ভূমিদাস প্রথা | রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসান কে করেন এবং কীভাবে? ভূমিদাস আইনের ত্রুটিগুলি কী ছিল ?
ভূমিদাস প্রথা: রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসান কে করেন এবং কীভাবে? ভূমিদাস আইনের ত্রুটিগুলি কী ছিল ?
উত্তর: রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসান ঘটান জার দ্বিতীয় আলেকজান্ডার (Tsar Alexander II)। ভূমিদাস প্রথার উচ্ছেদের জন্য জার দ্বিতীয় আলেকজান্ডার তাঁর সেনাপতি রোস্টোভস্টেভের ( Rostovtsev ) নেতৃত্বে একটি কমিটি নিয়োগ করেন। ১৮৬১ খ্রিস্টাব্দের ১৯ ফেব্রুয়ারি এই কমিটির রিপোর্ট প্রকাশিত হলে জার ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্র জারি করেন।
মুক্তির ঘোষণাপত্র (Edict of Emancipation) : ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র চারটি নীতির উপর রচিত হয়। এগুলি হল—
ভূমিদাসদের স্বাধীন ও মুক্ত নাগরিক হিসেবে গণ্য করা হবে।
1. ভূমিদাসদের চাষের জন্য জমি দেওয়া হবে।
2. অভিজাত বা সামন্তদের আর্থিক ক্ষতি না করে ভূমিদাসদের মুক্ত করা হবে এবং 3. শান্তিপূর্ণ উপায়ে সমগ্র ব্যবস্থাটি পরিচালিত হবে।
সব ভূমিদাস উচ্ছেদ আইন : ১৮৬১ খ্রিস্টাব্দে ভূমিদাস উচ্ছেদ আইন পাস হয়। এই আইনে বলা হয় যে, 1. রাজকীয় জমি ও সামন্তদের জমিতে নিয়োজিত ভূমিদাসরা স্বাধীন প্রজার মর্যাদা পাবে, ও মুক্ত ভূমিদাসদের উপর জমিদার বা সামন্তদের কোনো অধিকার থাকবে না, জমিদারদের জমির প্রায় অর্ধেক মুক্তিপ্রাপ্ত ভূমিদাসদের দেওয়া হবে, 2. জমির জন্য জমিদারদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং কৃষকেরা ৪৯ বছরের কিস্তিতে এই অর্থ সরকারকে প্রদান করবে ইত্যাদি।
ভূমিদাস আইনের ত্রুটি : জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা উচ্ছেদ আইনের জন্য রুশ জনগণের নিকট ‘মুক্তিদাতা জার' (Tsar Liberator) হিসেবে পরিচিত হন। কিন্তু ভূমিদাস প্রথা উচ্ছেদ আইনের বেশ কিছু ত্রুটি ছিল, যার জন্য এই প্রচেষ্টা ব্যর্থ হয়। যেমন—
[1] জমির জন্য কৃষকেরা সরকারকে যে অর্থ প্রদান করত তা প্রাপ্ত জমি অপেক্ষায় অনেক বেশি ছিল।
[2] জমিদাররা উর্বর এলাকাগুলি নিজেদের কাছে রেখে দিয়ে অনুন্নত এলাকাগুলি মুক্তিপ্রাপ্ত ভূমিদাসদের দিত। এজন্য বারংবার কৃষক বিদ্রোহ দেখা দিত ।
[3] কৃষকদের জমি ভোগ করার অধিকার দেওয়া হয়েছিল, মালিকানাস্বত্ব নয়।
ত্রুটি সত্ত্বেও একথা অনস্বীকার্য যে, জার দ্বিতীয় আলেকজান্ডারের আন্তরিক প্রয়াসের ফলে রাশিয়ায় দীর্ঘদিন ধরে প্রচলিত ভূমিদাস প্রথার অবসান সম্ভব হয়েছিল। তাঁর এই প্রয়াস তাঁকে মুক্তিদাতা জার-এ রূপান্তরিত করেছিল।