প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ ! প্রজাদের মন বিষাদগ্রস্থ কেন?

“প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ।”—প্রসঙ্গ উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ আলোচনা করো।


প্রশ্ন: প্রজা ভাবয়ে বিষাদ - প্রজাদের মন বিষাদগ্রস্থ কেন?


প্রশ্ন: “প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ।”—প্রসঙ্গ উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ আলোচনা করো।


উত্তর: ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি' কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃতিটিতে কলিঙ্গদেশের প্রজাদের কথা বলা হয়েছে।


কলিঙ্গদেশের আকাশে হঠাৎ প্রচুর মেঘ জমাট বাঁধে। ঈশান কোণে জমাটবাঁধা মেঘ সারা আকাশ ঢেকে ফেললে সর্বত্র অন্ধকার নেমে আসে। উত্তরের প্রবল বাতাসে দূর থেকে মেঘের গম্ভীর আওয়াজ ভেসে আসে | মেঘের প্রবল গর্জন ও ঘনঘন বিদ্যুৎচমকের সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। মহাপ্লাবনের আশঙ্কায় প্রজারা আতঙ্কিত হয়ে পড়ে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now