WBP KP কনস্টেবল ইতিহাস পরীক্ষার প্রশ্ন উত্তর | Part 9 | WBP KP Exam History Question answer in Bengali
WBP KP exam History Question answer in Bengal : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি WBP KP কনস্টেবল ইতিহাস পরীক্ষার প্রশ্ন উত্তর, WBP KP কনস্টেবল পরীক্ষার প্রাকটিস সেট Pdf । WBP KP Constable exam History Question answer in Bengal | WBP KP Question answer in Bengal in bengali | WBP KP EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া WBP KP কনস্টেবল পরীক্ষার গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন উত্তর। WBP KP Exam History Question answer in Bengali, WBP KP পরীক্ষার প্রশ্ন উত্তর | WBP কনস্টেবল, KP কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
WBP KP গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন উত্তর - 10 | WBP KP কনস্টেবল পরীক্ষা ইতিহাস প্রশ্ন উত্তর 2024 | WBP KP সাজেশন প্রশ্ন উত্তর 2024
আমরা WBP KP কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 13 টি ইতিহাস প্রশ্ন উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
প্রশ্ন : "The first Indian war of Independence 1857-59" পুস্তকটির লেখক কে?
উত্তর :- মার্কস
ও এনজেলস।
প্রশ্ন : কোন
বর্ষে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সমাপ্ত হয়?
উত্তর
:- 1857 সালে।
প্রশ্ন : 1857 সালে বিদ্রোহের সময় দিল্লিতে বিদ্রোহের সেনাদের নেতৃত্ব কে দিয়েছিল?
উত্তর
:- বক্ত খান।
প্রশ্ন : প্রথম ভারতীয় সিপাহী কে ছিলেন, তিনি চর্বি কার্তুজ ব্যবহারে অস্বীকার করেন?
উত্তর
:- মঙ্গল পান্ডে।
প্রশ্ন : তাতিয়া টোপের আসল নাম কি ছিল?
উত্তর :- রামচন্দ্র
পান্ডুরঙ্গ।
প্রশ্ন : কোন ব্রিটিশ অফিসার এলাহাবাদে 1858 সালে সিপাহী বিদ্রোহ দমন করেছিল?
উত্তর
:- কার্নাল নীল।
প্রশ্ন : 1857 সালের বিদ্রোহতে কে প্রথম নিজের বলিদান দিয়েছিল?
উত্তর :- মঙ্গল
পান্ডে। WWW.SKGUIDEBANGLA.IN
প্রশ্ন : রানী লক্ষ্মীবাঈ এর আসল নাম কি ছিল?
উত্তর :- মনীকরনিকা
প্রশ্ন : 1857 সালের বিদ্রোহের পর কে সর্বপ্রথম এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে আখ্যায়িত করে?
উত্তর :- বেঞ্জামিন ডিজরাইলি।
প্রশ্ন : কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর এর যুদ্ধ হয়েছিল ?
উত্তর :- ঝিলম
প্রশ্ন : গান্ধার স্থাপত্যকার্যে কাদের প্রভাব বেশি লক্ষ করা যায় ?
উত্তর :- গ্রীক
প্রশ্ন : ষষ্ঠ খ্রীঃ পূর্বাব্দের পর বৃহৎ রাজ্যগুলির উত্থানের কারণ কোনটি ছিল ?
উত্তর :- বিহার ও উত্তরপ্রদেশে লোহার ব্যাপক ব্যবহার ।
প্রশ্ন : অজাতশত্রু কার প্ররোচনায় পিতাকে হত্যা করেছিল ?
উত্তর : দেবদত্ত