কম্পিউটার বিজ্ঞানের এক বিস্ময় প্রবন্ধ রচনা|আধুনিক জীবনে কম্পিউটার প্রবন্ধ রচনা

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

কম্পিউটার বিজ্ঞানের এক বিস্ময় প্রবন্ধ রচনা|আধুনিক জীবনে কম্পিউটার প্রবন্ধ রচনা


ভূমিকা: বিজ্ঞানের যেসব আবিষ্কার মানবসভ্যতাকে উন্নতির শিখরে পৌঁছে যেতে সাহায্য করেছে তার মধ্যে শ্রেষ্ঠতম আবিষ্কার কম্পিউটার কম্পিউটার শব্দটির মূল অর্থ গণনা করা, কিন্তু কম্পিউটারের বিচিত্র কর্মকাণ্ড শুধু গপনার মধ্যেই সীমাবদ্ধ নেই, তা আধুনিক মানবজীবনের প্রতিটা ক্ষেত্রকে ছুঁয়ে গেছে। কম্পিউটার ছাড়া আজকের মানবসভ্যতা তাই প্রায় অচল |কম্পিউটারের উদ্ভাবন ইতিহাস: ১৮৩৩ সালে ইংল্যান্ডে চার্লস ব্যাবেজ কম্পিউটার উদ্ভাবন করেন—তা ছিল প্রথম যুগের কম্পিউটার। তাকে উন্নত করার চেষ্টা করেন হারমান হলারিং, গ্রেস হপার প্রমুখ।১৯৪৬ সালের কাছাকাছি সময়ে প্রথম স্বয়ংক্রিয় ইলেকট্রনিক কম্পিউটার তৈরি হয়। পাঁচের দশকে কম্পিউটার নিয়ে গবেষণার সাফল্যের তৃতীয় পর্যায়ের সূচনা চতুর্থ পর্যায়ে ছয়ের দশকে আসে মাইক্রো কম্পিউটার | আর পঞ্চম পর্যায়ের সৃষ্টি সুপার কম্পিউটার অসম্ভব উন্নতমানের এই কম্পিউটার তার বহুমুখী কার্যাবলিতে মানবসভ্যতায় যুগান্তর নিয়ে এসেছে |


কম্পিউটারের গঠন; একটি কম্পিউটার কে দুটি ভাগে ভাগ করা যায়।কম্পিউটারের যান্ত্রিক অংশগুলির যে মিলিত রূপ, তাকে বলা হয় হার্ডওয়্যার। হার্ডওয়্যার কম্পিউটারকে নির্দেশ দেয়, গণনার ফল প্রকাশ করে, তার স্মৃতিভারে সমস্ত তথ্য সঞ্চয় করে রাখে। অন্যদিকে রয়েছে হার্ডওয়্যারের যন্ত্রসমূহ নির্ভুলভাবে পরিচালনা করার প্রােগ্রামসমূহ—তাদের একসঙো বলা হয় সফটওয়্যার |


কম্পিউটারের ব্যবহার। একসময় শুধু গণনার কাজে যে কম্পিউটারের ব্যবহার হত তা এখন রােজকার জীবনের নানারকম প্রয়ােজন মেটাচ্ছে। চিকিৎসাবিদ্যা, শিক্ষা-সহায়তা, শিল্পদ্রব্যের গুণমান নির্ধারণ থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি গবেষণায় কম্পিউটার আজ অনিবার্য। চালু হয়েছে ই-গভর্নেন্স, ইব্যাংকিং—যা মানুষের কাছে বিভিন্ন পরিসেবাকে সহজে পৌঁছে দিয়েছে| রেল বা প্লেনের আসন সংরক্ষণ, টেলিফোন বা ইলেকট্রিক বিলপ্রদান ইত্যাদির মধ্য দিয়ে কম্পিউটার দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রােতভাবে জড়িয়ে পড়েছে |


উপসংহার: জীবনের যে-কোনাে ক্ষেত্রই আজ কম্পিউটার ছাড়া অচল।একে বাদ দিয়ে একুশ শতকে মানুষের এগিয়ে চলা সম্ভব নয়। তাই সরকার বিভিন্ন স্কুলে কম্পিউটার সাক্ষরতা প্রকল্প শুরু করেছে। সবমিলিয়ে বিজ্ঞানের এই বিস্ময়কে মানুষ সাদরে গ্রহণ করেছে |


অনুসরণে দেখা যায়

আধুনিক জীবনে কম্পিউটার


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url