে সঙ্গে পথঘাট শুনশান হয়ে ওঠে।
শ্রান্ত পথিক গাছের তলায় বিশ্রাম নেয়। কাক ও চড়ুই পাখি কোথাও এতটুকু জলের সন্ধান পেলে শরীর ডুবিয়ে নেয়, কণ্ঠ ভিজিয়ে নেয়। তৃপ্তি খোঁজে, রেহাই পেতে চায় তাপদহন থেকে।
অনুরূপ অনুচ্ছেদ : শীতের সকাল, শরতের দুপুর