ক্ষয়চক্র দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর |উচ্চমাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর PDF|Class 12 Geography 2nd chapter

 ক্ষয়চক্র দ্বাদশ শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |উচ্চমাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 12 Geography 2nd chapter question in bengali pdf

 

আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDFclass 12 Geography second chapter question Pdf in bengali |HS Geography question in bengali |WBCHSE পরীক্ষা প্রস্তুতির জন্য দ্বাদশ শ্রেণির ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে।


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে |ভূগোল দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf download । Class 12 Geography important Question in Bengali Pdf ডাউনলোড করো । এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাক।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf ,Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

‘ক্ষয়চক্র’ দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।


উচ্চমাধ্যমিক ভূগোল ক্ষয়চক্র প্রশ্ন

1.

2.



দ্বাদশ শ্রেণি ভূগোল দ্বিতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর [একটি বাক্যে উত্তর দাও]

উচ্চমাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র প্রশ্ন উত্তর

1. নি বিন্দু কাকে বলে?(WBCHSE ’18]

উ) পুনর্যৌবন প্রাপ্ত ক্ষয়চক্রের নদীর পুরােনাে মৃদু ঢাল ও খাড়া নতুন ঢালের সংযােগ বিন্দুতে সৃষ্ট খাজকে বলে নি বিন্দু।

2.ক্ষয়চক্র কাকে বলে?

উ) একটি নির্দিষ্ট সময়কাল ধরে ভূ-অভ্যন্তরীণ শক্তির প্রভাবে কোনাে উথিত ভূমিরূপ আবহবিকার ও ক্ষয়ীভবনের প্রভাবে যৌবন, পরিণত ও বার্ধক্য অবস্থার মধ্য দিয়ে ক্ষয়ের সীমায় পৌছােয় তারপর আবার পুনরুত্থান, পুনঃক্ষয়সাধন ঘটে চক্রাকারে, একেই বলে ক্ষয়চক্র। ভূবিজ্ঞানী ডেভিসের মতে,

উখিত কোনাে ভূভাগ সৃষ্টি ও বিনাশ চক্রের আকারে আবর্তিত হয়ে শেষ অবস্থায় পৌছােলে তাকে ক্ষয়চক্র বলে।

3.কোন ভৌগােলিক সর্বপ্রথম ক্ষয়চক্রের ধারণাটি দিয়েছেন?

উ) উইলিয়ম মরিস ডেভিস।

4.স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে?*

উ) নদীদ্বারা সম্পন্ন ক্ষয়চক্রকে বলা হয় স্বাভাবিক ক্ষয়চক্র।

4. আর্দ্র জলবায়ুতে কী জাতীয় ক্ষয়চক্র সম্পাদিত হয় ?

উ) স্বাভাবিক ক্ষয়চক্র বা নদী ক্ষয়চক্র।

5.‘ডেভিসের ত্রয়ী' বলতে কী বােঝাে?*

স্বাভাবিক ক্ষয়চক্রের মডেলে পর্যায়, প্রক্রিয়া ও গঠনকে একত্রে ‘ডেভিসের ত্রয়ী’ বলা হয়।[Bhopau KM 6. ডেভিসের মতানুযায়ী ভূমিরূপ গঠনের তিনটি মুখ্য উপাদান কী কী ?

উ) (i) ভূমিরূপের গঠন, (ii) প্রক্রিয়া, (i) সময় বা পর্যায়।

7 ডেভিসের ক্ষয়চক্রের ধারণা কোন্ অঞ্চলের জন্য প্রযােজ্য নয়?

উ) আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকার মরুভূমিগুলির ক্ষেত্রে প্রযােজ্য নয়।

8.নদীগ্রাস।]

শক্তিশালী নদী যখন ক্রমাগত জলবিভাজিকার মস্তক ক্ষয় করতে থাকে তখন অন্য পাশের দুর্বল নদী শক্তিশালী নদীটির দ্বারা অধিকৃত হয়। এই ঘটনাকে বলে নদীগ্রাস। নদীগ্রাসের ফলে নদী পুনর্যৌবন লাভ করে।

9. নদীগ্রাস কখন ঘটে ?

উ) শক্তিশালী নদী দ্রুত জলবিভাজিকার মস্তক ক্ষয় করলে। জলবিভাজিকার অন্য পাশের দুর্বল নদীকে অধিগ্রহণ করে।

40 স্বাভাবিক ক্ষয়চক্রের কোন্ পর্যায়ে নদীগ্রাস ঘটে?*

উ যৌবন পর্যায়ে। (WBCHSE Sample Question, 2014]

11 ডেভিসের মতে স্বাভাবিক ক্ষয়চক্রের কোন্ পর্যায়ে ভূমির উত্থান স্তব্ধ হয়ে যায় ?

উ. যৌবন পর্যায়ে।

1স্বাভাবিক ক্ষয়চক্রের বাধা কী ?*

[Sadar Gout High School, Coochbehar '15]

একটি স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্ণতাপ্রাপ্তির পথে বিভিন্ন প্রাকৃতিক উপাদান (জলবায়ু, প্রাকৃতিক দুর্ঘটনা, উচ্চতার পরিবর্তন)গুলি বাধার সৃষ্টি করাকে বলা হয় ক্ষয়চক্রের বাধা।

13. ডেভিসের ক্ষয়চক্র কোন্ প্রণালীর অন্তর্গত?

উ) আবদ্ধ প্রণালীর অন্তর্গত।

14. প্রাথমিক পর্যায়ে উথিত ভূমিভাগে কী জাতীয় জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায় ?

উ) কেন্দ্র বহির্মুখী জলনিৰ্গম প্রণালী।

15 ভূমিরূপ গঠনে দুটি বহির্জাত প্রক্রিয়ার উল্লেখ করাে।

উঃ জলধারা ও বায়ুপ্রবাহ।

16 নদীর জলধারা ধাপ সৃষ্টি করে প্রবাহিত হলে তাকে কী বলে ?

উ) খরস্রোত।

17. স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা বলতে কী বােঝাে?*

ডেভিসের মতানুসারে উখিত ভূমির ক্ষয়কার্যের মাধ্যমে নদী তার নিম্নক্ষয়ের শেষ সীমা যেখানে শেষ করে, তাকে বলে।স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা। নদীর মােহনা অঞ্চল বা সমুদ্রপৃষ্ঠ হল নদীক্ষয়ের শেষ সীমা।

18 নদীর সংখ্যা সবচেয়ে বেশি হয় স্বাভাবিক ক্ষয়চক্রের কোন্ পর্যায়ে ?

উঃ ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে।

19মোনাডনক কাকে বলে?*

উ স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায় ভূমির উপর সৃষ্ট কঠিন শিলাদ্বারা গঠিত ক্ষয়প্রতিরােধকারী বিচ্ছিন্ন ও স্বল্পোচ্চ টিলা বা পাহাড়কে বলা হয় মােনাডনক।

20) মােনাডনক নামকরণ করা হয় কীভাবে?

উমার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের অন্তর্গত মাউন্ট মােনাড়নক-এর নামানুসারে এর নামকরণ করা হয়।

21 সমপ্ৰায় ভূমির সংজ্ঞা দাও।*(WBCHSE '17]

ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমগ্র ভূমিভাগটি ক্ষয়ের ফলে যখন ক্ষয়ের শেষ সীমা বা তার কাছাকাছি পৌঁছে যায় তখন সেই প্রায় সমভূমিকেই ডেলি সমপ্ৰায় ভূমি বলেছেন।

22. কোন্ কোন্ বিষয়ের উপর ভূমিরূপের সম্ভাব্য স্থিতিশক্তি নির্ভর করে?

ভূমিরূপের সম্ভাব্য স্থিতিশক্তি নির্ভর করে ভূমিরূপটির নিজস্ব ভুর, তার উচ্চতা এবং প্রযুক্ত মাধ্যাকর্ষণ শক্তির উপর। মাউন্ট মােনানক’ কোথায় অবস্থিত?

উ) যুক্তরাজ্যের নিউ হ্যাম্পশায়ার অণ্ডলে।

24. ডেভিসের ক্ষয়চক্রের কয়েকজন সমালােচকের নাম উল্লেখ করাে।

এল সি কিং, পাসার্জ, কটন।

25 দ্বিতীয় ক্ষয়চক্র কাকে বলে ?

উ: স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে ভূ-আলােড়নের ফলে উখিত ভূমিভাগটির ক্ষয়কার্য সমাপ্ত হওয়ার আগেই অনেক সময় পরবর্তী ক্ষয়চক্রের সূচনা ঘটে। এই অবস্থাই দ্বিতীয় ক্ষয়চক্র বা ক্ষয়চক্রের পুনরুজ্জীবন নামে পরিচিত।

26 ক্ষয়চক্র সম্পর্কিত ‘ঢাল হাস মতবাদ’ বা ‘Slope Decline Theory' কে দেন?

উ এল সি কিং।

27. শুষ্ক মরু অঞ্চলে গড়ে ওঠা গভীর ও সংকীর্ণ গিরিখাত কী নামে পরিচিত?

উ ক্যানিয়ন।

28. র্যাভাইন কখন সৃষ্টি হয়?

উ) শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের যৌবন অবস্থায়।

28 আপেক্ষিক ও চরম উচ্চতা হ্রাসের সময় কাকে বলে?

শুষ্কতার ক্ষয়চক্রের যৌবন পর্যায়কে বলা হয় আপেক্ষিক ও চরম উচ্চতা হ্রাসের সময়।

30. শুষ্কতার ক্ষয়চক্রের পার্বত্য ঢালের নিম্নভাগ কীসের মাধ্যমে ব্যবচ্ছিন্ন হয়?

উ নালীক্ষয় ও পাতক্ষয়ের দ্বারা।

3 প্লায়া কী?

উ: মরু অঞ্চলে আকস্মিক প্রবল বৃষ্টিপাতের ফলে জলধারা উপত্যকার মধ্যভাগে পৌছে যে লবণাক্ত ছােটো ছােটো হ্রদ সৃষ্টি করে, তাকে প্লায়া বলে।

1 35 শুষ্ক ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে ক্ষয়িত ও অবশিষ্ট টিলাগুলিকে কী বলে?* [Chandannagar Municipal Corporation '14]

উ ইনসেলবার্জ।

34 ইনসেলবার্জ কাকে বলে?* [BE College MostedSchool15]

উ:) সম্ভবত প্রথম মার্কিন ভূবিজ্ঞানী প্যাসার্জ মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট ক্ষয়প্রতিরােধী পেডিপ্লেনের উপর ইতস্তত বিক্ষিপ্ত গােলাকার মস্তকদেশ ও খাড়া পার্শ্বঢালবিশিষ্ট ভূমিরূপকে

বলেছেন ইনসেলবার্জ।

32.বাজাদা’ কী ?*[WBCHSE '16]

শুষ্কতার ক্ষয়চক্রের পরিণত অবস্থায় পেডিমেন্ট-এর নিম্নাংশে পলি, বালি, কাঁকর প্রভৃতি সঞ্চিত হয়ে স্বল্প ঢালযুক্ত তরঙ্গায়িত যে ভূমিরূপ গঠিত হয়, তাকে বাজাদা’ বলে।

36. মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা কী ?*

উ স্থায়ী ভৌম জলস্তর হল মরু অঞলে ক্ষয়ের শেষ সীমা।

40. মরু সমপ্ৰায়ভূমি কাকে বলে?*

উ) মরু ক্ষয়কার্যের বার্ধক্য পর্যায়ে ভূমির বন্ধুরতা হ্রাস পায় সম্পূর্ণরূপে ও ভূমিটি প্রায় সমতলাকার ধারণ করে। এরূপ ভূমিভাগকেই বলে মরু সমপ্রায় ভূমি।

40র মরু সমপ্রায় ভূমি কী কী নামে পরিচিত? [Hthdauschool 17]

উ) লসন এরূপ ভূমিকে প্যানফ্যান এবং কিং পেডিপ্লেন নাম দেন।

42. ইনসেলবার্জ প্রধানত কী জাতীয় শিলায় গড়ে ওঠে?

উ) গ্রানাইট জাতীয় শিলায়।

43 ভূবিজ্ঞানী এল সি কিং কোন অঞ্চলে দীর্ঘ গবেষণার পর মরু ক্ষয়চক্রের বিষয়ে মতবাদ দেন ?

উঃ দক্ষিণ আফ্রিকার মরু, মরুপ্রায় এবং সাভানা অঞ্চলের উপর গবেষণা করেন।

44. মরু অঞ্চলের সময় ভূমি কী নামে পরিচিত?*

উ) পেডিপ্লেন।[Hare School '16]

48 পেডিপ্লেন কী ?*[Panskura B B High School '16]

উ) মরু ক্ষয়চক্রের অন্তিম পর্যায়ে জলবিভাজিকার উভয় দিকের পেডিমেন্ট যুক্ত হয়ে যে বিস্তৃত সমভূমি গঠিত হয়, তাকেই বলা হয় পেডিপ্লেন।

[46পেডিমেন্ট’ কীভাবে গঠিত হয়?*(WBCHSE '17]

উঃ ‘পেডি' কথার অর্থ পাদদেশ এবং ‘মন্ট’ কথার অর্থ পাহাড়। বায়ুর ক্ষয়কার্যের ফলে পর্বত পাদদেশের উপরের অংশে ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে মৃদু ঢালযুক্ত বিস্তীর্ণ শিলাময় ভূমিভাগ বা ‘পেডিমেন্ট’ গঠিত হয়।

| ক্ষয়চক্রের অসম বিকাশ তত্ত্ব’-এর প্রবক্তা কে?

47.[Tamluk Hamilton High School '16]

উ) ভূবিজ্ঞানী ক্রিকমে (1933 খ্রি.)।

48 ক্ষয়চক্রে পুঞ্জিত স্খলন ও আবহবিকার ঘটে কোন্ অবস্থায় ?

উ) যৌবন অবস্থায়।[Hare School '17]

4g পেঙ্ক ‘Die Morphologische Analyse' প্রকাশ করেন কত খ্রিস্টাব্দে? 1924 খ্রিস্টাব্দে।

50. প্রাইমারাম্ফ কী?*

পেঙ্ক বর্ণিত ক্ষয়চক্র মতবাদে ভূমিরূপ বিবর্তনের প্রথম পর্যায়ে সমুদ্রতল বরাবর গঠিত স্বল্প উচ্চ ও বন্ধুরতা বিশিষ্ট সমতল ভূভাগকে বলে প্রাইমারাম্ফ।

51) এনড্রাহ্ম কী ?* (Bankura Christian Collegiate

53 বৈপরীত্য ভূমিরূপ কাকে বলে?*

উ) কোনাে নীচু ভূমিভাগ লাভা বা পলি সঞ্চিত হয়ে উখিত শক্ত ভূমিভাগে পরিণত হলে তা নদীর ক্ষয়কার্যের পরও আশপাশের অঞ্চল থেকে কম ক্ষয়প্রাপ্ত হয় এবং উঁচু হয়ে টেবিলের মতাে

অবস্থান করে ও পূর্বের ভূমিরূপের বিপরীত গঠনপ্রাপ্ত হয়, তাকে বলা হয় বৈপরীত্য ভূমিরূপ (Invented Relief)। এ ছাড়া ভঙ্গিল গঠনের দ্বিতীয় ক্ষয়চক্রেও বৈপরীত্য ভূমিরূপ দেখা যায়। উদাহরণ—সেন্ট জর্জ মিউনিসিপ্যাল এয়ারপাের্টঅঞ্চল।

54' বােলসন কোন দেশে দেখতে পাওয়া যায় ?

উ) আমেরিকা যুক্তরাষ্ট্রে।

58ক্ষয়চক্রের বাধার ফলে ভূমিভাগের সার্বিক পরিবর্তনকারী প্রক্রিয়া কী নামে পরিচিত?

উঃ পুনর্যৌবন লাভ। (WBCHSE Sample Question, 2014]

56. System বা প্রণালীর ধারণা দেন কোন্ কোন্ বিজ্ঞানী ?

উঃ 1971 খ্রিস্টাব্দে আর জে চোরলে এবং বি কেনেডি।

57. শােল কী ?

উ) নদীবক্ষে সৃষ্ট যে বালুচরের উপর দিয়ে জল প্রবাহিত হয় তাই  হল শােল। একে মগ্নচরও বলে। এই ধরনের গঠন মহীসােপান অ্যালেও দেখা যায়।

৪ঃ ‘পলি সাইক্লিক ল্যান্ডস্কেপ কী ?

উ) একাধিক ক্ষয়চক্রের চিহ্ন পরিলক্ষিত হয় যে ভূমিরূপের উপর,তাকে বলে পলি সাইক্লিক ল্যান্ডস্কেপ।

59. Profile of equilibrium বা সাম্যাবস্থার প্রস্থচ্ছেদ-তত্ত্বর ধারণা দেন কারা?

উফরাসি ভূতত্ত্ববিদ অ্যাগাসিজ ও প্লেফেয়ার।

60 ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ কাকে বলে?* [NauraNalada15]

উ) ভূ-আলােড়নের প্রভাবে বা মহাদেশীয় হিমবাহ গলনের কারণে সমুদ্রতলের অবনমন ঘটলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার বৃদ্ধি ঘটে। এর ফলে সময় ভূমির উপর পর্যায়িত নদী দ্রুত নিম্নক্ষয় দ্বারা যৌবন অব্ৰথা লাভ করে, যাকে বলে ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ।

61.পুনর্যৌবন লাভের ফলে গঠিত নদী উপত্যকা যে বিন্দুতে প্রবীণ উপত্যকায় মিলিত হয় তাকে কী বলে?*

62। নিম্নক্ষয়ের মাধ্যমে যেসব নদী তার প্রাথমিক গতিপথ বজায় রাখে সেইসব নদীকে কী বলে?]

63 স্থিতিশীল পুনর্যৌবন লাভ’ কাকে বলে?(Chittaranjan High School, Purulia '16]

উঃ সমুদ্রপৃষ্ঠের অবনমন বা ভূভাগের উত্থান ব্যতীত অন্য কোনাে প্রাকৃতিক কারণে নদীর নিম্নক্ষয় বৃদ্ধি পেলে ভূমিভাগের পুনর্যৌবন লাভ ঘটে। একেই বলা হয় স্থিতিশীল পুনর্যৌবন লাভ।

64. নদী উপত্যকার মধ্যে উপত্যকা গঠিত হলে তার দ্বারা কীসের etapiot peti ait?* [Tamluk Hamilton High School '16]

উ) নদীর পুনর্যৌবন লাভের প্রমাণ পাওয়া যায়।

65 হৈমিক ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ কী ?

উঃ বাষ্পীভূত সমুদ্রজল তুষাররূপে উঁচু পার্বত্য অঞলে সঞ্জিত হলে সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন দ্বারা ভূভাগে যৌবন অবস্থা ফিরে এলে একে হৈমিক পুনর্যৌবন লাভ বলে।

66. গতিশীল পুনর্যৌবন লাভ কাকে বলে?*

ভূ-আলােড়নের প্রভাবে ভূমিভাগের উত্থান ঘটলে ক্ষয়ের শেষ সীমার পরিবর্তন ঘটে ও নদীর নিম্নস্তরের মাত্রা বৃদ্ধি পায় ও নতুন এক ক্ষয়চক্রের সূচনা ঘটে ও ভূভাগটি যৌবন অবস্থা লাভ করে। একেই গতিশীল পুনর্যৌবন লাভ বলে।

67. ম্যালটের মতানুসারে স্থিতিশীল পুনর্যৌবন ঘটার যে-কোনাে দুটি কারণ লেখাে।

উ (a) বৃষ্টিপাতের বৃদ্ধির ফলে জলনিকাশের পরিমাণ বৃদ্ধি।(b) নদীর বােঝা হ্রাসের ফলে জলস্রোতের তীব্রতা বৃদ্ধি।

69স্প্যানফ্যান-এর ধারণা কে দেন?]

ভূবিজ্ঞানী লসন প্যানফ্যানের ধারণা দেন।

69 কোন্ কারণে নিক বিন্দু নিশ্চিহ্ন হয়ে যায় ?

উ) পুনর্যৌবন লাভের ফলে নদীর মস্তকমুখী ক্ষয়ের ফলে নিক বিন্দু ক্ষয়ের উৎসের দিকে এগিয়ে যায় ও একসময় নিশ্চিহ্ন হয়ে যায়।

70. পর্যায়িত ঢাল কাকে বলে?*

উ নদীর ঢালের যে অবস্থায় কোনােরূপ ঢালের ছেদ থাকে না, নদী ক্ষয়, সঞ্জয় কাজ করে না। ক্ষয়, পরিবহণ ও সঞ্চয়ের মধ্যে নদীর একপ্রকার সামঞ্জস্য তৈরি হয় এরূপ নদী ঢালকে বলে পর্যায়িত ঢাল।

71উপত্যকার মধ্যে উপত্যকা কোথায় দেখা যায় একটি উদাহরণ দাও।

আমেরিকা যুক্তরাষ্ট্রের কলােরাডাে নদীর গ্র্যান্ড ক্যানিয়ন অঞলে দেখা যায়।

7/ উপত্যকার মধ্যে উপত্যকা কাকে বলে?*

উ) পুনর্যৌবনপ্রাপ্ত নদী পুরাতন উপত্যকার মধ্যে নিম্নক্ষয় দ্বারা নতুন উপত্যকা সৃষ্টি করলে তাকে উপত্যকার মধ্যে উপত্যকা বলে।

73) পুনর্যৌবন লাভের ফলে সমান উচ্চতায় সৃষ্ট নদীর দু-পাশের নদীমকে কী বলে?

উঃ যুগল বা প্রতিসাম্য নদীম।

74) পলিদ্বারা গঠিত নদীমকে কী বলা হয় ?

উ) পলল মঞ্চ।


দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর,

দ্বাদশ শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায় 7 নং প্রশ্ন উত্তর

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ(প্রতিটি প্রশ্নের মান -7)

1. ক্ষয়চক্র বলতে কী বােঝায়? স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ের ভূমিরূপগুলি বর্ণনা করাে।[2 + 5 =  2. স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্বশর্তগুলি কী কী? স্বাভাবিক ক্ষয়চক্রের পরিণত পর্যায়ের ভূমিরূপগুলি আলােচনা করাে। [3 + 4 = 7]

 3. স্বাভাবিক ক্ষয়চক্রের মূলকথা কী? এই ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে কী ধরনের ভূমিরূপের উদ্ভব ঘটে?[3 +4= 7] 

4. স্বাভাবিক ক্ষয়চক্রের বাধা বলতে কী বােঝায়? স্বাভাবিক ক্ষয়চক্রের বাধাগুলি বিবৃত করাে।

[2 + 5 = 7]

5. মরু ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে উদ্ভূত ভূমিরূপগুলি আলােচনা করাে।

6. স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে উদ্ভূত ভূমিরূপগুলি সংক্ষেপে আলােচনা করাে।

7, নদীর পুনর্যৌবনলাভের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে।

৪. ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিবরণ দাও।




[TAG]:    ক্ষয়চক্র দ্বিতীয় অধ্যায় pdf,উচ্চমাধ্যমিক ক্ষয়চক্র mcq,দ্বিতীয় অধ্যায় বড় প্রশ্ন উত্তর উচ্চমাধ্যমিক,দ্বাদশ শ্রেণি,দ্বাদশ শ্রেণির ভূগোল ,দ্বাদশ শ্রেণির ভূগোল দ্বিতীয়  অধ্যায়,ক্ষয়চক্র7 নং প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায় বড় প্রশ্ন উত্তর,উচ্চমাধ্যমিক ভূগোল দ্বিতীয়  অধ্যায় প্রশ্ন উত্তর,Class 12 Geography question in bengali,












Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now