ভারতের যেসকল ক্রিকেটার অর্জুন পুরস্কার পেয়েছেন
ভারতের যেসকল ক্রিকেটার অর্জুন পুরস্কার পেয়েছেন :
1961 - সেলিম দুররানি
1964 - মনসুর আলি খান পতৌদি
1965 - বিজয় মাঞ্জরেকর
1966- চান্দু বোর্ডে
1967 - অজিত ওয়াদেকর
1968 - ইরাপল্লী অনন্তরাও শ্রীনিবাস
1969 - বিষন সিং বেদী
1970 - দিলীপ সরদেশাই
1971 - শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন
1972 - ভাগবত সুব্রামণ্য চন্দ্রশেখর এবং একনাথ
সোলকর
1975-সুনীল গাভাস্কার
1976- শান্ত রঙ্গস্বামী
1977-78 - গুন্ডপ্পা বিশ্বনাথ
1979-80 - কপিল দেব
1980-81 - চেতন চৌহান এবং সৈয়দ কিরমানি
1981 - দিলীপ ভেঙ্গসরকার
1982 মহিন্দর অমরনাথ
1983 - ডায়ানা এডুলজি
1984 - রবি শাস্ত্রী
1985 - শুভাঙ্গী কুলকার্নি
1986 - সন্ধ্যা আগরওয়াল এবং মোহাম্মদ আজহারউদ্দিন
1989 - মদন লাল
1993 - মনোজ প্রভাকর এবং কিরণ মোর
1994 - শচীন টেন্ডুলকার
1995- অনিল কুম্বলে
1996- জাভাগল শ্রীনাথ
1997 - সৌরভ গাঙ্গুলী এবং অজয় জাদেজা
1998 - রাহুল দ্রাবিড় এবং নয়ন মঙ্গিয়া
2000 - ভেঙ্কটেশ প্রসাদ
2001 ভিভিএস লক্ষ্মণ
2002 - বীরেন্দ্র শেবাগ
2003 - মিতালি রাজ এবং হরভজন সিং
2005 - অঞ্জু জৈন
2006 - আঞ্জুম চোপড়া
2009 গৌতম গম্ভীর
2010-ঝুলন গোস্বামী
2011-জহির খান
2012 - যুবরাজ সিং
2013 বিরাট কোহলি
2014- রবিচন্দ্রন অশ্বিন
2015-রোহিত শর্মা
2016 - অজিঙ্কা রাহানে
2017-হরমনপ্রীত কৌর এবং চেতেশ্বর পূজারা
2018- স্মৃতি মান্ধানা
2019 - রবীন্দ্র জাদেজা এবং পুনম যাদব
2020 - দীপ্তি শর্মা এবং ইশান্ত শর্মা
2021 - শিখর ধাওয়ান
2023 - মোহাম্মদ শামি