পাহাড় অনুচ্ছেদ রচনা | ষষ্ঠ শ্রেণী অনুচ্ছেদ রচনা | অনুচ্ছেদ রচনা Class 6
পাহাড় অনুচ্ছেদ রচনা | পাহাড়ের সৌন্দর্য রচনা
মহান স্রষ্টা আপন খেয়ালে রচনা করেছেন এই সৌন্দর্যমণ্ডিত পৃথিবী। এই সুন্দর পৃথিবীর এক অনন্য সৃষ্টি আকাশচুম্বী শিলাময় স্তূপ—পাহাড়। সে আকাশের স্পর্ধাকে ছুঁতে চায়। এই গগনচুম্বী পাহাড়ের বুক চিরে বয়ে গেছে স্রোতস্বিনী নদী, পাহাড়ের বুকের উপর ভর করে দাঁড়িয়ে আছে অজস্র গাছগাছালি, ফল-ফুলের গাছ—যাপাহাড়ের শোভাকে করে তোলে অপরূপ।
পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যের টানে সমতলের বহু মানুষ ছুটেযানসেখানে গড়ে ওঠে পর্যটন শিল্প। পাহাড়ের মানুষের জীবন জীবিকা অত্যন্ত কষ্টসাধ্য। প্রতিনিয়ত তাদের লড়াই করে বেঁচে থাকতে হয় প্রকৃতির সঙ্গে। তবুও পাহাড়ের সৌন্দর্য আমাদের গভীরভাবে মুগ্ধ করে।
পাহাড়ের অরণ্য, কাঠ, জন্তুজানোয়ার, ফুল-ফল, পাখি আমাদের জাতীয় সম্পদ। তাই পাহাড়ের সৌন্দর্য উপলব্ধির সাথে সাথে এর অস্তিত্বকে রক্ষা করাও আমাদের কর্তব্য।
অনুরূপ অনুচ্ছেদ : পাহাড়ের সৌন্দর্য।