মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 pdf| Madhyamik History Suggestion 2024 pdf download

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

Madhyamik History Suggestion pdf 2024 | মাধ্যমিক ইতিহাস সাজেশন pdf 2024 (১০০% কমন) |দশম শ্রেণী ইতিহাস সাজেশন ২০২৪

পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ ” পােস্টটি পড়ার জন্য ,এরকম গুরুত্বপূর্ণ সাজেশন ও বিভিন্ন বিষয়ের নোট পত্র পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন।

আজ আমি এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি Madhyamik History Suggestion 2024 pdf | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪, যা আগত মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে Madhyamik History Suggestion pdf download 2024,মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪,Madhyamik History Suggestion 2024 | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪


পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণী ইতিহাস সাজেশন ২০২৪– মাধ্যমিক  ইতিহাস সাজেশন ২০২৪ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik History Examination 2024 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস 2024 সালের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ।  আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য Madhyamik History Suggestion 2024 |  মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া Madhyamik History Suggestion 2024 –দশম শ্রেণী ইতিহাস সাজেশন ২০২৪ প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। West Bengal Madhyamik History 2024 পরীক্ষা তে এই প্রশ্ন গুলো আসার সম্ভাবনা খুব বেশি থাকবে।


মাধ্যমিক ইতিহাস 2024 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ – Madhyamik History Suggestion 2024 নিচে দেওয়া হয়েছে।

Madhyamik History Suggestion 2024 | West Bengal Class 10th History Suggestion 2024 | মাধ্যমিক দশম শ্রেণী ইতিহাস সাজেশন ২০২৪

মাধ্যমিক ইতিহাস সাজেশন pdf download

প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা সাজেশন

একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও:

মাধ্যমিক ইতিহাসের ধারনা 1 নম্বরের প্রশ্ন সাজেশন

১. নতুন সামাজিক ইতিহাসের সূচনা হয় কখন।

২. ভারতের 'নিম্নবর্গীয় ইতিহাসচর্চার’ জনক বলা হয় কাকে?

ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে? ‘বাইশগজের খেলা’ বলা হয় কোন খেলাকে? Twenty two yards

to freedom গ্রন্থের লেখক কে?

৪. ভারতের ‘আধুনিক নৃত্যশৈলীর জনক' কাকে বলা হয়?

৫. 'বিশ্ব সিনেমার জনক' কাদের বলা হয়?

৬. ভারতে প্রদর্শিত প্রথম সবাক ছবি কোন্‌টি?

৭. বাঙালি মহিলার শাড়ি পরিধানের ব্রামিকা রীতির প্রচলন প্রথম কোথায় শুরু হয়?

৮. মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করে কবে?







প্রশ্নমান—১

৯. গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থের লেখক কে?

১০. 'ছৌ' কোন্ রাজ্যের জনপ্রিয় নাচ?

১১. বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রকাশক ও সম্পাদক কে ছিলেন? এই পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়? এটি কোন ধরনের পত্রিকা ছিল?

১২. কোন পত্রিকায় সর্বপ্রথম 'বন্দেমাতরম' সংগীতটি প্রকাশিত হয়?

১৩. সাইলেন্ট স্প্রিং-এর লেখক কে?

১৪. ‘নারীদশক' বলা হয় কোন্ সময়কে?

১৫. পথের পাঁচালি সিনেমার পরিচালক কে?

১৬. রাজতরঙ্গিণী কী ধরনের গ্রন্থ। এটি কে রচনা করেন? এটি থেকে কোথাকার ইতিহাস জানা যায়?

১৭. সোমপ্রকাশ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়?

১৮. সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

১৯. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?



দু-তিনটি বাক্যে উত্তর দাও: 

মাধ্যমিক ইতিহাস 2 নম্বরের প্রশ্ন সাজেশন

১. সামাজিক ইতিহাস বলতে কী বোঝো?

History

২. কী কারণে ভারত 1950 খ্রিস্টাব্দের ফুটবল বিশ্বকাপ খেলতে পারেনি?

৩. নিম্নবর্গীয় ইতিহাসচর্চা বলতে কী বোঝো?

৪. সত্যজিৎ রায় কে ছিলেন? অথবা, সত্যজিৎ রায় কী কারণে স্মরণীয়।

৫. পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?

১৩. সরকারি নথিপত্র বলতে কী বোঝায়?

১৪. সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী?

৬. বর্তমানে পরিবেশ ধ্বংসের দুটি কারণ উল্লেখ করো।

৭. আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন?

৮. কোন্ সময়কে, কেন ‘বঙ্গদর্শনের যুগ’ বলা হয়?

৯. ব্রিটিশ সরকার কেন 1879 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ নামক সাময়িক পত্রিকার প্রকাশ বন্ধ করে দেয়?

১০. নীল বিদ্রোহে সোমপ্রকাশ পত্রিকার অবদান কী ছিল?

১১. ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী?

১২. স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে ব্যব

করা হয়?


দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা সাজেশন

মাধ্যমিক ইতিহাস 1 নম্বরের প্রশ্ন সাজেশন

 একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও:

১. বাংলায় ‘বন্দিনী বামামুক্তির যুগ’ বলা হয় কোন্ সময়কে?

২. গ্রামবার্ত্তা প্রকাশিকা-র প্রথম সম্পাদক কে ছিলেন? তিনি কী নামে পরিচিত ছিলেন?

৩. আনন্দমঠ উপন্যাসটি কার লেখা?

৪. কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?

৫. হিন্দু কলেজের বর্তমান নাম কী?

৬. কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?

৭. ভারতের প্রথম দুজন মহিলা ডাক্তারের নাম লেখো।

৮. কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়। এর প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন?







৯. আদি ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?

১০. কে কেশবচন্দ্র সেনকে ‘ব্ৰষ্মানন্দ’ উপাধিতে ভূষিত করেন?

১১. বাউল গানের প্রবর্তক কে?

১২. কে, কবে মেট্রোপলিটান ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। এর বর্তমান নাম কী?

১৩. স্বামী বিবেকানন্দ বিশ্বধর্ম সম্মেলনে কবে যোগদান করেন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় কবে?

o making Religion-এর কথা কে বলেছেন?

১৪. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কবে?

১৫. বাংলায় কোন্ শতককে ‘নবজাগরণের শতক' বলা হয়।


দু-তিনটি বাক্যে উত্তর দাও:

মাধ্যমিক ইতিহাস 2 নম্বরের প্রশ্ন সাজেশন

১. সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী?

২. নীলকররা নীলচাষিদের ওপর কীভাবে অত্যাচার করত?

৩. ‘মেকলে মিনিট’ কী?

৪. ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে ‘মেকলে মিনিট’-এর অবদান কী ছিল?

৫. ‘শিক্ষার চুঁইয়ে পড়া নীতি’ বলতে কী বোঝো? ভারতে এই নীতির প্রবক্তা কে?

৫৬. হার্ডিঞ্জের ঘোষণার (1844 খ্রিস্টাব্দ) গুরুত্ব কী?

* ৭. প্রাচ্য ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? একজন করে উদাহরণ দাও।

৮. কবে কোন্ আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান হয়?

৯. কবে কোন আইন দ্বারা বিধবা বিবাহ আইন বলবৎ হয়?

১০. ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে 1813-এর সনদ আইনের গুরুত্ব কী

১১. কবে কী উদ্দেশ্যে জনশিক্ষা কমিটি গঠিত হয়?

১২. কে, কবে, কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?

১৩. ‘শ্রীরামপুর ত্রয়ী’ কাদের বলা হয়?

১৪. কে, কবে, কী উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?।

১৫. বাংলার নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো।

১৬. তিন আইন কী?

১৭. মধুসূদন গুপ্ত কী কারণে স্মরণীয়?

১৮. ব্রাহ্মসমাজ আন্দোলনের ফল কী হয়েছিল?

অথবা, ব্রাহ্মসমাজ আন্দোলনের যে-কোনো দুটি সমাজসংস্কারমূলক কাজের উদাহরণ দাও।

১৯. ভারতবর্ষীয় ব্রায়সমাজ কেন বিভক্ত হয়?

২০. উনিশ শতকে ভারতের সমাজসংস্কার আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?

সংস্কারে তাদের ভূমিকা কী ছিল?

২৫. ভারতের প্রথম ছাত্রসংগঠনের নাম কী? এটি কে, কবে প্রতিষ্ঠা করেন?

২৬. কারা, কবে, কেন সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন?

২৭. দু-জন নব্যবঙ্গীয় নেতার নাম করো।

২১. কাকে, কেন ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ বলা হয়?

22. উনিশ শতকে ভারতে সমাজসংস্কার আন্দোলনের দুটি সাফল্যের দিক উল্লেখ করো।

২৩. কে, কবে, কী উদ্দেশ্যে ‘আত্মীয়সভা’/‘ব্রায়সভা’ প্রতিষ্ঠা করেন?

২৪. ডিরোজিয়ো স্মরণীয় কেন? ডিরোজিয়ান বা নব্যবঙ্গীয় কারা? এই আন্দোলন ব্যর্থ হয় কেন? সমাজ

২৮. সমাজসংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল?


সাত-আটটি বাক্যে উত্তর দাও:

মাধ্যমিক ইতিহাস 4 নম্বরের প্রশ্ন সাজেশন

অথবা, স্বামীজির নব্যবেদান্ত-এর স্বরূপ ব্যাখ্যা করো।

৭. ব্রাহ্মসমাজ ভাঙনের কারণ ও পর্যায়গুলি উল্লেখ করো। অথবা, টীকা লেখো। ব্রাহ্মসমাজ।

৮. বিধবা বিবাহ আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কী ছিল?

৯. নারীশিক্ষা ও নারীমুক্তি আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কী ছিল?

১০. উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারে ড্রিংকওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন?

পনেরো-ষোলোটি বাক্যে উত্তর দাও:

১. বাংলায় নারীমুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার তাৎপর্য উল্লেখ করো।

২. হুতোম প্যাঁচার নক্সা গ্রন্থ/হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা/নীলদর্পণ নাটক থেকে সমকালীন বাংলার কোন্ চিত্র পরিস্ফুট হয়েছে?

টীকা লেখো: প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব।

৪. ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের ফল/গুরুত্ব আলোচনা করো।

৫. চিকিৎসাবিদ্যা চর্চার বিকাশে মেডিকেল কলেজ [ME2018]/উচ্চশিক্ষা প্রসারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান।

৬. স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। 


মাধ্যমিক ইতিহাস 8 নম্বরের প্রশ্ন সাজেশন

১. রাজা রামমোহন রায়কে ‘বাংলার নবজাগরণের অগ্রদূত’ বা ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’ বলা হয় কেন?

২. বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবাবিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন?

৩. উনিশ শতকে ভারতে ব্রিটিশ শিক্ষানীতির (অথবা, সরকারি উদ্যোগের) পরিচয় দাও।

৪. উনিশ শতকে বাংলার নবজাগরণের কারণ/তাৎপর্য ও এর সীমাবদ্ধতা সম্পর্কে কী জানো? ৫+৩

৫. নব্যবঙ্গ আন্দোলন কী? এই আন্দোলনে হেনরি ভিভিয়ান লুই ডিরোজিয়োর অবদান কী ছিল? ৩+৫

উনিশ শতকে বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রায়সমাজের অবদান কী ছিল?

৭. শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।


তৃতীয় অধ্যায়  প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ সাজেশন

মাধ্যমিক ইতিহাস 1 নম্বরের প্রশ্ন সাজেশন

। একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও:

১. প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন চালু হয় কত খ্রিস্টাব্দে?

২. ‘মেদিনীপুরের লক্ষ্মীবাই’ কাকে বলা হয়?

৩. জগন্নাথ সিংহ কে ছিলেন?

৪. ভাগনাডিহি গ্রামের সঙ্গে কোন বিদ্রোহের নাম জড়িত?

৫. ‘উলগুলান’ কী? অথবা, ‘উলগুলান’ কথার অর্থ কী?

ড. ‘ওয়াহাবি’ ও ‘ফরাজি’ কথার অর্থ কী?

৭. ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেছিলেন?

৮. ‘তারিকা-ই-মোহম্মদিয়া’ কী?

৯. ‘হেদায়তি’ নামে কারা পরিচিত ছিল? । (2)

১০. কোন্ যুদ্ধে তিতুমিরের মৃত্যু হয়?

১১. নীল বিদ্রোহের সময় বাংলার ছোটোলাট কে ছিলেন?

(১২. বাংলার ‘ওয়াট টাইলার’ কাদের বলা হয়?

১৩. ধরতি আবা কাকে বলা হত?

১৪. নীলদর্পণ ইংরেজিতে অনুবাদ করেন কে?

দু-তিনটি বাক্যে উত্তর দাও:

১. ভারতীয় অরণ্য আইন কী? ।

২. ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন প্রবর্তন করে?

৩. বিপ্লব ও বিদ্রোহ বলতে কী বোঝো?

৪. বিপ্লব ও বিদ্রোহের মধ্যে মূলগত পার্থক্য কী?

৫. বারাসত বিদ্রোহ কী?

৬. বাঁশের কেল্লা কী?

৭. ‘তারিকা-ই-মোহম্মদিয়া’ কী?/ ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? in History

৮. 'তিনকাঠিয়া প্রথা' কী?

৯. খুঁৎকাঠি প্রথা কী।

১০. 'দাদন প্রথা' কী?

১১. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন?

১২. ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য ও আদর্শ কী ছিল?

১৩. ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন।

১৪. তিতুমির স্মরণীয় কেন?

১৫. দুদু মিঞা স্মরণীয় কেন?

১৬. ‘দামিন-ই-কোহ' কী?

১৭. মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল?

১৮. নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখার্জি [ME 2018)/খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল?

১৯. দার-উল-হারব/দার-উল-ইসলাম কথার অর্থ কী?

২০. নীলকররা নীলচাষিদের ওপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো।


সাত-আটটি বাক্যে উত্তর দাও:

মাধ্যমিক ইতিহাস 4 নম্বরের প্রশ্ন সাজেশন

1. 18-19 শতকে ভারতে কৃষক অসন্তোষের বা বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো।

২. কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন?

। ৩. কোল/সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো।

৪. মুন্ডা/সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো।

সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো।

৬. টীকা লেখো: ওয়াহাবি (তারিকা-ই-মোহম্মদিয়া) আন্দোলন।

সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ/ব্যর্থতা সম্পর্কে কী জানো?

৮. ফরাজি/ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট্য উল্লেখ করো।

৯. সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো।

১০. নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল?


মাধ্যমিক ইতিহাস 8 নম্বরের প্রশ্ন সাজেশন

১. সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল উল্লেখ করো।

২. মুন্ডা বিদ্রোহ/নীল বিদ্রোহের পটভূমি বা কারণগুলি কী ছিল? এই বিদ্রোহের তাৎপর্য কী?

৩. বাংলায় ওয়াহাবি/ফরাজি বিদ্রোহের পরিচয় দাও। এই বিদ্রোহ ব্যর্থ হয় কেন?



চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ সাজেশন


একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও:

১. মহাবিদ্রোহে যোগদানকারী একজন নেত্রীর নাম করো।

2.তাঁতিয়া টোপি কে ছিলেন?

৩. ভারতের কোন্ বিদ্রোহকে “Telegraph War বলা হয়?

৪. সিপাহি বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন?

৫. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

৬. ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কী? এটি কবে স্থাপিত হয়?

৭. কে, কবে হিন্দুমেলার প্রতিষ্ঠা করেন?

৮. কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ’ প্রতিষ্ঠিত হয়?

৯. A Nation in Making গ্রন্থের লেখক কে?

১০. ‘ভারতমাতা’ চিত্রটি কখন অঙ্কিত হয়?

১১. গোরা উপন্যাস কে রচনা করেন? [ME 2019] এটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

১২. রাষ্ট্রগুরু/বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে?

১৩. ভারতমাতা চিত্রটি কোন্ ঐতিহাসিক পটভূমিকায় অঙ্কিত?


দু-তিনটি বাক্যে উত্তর দাও:

১. জমিদার সভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো

২. ‘ভারতের সভাসমিতির যুগ' বলতে কী বোঝো?

৩. ভারতসভা গঠনের উদ্দেশ্য/গুরুত্ব কী?

৪. ইলবার্ট বিল কী? এই বিলের প্রতিক্রিয়া কী হয়েছিল?

৫. বর্তমান ভারত গ্রন্থ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল বলে তোমার মনে হয়?

৬. ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়?

৭. গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন?

৮. উনিশ শতকে জাতীয়তাবাদ বিকাশে ভারতমাতা চিত্রটির অবদান কী ছিল?

৯. উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে ‘সভাসমিতির যুগ' বলা হয় কেন?

১০. আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল?

১১. ‘মহারানির ঘোষণাপত্র’-এর (1858) মূল উদ্দেশ্য কী ছিল?


মাধ্যমিক ইতিহাস ৪ নম্বরের প্রশ্ন সাজেশন

সাত-আটটি বাক্যে উত্তর দাও:

১. টীকা লেখো: (ক) জমিদার সভা, (খ) ইন্ডিয়ান লিগ, (গ) মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র।

২. বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী মনোভাব/নবভারত গঠনের স্বপ্ন কীভাবে ফুটে উঠেছে তা ব্যক্ত করো।

৩. হিন্দুমেলা গঠনের উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করো।

৪. গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার পরিচয় দাও।

৫. টীকা লেখো: ভারতমাতা চিত্র। ভারতমাতা চিত্রের মূল বক্তব্য কী?

৬. 1857-এর মহাবিদ্রোহকে কী সামন্ত শ্রেণির বিদ্রোহ বলা যায়?

৭. ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’-কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?


পনেরো-ষোলোটি বাক্যে উত্তর দাও:

১. মহাবিদ্রোহ (1857 খ্রিস্টাব্দ)-এর চরিত্র বিশ্লেষণ করো।

২. মহাবিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলা যায় কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৩. কোন্ সময়কে, কেন ‘ভারতের সভাসমিতির যুগ’ বলা হয়? ভারতের জাতীয় রাজনীতি তথা আন্দোলনে এই সভাগুলির অবদান কী ছিল?


পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা সাজেশন

প্রশ্নমান ৪

● একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও:

১. ভারতের প্রথম সংবাদপত্র কোন্‌টি?/ ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী?

২. বেঙ্গল গেজেট-এর প্রথম সম্পাদক কে ছিলেন?

৩. বাংলার ‘ক্যাসটন’, বাংলার গুটেনবার্গ ও বাংলায় ‘মুদ্রণশিল্পের জনক’ বলা হয় কাকে?

৪. রামরাম বসু কে ছিলেন?

৫. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কী?

৬. ‘ইউ এন রায় অ্যান্ড সঙ্গ’-এর প্রতিষ্ঠাতা কে?/কবে প্রতিষ্ঠিত হয়?

৭. ‘প্রাচ্যের অক্সফোর্ড’ বলা হয় কাকে?

৮. কবে, কোথায় ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়?

৯. হিস্ট্রি অব্ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন?

১০. “মাতৃভাষা মাতৃদুগ্ধসম”—উক্তিটি কার?

১১. ‘বাংলার বিশ্বকর্মা' বলা হয় কাকে?

১২. ক্রেসকোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন? এটি দিয়ে কী পরীক্ষা করা হয়?

১৩. কে, কবে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন?

১৪. ‘ভারতবর্ষীয় বিজ্ঞানসভা' কে, কবে প্রতিষ্ঠা করেন? ‘জাতীয় বিজ্ঞানচর্চার জনক' কাকে বলে?


মাধ্যমিক ইতিহাস 2 নম্বরের প্রশ্ন সাজেশন

১. বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রেস [ME 2018]/সরস্বতী প্রেস/শ্রীরামপুর মিশন প্রেসের অবদান কী?

২. বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল?

৩. কে, কবে ক্যালকাটা বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? এর অবদান কী ছিল?

৪. চার্লস উইলকিনস্ [ME2019]/কেরি/গঙ্গাকিশোর ভট্টাচার্য/রাধানাথ শিকদার/গোপালচন্দ্র নন্দী কী কারণে স্মরণীয় ?

১৫. কোন্ বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?

। দু-তিনটি বাক্যে উত্তর দাও:

৫. উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অভ্ সায়েন্স’-এর ভূমিকা কী ছিল?

৬. বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

৭. BTI প্রতিষ্ঠার উদ্দেশ্য/গুরুত্ব কী ছিল?

৮.শ্রীনিকেতন/শান্তিনিকেতন/বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

৯. জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল? এটি ব্যর্থ হয় কেন?

১০. কে, কবে, কী উদ্দেশ্যে কলিকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন?

১১. বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী?


সাত-আটটি বাক্যে উত্তর দাও।

প্রশ্নমান—৪

১. টীকা লেখো: ইউএন রায় অ্যান্ড সন্স অথবা, ছাপাখানার ব্যাবসায় উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান লেখো।

২. ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।

৩. বাংলায় ছাপাখানা শিল্পে অগাস্টাস হিকি/গঙ্গাকিশোর ভট্টাচার্য /চার্লস উইলকি/শ্রীরামপুর মিশন প্রেসের অবদান কী ছিল?

৪. উনিশ শতকে বাংলার বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায়/জগদীশচন্দ্র বসু অথবা, বসুবিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো।

৫. টীকা লেখো: (ক) BTI, (খ) জাতীয় শিক্ষা পরিষদ, (গ) ডা. মহেন্দ্রলাল সরকার [ME2019], (ঘ) কলিকাতা মেডিকেল কলেজ।

৬. জাতীয় শিক্ষা প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কী ছিল?

৭. বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শিক্ষা বিস্তারের পরিচয় দাও।

৮. শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল।

৯. কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট’-এর কী ভূমিকা ছিল? [ME 2017]


পনেরো-ষোলোটি বাক্যে উত্তর দাও:

মাধ্যমিক ইতিহাস ৮ নম্বরের প্রশ্ন সাজেশন 

১. উনিশ শতকে বাংলায় ছাপাখানার বিকাশ সম্পর্কে কী জানো?

২. বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো

৩. উনিশ শতকে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে কী জানো?

৪. মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।


Madhyamik Suggestion 2024 | মাধ্যমিক সাজেশন ২০২৪

আরোও দেখুন:-

Madhyamik Bengali Suggestion 2024 

Click here

Madhyamik English Suggestion 2024

 Click here

Madhyamik History Suggestion 2024 

Click here

Madhyamik Geography Suggestion 2024 

Click here

Madhyamik Mathematics Suggestion 2024

Click here

Madhyamik  Physical Science Suggestion 2024 

Click here

Madhyamik Life Science Suggestion 2024 

Click here


        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik History Suggestion 2024 ,পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ ” পােস্টটি পড়ার জন্যএরকম গুরুত্বপূর্ণ সাজেশন ও বিভিন্ন বিষয়ের নোট পত্র পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন। 




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url