রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 01 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট 2024 | RRB NTPC Practice Set No 1
Railway exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের পরীক্ষার প্রাকটিস সেট Pdf । RRB NTPC exam practice set in Bengali | Railway practice in bengali | Railway EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া রেলের পরীক্ষা প্রাকটিস সেট । RRB NTPC exam practice set for prelims ,রেলের পরীক্ষার practice set 2024| Railway NTPC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 01 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট - 2024 | Railway সাজেশন প্রশ্ন উত্তর 2024
আমরা Railway পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
1. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
A.কেসবচন্দ্র সেন
B.স্যার উইলিয়াম জোনস
C.ডেভিড হেয়ার
D.আত্মারাম পান্ডুরঙ্গ
উত্তর :- (B)
2. আত্মীয় সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
A.1815
B.1818
C.1816
D.1817
উত্তর :- (A)
3. স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
A.শিশির কুমার ঘোষ
B.রাজা রামমোহন রায়
C.জ্যোতিবা ফুলে
D.ডেভিড হেয়ার
উত্তর :- (D)
প্রশ্ন: ভারতের অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত ?
A. সিন্ধু গঙ্গেয় সমভূমি
B. শিবালিত পর্বত
C. আরাবল্লী পর্বত
D. হিমালয় পর্বত
উত্তর :- C
প্রশ্ন: রাজস্থানে গাধার মেলা কোথায় হয় ?
A.উদমপুর
B.আজমের
C.জয়পুর
D.ভগতপুর
উত্তর - (C)
প্রশ্ন: রাজস্থানে লুনি নদীর অববাহিকার তৃণভূমির নাম কি ?
A. বাগর
B. ধান্দ
C. রোহি
D. ধূয়ান
উত্তর :- A
প্রশ্ন: ভারতের শ্রীলংকার মাঝখানে যে উপসাগর তার নাম কি ?
A. মান্নার উপসাগর
B. ক্যাম্বে উপসাগর
C. কলম্বো উপসাগর
D. বঙ্গোপসাগর
উত্তর :- A
প্রশ্ন: আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয় কবে ?
A. 8 সেপ্টেম্বর
B. BB সেপ্টেম্বর
C. B4 সেপ্টেম্বর
D. BC সেপ্টেম্বর
উত্তর :- A
প্রশ্ন: পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় ?
A. ময়ূরেশ্বরে
B. বক্সাদুয়ারে
C. দার্জিলিং
D. মুকুটমনিপরে
উত্তর :- A
প্রশ্ন: অক্সিন হরমোনের রাসায়নিক উপাদান হলো—
(A) কার্বন , হাইড্রোজেন , অক্সিজেন
(B) কার্বন , হাইড্রোজেন , অক্সিজেন ও নাইট্রোজেন
(C) কার্বন ও হাইড্রোজেন
(D) কার্বন , হাইড্রোজেন , নাইট্রোজেন ।
Ans: (B) কার্বন , হাইড্রোজেন , অক্সিজেন ও নাইট্রোজেন
প্রশ্ন: বল ও সকেট সন্ধি দেখা যায়–
(A) কব্জিতে
(B) কনুইতে
(C) স্কন্ধের সন্ধিতে
(D) হাঁটুতে
Ans: (C) স্কন্ধের সন্ধিতে
প্রশ্ন: পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হলো
(A) ACTH
(B) থাইরক্সিন
(C) ইনসুলিন
(D) ইস্ট্রোজেন ।
Ans: (A) ACTH
প্রশ্ন: মিথেন হাইড্রেট থেকে পাওয়া যায়
হাইড্রোজেন গ্যাস
b. মিথেন গ্যাস
c. বায়োগ্যাস
d. অ্যাসিটিলিন গ্যাস
উত্তরঃ [b] মিথেন গ্যাস
প্রশ্ন: বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হল
নাইট্রোজেন ও হাইড্রোজেন
b. অক্সিজেন ও হাইড্রোজেন
c. নাইট্রোজেন ও অক্সিজেন
d. অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
উত্তরঃ [c] নাইট্রোজেন ও অক্সিজেন
প্রশ্ন: বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়
a. ট্রপোস্ফিয়ার
b. স্ট্রাটোস্ফিয়ার
c. মেসোস্ফিয়ার
d. থার্মোস্ফিয়ার
উত্তরঃ [d] থার্মোস্ফিয়ার