West bengal job news 2023 | PWD দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩৪ হাজার টাকা

রাজ্যে ৮,৯৯৬ টি শূন্যপদে PWD দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩৪ হাজার টাকা | West Bengal new Job news 2023

রাজ্যে ৮,৯৯৬ টি শূন্যপদে PWD দপ্তরে কর্মী নিয়োগ। | West Bengal new Job Recruitment 2023
পশ্চিমবঙ্গের নতুন চাকরির খবর ২০২৩


বিরাট বড়ো নিয়োগের সুসংবাদ। PWD এর অধীনে একসাথে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে।  নীচে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা আবেদনমূল্য কিভাবে আবেদন করবে এবং আবেদনের শেষ তারিখ ইত্যদি বিষয়ে আলোচনা করা হয়েছে।


নিয়োগকারী দপ্তর:-

 Public Work Department (PWD) শূন্যপদের সংখ্যা:- 

সারা রাজ্য জুড়ে মোট ৮,৯৯৬ জন কর্মী নিয়োগ করা হবে। 

Related:

আবেদন করার নিয়মাবলী:-

রাজ্যের যে সমস্ত কর্মপ্রার্থীরা PWD এর অধীনে সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করতে চান তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 


নির্বাচন পদ্ধতি:-

সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে বাছাই করা হবে একটি ৭৫ নম্বরের লিখিত পরীক্ষা ও একটি ২৫ নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে। মোট ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করা হবে। লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা:-

উক্ত পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাসঙ্গিক বিষয়ে ইঞ্জিনিয়ারিং কোর্স Complete করে থাকতে হবে। 


প্রয়োজনীয় ডকুমেন্ট:- 

১. বয়সের প্রমানপত্রের নথী।

২. সচিত্র পরিচয় পত্রের নথী।

৩. শিক্ষাগত যোগ্যতার নথী।

৪. কাস্ট সার্টিফিকেট এর নথী।

৫. রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

৬. আবেদনকারীর নিজের সই।

৭. অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখিত আরও অন্যান্য।


আবেদন মূল্য :-

আবেদন করার সময় আবেদন মূল্য হিসেবে General ক্যাটাগরি ও OBC ক্যাটাগরির প্রার্থীদের ৬০০ টাকা করে এবং SC, ST, PwBD প্রার্থীদের ১৫০ টাকা করে জমা দিতে হবে।


আবেদন প্রক্রিয়া শুরু ও শেষের তারিখ:-

এখানে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ২২ শে মে থেকেই শুরু হয়ে গিয়েছে। আর তা শেষ হবে আগামী ২১ শে জুন। 


2. IRCTC পূর্ব অঞ্চল কলকাতা নিয়োগ| শূন্যপদ| শিক্ষাগত যোগ্যতা |এখনই আবেদন করুন


পদের নাম:-

PWD এর অধীনে Junior Engineer পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 


বয়সসীমা:-

  আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে সর্বাধিক ৪০ বছরের মধ্যে। তবে তপশিলী জাতি, উপজাতির প্রার্থীরা সরকারি নিয়ম মাফিক বয়সের ছাড় পাবেন।


মাসিক বেতন:-

Junior Engineer পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ৯,৩০০-৩৪,৮০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তার পাশাপাশি তাদেরকে গ্ৰেড পে ও দেওয়া হবে।


আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় গুলো জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।


Official Notification - Download 

Apply Now- Click here 


Related:


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now