WBP Practices set ।WBP Important Question in Bengali

 



1, মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাস হল-

(a) ঝাঁসির রানী

(b) অরণ্যের অধিকার

(c) হাজার চুরাশির মা 

(d) বেনে বউ


2. কার্ল মার্কস রচিত “কমিউনিস্ট ম্যানিফেস্টো”কবে প্রকাশিত হয়—

(a). 1848

(b) 1860

(c) 1875

(d) 1993 সালে


3. “মহাত্মা গান্ধী” সেতু কোন নদীর উপর নির্মিতয়েছিল—

(a) গঙ্গা

(b) কাবেরী

(c) মহানদী

(d) গােদাবরী


4. বিপর্যয় লঘুকরন দিবস কবে পালিত হয়—

(a) 10 ই সেপ্টেম্বর 

(b) 10 ই অক্টোবর .

(e) 10 ই নভেম্বর 

(d) 10 ই ডিসেম্বর


5. দাবানলের দেশ বলা হয়-

(a) ব্রাজিলকে

(b) অস্ট্রেলিয়াকে

(e) কানাডাকে 

(d) জাপানকে


6. জীববৈচিত্র্যে পৃথিবীতে ভারতের স্থান

(a) অষ্টম

(b)দশম

(c) নবম

(d) একাদশ



7. কাবেরী নদীর জলবন্টনগত বিরােধ রয়েছে-

(a) কর্নাটক ও কেরালা 

(b) কর্নাটক ও গােয়া

(c) কাটক ও তামিলনাড়ু

(d) অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা


৪. সম্প্রতি কোন দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের নামেরস্তার নামকরন হয়েছে

(a) ইটালি

(b) ফ্রান্স

(c) রাশিয়া

(d) ইজরায়েল


9. প্রথম বাইনারী সিস্টেম চালু করেন-

(a) টমাস হ্যারিয়ট

(b) টমাস অ্যাডিসন

(c) রবাট টেলর

(d) বিল গেটস


10. আজুরী বলতে কোন দেশের ফুটবল দলকেবােঝায়-

(a) ফ্রান্স

(b) ইটালি

(C) উরুগুয়ে

(d) কোরিয়া


11, অতিবেগুনি রশ্মি প্রথম পর্যবেক্ষন করেন—

(a) জন উইলহেনস রিটার

(b) টমাস হ্যারিট

(C) স্লেনবি

(d) ডবসন


12, পৃথিবীতে সবচেয়ে বেশি ইউরেনিয়াম -এর সঞ্চয় ভাণ্ডার আছে-

(a) দক্ষিন আফ্রিকা

(b) ব্রাজিল

(C) অস্ট্রেলিয়া

(d) ইজরায়েল


13, সবচেয়ে বেশী শক্তিশালী আলাে হল-

(a) লাল আলাে 

(b) সবুজ আলাে

(c) নীল আলাে 

(d) বেগুনি আলাে


14. এলিফ্যান্টপাস অবস্থিত

(a) পাকিস্তানে

(b) শ্রীলঙ্কায়

(c) মায়ানমারে

(d) মালদ্বীপে


15, রােলাঁ গারাে কোন খেলার সাথে যুক্ত

(a) ব্যাডমিন্টন

(b) টেনিস

(c) হকি

(d) টেবিল টেনিস


16. পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী ছিলেন—

(a) প্রফুল্লচন্দ্র সেন

(b) অজয়কুমার মুখার্জী

(C) বিধানচন্দ্র রায় 

(d) প্রফুল্লচন্দ্র রায়



17. পৃথিবীর সবচেয়ে বেশি লােক কথা বলে যে

ভাষায়

(a) ইংলিশ

(b) রাশিয়ান

(c) মান্দারিন

(d) হিন্দি


18. ডিম উৎপাদন বৃদ্ধিকে বলে—

(a) গােলাকার বিপ্লব 

(b) রূপালি বিপ্লব

(c) বাদামী বিপ্লব

(d) গােলাপি বিপ্লব


19, “গনেশজননী” চিত্রকলা কার আঁকা-

(a) গগনেন্দ্রনাথ ঠাকুর 

(b) নন্দলাল বসু

(C) যামিনী রায় 

(d) অবনীন্দ্রনাথ ঠাকুর


20, পৃথিবীতে কোন ফলের চাষ সর্বাধিক করা হয়—

(a) আপেল

(b) আঙুর

(c) কমলালেবু

(d) কলা


21. কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি

ছিলেন—

(a) কুলাচরন দাশগুপ্ত 

(b) ফনিভূষন চক্রবর্তী

(c) শঙ্করপ্রসাদ মিত্র 

(d) হিমাংশু কুমার বসু


2. প্রথম কমনওয়েলথ কবে আয়ােজিত হয়—

(a) 1927

(b) 1930

(C) 1949

(d) 1951


23, 2016 এর রিও অলিম্পিক কততম অলিম্পিক

(a) 3০ তম

(b) 31 তম

(c) 32 তম

(d) 33 তম


24, আত্মনির্ভর ভারত 3.0 এর মাধ্যমে কটি প্রকল্পের সূচনা করল কেন্দ্রীয় সরকার

(a) 10 টি

(b) 11 টি

(c) 12 টি

(d) 13 টি


25, “বর্তমান ভারত” প্রথম প্রকাশিত হয়—

(a) অমৃতবাজার পত্রিকায়

(b) সঞ্জীবনী পত্রিকায়

(C) উদবােধন পত্রিকায় 

(d) বেঙ্গলী পত্রিকায়


26. ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত।

(a) কলকাতায়

(C) দিল্লীতে

(d) সিমলায়

(b) দেরাদুনে


27. গিনীজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড প্রথম প্রকাশিত হয়

(a) 1950

(b) 1954

(c) 1960

(d) 1964 সালে


28, ভারতের বৃহত্তম ঔষধিশালা অবস্থিত।

(a) কলকাতায় 

(b) লক্ষ্মেীয়ে

(c) মুম্বাইতে

(d) কোয়েম্বাটুরে

in-top: 0pt; text-align: justify;">

29. ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান অবস্থিত

(a) মনিপুরে 

(b) দিসপুরে

(C) বিলাসপুরে

(d) লেয়ালামপুরে


30. ভারতের সবচেয়ে প্রাচীন বাদ্যযন্ত্রটি হল—

(a) বাঁশি

(b) বলা

(c) সেতার

(d) বীনা


31. বেঙ্গল স্কুল অফ আর্টের পথিকৃৎ হলেন—

(a) নন্দলাল বসু 

(b) যামিনী রায়

(c) রামকিঙ্কর বেইজ 

(d) অবনীন্দ্রনাথ ঠাকুর


32. ভারতের অন্তর্বাহিনী নদী হল—

(a) ঘাঘর

(b) রূপনগর

(c) মেধা

(d) সবকয়টি


33. গরুমারা অভয়ারন্য কোন নদীর তীরে অবস্থিত

(a) জলঢাকা

(b) তাের্সা

(c) কালজানি

(d) রায়ডাক


34. বাঁকুড়া শহর কোন নদীর তীরে অবস্থিত

(a) গন্ধেশ্বরী

(b) ধলকিশাের

(c) মহানন্দা

(d) a ও b উভয়ই


35. আগামী উপজাতি কোথায় দেখা যায়

(3) অরুনাচল প্রদেশ 

(b) মনিপুর

(c) মেঘালয়

(d) নাগাল্যাণ্ড


36. তুলসী দাসের লেখা গ্রন্থ—

(a) রামচরিত মানস

(b) গীতাবলী

(c) জনকী মঙ্গল

(d) সবকয়টি


37. “ভারতের ইতিহাসের জলবিভাজিকা” বলা হয় কোন ঘটনাকে

(a) সাঁওতাল বিদ্রোহ 

(b) সিপাই বিদ্রোহ

(c) ভারতছাড় আন্দোলন

(d) বঙ্গভঙ্গ বিরােধী আন্দোলন


38, Eighteen Fifty Seven' কার লেখা

(a) উঃ সুরেন্দ্রনাথ সরকার

(b) ড. সুরেন্দ্রনাথ সেন

(c) রমেশচন্দ্র মজুমদার 

(d) লালা লাজপত রায়


39. ভাইটালিস্টিক মতবাদ দেন-

(a) জগদীশ চন্দ্র বসু 

(b) মরগ্যান

(c) ডারউইন

(d) মেঘনাদ সাহা


40. ভারতের সংসদ ভবনটির উদ্বোধন করেন-

(a) লর্ড হাডি 

(b) হাডিঞ্জ ।

(C) লর্ড আরউইন 

(d) লর্ড ওয়াভেল


41. গনপরিষদের প্রথম অধিবেশনে উপস্থিত সদস্য সংখ্যা হল-

(a) 292

(b) 211

(c) 284

(d) 264


42. সম্পত্তির অধিকারটি বর্তমানে সংবিধানের কত ধারায় সাধারন আইন হিসাবে অন্তর্ভুক্ত করা

হয়েছে-

(a) 32A

(b) 300A

(c) 31

(d) 311A


43. নীচের কোন রাষ্ট্রপতি ভারতরত্ব পেয়েছেন

(a) প্রণব মুখােপাধ্যায় 

(b) জাকির হােসেন

(c) রাজেন্দ্র প্রসাদ 

(d) সবকয়জনই


44. ভারতে জাতীয় জরুরী অবস্থা জারি হয়েছিল

(a) 1962 সালে 

(b) 1971 সালে

(c) 1975 সালে 

(d) সবকয়টি ঠিক


45. GST লাগু হয় কত তম সংবিধান সংশােধনীর মাধ্যমে

(a) 100 তম

(b) 101 তম

(c) 102 তম 

(d) 103 তম


46. প্রাচীনতম কম্পিউটার ভাষা হল-

(a) FORTRAN

(b) COBOL

(C) BASIC

(d) C


47. ভলিবল খেলার উৎপত্তি হয়-

(a) মার্কিন যুক্তরাষ্ট্র

(b) কানাড়া

(c) ফ্রান্স

(d) ব্রিটেনে


48, “পশ্চিমবঙ্গের সংস্কৃতি” কার লেখা-

(a) বিনয় ঘােষ

(b) বিমল মিত্র

(c) সুকুমার সেন 

(d) রানী চন্দ


49. ধ্যানচাঁদ পুরস্কার দেওয়ার সূচনা হয়—

(a) 1995

(b) 2002

(c) 1991

(d) 1961


50. কৈলাস সত্যাধী শান্তির জন্য কত সালে নােবেল পান=

(a) 2009

(b) 2014

(c) 2002

(d) 2015.


গনিত

নির্দেশ-51-৪০


51. দুটি সংখ্যার যােগফল ও বিয়ােগফল যথাক্রমে 14 এবং 10 হয় তবে সংখ্যা দুটির গুণফল কত?

(a) 20

(b) 2

(c) 24

(d) 18


52. 180 টি বিস্কুট 70 জন ছাত্র ও ছাত্রীদের মধ্যে

এমন ভাবে বন্টন কর যাতে প্রতিটি ছাত্র ও ছাত্রী

যথাক্রমে 2, এবং 3 টি করে বিস্কুট পায়, তবে

ছাত্রী সংখ্যা কত?

(a) 30 জন

(b) 40 জন

(c) 50 জন

(d) 45 জন


53. একটি পরীক্ষায় 37.5% ছিল মহিলা, পুরুষদের 75% এবং মহিলাদের 62.5% পাশ করেছিল এবং 342 জন মহিলা ফেল করেছিল, তাহলে কত জন পুরুষ ফেল করে ছিল—

(a) 370 জন 

(b) 350 জন

(c) 390 জন 

(d) 400 জন


54. সুদীপ একটি কাজ 15 দিনে করে এবং রাজদীপ সুদীপের থেকে 50% অধিক দক্ষ হলে রাজদীপ ঐ কাজটি কতদিনে শেষ করবে?

(a) 14 দিন

(c) 10 দিন

(d) 8.5দিন

(b) 12 দিন


55. একটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত4: 5 যদি 50 জন ছাত্রী অন্য স্কুলে চলে যায় তাহলে ছাত্র-ছাত্রী অনুপাত হয় 6 : 7 সুতরাং,

স্কুলের ছাত্র সংখ্যা কত ছিল?

(a) 600 জন

(b) 750 জন

(c) 1200 জন 

(d) 1500 জন


56. কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 672 এবং 3 বছরে 714 টাকা হয়। বার্ষিক সুদের হার

(a) 5%

(b) 6.25%

(c) 6.75%

(d) 7%


57. একটি নল দিয়ে 3 ঘন্টায় ঐ চৌবাচ্চা খালি হয়।তবে সেই একই নল দিয়ে কত সময়ে ঐ

চৌবাচ্চার 2/3 অংশ খালি হবে?

(a) ৪ ঘন্টায়

(b) 5 ঘন্টা

(c) 3 ঘন্টা

(d) 2 ঘন্টা


58, কোন একটি দ্রব্য 440 টাকার পরিবর্তে 450

টাকায় বিক্রি করলে যদি 5% লাভ হয় তবে

দ্রব্যটির ক্রয় মূল্য কত?

(a) 100 টাকা

(b) 200 টাকা

(c) 225 টাকা

(d) 250 টাকা


59. এক বিক্রেতা 350 টাকায় 100 টি কলা কিনে প্রতি ডজন 48 টাকায় বিক্রি করলে তার লাভের

পরিমান কত?

(b) 152

(a) 14%

(c) 15%, 

(3) 133%


60. একটি বাড়ির দামের 2/7 অংশের মূল্য 2800 টাকা  হলে বাড়িটির দাম কত?

(a) 98,OOOO টাকা 

(b) 9,80,000 টাকা

(c) 12,80,000 টাকা 

(d) 8,80,000 টাকা


61. দুটি সংখ্যার পার্থক্য 1660। যদি একটি সংখ্যার 7.5% অপর সংখ্যাটির 12.5% হয়, সংখ্যা দুটি কি কি

(a) 2490, 4150

(c) 1430, 3150

(b) 2650, 4310

(d) 3640, 5300


62. শতকরা হারে প্রকাশ কর:27/4

(a) 625%

(b) 575%

(c) 125%

(d) 175%


63. 20 লিটার মিশ্রনে দুধ ও জলের অনুপাত 3:1।এই মিশ্রনে কত দুধ মিশালে দুধ এবং জলের

অনুপাত হবে 4:1

(a) 4 লিটার

(b) 5 লিটার

(c) 6 লিটার

(d) 7 লিটার


64. 200 মিটার দৌড় প্রতিযােগিতায় রাম, শ্যামকে 35 মিটার বা 7 সেকেন্ডে পরাজিত করে তবে রাম কত সময়ে দৌড় শেষ করবে?

(a) 40 সেকেন্ড 

(b) 35 সেকেন্ড

(c) 47 সেকেন্ড 

(d) 33 সেকেন্ড


65. আসল ও বার্ষিক সুদের অনুপাত 24 : 1 হলে

বার্ষিক সুদের হার কত?

(a) 5.16%

(b) 4.16%

(c) 725%

(d) 8%


66. মানচিত্রের স্কেল 1:40,000 হলে যে রাস্তার প্রকৃত দৈর্ঘ্য 6.4 কিমি, মানচিত্রে তার মাপ কত হবে?

(a) 40 সেমি

(b) 18 সেমি

(C) 20 সেমি

(d) 24 সেমি


67. দুটি সংখ্যার গুণফল 24, বড়ােটি ছােটো সংখ্যার 1.5গুণ বড়ো সংস্থাটি কত?

(a) 4

(b) 6

(c) 8

(d) 3


68. 14 বছর আগে একজনের বয়স তার ছেলের বয়সের ছয় গুন ছিল।  তাদের বর্তমান বয়সের যোগফল 70 বছর হলে। লোকটির বর্তমান বয়স কত হবে ?

(a) 46 বছর।

(b) 40 বছর।

(c) 45 বছর। 

(d) 50 বছর।


68. একটি কলম 20 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করলে শতকরা কত ভাগ লাভ হবে ?

(a) 34

(b) 25

(c) 26

(d) 20


70. একটি বিধানসভা কেন্দ্রের ভোটাররা 80% ভোট দিয়েছে এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  তিনি মোট ভোটের শতকরা কত পেয়েছেন ?

(a) 75

(b) 52

(c) 55

(d) 57


71. 11100 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্নবর্গ সংখ্যা হবে ?

(a) 37

(b) 125

(c) 75

(d) 95


72. A থেকে একটি লোক সাইকেলে B তে ঘন্টায় 10 km বেগে গেল। যদি 12 km বেগে যেতো তার 2 ঘন্টা কম সময় লাগত।  A থেকে B এর দূরত্ব কত ?

(a) 140 km

(b) 100 km

(c) 90 km

(d) 120 km


73. এক বিদ্যালয়ের নবম শ্রেণীর যত জন ছাত্র ছিল প্রত্যেকে তত 10 পয়সা হিসাবে চাঁদা দিয়ে মোট চাঁদা তুলল 448.90 টাকা ঐ শ্রেণীতে ছাত্র সংখ্যা কত ?

(a) 67

(b) 63

(c) 87

(d) 73


74. চিনির দাম 20 শতাংশ বেড়ে গেল।  খরচ একই রাখতে হলে চিনির ব্যবহার কত কমাতে হবে ?

(a) 40%

(b) 18%

(c) 10%

(d) 50/3%


75. যদি 2/3A = B এর 75% হয় তবে A : B = ?

(a) 10 : 11

(b) 8 : 9

(c) 9 : 8

(d) 1 : 1


76. কোন পরীক্ষায় 60% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে এবং 70% পরীক্ষার্থী অঙ্কে পাশ করে। ওই পরীক্ষাতে 20% উভয় বিষয়েই ফেল করে।  যদি ওই পরীক্ষাতে উভয় বিষয়ে 2,500 পরীক্ষার্থী পাশ করে তবে কত জন পরীক্ষার্থী ছিল ?

(a) 6000

(b) 3000

(c) 5000

(d) 3500


77. দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের বিয়োগফল 13 হলে সংখ্যা দুটির গুণফল কত ?

A) 325

B) 315

C) 104

D) 114

 

78. A একটি কাজ 30 দিনে এবং B ওই কাজটি 40 দিনে করতে পারে। তবে A ও B একত্রে কাজটি কতদিনে করবে ?

A) 17 দিন

B) 120/7 দিন

C) 27 দিন

D) এদের কোনোটিই নয়

 

79. যদি কোন দ্রব্য বিক্রি করে 25/2% ক্ষতি হয় তবে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে?

A) 8 : 7 

B) 5 : 8 

C) 6 : 7 

D) 3 : 8

 

80. যদি (125)x = 3125 হয় তাহলে x এর মান কত ?

A) 3/5

B) 1/5

C) 5/3 

D) 1/4

 

81. যদি 1²+2²+3³+.........+20²= 2870, তাহলে 2²+4²+6²+..........40²= কত ?

A) 11420

B) 12560

C) 13475

D) 11480

 

82. যদি EGIK = FILO হয়, তবে FHJL =?

(a) GJPM

(b) HGMN

(c) GJMP

(d) GMJO

 

৪3, ম্যাগাজিন : এডিটর :: নাটক : ?

(a) নায়ক

(b) নায়িকা

(c) সংগীত

(d) নির্দেশক

 

84. সুদীপ বলল, “সায়কের মা আমার মায়ের একমাত্র কন্যা” তহলে সুদীপ সায়কের কে হয় ?

(b) মামা

(c) বাবা

(a) দীপু

(d) ভাই

 

85. যদি পেন হয় পেপার, পেপার হয় রবার, রবার হয় মােজা, মােজা হয় স্কেল, তবে কীসের ওপর লেখা হয়?

(a) পেপার

(b) রবার

(c) পেন

(d) স্কেল

 

86. কোনটি বেমানান?

(a) মথুরা

(b) হরিদ্বার

(c) বারানসী

(d) নাগপুর

 

87. পাঁচ বন্ধু একসঙ্গে বসে তাস খেলছে। প্রবীর প্রিতমের বাঁদিকে, সুজয় বিকাশের ডানদিকে, এবং বিকাশও সুবীরের মাঝে বসেছে। সুৰীরের ডানদিকে কে বসেছে?

(a) সুজয়

(c) সুবীর

(b) প্রিতম

(d) প্রবীর

 

88.লুপ্তলু সংখ্যাটি নির্ণয়র্ণ করুন: 2,4,16,96,?,7680 

a) 758 

b) 760 

c) 768 

d) 770


 89. লুপ্তলু সংখ্যাটি নির্ণয়র্ণ করুন: 5,11,21,43,53,107,?

a) 117 

b) 120 

c) 127

d) 130 


90. লুপ্তলু বর্ণদলর্ণ নির্ণয়র্ণ করুন: PMU, QNU, ROW, ?

a) SXP

b) SQX 

c) SPX

d) PSX 


91. লুপ্তলু বর্ণদলর্ণ নির্ণয়র্ণ করুন: AZ, CX, FU, ?

a) IR 

b) IV

c) JQ 

d) KP


92. বেমানান শব্দটি চিহ্নিত করুন

a) মাসি 

b) পিসি

c) ঠাকুরদা 

d) কাকা 


93. 30 : 42 :: 56 : ? 

a) 68 

b) 70 

c) 72 

d) 76


 94. কোনো নিয়ম অনুযা নু য়ী STAR-এর সংকেত TUBS হলে, ওই নিয়ম অনুযা নু য়ী FISH-এর সংকেত কী হবে? 

a) GHIT 

b) GJTI 

c) HGIT 

d) GTJI 


95. যদি মাসের তৃতীয় দিন সোমবার থাকে তবে ২১তম দিনের পরের চতুর্থ দিনটি কি বার হবে ? 

ক) সোমবার 

খ) মঙ্গলবার 

গ) বুধবুবার 

ঘ) শুক্রবার 



96. বেমানান শব্দটি চিহ্নিত করুন: 

a) টরিসেলি 

b) আর্কিমিডিস 

c) মেন্ডেল 

d) বয়েল


97.একজন পুরুষ মানুষনুকে উদ্দেশ্য করে এক মহিলা বললেন, ‘ওই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে’; মহিলাটি পুরুষটির কে হন? 

a) মা 

b) মেয়ে 

c) ভাইঝি 

d) পিসি 


98.আমীরকে দেখিয়ে মুনমুন বলল, ‘তার ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র’;  মুনমুন আমীর এর কে হন?

a) কাকিমা 

b) বোন

c) মা 

d) ঠাকুরমা 


99. কোনো ঘড়িতে রাত তিনটে বাজার সময়ে ঘন্টার কাঁটাটি দক্ষিন-পশ্চিম দিকে থাকলে, ওই ঘড়িতে সকাল ৭:৩০ বাজার সময়ে মিনিটের কাঁটাটি কোন দিকে থাকবে? 

a) উত্তর 

b) দক্ষিন 

c) উত্তর-পশ্চিম 

d) দক্ষিন-পূর্ব 


100.Animals : Zoo :: Books : ? 

ক) Book Shop 

খ) Museum 

গ) Library  

ঘ) University 


1. চাঁদ থেকে পৃথিবীর আকাশের রঙ কেমন লাগে?

(a) নীল

(b) বাদামী

(c) কালাে

(d) সবুজ


2. ডায়নামাে আবিষ্কার করেন

(a) টমাস এডিসন 

(b) মাইকেল ফ্যারাডে

(c) কে. ফ্রাঙ্ক

(d) জন লােগী বেয়ার


3. জলদাপাড়া অভয়ারণ্যটি বিখ্যাত

(a) পাখিদের জন্য 

(b) ভারতীয় হাতির জন্য

(c) একশৃঙ্গ গন্ডারের জন্য 

(d) বাঘেদের জন্য


4.পতাকা উল্টোভাবে তােলাটি বর্ণনা করে-

(a) বিপর্যয়

(b) জাতীয় শােক

(c) শশাকের চিহ্ন

(d) বিচার


5. বাবরের আত্মজীবনী ‘বাবরনামা’ প্রথম কোন ভাষায় লেখা হয় ?

(a) ইংরেজি

(b) আরবি

(c) ফার্সি

(d) তুর্কি

6. ‘দক্ষিণ ভারতের ম্যানচেস্টার’ কাকে বলা হয় ?

(a) কোয়েম্বাটুর

(c) আমেদাবাদ

(b) জয়পুর

(d) নাগপুর


7. ব্ল্যাক ফুট, রােগ কোন দূষণের জন্য হয় ?

(a) লেড

(b) ফ্লুরাইড

(c) আর্সেনিক

(d) ক্যাডমিয়াম


8. ধুনা আসলে কী?

(a) উপক্ষার

(b) রজন

(c) তুরক্ষীর

(d) র্র্যাফাইড


10. রাজ্যসভার সদস্যদের কার্যকাল হল-

(a) 3 বছর

(b) 4 বছর

(c) 5 বছর

(d) 6 বছব



11. রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত বিরােধ দেখা দিলে কে তা নিষ্পত্তি করেন?

(a) সংসদ

(b) নির্বাচন কমিশন

(c) সুপ্রীম কোর্ট 

(d) হাইকোর্ট


12. যে পণ্যের ক্ষেত্রে আমদানি ব্যয় সবচেয়ে বেশি সেটি হল-

(a) লৌহ ও ইস্পাত 

(b) খাদ্যশস্য

(c) অশােধিত খনিজ তেল 

(d) সার




13. কোন সংশােধনীতে চারটি ভাষা যােগ করে মােট 22টি ভাষা সংযুক্ত হয় অষ্টম তপসিলে?

(a) 90তম

(b) 91তম

(c) 92তম

(d) 93তম


14, Indomitable Spirit'-এর রচয়িতা হলেন-

(a) ঝুম্পা লাহিড়ী

(b) খুশবন্ত সিং

(c) রাজমােহন গান্ধী

(d) ডঃ এ. পি. জে. আব্দুল কালাম


15. ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল?

(a) সারনাথ

(b) সাচি

(c) বুদ্ধগয়া

(d) দেওঘর


16. ‘লােকহিতবাদী’ নামে পরিচিত হল-

(a) স্বামী বিবেকানন্দ

(b) গােপালকৃয় গােখলে

(c) গােপালহরি দেশমুখ 

(d) ঋষি অরবিন্দ



18. কনিষ্ককে বৌদ্ধধর্মে দীক্ষিত করেছিলেন

(a) বসুমিত্র

(b) অশ্বঘােষ

(c) নাগার্জুন

(d) পার্শ্বনাথ


19. গােরসপ্পা’ জলপ্রপাত কোন নদীর ওপর

অবস্থিত?

(a) সিন্ধু

(b) সরাবতী

(c) গােদাবরী

(d) পেন গঙ্গা


20. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

(a) কলসুবাই

(b) গোপালেতা

(c) আনাইমুদ

ি

(d) গুরুশিখর


21. কোন ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য শকাব্দ প্রবর্তিত হয় ?

(a) কণিষ্কের জন্ম

(b) কণিষ্কের সিংহাসন আরােহণ

(c) কণিষ্কের মৃত্যু

(d) উপরােক্ত কোনটিই নয়


22. কে বর্তমান শাক্যমুনি’ নামে অভিহিত ছিল?

(a) অশােক

(b) কণিষ্ক

(c) হর্ষবর্ধন

(d) হিউয়েন সাঙ


23. কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন ?

(a) আকবর

(b) জাহাঙ্গীর

(c) শাহজাহান 

(d) ঔরঙ্গজেব


24. কত খ্রিষ্টাব্দে ইংরেজদের সঙ্গে রণজিৎ সিং-এর অমৃতসরের চুক্তি হয়েছিল ?

(a) 1807

(b) 1809

(c) 1811

(d) 1813


25. ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য হিসেবে কে মনােনীত হন?

(a) জে এল নেহেরু 

(b) দাদাভাই নৌরজি

(c) এম. কে. গান্ধি

(d) এঁদের কেউই নন


26. কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন?

(a) লর্ড কর্ণওয়ালিশ

(b) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

(c) লর্ড রিপন

(d) লর্ড কার্জন


27. ‘ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় কত সালে?

(a) 1870 খ্রিঃ

(b) 1874 খ্রিঃ

(c) 1876 খ্রিঃ

(d) 1878 খ্রিঃ


28. কত সালে ক্রিপস্ মিশন ভারতে আসে?

(a) 1938

(b) 1940

(c) 1942

(d) 1937



30. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃণ কোনটি?

(a) দোদাবেতা

(b) মহেন্দ্রগিরি

(c) ধূপগড়

(d) অমরকন্টক


31. নাসিক কোন নদীর তীরে অবস্থিত?

(a) গােদাবরী

(c) কাবেরী

(d) লুনি

(b) কৃয়া


32. ভারতে প্রথম সূর্যোদয় ঘটে কোথায়?

(a) পাঞ্জাব রাজ্যে 

(b) আসাম রাজ্যে

(c) অরুণাচল রাজ্যে 

(d) ত্রিপুরা রাজ্যে


33. রবার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

(a) কেরল

(b) কর্ণাটক

(c) তামিলনাড়ু 

(d) অন্ধ্রপ্রদেশ


34. সিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

(a) বিহার

(b) ঝাড়খন্ড

(c) ওড়িশা

(d) ছত্তিশগড়


35. ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি ?

(a) NH3

(b) NH7

(c) NH47A

(d) NH11


36. কোন শিল্পকে ‘উদীয়মান শিল্প’ বলা হয় ?

(a) পাট

(b) কার্পাসবয়ন

(c) মােটরগাড়ি নির্মাণ 

(d) পেট্রোরসায়ন


37. কততম সংবিধান সংশােধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয় ?

(a) 35 তম

(b) 36 তম

(c) 37 তম

(d) 38 তম


40. ‘বিহু নাচ’ ভারতবর্ষের কোন রাজ্যের বিশিষ্ট নৃত্য ?

(a) অন্ধ্রপ্রদেশ

(b) অসম

(c) কেরালা

(d) রাজস্থান


41. 2018 সালের 12 তম আই. সি. সি অনুর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেট কোন দেশ জিতেছে?

(a) অস্ট্রেলিয়া 

(b) নিউজিল্যান্ড

(c) ওয়েস্ট ইন্ডিজ 

(d) ভারত


42. প্রথম রেলওয়ে জোন হিসাবে কোন রেলওয়ের সমস্ত স্টেশনে 100% LED আলাের ব্যবস্থা করা হয়েছে?

(a) সাউথ সেন্ট্রাল রেলওয়ে

(b) নর্দান রেলওয়ে

(c) ইস্টার্ণ রেলওয়ে

(d) ওয়েস্টার্ণ রেলওয়ে


43. প্রতি বছর বিশ্ব ক্যানসার দিবস কবে পালিত হয় ?

(a) 19 ফেব্রুয়ারী 

(b) 4 ফেব্রুয়ারী

(c) 12 ফেব্রুয়ারী 

(d) 17 জানুয়ারী


44. ‘স্টেথােস্কোপ’ যে ঘটনার ব্যবহারিক প্রয়ােগ তা হল

(a) শব্দের অনুরণন

(b) শব্দের প্রতিফলন

(c) শব্দের প্রতিসরণ 

(d) কোনটিই নয়


45. কোন কোশ অগানু প্রােটিন সংশ্লেষে সাহায্য করে ?

(a) মাইটোকন্ড্রিয়া

(b) এন্ডােপ্লাজমিক রেটিকিউলাম

(c) সেন্ট্রোজোম

(d) রাইবােজোম


46. বিসমাথ (Bi) হল একটি

(a) ধাতু

(b) অধাতু

(c) ধাতুকল্প

(d) বিরলমৌল


47. একটি আবদ্ধ পাত্রে কোনাে আদর্শ গ্যাসের আয়তন এবং তাপমাত্রা (K) দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ কীরূপ হবে?

(a) অপরিবর্তিত থাকবে 

(b) দ্বিগুণ হবে

(c) এক-চতুর্থাংশ হবে

(d) চারগুণ


48. নিম্নোক্ত কোনটি একটি কোলয়েড দ্রবণ ?

(a) রজন

(b) দুধ

(c) রং

(d) সবগুলিই

1. ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী কে?

(a) মেহেবুব খান 

(b) সত্যজিৎ রায়

(c) ভানু আথাইয়া

(d) এ. আর. রহমান


2. ‘দ্বিতীয় পরশুরাম’ উপাধিটি কার ?

(a) কনিষ্ক

(b) অতীশ দীপঙ্কর

(c) মিহিরকুল

(d) মহাপদ্ম নন্দ


3. ভারতের ইতিহাসে 1943 খ্রীঃ নিম্নলিখিত কোন কারণের জন্য বিখ্যাত ?

(a) সুভাষচন্দ্র বসুর গৃহত্যাগ,

(b) ভারতছাড় আন্দোলন

(c) আজাদ-হিন্দ-বাহিনীর গঠন

(d) আজাদ-হিন্দ সেনাদলের বিচার



5. বেগলী পত্রিকার সম্পাদক ছিলেন—

(a) অক্ষয় কুমার দত্ত

(b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(c) শিশির কুমার ঘােষ

(d) বাল গঙ্গাধর তিলক


6. ‘মাংস’ ও ‘টমাটো’ উৎপাদন ‘টমাটো’ উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত হল-

(a) শ্বেতবিপ্লব

(b) হলুদবিপ্লব

(c) বাদামীবিপ্লব

(d) লালবিপ্লব


7. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যসমূহের

ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে?

(a) আমেরিকা

(b) রাশিয়া

(c) আয়ারল্যান্ড 

(d) দক্ষিণ আফ্রিকা

-top: 0pt; text-align: justify;">8.‘সেল’ (SAIL) কতসালে স্থাপন করা হয় ?

(a) 1954 সালে

(b) 1955 সালে

(c) 1960 সালে

(d) 1965 সালে


9.নিয়ােগের সময় রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান কে?

(a) প্রধানমন্ত্রী

(b) প্রাক্তন রাষ্ট্রপতি

(c) ভারতের প্রধানবিচারপতি

(d) উপরাষ্ট্রপতি


10. সাধারণ কথাবার্তাতে শব্দের মাত্রা থাকে সাধারণত

(a) 40 ডেসিবেল

(b) 70 ডেসিবেল

(c) 80 ডেসিবেল

(d) 90-100 ডেসিবেল


11. প্রচণ্ড বিস্ফোরনে কাচের জানালা ফেটে যায়—এটি কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর

(a) আলােকশক্তি থেকে রাসায়নিক শক্তি

(b) তাপশক্তি থেকে রাসায়নিক শক্তি

(c) শব্দশক্তি থেকে যান্ত্রিক শক্তি

(d) যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তি


12. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH-7 কোন স্থান থেকে কোন স্থানে বিস্তৃত?

(a) নিউ দিল্লী-অমৃতসর

(b) দিল্লী-কলকাতা

(c) 'থানে-চেন্নাই

(d) বারানসী-কন্যাকুমারী


13. কোন বিখ্যাত ব্যক্তি ‘দ্য গ্রেটেস্ট' নামে পরিচিত?

(a) উইলিয়াম শেক্সপিয়ার 

(b) ধ্যানচঁাদ

(c) মহম্মদ আলি 

(d) নেপােলিয়ান বােনাপার্ট


14. Ornithology’ হল—

(a) ক্রীড়াবিদ্যা সংক্রান্ত

(b) স্নায়ুতন্ত্র সংক্রান্ত

(c) ফল ও ফলের চাষ সংক্রান্ত বিজ্ঞান

(d) পাখি সংক্রান্ত গবেষণা


15. ‘সিমুক’ কে ছিলেন ?

(a) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা

(b) হর্ষাঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা

(c) কুষান বংশের প্রতিষ্ঠাতা

(d) রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা


16. সিন্ধু সভ্যতার অন্যতম স্থান ‘বনওয়ালী’ বর্তমানে কোথায় অবস্থিত ?

(a) গুজরাট

(b) হরিয়ানা

(c) রাজস্থান

(d) লাহাের


17. "Waiting for the Mahatma' বইটির

লেখক

(a) জওহরলাল নেহেরু 

(b) সলমন রুশদি

(c) শ্রী অরবিন্দ

(d) আর. কে. নারায়ন


18. ‘বিশু’ কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব?

(a) কর্নাটক

(b) ওড়িশা

(c) কেরল

(d) মহরাষ্ট্র


19. আয়তনের দিক থেকে পশ্চিবঙ্গের কোন জেলাটি বৃহত্তম?

(a) উত্তর চব্বিশ পরগনা

(b) দক্ষিণ চব্বিশ পরগনা

(c) বর্ধমান

(d) পূর্ব মেদিনীপুর


20, সরস্বতী নদীর অস্তিত্ব সন্ধানের জন্য নিচের কোন কমিটি তৈরি হয়েছিল?

(a) পি.ভি. কৃয় কমিটি

(b) কে, এস, ভালদিয়া কমিটি

(c) এম. নরসিংহ কমিটি

(d) ডি. চতুর্বেদী কমিটি


21. কিউই কোন দেশের জাতীয় প্রতীক?

(a) নিউজিল্যাণ্ড

(b) ত্রিনিদাদ অ্যাণ্ড টোব্যাগাে

(c) তুরস্ক

(d) বেলজিয়াম


22. ভারতের কোন জেলাটি আয়তনে সবচেয়ে ছােটো ?

(a) মাহে

(b) দিউ

(c) দমন

d) লাক্ষাদ্বীপ


23. কে লিখেছেন ‘Never Gandhi Not Again?

(a) আর কে, নারায়নণ 

(b) উমেশ সাইগল

(c) অরুণ শৌরি 

(d) নরসিমা রাও


24, ‘জহর সাগর বাঁধ’ কোন রাজ্যে অবস্থিত?

(a) রাজস্থান

(b) গুজরাট

(c) মধ্যপ্রদেশ

(d) পাঞ্জাব


25. হিমালয়ের কোন শৃঙ্গটি “The great black”নামে পরিচিত?

(a) কামেট

(b) অন্নপূর্ণা

(c) মাকালু

(d) কাঞ্চনজঙ্ঘা


26. কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে?

(a) 1993 সালে

(b) 1992 সালে

(c) 1991 সালে

(d) 1990 সালে


27. ভারতে জলসেচ সবচেয়ে বেশী হয় ?

(a) কপ ও নলকূপের সাহায্যে

(b) জলাশয়ের সাহায্যে

(c) খালের সাহায্যে

(d) নদীর সাহায্যে


28. জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা (N.T.P.C.) গঠিত হয়েছে?

(a) 1945 সালে

(b) 1950 সালে

(c) 1973 সালে

(d) 1975 সালে


29. এশিয়ার বৃহত্তম মহানগর কোনটি?

(a) সাংহাই

(b) মুম্বাই

(c) কলিকাতা

(d) টোকিও


30. গৌতম বুদ্ধের পিতার নাম কী ছিল?

(a) শুদ্ধোদন

(b) শাক্য

(c) বােধিস্বত্ব

(d) সিদ্ধার্থ


31. ‘নিউ ইণ্ডিয়া’ পত্রিকার প্রকাশক কে?

(a) অ্যানি বেসান্ত 

(b) শ্যামাজী কৃয়বর্মা

(c) রুস্তম কামা

(d) রাসবিহারী বসু


32. ‘ইণ্ডিয়ান ইন্ডিপেন্ডেস লীগ’ কে গঠন করেন ?

(a) মানবেন্দ্রনাথ রায়

(b) মৌলনা আবুল কালাম আজাদ

(c) রাসবিহারী বসু

(d) বল্লভ ভাই প্যাটেল


33. ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে নুন্যতম বয়স কত হওয়া দরকার?

(a) 25 বছর

(b) 30 বছর

(c) 40 বছর

(d) 35 বছর


34. সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে?

(a) পঞম

(b) প্রথম

(c) তৃতীয়

(d) চতুর্থ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now