WBPSC ক্লার্কশিপ পরীক্ষার্থীদের জন্য কড়া নিয়ম জারি করল কমিশন,
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
WBPSC ক্লার্কশিপ পরীক্ষা 2023 পার্ট ওয়ানের পরীক্ষা 16 ও 17 ই নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিদিনই দুটো শিফ্টে পরীক্ষাটি হবে, 9.30 থেকে 11 টা (প্রথম শিফ্ট) ও দুপুর 2.30 টা থেকে 4 টে (দ্বিতীয় শিফ্ট)। PSC ক্লার্কশিপ 2023 পার্ট ওয়ানের এই পরীক্ষাটি যাতে স্বচ্ছ ভাবে হয় সেই কারণে WBPSC পরীক্ষার্থীদের উদ্দ্যেশে কতগুলি কড়া নিয়মাবলী দিয়েছে। পরীক্ষার্থীদের অবশ্যই সেই বিষয়গুলি মানতে হবে।
![]() |
ক্লার্কশিপ পরীক্ষার্থীদের জন্য কড়া নিয়ম |
WBPSC ক্লার্কশিপ পরীক্ষার্থীদের জন্য কড়া নিয়ম -
চলুন জেনে নিই ক্লার্কশিপ পরীক্ষার্থীদের জন্য কড়া নিয়মগুলি-
- প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে প্রত্যেকটি প্রশ্ন পত্রের ওপর ইউনিক QR কোড দেওয়া থাকবে।
- পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও প্রশ্নপত্র সঙ্গে নিয়ে যেতে পারবেন না।
- জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসকের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ক্লার্কশিপ ২০২৩ পার্ট ওয়ানের সকল পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে তারপর পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে।
- নভেম্বর এর পরীক্ষা হয়ে যাওয়ার পরে প্রশ্নপত্রের সাথে উত্তরপত্র পাবলিক সার্ভিস কমিশন নিজস্ব ওয়েবসাইটে আপলোড করে দেবে।
- পরীক্ষার্থীরা যে OMR শিটে উত্তর দিয়ে আসবে সেই OMR শিট ১৭ ই নভেম্বর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে। একজন পরীক্ষার্থী তার লগইন আইডি দিয়ে OMR শিটটি দেখে নিতে পারবেন।
- পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় পরীক্ষার্থীরা অবশ্যই এক কপি ফটো আইডেন্টিটি অর্থাৎ আধার কার্ড অথবা ভোটার কার্ডের আসল কপি, কালো অথবা নীল বলপেন ও পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন।
Clerkship FREE Practice Set PDF 👇👇
DOWNLOAD NOW: Clerkship Practice Set