নবম শ্রেণী ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন pdf| Class 9 Geography 1st Summative Suggestion 2023

নবম শ্রেণী ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন pdf| Class 9 Geography First Summative Suggestion 2023 |
নবম শ্রেণী ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন pdf| Class 9 Geography 1st Summative Suggestion 2023
নবম শ্রেণী ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 

আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি  নবম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশনClass 9 Geography First Summative test exam suggestion|West Bengal Class 9th Geography First Unit Test Exam Suggestion 2023 |পরীক্ষা প্রস্তুতির জন্য নবম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষা সাজেশন.গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে নবম শ্রেণি সাজেশন 2023 pdf download । Class Nine Geography important Suggestion 2023 in Geography Pdf ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

Class 9 Geography  First Unit Test Exam Suggestion | নবম শ্রেণি ভূগোল প্রথম টেস্ট পরীক্ষা সাজেশন ২০২৩

পশ্চিমবঙ্গ নবম শ্রেণী ভূগোল সাজেশন ২০২৩ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।


নবম শ্রেণী  ভূগোল  2023 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ নবম শ্রেণী Class 9 পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা নবম শ্রেণী  পরীক্ষার সাজেশন ২০২৩ –Class 9 Geography First Summative Evaluation test Suggestion 2023 pdf নিচে দেওয়া হয়েছে।

First Unit Test Exam Suggestion 2023

Geography (ভূগোল)

Class 9 (নবম শ্রেনী)

1.“দিন-রাত্রির দৈর্ঘ্যের হ্রাস-বৃদ্ধি ঋতু পরিবর্তন ঘটায়, —– ব্যাখ্যা করো।

2. চিত্রসহ আবর্তন গতির ফলাফলগুলি আলোচনা করো। 

3. পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব সম্পদ ব্যবহারের অসুবিধাগুলি উল্লেখ করো

4. বার্ষিক গতির ফলাফলগুলি লেখো

5.গচ্ছিত ও অবাধ সম্পদের মধ্যে তিনটি পার্থক্য লেখো।

6. পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণগুলির ব্যাখ্যা দাও।

4. পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য লেখো। 

5. প্রচলিত ও অপ্রচলিত শক্তি সম্পদের  তুলনামূলক আলোচনা করো।

6. পৃথিবীর গোলীয় আকারের স্বপক্ষে তিনটি যুক্তি দাও। 

7. দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে তিনটি পার্থক্য লেখো।

8. সৌরজগতের গ্রহগুলির মধ্যে একমাত্র পৃথিবীতে কেন প্রাণের অস্তিত্ব লক্ষ করা যায়?

9. চিরাচরিত ও অচিরাচরিত শক্তি উৎসের মধ্যে তিনটি পার্থক্য লে

10.পৃথিবীর অপসূর ও অনুসূর-এর পার্থক্য লেখো।

—--------------------------------------------------------------------------------------

1. টীকা লেখো : মহাবিষুব ও জলবিষুব।অধিবর্ষ।জিওডেসি,‘মেরুজ্যোতি'

2.‘পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো’এরূপ কেন বলা হয়?

3. সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো?

4. বোম্বে হাই কী কারণে প্রসিদ্ধ?

5.পৃথিবীর অপসূর অবস্থান বলতে কী বোঝো? 

6. পৃথিবীকে ‘নীলগ্রহ’ বলার কারণ কী?

7. প্রচলিত শক্তির তিনটি অসুবিধা উল্লেখ করো।

8. পৃথিবীর আবর্তন গতি ও পরিক্রমণ গতির মধ্যে তিনটি পার্থক্য । 

9.দিনে দুবার জোয়ারভাটা হওয়ার কারণ কী?

10.অপ্রচলিত শক্তি উৎসের ব্যবহার সুবিধাজনক কেন?

11. অভিগত গোলক বলতে কী বোঝো? 

13. অধিবর্ষ বলতে কী বোঝো? 

14.দক্ষিণ অয়নান্ত দিবস বলতে কী বোঝো?

15.‘সাগর সম্রাট’ কী?

16. অপসূর ও অনুসূর অবস্থা বলতে কী বোঝো? 

17.ডিসেম্বর ও জানুয়ারি মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান কেন?

18. 'সাদা কয়লা' কী?       19. জিওয়েড বলতে কী বোঝো?

20. পৃথিবীর অক্ষ ও কক্ষ কাকে বলে? অথবা, আলোকবৃত্ত কাকে বলে?

21.উদাহরণসহ গচ্ছিত সম্পদের সংজ্ঞা দাও। 

23.নিশীথ সূর্য কী? কোথায় দেখা যায়?

24. ক্ষয়ীভবন কী?                 25.জলযোজন কী?

26. রেগোলিথ কী? এলুভিয়েশন ও ইলুভিয়েশনের দুটি পার্থক্য লেখো।

27. খনিজ তেলকে ‘তরল সোনা' বলা হয় কেন?

28. পৃথিবীর অভিগত গোলক আকৃতির প্রমাণগুলি বর্ণনা করো।

29.নিরক্ষীয় অঞ্চল স্ফীত হয়েছে কেন?

30.কয়লার দুটি ব্যবহার লেখো ।     22. Pig Iron কাকে বলে?

31. যান্ত্রিক আবহবিকার বলতে কী বোঝো?

32. ছায়াবৃত্ত কাকে বলে?      33.অধিবর্ষ বলতে কী বোঝো?

34. অভিগত গোলক বলতে কী বোঝো?

35. সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে?

36. অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির দুটি সুবিধা লেখো।

37. অনুসূর অবস্থান কাকে বলে?

38. GPS-এর যে-কোনো দুটি ব্যবহার লেখো।

39. অভিগত গোলক কাকে বলে? 

—-------------------------------------------------------------------------

1.নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত?

2.ভারতের প্রাচীনতম কয়লাখনি কোন্‌টি?

3. ভারত তথা এশিয়ার বৃহত্তম সোলারপার্কটির নাম কী?

4. বেলনাকৃতি পৃথিবীর প্রবক্তা কে?

5. 'ISRO'-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

6. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ কত?

7. ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোন্ রাজ্যে অবস্থিত

8.বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন কে?

9.কোন্ গ্রহকে ‘নীলগ্রহ’ বলা হয়?

10.কোন্ দিনটিকে কর্কটসংক্রান্তি বলা হয়?

11.পৃথিবীর আবর্তন গতির বেগ সবথেকে কম কোন্ অঞ্চলে?

12.সর্বোৎকৃষ্ট মানের কয়লা কোনটি?

13. বেলনাকৃতি পৃথিবীর প্রবক্তা কে?

14. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত?

15.ভারতে আহরিত কয়লার বেশিরভাগ কোন্ যুগে তৈরি?

16.মুম্বাই দরিয়া কী জন্য বিখ্যাত?

17. কোন্ তারিখে অপসূর অবস্থান হয়?

18. ভারতের 98 শতাংশ কয়লা কোন্ যুগের?

19. ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় গড়ে ওঠে?

20. কোন নদীর ওপর তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে?

21. ভারতের তৃতীয় বৃহত্তম তৈল শোধনাগার কোন শহরে অবস্থিত?

22. কোন্ বলের প্রভাবে পৃথিবীর অভিগত গোলক আকৃতি প্রমাণিত হয়েছে? 

23. পৃথিবীর সৌরদিনের প্রকৃত সময় কত?

24. ক্রুড অয়েল কাকে বলে?

25. বায়ুমণ্ডলের কোন্ স্তরের জন্য অরোরা সৃষ্টি হয়?

MAP

(i) ভারতের প্রাচীনতম কয়লাখনি।

(ii) ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক কেন্দ্র।

(iii) পশ্চিম ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র।

(iv) দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র।

(v) একটি বায়ুশক্তি কেন্দ্র।


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:-  নবম শ্রেণীর  ভূগোল প্রশ্ন উত্তর সাজেশন 2023 pdf

File Format:- Pdf 

Quality:- High

File Size:-  2Mb

PAGE- 4

File Location:- Google Drive





Download: click Here to Downloa

Related Posts [আরোও দেখুন]

  • Class 9 Geography Suggestion 2023

  • নবম শ্রেণী ভূগোল সাজেশন 2023

  • Class 9 Geography Suggestion 2023 

  • নবম শ্রেণী ভূগোল সাজেশন 2023

  • Class 9 Geography Suggestion 2023 

  • নবম শ্রেণী ভূগোল সাজেশন 2023

  • Class 9 Geography Suggestion 2023 

  • নবম শ্রেণী ভূগোল সাজেশন 2023

  • Class 9 Geography Suggestion 2023 

  • নবম শ্রেণী  ভূগোল সাজেশন 2023

  • Class 9  Geography Suggestion 2023 

  • নবম শ্রেণী ভূগোল সাজেশন 2023

  • Class 9 Geography Suggestion 2023 

  • নবম শ্রেণী ভূগোল সাজেশন 2023

  • Class 9 Geography Suggestion 2023 

  • নবম শ্রেণী শিক্ষা বিজ্ঞান সাজেশন 2023




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now