WBP KP কনস্টেবল পরীক্ষার ইতিহাস প্রশ্ন উত্তর | Part 1| WBP KP Exam History Question answer in Bengali
WBP KP exam History Question answer in Bengal : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি WBP KP কনস্টেবল পরীক্ষার ইতিহাস প্রশ্ন উত্তর, WBP KP কনস্টেবল পরীক্ষার প্রাকটিস সেট Pdf । WBP KP Constable exam History Question answer in Bengal | WBP KP Question answer in Bengal in bengali | WBP KP EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
WBP KP কনস্টেবল পরীক্ষার ইতিহাসের প্রশ্ন উত্তর
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া WBP KP কনস্টেবল পরীক্ষার গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন উত্তর। WBP KP Exam History Question answer in Bengali, WBP KP পরীক্ষার প্রশ্ন উত্তর | WBP কনস্টেবল, KP কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
WBP KP গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন উত্তর - 01 | WBP KP কনস্টেবল পরীক্ষা ইতিহাস প্রশ্ন উত্তর 2024 | WBP KP সাজেশন প্রশ্ন উত্তর 2024
আমরা WBP KP কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 26 টি ইতিহাস প্রশ্ন উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
প্রশ্ন : লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ? উত্তর : ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে।
প্রশ্ন : লন্ডনে কার্জন উইলিকে কে হত্যা করেন ?
উত্তর : মদনলাল ধিংড়া।
প্রশ্ন : লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর : কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস রাজদ্রোহের অপরাধে নিষিদ্ধ হয় ?
উত্তর : পথের দাবী। WWW.SKGUIDEBANGLA.IN / WhatsApp – 7001703046 প্রশ্ন : শের-ই-বাংলা কাকে বলা হয় ?
উত্তর : আবুল কাশেম ফজলুল হক।
প্রশ্ন : শ্রীরামপুর মিশন কে তৈরি করেন ?
উত্তর : উইলিয়াম কেরি।
প্রশ্ন : সংবাদপত্র দমন আইন’ কোন বড় লাট প্রত্যাহার করেন ?
উত্তর : রর্ড রিপন।
প্রশ্ন : সংবাদপত্রের মুক্তিদাতা নামে কে পরিচিত ?
উত্তর : মেটকাফ।
প্রশ্ন : সাধারন জনশিক্ষা কমিটি কবে গঠিত হয় ?
উত্তর : ১৮২৩ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনা কোথায় হয়েছিল ?
উত্তর : ব্যারাকপুরে।
প্রশ্ন : স্বত্ববিলােপ নীতি কে, কবে প্রবর্তন করেন ? উত্তর : ১৮৪৮ খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি।
প্রশ্ন : স্বরাজ্য দলের প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর : মতিলাল নেহেরু।
প্রশ্ন : স্বরাজ্য দলের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ? উত্তর : এলাহাবাদ।
প্রশ্ন : স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন
উত্তর : জে. বি. কৃপালিনী।
প্রশ্ন : কামরানকে হুমায়ুন কোন কোন প্রদেশের দায়িত্ব দেন ? উত্তর : কাবুল,কান্দাহার , পাঞ্জাব
প্রশ্ন : 'ব্রাহ্ম সমাজ' কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর : রাজা রামমোহন রায়
প্রশ্ন : স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল?
উত্তর : মূলশঙ্কর
প্রশ্ন : 'বেদ কি ওর লোটন' স্লোগানটি কে দিয়েছেন?
উত্তর : দয়ানন্দ সরস্বতী
প্রশ্ন : 'রামকৃষ্ণ মিশন' কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : স্বামী বিবেকানন্দ
প্রশ্ন : জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কখন এবং কোথায় সংঘটিত হয়েছিল?
উত্তর : 1919 খ্রিস্টাব্দ অমৃতসর
প্রশ্ন : গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল?
উত্তর : সিদ্ধার্থ
প্রশ্ন : ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন?
উত্তর : রাজিয়া সুলতান
প্রশ্ন : 1939 সালে কংগ্রেস ত্যাগ করার পর সুভাষ চন্দ্র বসু কোন দলটি প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর : ফরোয়ার্ড ব্লক
প্রশ্ন : কে 'পাঞ্জাব কেশরী' নামে পরিচিত?
উত্তর : লালা লাজপত রায়
প্রশ্ন : কে সন্ডার্সকে হত্যা করেছিল?
উত্তর : ভগৎ সিং
প্রশ্ন : 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে কে তার প্রথম আত্মত্যাগ করেছিলেন?
উত্তর : মঙ্গল পান্ডে