“করি-কর সমান বরিষে জলধারা।” ‘করি-কর’ শব্দের অর্থ কী? উদ্ধৃতাংশটির তাৎপর্য বুঝিয়ে দাও

“চারি মেঘে বরিষে মুষলধারে জল।।”—মুশলধারে জলবর্ষণের কারণ কী

“চারি মেঘে বরিষে মুষলধারে জল।।”—মুশলধারে জলবর্ষণের কারণ কী?


“করি-কর সমান বরিষে জলধারা।” ‘করি-কর’ শব্দের অর্থ কী? উদ্ধৃতাংশটির তাৎপর্য বুঝিয়ে দাও


উত্তর: করি-কর’ শব্দের অর্থ হাতির শুঁড়।


কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি' কাব্যাংশের উদ্ধৃতাংশটিতে কলিঙ্গদেশের প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনা করা হয়েছে | কলিঙ্গদেশের আকাশ হঠাৎ ঘন কালো মেঘে ছেয়ে যায়। গাঢ় অন্ধকারে নিজেদের চেহারা পর্যন্ত দেখতে পান না কলিঙ্গবাসী | ঈশান কোণে ঘন মেঘের জমায়েতে চারদিক অন্ধকারে ঢাকা পড়ে যায়। প্রবল মেঘের গর্জন, ঘনঘন বিদ্যুতের ঝিলিকে পৃথিবী কেঁপে ওঠে। দূরদিগন্তে মেঘের গম্ভীর আওয়াজ শোনা যায় | মুহূর্তের মধ্যে সারা আকাশ ঢেকে যায় কালো মেঘে | তারপরই আকাশভাঙা মেঘে প্রবল বৃষ্টিপাত শুরু হয় কলিঙ্গদেশে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now