WBP KP কনস্টেবল পরীক্ষার ইতিহাসের প্রশ্ন উত্তর | Part 5 | WBP KP Exam History Question answer in Bengali
WBP KP exam History Question answer in Bengal : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি WBP KP কনস্টেবল পরীক্ষার ইতিহাসের প্রশ্ন উত্ত, WBP KP কনস্টেবল পরীক্ষার প্রাকটিস সেট Pdf । WBP KP Constable exam History Question answer in Bengal | WBP KP Question answer in Bengal in bengali | WBP KP EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া WBP KP কনস্টেবল পরীক্ষার গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন উত্তর। WBP KP Exam History Question answer in Bengali, WBP KP পরীক্ষার প্রশ্ন উত্তর | WBP কনস্টেবল, KP কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
WBP KP গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন উত্তর - 05 | WBP KP কনস্টেবল পরীক্ষা ইতিহাস প্রশ্ন উত্তর 2024 | WBP KP সাজেশন প্রশ্ন উত্তর 2024
আমরা WBP KP কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 20 টি ইতিহাস প্রশ্ন উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
প্রশ্ন : "ভারতের অর্ধনগ্ন ফকির " ব্রিটিশ প্রধানমন্ত্রি কার সম্বন্ধে বলেছেন?
উত্তর
:-
মোহনদাস করমচাঁদ গান্ধী
প্রশ্ন : "ফেল করা ব্যাঙ্কের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক" কার আগমন উপলক্ষে গান্ধীজির এই উক্তি ?
উত্তর :-ক্রিপস্ মিশন
প্রশ্ন : জাতীয়
কংগ্রেসকে তিন দিনের তামাশা কে বলেছেন?
উত্তর :
অশ্বিনীকুমার দত্ত। WWW.SKGUIDEBANGLA.IN
প্রশ্ন : কখন কংগ্রেসে পূর্ণ স্বরাজকে নিজেদের লক্ষ্য
হিসেবে ঘোষণা করেছিল?
উত্তর : 26th January, 1930/২৬ জানুয়ারি, ১৯৩০।
প্রশ্ন : জাতীয়
কংগ্রেসের রামগড় অধিবেশন কবে হয়েছিল?
উত্তর : 1940 AD/১৯৪০ সালে।
প্রশ্ন : জাতীয়
কংগ্রেসের সুরাট অধিবেশন কত সালে হয়?
উত্তর : 1907 AD/১৯০৭ সালে।
প্রশ্ন : সুভাষ
চন্দ্র বোস (Subhash
Chandra Bose) ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন
প্রথমবারের জন্য কত সালে?
উত্তর : 1938/1938।WWW.SKGUIDEBANGLA.IN / WhatsApp – 7001703046
প্রশ্ন : বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন?
উত্তর : হর্ষক।
প্রশ্ন : 'কুলপা' কাকে বলা হত?
উত্তর : পরিবারের কর্তাকে।
প্রশ্ন : ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয় ?
উত্তর : Lahore/লাহোর।
প্রশ্ন : কে ভারতের জাতীয় কংগ্রেসকে ‘অতি ক্ষুদ্র এক আণুবীক্ষণিক সংস্থা’ বলে উপহাস করেছিলেন?
উত্তর :
লর্ড ডাফরিন।
প্রশ্ন : ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল?
উত্তর
: সুরাট।
প্রশ্ন : কংগ্রেসের কোন নেতা নরমপন্থীদের মধ্যে অবস্থান করেও চরমপন্থীদের সমর্থন করেছিলেন?
উত্তর : অশ্বিনীকুমার
দত্ত।