শক্তির ক্রিয়া কার্য ক্ষমতা ও শক্তি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |নবম শ্রেণির ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর PDF

শক্তির ক্রিয়া কার্য ক্ষমতা ও শক্তি নবম শ্রেণির ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |নবম শ্রেণির ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 9 Physical science 5th chapter question in bengali pdf

শক্তির ক্রিয়া কার্য ক্ষমতা ও শক্তি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |নবম শ্রেণির ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর PDF
শক্তির ক্রিয়া কার্য ক্ষমতা ও শক্তি 

আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণির ভৌত বিজ্ঞানের পঞ্চম অধ্যায় শক্তির ক্রিয়া কার্য ক্ষমতা ও শক্তি প্রশ্ন উত্তর PDFclass 9 Physical  science five chapter question Pdf in bengali | WB Class nine Physical  science question in bengali |WBBSE পরীক্ষা প্রস্তুতির জন্য নবম শ্রেণি ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে।


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে |নবম শ্রেণি ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায় শক্তির ক্রিয়া কার্য ক্ষমতা ও শক্তি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf download । Class ix Physical  science energy in action, work power and energy  important Question in Bengali Pdf  ডাউনলোড করো । এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাক।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf ,Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


‘শক্তির ক্রিয়া কার্য ক্ষমতা ও শক্তি’ নবম শ্রেণির ভৌত বিজ্ঞানের প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।


শক্তির ক্রিয়া কার্য ক্ষমতা ও শক্তি mcq প্রশ্ন

       শক্তির ক্রিয়া কার্য ক্ষমতা ও শক্তি

1.)কৃতকার্য: সূরণের মান এবং বস্তুর সরণের দিকে প্রযুক্ত বলের গুণফলকে বস্তুর ওপর প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য বলে। 

কার্য হল বল রাশি ও সরণ রাশির স্কেলার গুণফল। 

 

2.)বলের পক্ষে কার্য:

 কনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দুর সরণ বলের ক্রিয়ার অভিমুখে ঘটে তবে বলা হয় যে, প্রযুক্ত বল দ্বারা কার্য করা হয়েছে।

 

3.)বলের বিপক্ষে কার্য:

কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দুর সরণ বলের ক্রিয়ার অভিমুখের বিপরীত দিকে ঘটে তবে বলা হয় যে প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য করা হয়েছে।

 

4.)কার্যহীন বল:

কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের অভিমুখ, বস্তুর সরণের অভিমুখের সঙ্গে সমকোণে ক্রিয়া করলে, ওই বল দ্বারা কৃতকার্যের পরিমাণ শূন্য হয়। এই বলকে কার্যহীন বল বলে।

5.)1 আর্গ:

কোনো বস্তুর ওপর 1 ডাইন বল প্রযুক্ত হলে যদি বলের অভিমুখে বস্তুটির সরণ 1 সেমি হয়, তবে কৃতকার্যের পরিমাণকে 1 আর্গ বলা হয়।

6.)1 নিউটন মিটার বা জুল:

কোনো বস্তুর ওপর 1 নিউটন বল প্রযুক্ত হলে যদি বলের অভিমুখে বস্তুটির সরণ 1 মিটার হয়, তবে কৃতকার্যের পরিমাণকে 1 নিউটন মিটার বা জুল বলা হয়।

7.)1 গ্রাম সেন্টিমিটার:

1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেমি উপরে তুলতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে 1 গ্রাম সেন্টিমিটার বলে।

8.)1 কিলোগ্রাম মিটার:

1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে পরিমাণ কার্য করতে হয়, সেই কার্যকে 1 কিলোগ্রাম মিটার বলে।


9.)1 আর্গ/সেকেন্ড:

CGS পদ্ধতিতে ক্ষমতার পরম একক আর্গ/সেকেন্ড (erg/s)।1 সেকেন্ডে 1 আর্গ কার্য করার ক্ষমতাকে 1 আর্গ/সেকেন্ড বলে।

 

10.)1‌ ওয়াট বলে

SI-তে ক্ষমতার পরম একক জুল/সেকেন্ড (Js-1) বা ওয়াট (watt বা W)। 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে 1 ওয়াট বলে।

 

11.)1 গ্রাম সেমি/সে:

CGS পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক হল গ্রাম সেমি/সে (gcms-1)। 1 গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 সেমি উপরে তুলতে যে-ক্ষমতার প্রয়োজন হয়, তাকে 1 গ্রাম সেমি/সে বলে।

 

12.)1 কিলোগ্রাম মিটার/সেকেন্ড:

SI-তে ব্যবহৃত ক্ষমতার অভিকর্ষীয় এককটি হল কিলোগ্রাম মিটার/সে (kgms-1)। 1 কিলোগ্রাম ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 মিটার উপরে তুলতে যে-ক্ষমতার প্রয়োজন হয়, তাকে 1 কিলোগ্রাম মিটার/সেকেন্ড বলে।

 

13.)1 হর্স পাওয়ার:

550 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয়, তাকে 1 হর্স পাওয়ার বলে।

 

14.)শক্তির নিত্যতা সূত্র:

কোনো সংস্থার মোট শক্তির পরিমাণ সর্বদা অপরিবর্তিত থাকে। এটিই হল শক্তির নিত্যতা সূত্র।

 

15.)মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক:

জাতীয় ক্রিয়ায় যদি কোনো শক্তির অপচয় না ঘটে, তবে কোনো বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক থাকে। অর্থাৎ, বস্তুটির মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে।

 নবম শ্রেণি ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায় 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর [একটি বাক্যে উত্তর দাও]

নবম শ্রেণির ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের 1 নং প্রশ্ন উত্তর

16.)অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:

1 ক্ষমতার SI একক কী?

2. এক জুলের সংজ্ঞা লেখো।

3.কার্য কী ধরনের রাশি? 

4. কার্যের ব্যাবহারিক একক কী?

5. F বলের প্রভাবে একটি বস্তুর বেগ হলে বস্তুটির ক্ষমতা কত হবে?


নবম শ্রেণির ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায় ২ নং প্রশ্ন উত্তর

17.)সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নঃ

1.বস্তুতে বল প্রযুক্ত হলেও কী কী অবস্থায় কোনো কার্য হয় না?

2.বলের দ্বারা কার্য বলতে কী বোঝো

উদাহরণ সহ বুঝিয়ে দাও।

3.দেখাও যে ক্ষমতা = বল × বেগ।

4.50 kg এবং 60 kg ভরের দুজন ব্যক্তি

একই সময়ে একই সিঁড়ি বেয়ে একতলা থেকে দোতলায় উঠল। কার ক্ষমতা বেশি তা যুক্তিসহ লেখো।

5.পেরেক পোঁতার সময় হাতুড়িকে খানিকটা ওপরে তুলে পেরেককে আঘাত করা হয় কেন?

 6.কার্যহীন বল কী?  একটি উদাহরণ দাও।

7.দেখাও যে Ex = 12/2mv2 [চিহ্নগুলি প্রচলিত অর্থবহ]।


পঞ্চম অধ্যায় শক্তির ক্রিয়া কার্য ক্ষমতা ও শক্তি বড় প্রশ্ন উত্তর,

নবম শ্রেণির ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায় 5 নং প্রশ্ন উত্তর

18.)দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন:

1.কোনো যন্ত্রের 50 kg ভরের একটি বস্তুকে 10m ওপরে তুলতে 0.5 মিনিট সময় লাগলে যন্ত্রটির দ্বারা কৃতকার্য এবং যন্ত্রটির ক্ষমতার মান নির্ণয় করো।

2.একটি বস্তুর ভর 10 kg। বস্তুটি ভূমি থেকে 10m উঁচুতে রয়েছে। বস্তুটির বেগ 40 m/s হলে বস্তুটির গতিশক্তি এবং স্থিতিশক্তি নির্ণয় করো।


[TAG]:   মাধ্যমিক শক্তির ক্রিয়া কার্য ক্ষমতা ও শক্তি পঞ্চম অধ্যায় pdf,শক্তির ক্রিয়া কার্য ক্ষমতা ও শক্তি mcq,পঞ্চম অধ্যায় বড় প্রশ্ন উত্তর,নবম শ্রেণি,নবম শ্রেণির ভৌত বিজ্ঞান,নবম শ্রেণির ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায়,নবম শ্রেণির ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের ২ নং প্রশ্ন উত্তর,নবম শ্রেণির ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায় বড় প্রশ্ন উত্তর,নবম শ্রেণির ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর,Madhyamik Physical  science question in bengali


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now