রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 10 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট 2024 | RRB NTPC Practice Set No 10

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

 Railway exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের পরীক্ষার প্রাকটিস সেট Pdf । RRB NTPC exam practice set in Bengali | Railway practice in bengali | Railway EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 09 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট  2024 | RRB NTPC Practice Set No 9

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া রেলের পরীক্ষা প্রাকটিস সেট  ।  RRB NTPC exam practice set for prelims ,রেলের পরীক্ষার practice set 2024| Railway NTPC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 10 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট - 2024 | Railway সাজেশন প্রশ্ন উত্তর 2024


আমরা Railway পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।


প্রশ্ন : মাসিক পত্রিকা ‘দিকদর্শন’ প্রকাশ করেন-

(A) মার্শম্যান

(B) রামমােহন রায়

(C) শিশিরকুমার ঘােষ 

(D) দ্বারকানাথ ঠাকুর


প্রশ্ন : গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয় ?

(A) সানফ্রান্সিসকো 

(B) লাহাের

(C) অমৃতসর

(D) ওয়াশিংটন


প্রশ্ন :‘লাইফ ডিভাইন’ কে রচনা করেন?

(A) শ্রীঅরবিন্দ ঘােষ 

(B) ভগিনী নিবেদিতা

(C) স্বামী বিবেকানন্দ 

(D) কেশবচন্দ্র সেন


প্রশ্ন : কাকাসাহেব নামে কে পরিচিত ছিলেন ?

(A) জি. ভি. যােশী 

(B) এম. জি. রানাডে

(C) জি. এইচ দেশমুখ 

(D) নৌরজি ফাড়ুনজি


প্রশ্ন : শিবসমুদ্রমজলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত ?

A.নর্মদা

B.গোদাবরী

C.কাবেরী

D.গঙ্গা 

উত্তর :- (C)


প্রশ্ন: রামায়ণে অনুবাদ ফার্সি ভাষায় কে করেছিলেন ?

A.ঈশ্বর দাস

B.আবুল ফজল

C.আব্দুল লতিফ

D.বদায়ুনী 

উত্তর - (D)


প্রশ্ন: বিহারের দুঃখ কোন নদীকে বলে ?

A.দামোদর

B.কোশী

C.গঙ্গা

D.নর্মদা 

উত্তর - (B)


প্রশ্ন: শিবসমুদ্রমজলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত ?

A.নর্মদা

B.গোদাবরী

C.কাবেরী

D.গঙ্গা 

উত্তর - (C)


প্রশ্ন: বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় ?

A.11 সেপ্টেম্বর

B.11 জুন

C.11 জুলাই

D.11 আগস্ট 

উত্তর :- (C)


প্রশ্ন:  বিশ্বের সবচেয়ে ব্যস্ত বাণিজ্যিক নদী কোনটি ?

A.টেমস

B.গঙ্গা

C.টাইগ্রিস

D.রাইন 

উত্তর :- (D)


প্রশ্ন:  রামায়ণে অনুবাদ ফার্সি ভাষায় কে করেছিলেন ?

A.ঈশ্বর দাস

B.আবুল ফজল

C.আব্দুল লতিফ

D.বদায়ুনী 

উত্তর :- (D)


প্রশ্ন: কোশ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় সেটি হলো– 

(A) প্রোফেজ

(B) মেটাফেজ 

(C) অ্যানাফেজ 

(D) টেলোফেজ 

Ans: (A) প্রোফেজ


প্রশ্ন: প্লাজমোডিয়ামের জনন পদ্ধতি হলো 

(A) দ্বিবিভাজন 

(B) বহুবিভাজন  

(C) কোরকোগম

(D) খণ্ডীভবন 

Ans: (B) বহুবিভাজন


প্রশ্ন: বংশগতির জনক বলা হয়– 

(A) ডারউইনকে  

(B) ল্যামার্ককে  

(C) মেন্ডেলকে  

(D) দ্য ভ্রিসকে 

Ans: (C) মেন্ডেলকে  


প্রশ্ন: মানুষের চোখের নিকট বিন্দু ও দূরবিন্দু দুটির দূরত্ব যথাক্রমে – 

a. 50 cm,অসীম

b. 25 cm, 50 cm 

c. 0, 25 Cm

d. 25 cm, অসীম

উত্তরঃ[d] 25 cm, অসীম


প্রশ্ন: যখন আমরা চোখ দিয়ে দেখি,তখন রেটিনাতে বস্তুর যে প্রতিবিম্ব গঠিতহয় তা হল – 

a. সদ, অবশীর্ষ

b. অসদ, সমশীর্ষ 

c. অসদ, অবশীর্ষ

d. সদ, সমশীর্ষ

উত্তরঃ[a] সদ, অবশীৰ্ষ


প্রশ্ন: এক ব্যক্তি লাল রঙের জামা এবং সাদা রঙের প্যান্ট পরে আছে। নীল আলোকে জামা ও প্যান্টের রং হবে যথাক্রমে – 

a. লাল এবং সাদা

b. নীল এবং সাদা 

c. কালো এবং নীল

d. লাল এবং নীল

উত্তরঃ[c] কালো এবং নীল


প্রশ্ন: কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়?

(A) ভারতীয় জাতীয় কংগ্রেস

(B) হিন্দু মহাসভা

(C) স্বরাজ্য পার্টি

(D) কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া

উত্তর :(C) স্বরাজ্য পার্টি


প্রশ্ন: নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি?

(A) মুসলিম লীগ

(B) ভারতীয় জাতীয় কংগ্রেস

(C) কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া

(D) ওপরের সবকটি

উত্তর :(C) কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া


প্রশ্ন: মূল সংবিধানে কতগুলি অনুচ্ছেদ ( Article ) ও তফসিল ( schedule ) ছিল?

(A) ৩৯৫ ও ৮

(B) ৪০০ ও ৮

(C)৩০০ ও ১০

(D) ৪৪৮ ও ১২

উত্তর :(A) ৩৯৫ ও ৮


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url