উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 pdf | HS History Suggestion 2025 pdf | ইতিহাস সাজেশন 2025

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2025| HS History Suggestion 2025 | Class 12th History Suggestion 2025 |দ্বাদশ শ্রেণী ইতিহাস সাজেশন 2025



আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিকের ইতিহাস Suggestion 2025 PDF।HS History Suggestion Book Pdf in History | West Bengal Class 12th History Suggestion 2025 |পরীক্ষা প্রস্তুতির জন্য দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন 2025 pdf গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।



তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । উচ্চমাধ্যমিকের ইতিহাস সাজেশন 2025 pdf download । Class twelve History important Suggestion 2025 Pdf ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।



  • উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন 2025     ➡️Click here


  • HS English Suggestion 2025     ➡️Click here


  • উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন 2025  ➡️Click here


  • উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025   ➡️Click here


  • উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন 2025   ➡️Click here


  • উচ্চমাধ্যমিক জীববিদ্যা সাজেশন 2025   ➡️Click here


  • উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন 2025   ➡️Click here


  • উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2025   ➡️Click here


  • উচ্চমাধ্যমিক গনিত সাজেশন 2025  ➡️Click here


পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।

উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হয়েছে।



উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 –  

                             

অতীতে ফিরে দেখা 

• নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: প্রতিটি প্রশ্নের মান-৪



প্রথম অধ্যায়: অতীত সম্পর্কে

1. মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো? মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে? 4+4

2. পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য নিরূপণ করো। 3+5

3. আধুনিক ইতিহাস লিখতে গেলে একজন ঐতিহাসিককে কীভাবে আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি অনুসরণ করতে হয়?


প্রতিটি প্রশ্নের মান 1

1. পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয়—

(a) আর্কিয়োলজি

(b) অ্যানথ্রোপোলজি

(c) মাইথোলজি

(d) সোশিয়োলজি

2. হিস্ট্রি অব্ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন—

(a) সুমিত সরকার

(b) জেমস মিল

(c) জন স্টুয়ার্ট মিল

(d) মেকলে

3. ভারতের ইতিহাসের জাতীয়বাদী ব্যাখ্যাকার-

(a) রমেশচন্দ্র মজুমদার (b) জেমস মিল

(c) রামশরণ শৰ্মা

(d) রণজিৎ গুহ

4. বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়—

(b) থুকিডিডিসকে

(d) ইবন খালদুনকে

5. Early History of India গ্রন্থের রচয়িতা-

(a) জন স্টুয়ার্ট মিল

(c) কোলব্রুক

(b) জেমস প্রিন্সেপ

(d) ভিনসেন্ট স্মিথ

(a) হেরোডোটাসকে

(c) সুমা-কিয়েনকে

6. মিউজিয়াম কথাটি এসেছে—

(a) লাতিন শব্দ মশিয়ান থেকে

(b) গ্রিক শব্দ মউসিয়ান থেকে

(c) ইংরেজি শব্দ মিউজিয়ম থেকে

(d) a ও b দুই-ই ঠিক

7. হারকিউলিস চরিত্রটি হল-

(a) গ্রিসের কিংবদন্তি (b) রোমের কিংবদন্তি

(c) মিশরের কিংবদন্তি (d) কোনোটিই ঠিক নয়

৪. “সব ইতিহাসই সমকালীন ইতিহাস” উক্তিটি করেছেন—

(b) র‍্যাংকে

(a) ক্লোচে

(c) র‍্যালে

(d) ই এইচ কার



দ্বিতীয় অধ্যায় :ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ


• নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: প্রতিটি প্রশ্নের মান-৪ি

1. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রসঙ্গে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। 4+4

2. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি কী কী? 3+5

3. ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। 4+4


B. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: প্রতিটি প্রশ্নের মান-1

1. সাম্রাজ্যবাদ কী?

2. পুঁজিবাদ কী

3. বাণিজ্যিক মূলধন কাকে বলে?

4. লগ্নি পুঁজি কাকে বলে?

5. আমেরিকা কবে, কোন্ শক্তির দ্বারা স্বাধীনতা লাভ করে?

6. কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়?

7. দূরপ্রাচ্য কোন্ অঞ্চলকে বলা হয়?

৪. ক্যাপটেন কুক কোন্ কোন্ দেশ আবিষ্কার করেন?

9. 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্যকেন্দ্র স্থাপিত হয়?

10. দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন কোন অঞ্চল ব্রিটেনের দখলে আসে?

11. ভারতের কোন্ কোন্ জায়গায় পোর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল?

12. কোন্ সময়কালকে ‘সাম্রাজ্যবাদের যুগ' বলা হয়?

13. ষোড়শ-সপ্তদশ শতকের ইউরোপের নিরিখে 'নতুন বিশ্ব' বলতে কী বোঝায়?

14. “পুঁজিবাদী অর্থনীতি হল যুদ্ধের জন্মদাতা”—কার উক্তি?

15. বুল-এর নির্দেশনামা কী?

16. ‘শ্বেতাঙ্গদের বোঝা' বলতে কী বোঝানো হয়?

17. সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে?

18. শিল্পবিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়?

19. আজটেক সভ্যতা কে ধ্বংস করেন?

20. ইনকা সভ্যতা কে ধ্বংস করেন?

21. কবে, কাদের মধ্যে তিয়েনসিন-এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?

22. কবে, কাদের মধ্যে শিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?

23. ‘মার্কেন্টাইলবাদ’কথাটি কে, কবে প্রথম ব্যবহার করেন?

24. মার্কেন্টাইলবাদ কী?

25. কোন্ অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত?

26. কোন্ ইউরোপীয় দেশ চিনের সঙ্গে প্রথম ব্যাবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল?

27. বৈদেশিক বাণিজ্যের জন্য চিনের কোন্ দুটি বন্দর সীমাবদ্ধ ছিল?

28. কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়?

29. চিনে কোন্ বছর আফিম আমদানি বন্ধ হয়?

30. ‘উন্মুক্ত দ্বার নীতি’ কী এবং কে এর প্রবক্তা?

31. ভাঙ্কো-দা-গামা কবে ভারতে আসেন?

32. হবসন রচিত গ্রন্থের নাম লেখো।

33. হিলফারডিং-এর বইটির নাম লেখো।

34. মুক্তদ্বার নীতিকে ‘অদৃশ্য সাম্রাজ্যবাদ’ কে বলেছেন?

35. আফ্রিকা কেন ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' নামে

পরিচিত ছিল?

তৃতীয় অধ্যায়

ঔপনিবেশিক প্রাধান্য প্রতিষ্ঠার প্রকৃতি-

নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য

(PART- A

• নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: প্রতিটি প্রশ্নের মান-৪

1. ফলাফলের নিরিখে পলাশি ও বক্সার যুদ্ধের তুলনা-

মূলক আলোচনা করো।

2. ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। 3+5

3. ভারতে রেলপথ বিস্তারের উদ্দেশ্য কী ছিল? এর ফল কী হয়েছিল? 4+4

4. চিনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো।


B. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: প্রতিটি প্রশ্নের মান-

1. দস্তক কী?

2. কে, কবে কলকাতা নগরের পত্তন করেন?

3. কোন্ চার্টার আইনে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়?

4. সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়?

5. কবে, কাদের মধ্যে বিদারার যুদ্ধ হয়েছিল?

6. ‘ভারতের মেকিয়াভেলি’ কাকে বলা হয়?

7. বেসিনের সন্ধি কবে, কাদের মধ্যে হয়?

৪. কে, কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে?

9. ‘কর্নওয়ালিশ কোড’ কী?

10. আইনের শাসন ক

11. ন থ কী?

12. ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক কে?

13. চিরস্থায়ী বন্দোবস্ত কে, কবে প্রবর্তন করেন?

14. ভারতে প্রথম কবে, কোথায় কয়লা আবিষ্কৃত হয়?

15. আলিনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে, কাদের মধ্যে হয়?

16. অন্ধকূপ হত্যা কী?

17. পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো?

18. সূর্যাস্ত আইন কী ছিল?

19. কোন ভূমিব্যবস্থায় জমিদারদের জমির ওপর মালিকানা স্বত্ব দিয়েছিল?

20. অবশিল্পায়ন কাকে বলে?

21. কার আমলে, কবে, কোথায় ভারতে সর্বপ্রথম রেলপথ স্থাপিত হয়?

22. এজেন্সি ব্যবস্থা কী?

23. ক্যান্টন বাণিজ্য কাকে বলে?

24. নজরানা প্রথা কী?

25. মেকলে কে ছিলেন?

26. ‘বক্সার প্রোটোকল’ কবে সম্পাদিত হয়?

27. ‘আধুনিক পাঞ্জাবের জনক' কাকে বলা হয়?

28. 'বোর্ড অব রেভিনিউ' কে স্থাপন করেন?

29. কে ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিলেন?


চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদী কর্তৃত্বের বিরুদ্ধে প্রতিক্রিয়া


1. সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহনের অবদান মূল্যায়ন করো।

2. ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। 4+4

3. চিনের 4 মে (May Fourth) আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো।

4. উনিশ শতকে ভারতে ইংরেজ কোম্পানির শিক্ষানীতি কীরূপ ছিল?


B. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: প্রতিটি প্রশ্নের মান-1

1. প্রাচ্যবাদী কারা?

2. পাশ্চাত্যবাদী কারা ছিলেন?

3. কবে, কেন স্যাডলার কমিশন গঠিত হয়?

4. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

5. রামমোহন রায়কে ‘রাজা' উপাধি দেন কে?

6. ‘তিন আইন’ কবে, কার প্রচেষ্টায় পাস হয়?

7. নববিধান কী?

৪. শুদ্ধি আন্দোলন কী?

9. ফকির অব্ জাঙ্গিরা কাব্যগ্রন্থটি কার লেখা?

10. নব্যবঙ্গীয় কারা?

11. সতীদাহপ্রথা কে, কবে, কার প্রচেষ্টায় নিষিদ্ধ হয়?

12. আলেকজান্ডার ডাফ কে ছিলেন?

13. জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন কবে, কে প্রতিষ্ঠা করেন?

14. বারাণসী সংস্কৃত কলেজ কে, কবে প্রতিষ্ঠা করেন?

15. কলকাতা মাদ্রাসা কে, কবে প্রতিষ্ঠা করেন?

16. হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রবর্তিত হয়?

17. প্রার্থনাসমাজের প্রতিষ্ঠাতা কে?

18. মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন?

19. কে, কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন?

20. স্বামী বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম লেখো।

21. চার্লস উড কে ছিলেন?

22. কে, কবে ‘আর্যসমাজ' প্রতিষ্ঠা করেন?

23. জ্যোতিবা ফুলে রচিত গ্রন্থটির নাম কী?

24. ভাইকম সত্যাগ্রহ কী?

25. কেরালায় কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিল?

26. কাকে, কেন ‘দক্ষিণের বিদ্যাসাগর’ বলা হয়?

27. ‘তাইপিং’ কথাটির অর্থ কী?

28. দলিত কাদের বলা হয়?

29.‘পতিদার’ কাদের বলা হত?

30. কুয়োমিনতাং দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

31. চিনের 4 মে আন্দোলনের প্রধান স্লোগান কী ছিল?

32.4 মে আন্দোলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল?

33. থিয়োডোর বেক কে ছিলেন?

34. চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়?

35. চুঁইয়ে পড়া নীতি কী?

36. একশো দিনের সংস্কার কী ছিল?

37. কে, কবে, কোথায় ‘পুণা সার্বজনিক সভা’ প্রতিষ্ঠা করেন?


পঞ্চম অধ্যায়: ঔপনিবেশিক ভারতের শাসন

1. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। 3+5

2. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই আইনের ত্রুটিগুলি কী কী ছিল?

3. লখনউ চুক্তির শর্তাবলি উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

4. 1935 খ্রিস্টাব্দের ভারতশাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলি আলোচনা করো।4+4


B. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: প্রতিটি প্রশ্নের মান-1

1. মলে-মিন্টো সংস্কার আইন কবে পাস হয়?

2. সিডিশন কমিটি কী?

3. রাওলাট আইনের পিছনে কী উদ্দেশ্য ছিল?

4. রাওলাট সত্যাগ্রহ কী?

5. রবীন্দ্রনাথ ঠাকুর কোন্ ঘটনার পরিপ্রেক্ষিতে ‘নাইট’ উপাধি ত্যাগ করেন?

6. ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন?

7. কবে ও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?

৪. সিমলা দৌত্য কী?

9. সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন?

10. মুসলিম লিগ কবে, কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়? এর

প্রথম সভাপতি কে নিযুক্ত হন?

11. জুনাগড় কখন ভারতের সঙ্গে যুক্ত হয়?

12. কাশ্মীর যখন ভারতের অন্তর্ভুক্ত হয়, তখন কাশ্মীরের রাজা কে ছিলেন?

13.‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি’ কী?

14. মাহাদ মাৰ্চ কী?

15.কে কলারাম মন্দির সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করেন?

16. ঔপনিবেশিক ভারতে ‘দেশীয় রাজ্য’ বলতে কী বোঝানো হত?

17.পুণা চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

18. মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝায়?

19. বারদৌলি সত্যাগ্রহ কবে, কার নেতৃত্বে, কোথায় হয়েছিল?

20. অধীনতামূলক মিত্ৰতা নীতির দুটি শর্ত লেখো।

21.‘কুনবি’ নামে কারা পরিচিত?

22. সাউকার কাদের বলা হয়?

23. কোন্ অঞ্চল 'বাংলার ডান্ডি' নামে পরিচিত?

24. বিশ শতকের বাংলায় কবে মন্বন্তর হয়েছিল?

25. IISCO-এর পুরো নাম কী?

26. খেদা সত্যাগ্রহ কী?

27. রয়্যাল কমিশন কবে গঠিত হয়?


ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ

1. ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি ও অগ্রগতির সংক্ষিপ্ত বিবরণ দাও।

2. মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের পরিকল্পনাগুলি কী ছিল? মন্ত্রী মিশনের পরিকল্পনা অনুসারে সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদ রচনার প্রেক্ষাপট আলোচনা করো।

3. ‘এশিয়াবাসীদের জন্য এশিয়া’ বলতে কী বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কেন এই নীতি গ্রহণ করে?


প্রতিটি প্রশ্নের মান-।।

1. ক্রিপস মিশন কবে, কী উদ্দেশ্যে ভারতে আসে?

2. ক্রিপস প্রস্তাব কী?

3. তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে, কার নেতৃত্বে গড়ে ওঠে?

4. তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন?

5. সুভাষচন্দ্র বসু কবে, কাকে পরাজিত করে ত্রিপুরি অধিবেশনের সভাপতি নির্বাচিত হন?

6. কে, কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন?

7. আজাদ হিন্দ বাহিনীর কয়েকজন সেনাপতির নাম লেখো।

৪. আজাদ হিন্দ বাহিনীর নারী বাহিনীর নাম কী? কে এই বাহিনীর নেতৃত্ব দেন?

9. ‘ঝাঁসির রানি বিগ্রেড’-এর নেতৃত্ব কে দেন?

10. কে, কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন?

11. সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের ‘স্বাধীনতা আন্দোলনের জনক’ বলে অভিহিত করেছেন?

12. নেতাজি কোন্ কোন্ দ্বীপের নামকরণ করেন ‘শহিদ' ও ‘স্বরাজ’ দ্বীপ?

13.‘রশিদ আলি দিবস’ কবে, কেন পালিত হয়?

14. কবে, কোন্ জাহাজে সর্বপ্রথম নৌবিদ্রোহ শুরু হয়?

15. বিদ্রোহীরা রয়্যাল ইন্ডিয়ান নেভির কী নামকরণ করেন?

16. ‘সি আর ফর্মুলা’ কী?

17.‘ওয়াভেল পরিকল্পনা’ বলতে কী বোঝো?

18. সিমলা বৈঠক কী?

19. ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে?

20. ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখো।

21.কে, কবে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন?

22. কবে, কোথায় গণপরিষদের প্রথম অধিবেশন বসে?

23. মাউন্টব্যাটেন পরিকল্পনা কী?

24. 'মেইজি পুনরুত্থান কাকে বলে?

25. লুকি-ছিয়াও ঘটনা কী?

26. কে, কবে মাঞ্জুরিয়া আক্রমণ করে?

27. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে ছিলেন?

28. জেনেভা সম্মেলন কেন ডাকা হয়?

29. ‘দিয়েন বিয়েন ফু’-র ঘটনা কী ছিল?

30. নেভারে প্ল্যান কী?

31. ভিয়েতনাম কবে স্বাধীনতা লাভ করে?

32. অন্তর্বর্তী সরকার কবে, কার নেতৃত্বে গঠিত হয়েছিল?

33. কবে, কোথায় গণপরিষদের প্রথম অধিবেশন বসে?

34. 'দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ বলতে কী বোঝো?

35. তানাকা মেমোরিয়াল কী?

36.কে, কবে পার্লহারবারে বোমা বর্ষণ করে?

37. স্বাধীন ভারতের নতুন সংবিধান গণপরিষদে কবে গৃহীত হয়?


সপ্তম অধ্যায় :ঠান্ডা লড়াইয়ের যুগ

• নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: প্রতিটি প্রশ্নের মান-৪

1. ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়? ঠান্ডা লড়াই-তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো।

2. ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল?

3. সুয়েজ সংকট সৃষ্টির কারণগুলি লেখো। সুয়েজ

সংকটের গুরুত্ব বা ফলাফলগুলি উল্লেখ করো।4+4

4. কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কী জান? এর গুরুত্ব কী ছিল?

5. কমিউনিস্ট চিনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিতে বা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে কতখানি প্রভাব ফেলেছে তা আলোচনা করো।


: প্রতিটি প্রশ্নের মান-1

1. ঠান্ডা লড়াই কী?

2. ফালটন বক্তৃতার বিষয়বস্তু কী ছিল?

3. মার্শাল পরিকল্পনা কী?

4. মলোটভ কে ছিলেন?

5. ন্যাটো কবে এবং ক-টি দেশ নিয়ে গঠিত হয়?

6. NATO-এর পুরো নাম কী?

7. কবে, কী উদ্দেশ্যে সিয়াটো গড়ে ওঠে?

৪. কবে, কী উদ্দেশ্যে মেডো গঠিত হয়?

9. কোন্ চুক্তি ‘বাগদাদ চুক্তি' নামে পরিচিত? পরবর্তীকালে এই চুক্তির নাম কী হয়?

10. কোন্ দেশ, কবে ANZUS চুক্তি স্বাক্ষর করে?

11.‘ওয়ারশ চুক্তি’ কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

12. বুলগানিন কে ছিলেন?

13. বার্লিন এয়ারলিফট কী?

14. কবে এবং কারা বার্লিন প্রাচীর প্রতিষ্ঠা করে?

15. বার্লিন অবরোধ বলতে কী বোঝায়?

16. ইমরে নেগি কে ছিলেন?

17. মার্শাল টিটো কে ছিলেন?

18. নাসের কবে মিশরের রাষ্ট্রপতি হন?

19. কে, কোন নদীর ওপর আসওয়ান বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করেন?

20. কে, কবে সুয়েজ খাল জাতীয়করণ ঘোষণা করেন?

21. সুয়েজ সংকট সমাধানের জন্য কোন্‌ ভারতীয় বিদেশমন্ত্রী

লন্ডন সম্মেলনে (1956 খ্রিস্টাব্দ) যোগ দেন?

22. ফ্যালজেনিকো বাতিস্তা কে ছিলেন?

23. ফিদেল কাস্ত্রো কে ছিলেন?

24. OAS কী?

25. ড. সিংম্যান রি কে ছিলেন?

26. হো-চি-মিন কে ছিলেন?

27. ‘ভিয়েতমিন’ কে, কবে গঠন করে?

28. নগুয়েন গিয়াপ কে ছিলেন?

29. মাইলাই ঘটনা কী?

30. ঐক্যবদ্ধ ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি কে হন?

31. কোন্ বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়?

32. ‘দাঁতাত’ কী?

33. জোটনিরপেক্ষ নীতি কী?

34. পঞ্চশীল নীতি কী?

35. বান্দুং সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?

36. জোটনিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন করে,কোথায় অনুষ্ঠিত হয়?

37. ব্যালফুর ঘোষণা কী?

38. আরব লিগ কবে গঠিত হয়?

39. স্বাধীন ইজরায়েল রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

40. তেল কূটনীতি কী?

41. PLO কে, কবে গঠন করেন?

42. কত খ্রিস্টাব্দে ‘গণপ্রজাতন্ত্রী চিন’-এর উত্থান ঘটে?

43. লং মার্চ কী ?

44. সিয়াং-ফু-এর ঘটনা কী?

45. ‘মনরো নীতি’ কী?

46. কেন্নানের ‘বেষ্টন নীতি’ কী?

47. আনরা কী?

48. ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কী নামে পরিচিত ছিল?

49. জাতিপুঞ্জ কবে গঠিত হয়?

অষ্টম অধ্যায়:অব-উপনিবেশিকরণ

প্রতিটি প্রশ্নের মান-৪

1. স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো।4+4

2. সার্ক কীভাবে গঠিত হয়েছিল এবং এর উদ্দেশ্য কী ছিল? সার্ক-এর মূল্যায়ন করো।

3. স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো।

4. ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলনে ড. সুকর্ন-এর ভূমিকা আলোচনা করো।

 প্রতিটি প্রশ্নের মান-1

1. অব-উপনিবেশিকরণ বলতে কী বোঝায়?

2. কে, কত খ্রিস্টাব্দে 'Decolonisation' শব্দটি ব্যবহার করেন?

3. নব্য উপনিবেশবাদ কাকে বলে?

4. তৃতীয় বিশ্ব কী?

5. বর্ণবৈষম্য নীতি কোন্ দেশে বলবৎ হয়?

6. আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল?

7. জেকুইস ম্যাসু কে ছিলেন?

৪. কার নেতৃত্বে আলজেরিয়ায় মুক্তি আন্দোলন শুরু হয়?

9. স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে হন?

10. বেনবেল্লা কে?

11. পাকিস্তান পিপল্স পার্টি কে গঠন করেন?

12. কবে স্বাধীন আলজেরিয়ার আত্মপ্রকাশ ঘটে?

13. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

14. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

15. বাংলাদেশের আইনসভার নাম কী?

16. ভারতে পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন কবে,

কার উদ্যোগে গঠিত হয়?

17. হোমি জাহাঙ্গির ভাবা কে ছিলেন?

18. ‘অর্থনৈতিক উদারীকরণ' কী?

19. SAARC কবে, কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?

20. SAARC-এর প্রথম সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?

21. SAARC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

22. ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কীভাবে ভাগ করা হয়?


উচ্চ মাধ্যমিক 2025 ইতিহাস পরীক্ষার সময় HS 2025 History Exam Time

উচ্চ মাধ্যমিক 2025 ইতিহাস পরীক্ষার সময় সারণী এবং উচ্চমাধ্যমিক ইতিহাসর রুটিন 2025 ডাউনলোড করুন। উচ্চ মাধ্যমিক ইতিহাস 2025 রুটিন এবং পরীক্ষার সময়। এই বছর উচ্চ মাধ্যমিক 2025 ইতিহাস পরীক্ষা 2025 তারিখে সকাল 10:00 থেকে 1:15 টায় অনুষ্ঠিত হবে। 


EXAM NAME HS History Exam 2025


SUBJECT History

EXAM DATE

BOARD WBCHSE



বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:-  দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর সাজেশন 2025 pdf

File Format:- Pdf 

Quality:- High

File Size:-  2Mb

PAGE- 4

File Location:- Google Drive







Download: click Here to Download

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url