BREAKING

আপনার যা প্রয়োজন এখানে সার্চ করুন

শনিবার, ৩১ জুলাই, ২০২১

30শে জুলাই তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স।30th July Current affairs in Bengali। Daily CA in Bengali।

 

30শে জুলাই তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স।30th July Current affairs in Bengali। Daily CA in Bengali।

আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 30শে জুলাই তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স।পশ্চিমবঙ্গের যেকোনো সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি পরীক্ষা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসে। এই জন্য আমরা চেষ্টা করছে যেসমস্ত ছাত্রছাত্রীরা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছে তাদের জন্য (Daily Current affairs in Bengali pdf) প্রত্যেকদিনের কারেন্ট অ্যাফেয়ার্স  PDF দেওয়ার।


সকল চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সুবিধার্থে প্রতিদিনের বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের সাথে শেয়ার করব। দেখে নেয়া যাক 30/07/2021 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স।

1.বসাভারাজ বোম্বায় কর্নাটকের 23 তম মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন।


2.Intrinsic নামে রোবটিক্স কোম্পানি লঞ্চ করল Alphabet inc প্যারেন্ট কোম্পানি।


3.সম্প্রতি ইউনেস্কো দ্বারা হরপ্পা সভ্যতার এক শহর 'ধোলাভিরা' কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি গুজরাট রাজ্যে অবস্থিত।


4.বৃহস্পতির গ্যানিমিড উপগ্রহে জলীয় বাষ্পের সন্ধান পেল  নাসার হাবেল টেলিস্কোপ।


5. মধ্য প্রদেশ রাজ্য সরকার আদিবাসীদের শান্ত ও জীবিকা উন্নত করার লক্ষ্যে 'Devaranya Scheme'শুরু করেছে।


6.ভারতের প্রথম স্পর্শ ইউনিভার্সিটি তৈরি হতে চলেছে বিহার রাজ্যে।


7. উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী 'MyGov-Meri Sarkar' ওয়েব পোর্টাল লঞ্চ করেছে।


8. নাইজেরিয়া দেশ তার নিজস্ব ক্রিপ্টোকারেন্সি'E-Naira' চালু করার ঘোষণা করেছে।


9.সম্প্রতি 28শে জুলাই বিশ্ব প্রকৃতি দিবস পালিত হয়েছে।

এবারের থিম ছিল- forest and livelihoods: sustaining people and planet.


10.রাশিয়া দেশটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 'নওকা মডিউল' পাঠিয়েছি।


11..অসম রাজ্য সরকার 'Bamboo Industrial Park'এর নির্মাণ করবে।


12.ভারতের প্রথম দ্রুত বৈদ্যুতিন কোভিড টেস্টিং কিট  তৈরি করেছেন IIT Hyderabad.

File Details:-

File Name:-   30 th July Current affairs pdf in Bengali

File Format:- Pdf

Quality:- High

File Size:-  1Mb

PAGE- 1+

File Location:- Google Drive




Download: click Here to Downloa


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Do you have any doubts? chat with us on WhatsApp
আমি আপনাকে কি ভাবে সাহায্য করতে পারি? Skguidebangla is typing ...
আপনি এখানে লিখুন...