মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024 | Madhyamik Physical Science Suggestion 2024

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

Madhyamik Physical Science Suggestion 2024 pdf |মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024 pdf| (১০০%) কমন | দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৪ 

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024 pdf|Madhyamik Physical Science Suggestion 2024 pdf
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024 pdf

পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৪ ” পােস্টটি পড়ার জন্য ,এরকম গুরুত্বপূর্ণ সাজেশন ও বিভিন্ন বিষয়ের নোট পত্র পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন।


আজ আমি এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি Madhyamik Physical Science Suggestion 2024 | মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৪, যা আগত মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে Madhyamik Physical Science Suggestion 2024,মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৪,Madhyamik Physical Science Suggestion 2024 |মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৪ :


পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৪ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৪–মাধ্যমিক  ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৪ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik Physical Science Examination 2024 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান 2024 সালের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া Madhyamik Physical Science Suggestion 2024 প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন,পরীক্ষা তে এই প্রশ্ন গুলো আসার সম্ভাবনা খুব বেশি থাকবে।


পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৪ – Madhyamik Physical Science Suggestion 2024 নিচে দেওয়া হয়েছে।


মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: প্রতিটি প্রশ্নের মান = 1

(i) মেথানোজেনিক ব্যাকটেরিয়া কোন্ গ্যাস উৎপন্ন করে?

(ii) মিথেন হাইড্রেটের সংকেত কী?

(iii) বায়োফুয়েলের একটি ব্যবহার লেখো।

(iv) CFC থেকে উৎপন্ন কোন্ মুক্তমূলক, ওজোনস্তর ধ্বংসের জন্য দায়ী?

(v) স্প্রে-বোতলে থাকা কোন গ্যাস, ওজোনস্তর ধ্বংসের জন্য দায়ী?

(vi) কোন্ রশ্মি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী?

(vii) একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।

(viii) বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো।

(ix) বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে, তাদেরকে কী বে

(x) সুপারসনিক প্লেন থেকে নির্গত কোন্ গ্যাস ওজোনস্তর ধ্বংসের জন্য দায়ী?

(xi) কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোন্‌টি জীবাশ্ম জ্বালানি?

(xii) জ্বালানির তাপনমূল্যের একক লেখো।

(xiii) সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের কোন্ স্তরে শোষিত হয়?


2.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: প্রতিটি প্রশ্নের মান = 2

(i) জীবাশ্ম জ্বালানি কাকে বলে?

(ii) মিথেন হাইড্রেট কী?

(iii) পরিবেশের ওপর ওজোনস্তর ধ্বংসের দুটি প্রভাব লেখো।

(iv) গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী নয় বায়ুমণ্ডলের এমন দুটি গ্যাসের নাম লেখো।

(v) স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী?

(vi) গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উন্নায়ন কী?।

(vii) গ্লোবাল ওয়ার্মিং-এর দুটি কুফল উল্লেখ করো।

(viii) ‘গ্রিনহাউস প্রভাব’ কমানোর দুটি উপায় লেখো।

(ix) জ্বালানির ‘তাপনমূল্য’ কাকে বলে? কয়লা ও ডিজেলের মধ্যে কোন্‌টির তাপনমূল্য বেশি?

(x) সৌরকোশের একটি ব্যবহার লেখো। Fire-ice বা তুষার জ্বালানি কী?


মাধ্যমিক ভৌত বিজ্ঞান গ্যাসের আচরণ সাজেশন 2024

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: প্রতিটি প্রশ্নের মান— 1

(1) কোন অবস্থায় বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?

((ii) SI-তে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত?

(iii) বয়েল সূত্রের গাণিতিক রূপটি লেখো।

(iv) 30°C এবং 300 K-এর মধ্যে কোন্ উন্নতার মান বেশি?

(v) পরম শূন্য উন্নতায় গ্যাসের আয়তন কত হয়?

(vi) সত্য না মিথ্যা নির্দেশ করো: PV = কার্য বা শক্তি।

(vii) PV = WRT — এই সমীকরণে M-এর একক কী?

(viii) কোন্‌টি হালকা—আর্দ্র বায়ু না শুষ্ক বায়ু?

(ix) লেখচিত্র আঁকো—আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির ভর, স্থির উন্নতায় PV বনাম

(x) চার্লস সূত্রের গাণিতিক রূপটি লেখো (উন্নতা সেলসিয়াস স্কেলে)।

(xi) STP-তে 1 মোল নাইট্রোজেন পরমাণুর আয়তন 22.4 L। (সত্য/মিথ্যা নির্ণয় করো)

(xii) একই উয়তা ও চাপে সমআয়তন CO, ও N, গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। (সত্য/মিথ্যা নির্ণয় করো)।

(xiii) অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। (সত্য/মিথ্যা নির্ণয় করো) [ME 2019]

(xiv) আদর্শ গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান

(xv) "পরম শূন্য উন্নতায় আদর্শ গ্যাসের চাপ/আয়তন কত?

(xvi) বয়েল ও চার্লস সূত্র দুটোতেই যে ভৌতরাশিকে ধ্রুবক করা হয় তার নাম লেখো

(xvii) বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উন্নতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো ।

(xviii) স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উন্নতায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন 273°C শূন্য হবে?

(xix) STP-তে কত গ্রাম N, গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমোস্ফিয়ার? (N=14)



2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: প্রতিটি প্রশ্নের মান 2

(i) চার্লস সূত্রটি বিবৃত করো।

(ii) গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপর দিকে ওঠার সময় আয়তনে বাড়ে কেন?

(iii) অ্যাভোগাড্রো সূত্রটি লেখো।

iv) আদর্শ গ্যাস সমীকরণের মাত্রিক বিশ্লেষণ দ্বারা R-এর একক নির্ণয় করো। ৪

(v) STP-তে আদর্শ গ্যাসের মোলার আয়তনের মান কত হয়? গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব কী?

(vi) আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে?

(vii) গাণিতিক রূপ-সহ বয়েল সূত্রটি বিবৃত করো।

(viii) গ্যাসের বেগ ও চাপের ওপর উন্নতার প্রভাব লেখো।

(ix) গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো? ব্যাপন, গ্যাসের অণুর বিষয়ে কী ধারণা দেয়? 15

(x) বয়েলের সূত্র অনুযায়ী P—V লেখচিত্র আঁকো। লেখচিত্রের প্রকৃতি কী?



3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: প্রতিটি প্রশ্নের মান — 5

(i) বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি (PV=nRT) প্রতিষ্ঠা করো।

(ii) গ্যাস সংক্রান্ত চার্লস সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্রের (V বনামt) সাহায্যে প্রকাশ করো।

(v) পরমশূন্য উন্নতা কাকে বলে? চার্লসের সূত্র থেকে পরমশূন্য উন্নতার মান নির্ণয় করো।

(vi) কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝো? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণের থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো।



মাধ্যমিক ভৌত বিজ্ঞান রাসায়নিক গণনা সাজেশন 2024


(i) NTP-তে 44.8LH, গ্যাস তৈরি করতে Zn-এর সঙ্গে কত গ্রাম H SO-এর বিক্রিয়া করাতে হবে? [Zn = 65]


(ii) কোনো ধাতব কার্বনেটের 220g-কে উত্তপ্ত করলে 112 g ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 22; বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়? 


(iii) অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ-সহ উত্তপ্ত করে 6.8g অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? [H= 1, N=14, O = 16, S= 32] [ME 2017]


(iv) আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনের জন্য প্রয়োজনীয় SO, উৎপাদন করা হয়।

বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ নীচে দেওয়া হল:

4FeS2 + 110, 2Fe2O3 + 8SO2 →512g SO, উৎপাদনের জন্য কত গ্রাম FeS, প্রয়োজন? (Fe = 56, S = 32, O = 16) [ME 2018 ]


(v) উচ্চ তাপমাত্রায় Al দ্বারা Fe2O3-কে বিজারিত করে 558g Fe প্রস্তুতির জন্য কত গ্রাম Al প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe,O, লাগবে? [Fe= 55.8, Al = 27, O = 16] [ME 2019]

vi) 32.1g অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালশিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2g NH3, 33.3g CaCl, ও 10.8g H,O পাওয়া গেল । কত গ্রাম ক্যালশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করল? এই বিক্রিয়ায় কত মোল NH, এবং STP-তে কত লিটার NH, উৎপন্ন হল? [N=14, H=1] [ME/19]



মাধ্যমিক ভৌত বিজ্ঞান আলো সাজেশন 2024

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: প্রতিটি প্রশ্নের মান 1

(i) অবতল দর্পণের সামনে কোনো বস্তুকে কোথায় রাখলে বস্তুটির অসদ্ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়?

(ii) লেন্সের আলোককেন্দ্রগামী কোনো আলোকরশ্মির চ্যুতি কত হয়?

(iii) প্রাকৃতিক বর্ণালির উদাহরণ হল

(iv) সাদা আলোর বিশুদ্ধ বর্ণালির প্রান্তিক বর্ণ দুটি কী কী?

(v) বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33 বলতে কী বোঝো?

(vi) সরল ক্যামেরাতে কী ধরনের লেন্স ব্যবহৃত হয়?

(vii) আলোর কোন ধর্মের জন্য পৃথিবীর আকাশকে নীল দেখায়?

(viii) একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?

(ix) X-রশ্মি, y-রশ্মি ও অতিবেগুনি রশ্মির মধ্যে কোন প্রকার রশ্মির কম্পাঙ্ক সবথেকে কম?

(x) কোন্ ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়?

(xi) দৃশ্যমান আলোর মধ্যে কোন্ বর্ণের আলোর বিক্ষেপণ সবথেকে বেশি হয়?

(xii) অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্ব ও বস্তুর আকার সমান হয়।

(xiii) জলের মধ্যে থাকা বায়ু বুদবুদ কী ধরনের লেন্সের মতো আচরণ করে?

(xiv) একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্য

(xvi) কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কীভাবে নির্ভর করে?

(xvii) 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত?

(xix) লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনে আলোর কোন ধর্ম ব্যবহৃত হয়?

(xx) ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?

(xxi) কোনো বস্তুকে উত্তল লেন্স থেকে 2f দূরত্বে রাখলে লেন্সে প্রতিসরণের ফলে সৃষ্ট প্রতিবিম্বের বিবর্ধন কত?

(xxii) একটি প্রিজমের আয়তাকার তল ক-টি?

(xxiii) বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে, কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত?

(xxiv) দুটি মাধ্যমে প্রতিসরণের সময়, লম্ব আপতনের ক্ষেত্রে কোনো আলোকরশ্মির কৌণিক চ্যুতির পরিমাণ কত?

(xxv) একটি অবতল দর্পণের বক্তৃতা কেন্দ্রে রাখা বস্তুর প্রতিবিম্বের বিবর্ধনের মান ——। (শূন্যস্থান পূরণ করো)

(xxvi) গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহৃত হয়?

(xxvii) কোনো আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে?]

(xxviii) দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন?

(xxxxi) আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।

(xxxii) কোন্ ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা হয়?

(xxxiii) আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোন্‌টি

xiv) মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?



2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: প্রতিটি প্রশ্নের মান 2

(i) চিত্র-সহ উত্তল লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও।

অথবা, চিত্র-সহ উত্তল লেন্সের আলোককেন্দ্রের সংজ্ঞা দাও।

(ii) একটি অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো।

(iii) উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টিত্রুটি প্রতিকার করা যায়?

(iv) কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে কী বোঝো?

(v) গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন?

(vi) y-রশ্মির একটি ব্যবহার ও একটি ক্ষতিকারক দিক উল্লেখ করো।

(vii) চিত্র-সহ উত্তল/অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও।

(viii) আলোকের বিচ্ছুরণ কাকে বলে? এর একটি প্রাকৃতিক দৃষ্টান্তের উদাহরণ দাও।

(ix) কোনো উত্তল লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায়?

(x) বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার চিত্র-সহ দেখাও।

(xi) কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কীভাবে নির্ভর করে?

(xii) কাচফলকে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন?

(xiii) দিনের বেলা পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?

(xiv) লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে?

(xv) আলোর বিচ্ছুরণ কাকে বলে?

(xvi) শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন?


নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

(1) প্রতিসরণের সূত্র দুটি লেখো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো।

(ii) আলোর বিক্ষেপণ বলতে কী বোঝো? বিক্ষেপিত আলোর তীব্রতা আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্যের ওপর কীভাবে নির্ভর করে?

(iii) সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসরণের চিত্র অঙ্কন করো। দেখাও যে,আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল।

(iv)

(v) কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর গতিবেগ ও তরঙ্গদৈর্ঘ্যের ওপর কীভাবে নির্ভর করে?

(vi)

(vii) 2+1

(viii)


(x) বায়ুতে আলোর বেগ 3 × 108 মিটার/সেকেন্ড এবং হীরকের মধ্যে আলোর বেগ 1.25 x 108 মিটার/সেকেন্ড। হীরকের প্রতিসরাঙ্ক কত?

(xi) 45° প্রতিসারক কোণবিশিষ্ট একটি প্রিজমের প্রথম তলে একটি আলোকরশ্মি 60° কোণে আপতিত হয়। রশ্মিটির মোট চ্যুতি 15° হলে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল থেকে কত ডিগ্রি কোণে নির্গত হবে?

(xii) y-রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 6 × 10-12 মিটার হলে এই রশ্মির কম্পাঙ্ক নির্ণয় করো।

(xiii) একটি সমবাহু প্রিজমের একটি প্রতিসারক তলে আলোকরশ্মির আপতন কোণ 30° ও অন্য প্রতিসারক তলে প্রতিসরণ কোণ 45° হলে, চ্যুতিকোণের মান কত?

(xv) কোনো প্রতিসারক মাধ্যমে আলোকরশ্মির আপতনের পর প্রতিসৃত হওয়ায় 30° চ্যুতিকোণ সৃষ্টি হল। যদি আপতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ হয়, তবে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত?

(xvi) উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি প্রতিকার করা যায়?

(xvii) কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10 m/s হলে, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? [ME 2018 ]



নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

প্রতিটি প্রশ্নের মান-

(i) ফ্লেমিং-এর বামহস্ত নিয়মে চৌম্বকক্ষেত্র এবং তড়িৎক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হবে?

(ii) কোন্ সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ বৃদ্ধি পায়?


B. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

(i) 1 কুলম্ব আধান কাকে বলে?

(ii) 1 ভোল্ট তড়িৎবিভব বলতে কী বোঝায়?

(iii) বালোচক্রে AC ( পরিবর্তী প্রবাহ) প্রয়োগ করলে কী হবে?

(iv) তড়িৎচালক বল—বল না শক্তি?

(v) থ্রি-পিন প্লাগের উপরের দিকের মোটা পিনকে কী বলে?

(vi) একটি যন্ত্রের নাম লেখো, যাতে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়।

(vii) আন্তর্জাতিক নিয়মানুসারে, নিউট্রাল তারের রং কী হয়?

(viii) তড়িৎক্ষমতার SI একক কী?

(ix) কোন্ বালবে অত্যধিক পারদজনিত দূষণ ঘটে?

(x) 1 ওয়াট-ঘণ্টা = কত জুল?

(xi) কোন্ মূলনীতির ওপর ভিত্তি করে জেনারেটর বা ডায়নামো কাজ করে?

(xii) চৌম্বকক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎবাহী তারের ওপর ক্রিয়ারত বলের অভিমুখ কোন্ নিয়ম

দ্বারা নির্ণয় করা হয়?

(xiii) ভাস্বর বাল্ব, CFL, LED-এর মধ্যে কোন্‌টিতে তড়িৎশক্তির বেশি সাশ্রয় হয়?

(xiv) অ্যামপেয়ার × ঘণ্টা—কীসের একক?

(xv) বাড়িতে ব্যবহৃত বাতিগুলি মেইন লাইনের সঙ্গে কীভাবে যুক্ত থাকে?

(xvii) উয়তা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধাঙ্ক কমে। (সত্য/মিথ্যা নির্ণয় করো)

(xviii) 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভবপ্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? 

(xix) একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও।

(xx) পরিবাহিতাঙ্কের অন্যোন্যককে কী বলে?

(xxxi) ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়?

(xxxii) একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। একই বিভবপ্রভেদে রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে?


প্রতিটি প্রশ্নের মান-2

(iii) সমান দৈর্ঘ্যের দুটি মোটা ও সরু তামার তারের মধ্যে কোন্‌টির রোধ বেশি? একই বিভবপ্রভেদে

রাখলে তাদের কোন্‌টির মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে?

(iv) তড়িৎকোশের EMF কাকে বলে?

(v) কোনো বর্তনীতে 2160 কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হতে 20 মিনিট সময় লেগেছে। বর্তনীর প্রবাহমাত্রা কত হবে?

(vi) গাণিতিক রূপ-সহ ওহমের সূত্রটি বিবৃত করো।

(vii) ওহম সূত্র বিষয়ক I বনাম V লেখচিত্রটি আঁকো।

(viii) রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক কাকে বলে?

(ix) একই মানের তড়িৎ উৎসের সঙ্গে ২টি বাল্ব একবার শ্রেণি সমবায়ে, অন্যবার সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে, কোন্ ক্ষেত্রে বাল্‌বগুলি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং কেন?

(x) ফিউজ তারের রোধ এবং গলনাঙ্ক কেমন হওয়া উচিত এবং কেন?

(xi) পার্থক্য লেখো: LED এবং CFL |

(xii) অ্যামপিয়ারের সত্তরণ নিয়মটি লেখো।

(xiii) বৈদ্যুতিক মোটর কী? এর কার্যনীতি লেখো।

(xiv) তড়িৎচুম্বকীয় আবেশ বিষয়ক লেঞ্জের সূত্রটি লেখো।

(xv) AC (পরিবর্তী প্রবাহ)-র সুবিধাগুলি লেখো।

(xvi) 32, 42, এবং 52 রোধবিশিষ্ট তিনটি পরিবাহীকে কোন্ সমবায়ে যুক্ত করলে প্রতিটি রোধের

মধ্যে দিয়ে একই মাত্রার তড়িৎ প্রবাহিত হবে? সমবায়ের তুল্যাঙ্ক রোধ কত হবে?

(xvii) 20°C তাপমাত্রায় তামার রোধাঙ্ক 1.68×10-2-m বলতে কী বোঝো?

(xviii) ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও।

(xix) একটি পরিবাহী তারের রোধ তারটির ব্যাসের ওপর কীভাবে নির্ভর করে?

(xx) 32, 42 এবং 512 রোধবিশিষ্ট তিনটি পরিবাহীকে একটি কোশের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত

করলে কোন্ রোধটির মধ্যে দিয়ে সর্বোচ্চ ও কোন রোধটির মধ্যে দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে?

(xxi) ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো।

(xxii) 220V – 60W ও 110V–60W বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। [ME 2019]

(xxiii) 3052 রোধবিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 10A তড়িৎপ্রবাহ পাঠালে কী হারে তাপ উৎপন্ন হবে?

(xxiv) ফ্লেমিং-এর বামহস্ত নিয়মটি বিবৃত করো।

(xxv) আর্থিং-এর প্রয়োজনীয়তা কী?



4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

প্রতিটি প্রশ্নের মান ও

(i) বাল্ব-এর ওপর ‘220V-100W লেখার অর্থ কী? এক্ষেত্রে ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটি কত? বাল্বটির প্রবাহমাত্রা এবং রোধ গণনা করো।

(ii) 200 W ক্ষমতাসম্পন্ন 2টি বৈদ্যুতিক যন্ত্র দিনে ৪ ঘণ্টা করে চলে। 30 দিনে ওই বৈদ্যুতিক যন্ত্রের জন্য কত টাকার বিল দিতে হবে? (1 ইউনিটের দাম = 4 টাকা)

(iii) পরিবাহী, অর্ধপরিবাহী, অতিপরিবাহীর রোধাঙ্ক উন্নতার সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়? প্রয়োজনীয় লেখচিত্র আঁকো।

(iv) তড়িৎকোশের অভ্যন্তরীণ রোধ কাকে বলে? নষ্ট ভোল্ট কী? অভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্টের রাশিমালা লেখো।

(v) 22, 32, 612 রোধকগুলিকে কীভাবে সংযোগ করলে, 4.0 এবং 112 রোধ পাওয়া যাবে?

(vi) বিভব পার্থক্যের সংজ্ঞা থেকে H = I’Rt সমীকরণটি প্রতিষ্ঠা করো।

(vii) তড়িৎ প্রবাহের তাপীয় ফল বিষয়ক জুলের সূত্রগুলি গাণিতিক রূপ-সহ বিবৃত করো। [ME 2018 ]

(viii) বাড়ির বৈদ্যুতিক যন্ত্রগুলি কেন সমান্তরাল সমবায়ে কিন্তু মেইন ফিউজ শ্রেণি সমবায়ে, মূল বর্তনীর

সঙ্গে যুক্ত থাকে? শর্ট সার্কিট কী?

(ix) ফ্লেমিং-এর ডানহস্ত নিয়মটি বিবৃত করো। বার্লোচক্রের ঘূর্ণনের কী পরিবর্তন হবে—(a) চুম্বকের মেরুর অবস্থান উলটে দিলে, (b) প্রবাহমাত্রা বৃদ্ধি করলে।

(x) তড়িৎশক্তি ও তড়িৎক্ষমতা কাকে বলে? সংজ্ঞা লেখো-BOT

(xiii) 62 রোধের ধাতব তারকে এমনভাবে টানা হল যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়।

অন্তিম রোধ কত?

(xiv) তড়িৎপ্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহীতে 800 J তাপ উৎপন্ন হল। প্রবাহমাত্রা IA ও পরিবাহীর

রোধ 2052 হলে, কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল নির্ণয় করো।

(xv) জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো। এখানে শক্তির রূপান্তরটি কীরূপ? 

(xvi) তড়িৎচুম্বকীয় আবেশসংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। পরিবর্তী তড়িৎপ্রবাহ বলতে কী বোঝো? 

(xvii) 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘণ্টার জন্য যুক্ত করা হল। ব্যয়িত তড়িৎশক্তির

পরিমাণ BOT এককে নির্ণয় করো।

viii) 10 ওহম রোধবিশিষ্ট একটি তারকে সমান দু-ভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল।তুল্যরোধ কত হবে নির্ণয় করো।



পর্যায় সারণি ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা সাজেশন 2024


1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান - 1

(1) মেন্ডেলিভের পর্যায় সারণিতে কোন্ শ্রেণিটি অনুপস্থিত ছিল?

(ii) জারণ ক্ষমতার ক্রমানুসারে সাজাও C), Br. R. I.

(iii) মেন্ডেলিভের পর্যায় সারণিতে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা ক-টি মৌল বেশি আছে?

(iv) I, FCI, Br-কে ক্রমবর্ধমান তড়িৎ-ঋণাত্মকতা অনুসারে সাজাও।

(v) একটি বরধাতুর উদাহরণ দাও।

(vi) Li, B, N এবং F-কে তড়িৎ-ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও।

(vii) 'পারমাণবিক ভর অপেক্ষা পারমাণবিক সংখ্যা মৌলের প্রাথমিক ধর্ম”-কোন্ বিজ্ঞানী এটি প্রমাণ করেন?

(viii) পর্যায় সারণির কোন শ্রেণিতে কঠিন, তরল এবং গ্যাসীয়—এই তিনপ্রকার মৌলই অবস্থান করে?

(ix) Li, Rb, K, Na-কে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও।

(x) আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণিতে নিষ্ক্রিয় মৌলগুলিকে রাখা হয়েছে?

(xi) পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় মৌলটির নাম কী?

(xii) সত্য/মিথ্যা নির্বাচন করো: আধুনিক পর্যায় সারণিতে হ্যালোজেন মৌলগুলি 17নং শ্রেণিতে অবস্থিত।

(xiii) একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ হল

(xv) তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটির নাম লেখো।

Group-C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

(i) Cl2-এর ইলেকট্রন আসক্তি F, অপেক্ষা বেশি কেন?

(ii) Cl ও Cl- আয়নের ব্যাসার্ধের তুলনা করো।

(iii) ক্ষারীয় মৃত্তিকা মৌল বলতে কী বোঝো? পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী মৌলগুলি সাজাও: P Cl, Si, .

(iv) পর্যায় সারণিতে 17 নং শ্রেণির হ্যালোজেন মৌলের সঙ্গে হাইড্রোজেনকে রাখার সপক্ষে যুক্তি দাও।

(v) ইউরেনিয়ামোত্তর মৌল বলতে কী বোঝো? উদাহরণ দাও।

Group-D

প্রতিটি প্রশ্নের মান-2

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

(i) (a) বিজারণ ক্ষমতার ক্রমানুসারে সাজাও – F CI, Br, I

(b) শ্রেণি 17-র মৌলগুলিকে হ্যালোজেন মৌল বলা হয় কেন?

(c) আধুনিক পর্যায় সূত্রটি লেখো।

(ii) (a) পারমাণবিক ব্যাসার্ধের ক্রমানুসারে সাজাও- Ba, Be, Ca, Mg |

(b) দুটি ইউরেনিয়ামোত্তর মৌলের নাম লেখো।1+2

(iii) একটি ধর্মের নাম লেখো, যা পর্যায়বৃত্ত নয়। পর্যায় ও শ্রেণি বরাবর তড়িৎ-ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়?

প্রতিটি প্রশ্নের মান — ও

(iv) কোন্ মৌলের জারণক্ষমতা সর্বোচ্চ হয়? শ্রেণি বরাবর জারণ ধর্মের কীরূপ পরিবর্তন হয়? নিষ্ক্রিয় গ্যাস কোন্ শ্রেণিতে অবস্থিত?

(v) শ্রেণি 14-এর প্রথম মৌলটির নাম লেখো। ‘নোল গ্যাস' কথাটির অর্থ কী? তৃতীয় পর্যায়ের

সর্বশেষ মৌলটির নাম লেখো।1+1+1

(VI) শ্রেণি বরাবর মৌলের বিজারণ ধর্মের কীরূপ পরিবর্তন হয়। পর্যায় সারণিতে নাইট্রোজেনের অবস্থান

(vii) মৌলের তড়িৎ-ঋণাত্মকতা কাকে বলে? উপর থেকে নীচের দিকে দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ । মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়।

(viii) পর্যায়গত ধর্ম কাকে বলে? ‘ক্ষারীয় মৃত্তিকা মৌল’ কথার অর্থ কী? কোন্ শ্রেণির মৌলগুলিকে ক্ষারীয় মৃত্তিকা মৌল বলে?

(ix) মৌলের আয়নন শক্তি বলতে কী বোঝো? পর্যায় সারণির পর্যায় ও শ্রেণি বরাবর আয়নন শক্তি কীভাবে পরিবর্তিত হয়?

(x) কোনো মৌলের পরমাণুতে 17টি ইলেকট্রন ও 18টি নিউট্রন আছে। কোন্ কণাটির সংখ্যা দ্বারা

মেন্ডেলিভের পর্যায়-সারণিতে মৌলটির অবস্থান নির্ণয় করা যায় না? মৌলটি মেন্ডেলিভের পর্যায়

সারণিতে কোন পর্যায় ও কোন শ্রেণিতে অবস্থিত?

(xi) Cl(17), Na(11), Mg(12), Ca(20), S(16), F(9) এদের মধ্যে—(i) কোন্ ধাতব মৌলগুলি মেন্ডেলিভের পর্যায় সারণির দ্বিতীয় শ্রেণিতে অবস্থিত? (ii) কোন্ অধাতব মৌলগুলি পর্যায় সারণির

তৃতীয় পর্যায়ে অবস্থিত? [মৌলগুলির চিহ্নের পাশে বন্ধনীর মধ্যে পারমাণবিক সংখ্যা দেওয়া হল] নীচের মৌলগুলিকে ক্রমহ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও: O, C, F, Li. (1+1)+1

(xii) A, B, C মৌলগুলির পারমাণবিক সংখ্যা হল যথাক্রমে 6, 8 ও 10। C হল একটি নিষ্ক্রিয় গ্যাসীয়

মৌল। (i) কোন্ মৌলটির অপরা-তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি? (ii) কোন্ মৌলটির পরমাণুর 3M আকার সবচেয়ে কম? (iii) B মৌলটি পর্যায় সারণির কোন্ শ্রেণিতে অবস্থিত? 1+1+1

(xiii) মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী? পর্যায় সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী? 2+1

(xiv) ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটি লেখো। Cl, Br, I ও F-কে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে

(xv) A(9) এবং B(12) মৌল দুটির ক্ষেত্রে নীচের ছকটি পূরণ করো:

xvi) মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝায়, একটি উদাহরণ-সহ লেখো। একটি ধর্মের উল্লেখকরো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয়।

(xvii) কোনো মৌলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝায়? Li, Rb, K ও Na-কে

আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও।

xviii) হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের এবং গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের

সাদৃশ্য উল্লেখ করো।


আয়নীয় ও সমযোজী বন্ধন সাজেশন


2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

(i) কোন্ শর্তে NaCl তড়িৎ পরিবহণ করে?

(ii) কঠিন NaCl কেলাসে, একটি Nat-এর চারদিকে ক-টি CI- উপস্থিত থাকে?

(iii) কঠিন অবস্থায় আয়নীয় যৌগের তড়িৎ পরিবহণের অক্ষমতার কারণ কী?

(iv) LiH-এ উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নগুলি উল্লেখ করো।

(v) দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি সমযোজী এবং একটি তড়িৎযোজী যৌগের নাম লেখো।

(vi) ম্যাগনেশিয়াম ক্লোরাইড যৌগে উপস্থিত অ্যানায়নটির সংকেত লেখো।

(vii) একটি মৌলিক অণু এবং একটি যৌগিক অণুর নাম লেখো, যাতে ত্রিবন্ধন উপস্থিত।

(viii) দুটি পরমাণুর মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য খুব কম হলে, সেগুলির মধ্যে কী ধরনের বন্ধন

গঠিত হবে—তড়িৎযোজী না সমযোজী?

(ix) কোন্ সমযোজী যৌগের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে?

(x) একটি তরল এবং একটি কঠিন সমযোজী যৌগের নাম লেখো।

(xi) হাইড্রোজেন দ্বারা গঠিত একটি আয়নীয় যৌগের নাম লেখো।

(xii) হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের বন্ধন বর্তমান?

(xiii) F, অণুর লুইস ডট্ চিত্র অঙ্কন করো। (F = 9)

(xiv) CaO-তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান?

(xv) N, অণুর লুইস ডট্ চিত্র অঙ্কন করো।

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:]

প্রতিটি প্রশ্নের মান-2

(i) ইলেকট্রন ডট গঠন দেখাও HE, CaO

(ii) NaCl এবং মিথেনের মধ্যে দুটি ভৌতধর্মের পার্থক্য লেখো।

(iii) 4টি পরমাণুযুক্ত একটি অণুর নাম লেখো, যাতে তিনটি সমযোজী একবন্ধন উপস্থিত। অণুটির

ইলেকট্রন ডট গঠন লেখো।

(iv) সমযোজী না তড়িৎযোজী—কী ধরনের বন্ধন উপস্থিত? H,, C_H,, NaCl, CHIT

(v) ইলেকট্রন ডট গঠন দেখাও H2O, MgCl,18)

(xii) CO2-এর লুইস ডট চিত্র আঁকো।

(xiii) সমযোজী ও তড়িৎযোজী যৌগের দুটি পার্থক্য লেখো।

(xiv) চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ,পারে—কেন?

(xv) ক্লোরিন কী কী ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে পৃথক পৃথকভাবে সোডিয়াম ও হাইড্রোজেনের

সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে সোডিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেন ক্লোরাইড গঠন করে? উভয়ক্ষেত্রে

ইলেকট্রন ডট গঠন এঁকে দেখাও।

(xvi) লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো। 

(xvii) সেডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসেবে প্রকাশ করা যায় না কেন?

(xviii) একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও।

(xix) কোশেল আয়নীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেন?

(xx) তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহণে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ

পরিবহণে সক্ষম—ব্যাখ্যা করো।

(xxi) দুটি ভৌতধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের মধ্যে পার্থক্য করো। [ME 2019]

Group-D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

প্রতিটি প্রশ্নের মান — ও

(i) সোডিয়াম হাইড্রাইডের ইলেকট্রন-ডট গঠন দেখাও। CH,-এর লুইস-ডট চিত্র অঙ্কন করো।

(ii) NaCl কঠিন অবস্থায় তড়িৎ পরিবহণ করে না, কিন্তু গলিত অবস্থায় অথবা জলে দ্রবীভূত

অবস্থায় তড়িৎ পরিবহণ করে কেন? একটি তড়িৎযোজী ও একটি সমযোজী যৌগের উদাহরণ

দাও যা অষ্টক নিয়মের ব্যতিক্রমী।

(iii) তড়িৎযোজী ও সমযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো। একটি মৌলের (A) ইলেকট্রন বিন্যাস

K(2) L(8) M(7)। মৌলটির অণুর সংকেত কী?

(iv) A ও B পরস্পর রাসায়নিকভাবে যুক্ত হলে এবং দুটি B পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হলে

কী ধরনের যোজ্যতা সৃষ্টি হবে যুক্তি-সহ লেখো। কোন্ মৌল পর্যন্ত অষ্টক সূত্র প্রযোজ্য হয়?

(v) তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক সমযোজী যৌগ অপেক্ষা বেশি হয় কেন? হাইড্রাইড আয়নের

ইলেকট্রন বিন্যাস কোন্ পরমাণুর সঙ্গে একই?

তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া


2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

(i) একটি আম্লিক দ্রবণের নাম লেখো, যা মৃদু তড়িবিশ্লেষ্য।

(ii) ইলেকট্রোপ্লেটিং-এর জন্য ক্যাথোড হিসেবে কী ব্যবহৃত হয়?

(iii) তড়িদবিশ্লেষণের সময় ক্যাথোডে কী ঘটে— জারণ না বিজারণ?

(iv) বিশুদ্ধ জলে সামান্য অ্যাসিড মেশালে, কেন তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়?

(v) গোল্ড প্লেটিং-এর সময় অ্যানোড হিসেবে কী ব্যবহৃত হয়?

(vi) লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী নেওয়া হয়?

(vii) তড়িদবিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়?

(viii) অ্যানোড মাডে উপস্থিত দুটি ধাতুর নাম লেখো।

(ix) তড়িদবিশ্লেষণ ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন?vs M

(x) সামান্য অ্যাসিডযুক্ত জলের তড়িদবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী উৎপন্ন হয়?

(xi) ক্যাটায়নগুলি কোন্ তড়িদ্দ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে?

(xii) Cu তড়িদ্বার ব্যবহার করে CuSO-এর জলীয় দ্রবণের তড়িদ্‌বিশ্লেষণে কোন্ আয়ন ক্যাথোডের

দিকে ধাবিত হয়?

(xiii) বিশুদ্ধ জলে অল্প পরিমাণে সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা

বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন?

(xiv) কোনো তড়িদবিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণে কোন্ আয়ন ক্যাথোডের দিকে ধাবিতহয়?

(xv) তামার চামচের ওপর রূপোর তড়িৎলেপন করতে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয়?

একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িদবিশ্লেষ্য।

(xvii) তড়িদবিশ্লেষণের সময় কোন্ ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়?

(xviii) তড়িৎবিশ্লেষণে কোন্ প্রকারের তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়?

(xix) প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িদবিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো।

(xx) পিতলের ওপর সোনার তড়িৎলেপন করতে তড়িদবিশ্লেষ্য হিসেবে কী ব্যবহৃত হয়? [ME 2019]


Group-C

3.প্রতিটি প্রশ্নের মান 2

(i) ইলেকট্রোপ্লেটিং-এর সময় ক্যাথোড, অ্যানোড ও তড়িদবিশ্লেষ্য হিসেবে কী কী নেওয়া হয়?           ইলেকট্রোপ্লেটিং-এর একটি উদ্দেশ্য লেখো।

(ii) গাঢ় H2SO4-এর চেয়ে লঘু H, SO, তীব্র অ্যাসিড কেন?

(iii) তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে Al নিষ্কাশনের সময়ে অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট ও ফুয়োস্পার

মেশানো হয় কেন?

(iv) সব তড়িদবিশ্লেষ্য পদার্থ তড়িতের সুপরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী পদার্থ তড়িদবিশ্লেষ্য নয় কেন?

(v) ধাতব পরিবাহী ও তড়িদবিশ্লেষ্যের মধ্যে তিনটি পার্থক্য লেখো।

Group-D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

প্রতিটি প্রশ্নের মান-3

(i) কপার তড়িদ্দ্বার ব্যবহার করে CuSO-এর জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণ করলে ক্যাথোড ও

অ্যানোডের কী পরিবর্তন হবে? ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া লেখো।1+2

(ii) তড়িদ্দ্বারে ইলেকট্রন বিনিময়ের দৃষ্টিকোণ থেকে ক্যাথোড ও অ্যানোডের সংজ্ঞা লেখো। সিলভার

প্লেটিং-এর জন্য প্রয়োজনীয় অ্যানোড ও তড়িবিশ্লেষ্যের নাম লেখো।

(iii) তড়িৎলেপন কাকে বলে? তড়িৎলেপনের দুটি উদ্দেশ্য লেখো।

(iv) প্ল্যাটিনাম তড়িদ্বার ব্যবহার করে জলের তড়িদবিশ্লেষণ করলে, ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত

বিক্রিয়াগুলি লেখো। AB (গলিত)-র তড়িদবিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডের দিকে কোন্

কোন্ আয়ন আকৃষ্ট হয়? (A একটি দ্বিযোজী মৌল)

(v) তড়িবিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িদবিশ্লেষণ করা

হয়, তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী থাকে? এই তড়িবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড

হিসেবে কী কী ব্যবহৃত হয়?

(vi) তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতু নিষ্কাশনের সময় ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী

নেওয়া হয়? ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া লেখো।

(vii) ধাতব তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ এবং তড়িবিশ্লেষণের সময় তড়িবিশ্লেষ্যের মধ্য দিয়ে

তড়িৎ পরিবহণের মধ্যে দুটি পার্থক্য লেখো। তড়িবিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে

অবিশুদ্ধ কপার দণ্ড কোন্ ইলেকট্রোডরূপে ব্যবহার করা হয়?

(viii) তড়িদবিশ্লেষণের সময় কোন্ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? অম্লায়িত

তড়িদবিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত হয়? 1+2 [ME 2017


Madhyamik Suggestion 2024 | মাধ্যমিক সাজেশন ২০২৪

আরোও দেখুন:-

Madhyamik Bengali Suggestion 2024 

Click here


Madhyamik English Suggestion 2024

Click here


Madhyamik Physical Science Suggestion 2024 

Click here

Madhyamik Geography Suggestion 2024 

Click here

Madhyamik Mathematics Suggestion 2024

Click here


Madhyamik  Physical Science Suggestion 2024 

Click here


Madhyamik Life Science Suggestion 2024 

Click here


        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Physical Science Suggestion 2024 ,পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৪ ” পােস্টটি পড়ার জন্যএরকম গুরুত্বপূর্ণ সাজেশন ও বিভিন্ন বিষয়ের নোট পত্র পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন। 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url