BREAKING

আপনার যা প্রয়োজন এখানে সার্চ করুন

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

রাজ্যে ৩০০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল WBPSC, আবেদন শুরু হবে আগামীকাল থেকে ,কোন পদের জন্য

রাজ্যে ৩০০টি শূন্যপদে নিয়োগ, আবেদন পদ্ধতি ,শিক্ষাগত যোগ্যতা,বয়সসীমা,মাসিক বেতন ও নিয়োগ

রাজ্যে ৩০০টি শূন্যপদে নিয়োগ, আবেদন পদ্ধতি ,শিক্ষাগত যোগ্যতা,বয়সসীমা,মাসিক বেতন ও  নিয়োগ


WBPSC সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা 300 শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি ,শিক্ষাগত যোগ্যতা,বয়সসীমা,মাসিক বেতন ও  নিয়োগ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।



পদের নাম-  জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (General Duty Medical Officer)


মোট শূন্যপদ- ৩০০ টি শূন্যপদে নিয়োগ করা হবে

UR– 102, SC– 67  , ST– 19, OBC– 72  PwBD– 14 , EWS– 26 


শিক্ষাগত যোগ্যতা-  মেডিকেল যোগ্যতার মাপকাঠি হিসেবে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট ১৯৫৬ – এর তৃতীয় তফসিলের প্রথম এবং দ্বিতীয় তফসিল বা পার্ট ২ এর অন্তর্ভুক্ত যেকোনো যোগ্যতার চাকরিপ্রার্থীরা এই শূন্য পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের একজন চিকিৎসক হিসাবে রেজিস্টার্ড থাকতে হবে।বিস্তারিত তথ্য জানতে পাবলিক সার্ভিস কমিশনের এই ওয়েবসাইটটি দেখতে পারেন।



বয়সসীমা- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩৬ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। 



মাসিক বেতন- এই পদের প্রতি মাসে ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে। 



আবেদন পদ্ধতি- WBPSC অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদনকারীদের WBPSC ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে| বিস্তারিত তথ্য জানতে পাবলিক সার্ভিস কমিশনের এই ওয়েবসাইটটি দেখতে পারেন।। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর আবেদন করার নির্দিষ্ট উইন্ডো থেকে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। আবেদন জানানোর সময় প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।


আবেদন ফি- প্রত্যেক প্রার্থীকে 210/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

 


আবেদনের শেষ তারিখ- ১২ অক্টোবর, ২০২৩। 

আবেদনপত্র জমা দেওয়া যাবে ২১ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত।



Official Website: Click Here

Official Notification: Download Now





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Do you have any doubts? chat with us on WhatsApp
আমি আপনাকে কি ভাবে সাহায্য করতে পারি? Skguidebangla is typing ...
আপনি এখানে লিখুন...