ভারতীয় সংবিধানের ধারা সমূহ 1-395। List of 395 Article of the Indian Constitution in Bengali

 

ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ আর্টিকেল বা অনুচ্ছেদ পিডিএফ।
ভারতের সংবিধানে গুরুত্বপূর্ণ আর্টিকেল বা অনুচ্ছেদ পিডিএফ।ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা PDF

Hello Dear ,

   আজ আমি আপনার সাথে ভারতের সংবিধানে গুরুত্বপূর্ণ আর্টিকেল বা অনুচ্ছেদ PDF করছি। আগত  যেকোনো competitive examএর বা Wbcs,SSC,TET,RRB NTPC, Group-D এর  পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ টি আপনাদের খুব সাহায্য করবে।  তাই সময় নষ্ট না করে নীচের লিঙ্কটিতে ক্লিক করে List of constitution of India Important Articles in Bengali pdf সম্পূর্ণ ফ্রি পিডিএফ ফাইল সংগ্রহ করুন।


*ভারতের সংবিধানে মোট ৪৫০ টির অধিক আর্টিকেল বা অনুচ্ছেদ আছে। ভারতের সংবিধানের যে আর্টিকেল বা ধারাগুলি বিভিন্ন পরিক্ষায় বার বার আসে, শুধুমাত্র সেই আর্টিকেল বা ধারাগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি।


ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ আর্টিকেল বা অনুচ্ছেদগুলি(1-350) এক নজরে দেখে নেওয়া যাক

ধারা (Articles)

ভাৱতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড

(Union and its Territory)


1 নং ধারা:-.ভারতীয় ইউনিয়ন ও ভূখণ্ডগত এলাকা।


2 নং ধারা:- নতুন রাজ্যের সূচনা ও গঠন।


3 নং ধারা:-. রাজ্যের সীমানা পরিবর্তন বা ভূখণ্ডগত এলাকার পরিবর্তন ও রাজ্যের নাম পরিবর্তন।


4 নং ধারা:-.নতুন রাজ্যের সূচনা, রাজ্যের সীমানার পরিবর্তন ইত্যাদির জন্য সংবিধানের প্রথম ও চতুর্থ তফশিলের সংশােধনজনিত ব্যবস্থা।


 নাগরিকতা (Citizenship)

5 নং ধারা:- ভারতীয় সংবিধান চালু বা কার্যকর হবার সময়ে নাগরিকতা সম্পর্কিত বিষয়।


6 নং ধারা:-. যে সমস্ত ব্যক্তি পাকিস্তান থেকে ভারতে এসেছে, সেই সমস্ত ব্যক্তিদের নাগরিকত্ব অধিকার (Rights of citizenship) প্রদান।


7 নং ধারা:-যে সমস্ত ভারতীয় পাকিস্তানে বসবাস করছে, তাদের নাগরিকতানিত অধিকার প্রদান।


8 নং ধারা:- যে সমস্ত ভারতীয় বংশােদ্ভূত (NRI) ব্যক্তি ভারতের বাইরে বসবাস করছে, তাদের বিশেষ

নাগরিকত্বের অধিকার প্রদান।


9 নং ধারা:- সে সমস্ত ব্যক্তি বিদেশী কোনাে রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করেছে তারা ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হবে না।

10 নং ধারা:- নাগরিকদের অধিকার সংক্রান্ত বিষয়।

11 নং ধারা:-পার্লামেট নাগরিকতার বিষয়টি আইন প্রণয়নের দ্বারা নিয়ন্ত্রণ করবে।



মৌলিক অধিকারসমূহ (Fundamental Rights)|


12 নং ধারা:- রাষ্ট্রের সংজ্ঞা ও বর্ণনা।


13 নং ধারা:- মৌলিক অধিকারগুলির সাথে সঙ্গতিহীন আইন অথবা মৌলিক অধিকারগুলিকে খর্ব করে এমন আইন বাতিলযােগ্য।


14 নং ধারা:-.সাম্যের অধিকার।


15 নং ধারা:-জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, জন্মস্থান ইত্যাদি নির্বিশেষে যে-কোন প্রকার বৈষম্যকে

নিষিদ্ধকরণ।


16 নং ধারা:- সরকারী চাকুরীলাভের ক্ষেত্রে সকল নাগরিকদের সমান সুযোগ-সুবিধা প্রদান।


17 নং ধারা:-অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ।

18 নং ধারা:- পদবীগ্রহণ নিষিদ্ধ।


19 নং ধারা:-

(I)বাক্ ও মতামত প্রকাশের অধিকার।

(ii) শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। 

(iii) সমিতি বা সংঘ গঠনের অধিকার।

(iv) ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার

অধিকার। 

(v) ভারতের ভূখণ্ডের যে-কোন

অংশে বসবাস করার অধিকার। 

(vi) যে-কোন বৃত্তি অবলম্বন করার, অথবা যে-কোন উপজীবিকা, ব্যবসা-বাণিজ্য চালানাের অধিকার।


20 নং ধারা:- কোন অপরাধের জন্য নাগরিককে বিধিবহির্ভূত ও অতিরিক্ত শাস্তিপ্রদান করা যাবে না।


20 A নং ধারা:-জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণ।

21 নং ধারা:- প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতিপ্রদান।


22 নং ধারা:- গ্রেপ্তার ও আটক রাখার বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা। কোন ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সত্বর তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে।


23 নং ধারা:- বলপ্রয়ােগের দ্বারা পরিশ্রম করানাে, বেগার খাটানাে নিষিদ্ধকরণ।


24 নং ধারা:- ১৪ বছরের কম বয়স্ক শিশুদের কলকারখানা, খনি বা অন্য কোন বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ।


25 নং ধারা:- সকল ব্যক্তিই সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্মস্বীকার, ধর্মাচরণ এবং ধর্মপ্রচারের স্বাধীনতা ভােগ করবে।


26 নং ধারা:- প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় বা গােষ্ঠী নিজের ধর্মীয় সংগঠন ও কার্যাদি পরিচালনা করতে পারবে।


27 নং ধারা:-ধর্মীয় কারণে কােন ব্যক্তিকে কর দিতে বাধ্য বা যাবে না।


28 নং ধারা:- শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার ক্লাসে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের বিষয়টি তাদের ইচ্ছাধীন।



File Details:-

File Name:-  ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা PDF

File Format:- Pdf

Quality:- High

File Size:-  10Mb

File Location:- Google Drive



Downloadclick Here to Download

Related Posts


A. সমস্ত গুরুত্বপূর্ণ নোটপত্র একত্রে ডাউনলোড করুন click here



Next Post Previous Post
1 Comments
  • CHAYAN das
    CHAYAN das ১৩ জুলাই, ২০২৩ এ ৯:০৬ PM

    নমস্কার স্যার, আমি ঐ ১০ এমবির লেখা সংবিধানের pdf টি নিতে চাই , ওটি কিছু তেই download করতে পারছি না , download করতে গেলে Related Posts এই টা চলে আসছে‌। Please স্যার কিকরে download করতে পারি‌একটু জানাবেন।

Add Comment
comment url

পড়াশোনা বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট পেতে তাড়াতাড়ি

WhatsAp Group Join Now
Telegram Group Join Now