একাদশ শ্রেণি জীববিদ্যা মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তর | Class xi Biological Sciences Model Activity task answer in bengali |

মডেল অ্যাক্টিভিটি টাস্ক |একাদশ শ্রেণি জীববিদ্যা (Biological Sciences)|


একাদশ শ্রেণির জীববিদ্যা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরপত্র| class xi biology model activity task solved paper

 [PAPER-I]

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :


১. ট্যাক্সনমির দুটি গুরুত্ব লেখাে। হােমােনিম কী?

:- 

জীব বিদ্যার যে প্রাচীনতম শাখায় জীবের শ্রেণীবিন্যাস ও তার তত্ত্বাবলী সনাক্তকরণ, নামকরণ এবং নামকরণের রীতিনীতি সম্বন্ধে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি / বিন্যাসবিধি বলে।

ট্যাক্সোনমির দুটি গুরুত্ব


 ট্যাক্সোনমির গুরুত্ব (Importance of Taxonomy) :

i) বৈচিত্র্যময় জীবজগতে বর্তমানে বিভিন্ন প্রকার জীবদের সম্পর্কে জ্ঞান আহরণ সহজ হয়। বিভিন্ন গােষ্ঠীভুক্ত জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়।

ii) অগণিত জীবের মধ্যে কোনাে বিশেষ জীবকে শনাক্ত করা যায়।

iii) ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য এবং এই বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়।

(iv) নতুন আবিষ্কৃত কোনাে জীব বা বিশেষ গুরুত্বপূর্ণ কোনাে জীবকে শনাক্ত করা সম্ভব হয়।

(v) ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রােটোজোয়া, কৃমি প্রভৃতি জীব মানুষ, প্রাণী ও অর্থকরী উদ্ভিদের রােগ ঘটায়। ফসল ও গুদামজাত শস্যের ক্ষতিকারক কীটপতঙ্গ, আগাছা প্রভৃতির শনাক্তকরণ; স্বভাব, বাসস্থান সম্বন্ধে জ্ঞান তাদের নিয়ন্ত্রণে সাহায্য করে।

(vi) অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ও ভেষজ উদ্ভিদের সঙ্গে সিস্টেমেটিক্স ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। প্রকৃতপক্ষে ভেষজবিদ্যার সূত্রপাত বিন্যাসবিধি বিশারদগণের (Taxonomists) কাজের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।



◼️হােমােনিম কী?

উত্তর:- একই রাজ্যের অন্তর্ভুক্ত দুটি পৃথক জীবের যদি একই নামকরণ করা হয় এবং নামের বানান ও উচ্চারণ যদি একই হয় তবে তাদের হোমোনিম (Homonym) বলে।

প্রথম দেওয়া নামটি বৈধ বলে গণ্য হবে এবং পরে দেওয়ার নামটি কে পাল্টে দেওয়া হবে। যেমন - Noctus varigata নামে পাখিও পতঙ্গ বর্তমান। এই দুটি হল হমনিম এবং আন্তর্জাতিক নিয়মে সিদ্ধ নয়।



2.অসটিকথিস ও কনড্রিকথিসের মধ্যে পার্থক্য উল্লেখ করাে। ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখাে।



 কনড্রিকথিসঅসটিকথিস

অন্তঃকঙ্কাল

অন্তঃকঙ্কাল তরুণাস্থিনির্মিত।

অন্তঃকঙ্কাল অস্থি-নির্মিত।

বহিঃকঙ্কাল

দেহটি আণুবীক্ষণিক প্ল্যাকয়েড দেহ সাইক্লয়েড বা টিনয়েড বা আঁশ দ্বারা ঢাকা।

দেহটি আণুবীক্ষণিক সাইক্লয়েড বা টিনয়েড বা গ্যানয়েড আঁশ দ্বারা ঢাকা থাকে।

বাসস্থান

সমুদ্রে বসবাসকারী।

সামুদ্রিক বা স্বাদুজলে বা ঈষৎ লবণাক্ত জলে বসবাসকারী।

মুখছিদ্র

মাথাটি অঙ্কীয়-পৃষ্ঠীয়ভাবে চাপা ও মুখছিদ্রটি মাথার অঙ্কদেশে থাকে।

সাধারণত মাথাটি পার্শ্বীয়ভাবে  চাপা ও মুখছিদ্রটি মাথার অগ্রভাগে অবস্থিত।

কানকো

কানকো অনুপস্থিত। 

কানকো উপস্থিত।

ফুলকা

পাঁচ থেকে সাত জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলি পত্রফলক সদৃশ।


কানকো দ্বারা আবৃত চার  জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলি চিরুনি সদৃশ।

পটকা

অনুপস্থিত থাকে

উপস্থিত থাকে

পুচ্ছ পাখনা

হেটেরোসার্কাল প্রকৃতির

হোমোসার্কাল বা ডাইফিসার্কাল প্রকৃতির

নিষেক

অন্ত নিষেক ঘটে

বহিঃনিষেক ঘটে

অবসারণী

অবসারণী উপস্থিত

অবসারণী অনুপস্থিত

উদাহরণ

হাঙ্গর, শংকর মাছ, স ফিস,

রুই-কাতলা, মাগুর ,সিঙ্গী



◼️ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম

উত্তর:-



3.ব্রায়ােফাইটা জাতীয় উদ্ভিদের যেকোনাে চারটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করাে। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটিব্রায়ােফাইটার উদাহরণ দাও।

উত্তর:-(গ্রিক শব্দ: bryo= moss বা মস এবং phyton = plant বা উদ্ভিদ]। বায়ােফ্রাইট বা মসজাতীয় উদ্ভিদের প্রায় 20000 প্রজাতি পৃথিবীতে আছে।


সংজ্ঞা : প্রকৃত মূল, কাণ্ড, পাতা ও সংবহন কলাবিহীন যে অপুষ্পক উদ্ভিদগােষ্ঠীর জীবনচক্রে প্রধান উদ্ভিদদেহটি লিঙ্গধর জনুকে সূচিত করে এবং ফ্ল্যাজেলাযুক্ত শুক্রাণু জলের মাধ্যমে বাহিত হয়ে নিষেক সম্পন্ন করে, সেই উদ্ভিদগােষ্ঠীকে ব্রায়ােফাইটা বলে।


বিস্তৃতি: ভেজা (আ), ছায়াচ্ছন্ন পরিবেশে, পাহাড়, মাটি, পাথরের গায়ে, গাছের গুঁড়ি, শাখাপ্রশাখায়, জলজ পরিবেশে ব্রায়ােফাইটা। গােষ্ঠীর উদ্ভিদ দেখা যায়। (আর্দ্র স্থলজ পরিবেশে জন্মালেও

নিষেকের জন্য এদের জলের প্রয়ােজন, তাই ব্রায়ােফাইটাকে উভচর উদ্ভিদও বলে।)


সাধারণ বৈশিষ্ট্যসমূহ (General Characters) :

(i) মসবর্গের অর্থাৎ, ব্রায়ােফাইটার অন্তর্গত সমাঙ্গদেহী (থ্যালােফাইটা) উদ্ভিদ অপেক্ষা উন্নত কিন্তু ফার্নবর্গের উদ্ভিদ (টেরিডােফাইটা) অপেক্ষা অনুন্নত।

ii) অধিকাংশ উদ্ভিদ থলজ। তবে বেশিরভাগ উদ্ভিদই ছায়াময় স্যাতসেঁতে স্থানে জন্মায়। উল্লেখ্য যে, এরা স্থলজ উদ্ভিদ হওয়া সত্ত্বেও নিষেককালে এদের জলের প্রয়ােজন হয়। এই কারণে এদের উভচর উদ্ভিদ (amphibian plant) বলে।

(iii) ব্রায়ােফাইটার জীবনচক্রে দু-রকম দেহ—লিঙ্গধর দেহ ও রেণুধর দেহ পরিলক্ষিত হয়।

লিঙ্গধর দেহ (Gametophyte) 

(iv) মসবর্গের প্রধান উদ্ভিদদেহটি লিঙ্গধর তাই এদের দেহকোশের ক্রোমােজোম সংখ্যা হ্যাপ্লয়েড।

(v) লিঙ্গধর উদ্ভিদদেহ সবুজ, স্বভােজী এবং স্বাবলম্বী।

(vi) লিঙ্গধর উদ্ভিদদেহ থ্যালাস প্রকৃতির (রিকসিয়া) অথবা কাণ্ড ও পত্রযুক্ত

(পােগানেটাম) হয়। এদের কাণ্ড ও পাতা আদর্শ কাণ্ড ও পত্রসদৃশ না

হওয়ায় এদের কাণ্ডসদৃশ অংশকে কলয়েড় (cauloid) এবং পত্রসদৃশ

অংশকে ফাইলয়েড (phylloid) বলে। অপরিণত অবস্থায় এদের

লিঙ্গধর দেহটি সূত্রবৎ হয়, তখন একে প্রােটোনিমা (protonema)

বলে।

(vii) মসবগীয় উদ্ভিদের লিঙ্গধর দেহকোশে মূল থাকে না, পরিবর্তে এককোশী

গুঞ্চরাইজয়েড (rhizoid) ও বহুকোশী শল্ক বা রােম (scales) থাকে। এদের

কাজ পুষ্টিরস শােষণ করা।

(viii) এদের জাইলেম ও ফ্লোয়েম কলা দিয়ে গঠিত সংবহন কলাতন্ত্র থাকে না।

পরিবর্তে সরল প্যারেনকাইমা কলা থাকে।

(ix) এদের অঙ্গজ জনন অঙ্গ হল—গেমা (gema) ও টিউবার (tuber)।


রেণুধর দেহ (Sporophyte) 8

(xv) ভূণ ক্রমশ বিভাজিত হয়ে রেণুধর উদ্ভিদদেহ গঠন করে। এদের রেণুধর দেহ ডিপ্লয়েড (2) প্রকৃতির।

(xvi) রেণুধর দেহ ক্যালিপট্রা (calyptra) নামক আবরণে ঢাকা থাকে।

(xvii) রেণুধর দেহ সবসময় লিঙ্গধর উদ্ভিদের সঙ্গে যুক্ত থাকে এবং লিঙ্গধর দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে।


◼️অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটিব্রায়ােফাইটার উদাহরণ দাও।

উত্তর:- Riccia,Marchantia. এরা লিভার ওয়ার্ট বা Liver wort নামে পরিচিত।




4.আথ্রোপােডা পর্বের যেকোনাে চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করাে। মারসুপিয়াম কী?

উত্তর:-

পর্ব-আর্থোপােডা (Arthropoda) :

বৈশিষ্ট্য:

(i) দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত।

(ii) সন্ধিল উপাঙ্গ উপস্থিত।

(iii) রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির।

(iv) এদের শ্বাস অঙ্গ ট্রাকিয়া (পতঙ্গ), বুকগিল (রাজ কাকড়া), বুক লাং (কাকড়া বিছে)।

(v) এদের রেচন অঙ্গ ম্যালপিজিয়ান নালিকা (পতঙ্গ), সবুজ গ্রন্থি (চিংড়ি), কক্সাল গ্রন্থি (কাকড়া বিছে)।


উদাহরণ : Periplaneta americana, Apis indica ইত্যাদি।


◼️মারসুপিয়াম কী? Marsupium

উত্তর:-  মেটাথেরিয়া জাতীয় স্তন্যপায়ী প্রাণীদের (স্ত্রী ) উদরের অঙ্কদেশ যে থলি দেখা যায় তাকে মারসুপিয়াম বলে।(Marsupium)



                                               [PAPER-II]

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :


১.দ্বিপদ নামকরণ বলতে কী বােঝ? সিনােনিম কী?

উত্তর:- দ্বিপদ নামকরণ (Binomial nomenclature) ল্যাটিন শব্দ bi = two বা দুই এবং nomen = name বা নাম]


ক্যারােলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের প্রবর্তক। তিনিই প্রথম 1753 খ্রিস্টাব্দে স্পিসিস প্ল্যান্টেরাম পুস্তকে উদ্ভিদের এবং 1758 খ্রিস্টাব্দে সিস্টেম ন্যাচুরি পুস্তকে প্রাণীর দ্বিপদ নামকরণ করেন।


সংজ্ঞা : দুটি পদের সাহায্যে জীবের (উদ্ভিদ ও প্রাণীর) বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলে, যার প্রথম পদটি গণ (genus) এবং দ্বিতীয় পদটি প্রজাতি (species)।


উদাহরণ: আম গাছের বৈজ্ঞানিক নাম—Mangifera indica Linn এবং মানুষের বৈজ্ঞানিক নাম—Homo sapiens L  এখানে Mangifera ও Homo দুটি হল গণ এবং indica ও sapiens দুটি হল প্রজাতি।

উভয়ক্ষেত্রেই শেষে Linn বা L আছে। এটি আবিষ্কর্তা Linnaeus-এর নামের সংক্ষিপ্তসার।


◼️সিনােনিম

উত্তর:- কোন একই প্রজাতির জীবের যদি একাধিক বিজ্ঞানসম্মত নামকরণ করা হয় তখন স্বীকৃত বা বৈধ নাম ছাড়া বাকী নামগুলোতে সিনোনিম বলা হয়।




২.জীববৈচিত্র্যের দুটি গুরুত্ব উল্লেখ করাে। গামা বৈচিত্র্য বলতে কী বােঝ?

উত্তর:- 

বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা  বাসস্থলে ষ জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা দেয় তাকে জীববৈচিত্র্য বলে।


◼️জীববৈচিত্র্যের  গুরুত্ব

I.বাস্তুতান্ত্রিক মূল্য: বাস্তুতান্ত্রিক স্থিতিশীলতা বজায় রাখতে জীব-বৈচিত্র বিশেষ ভূমিকা পালন করে।প্রত্যেকদিন বাস্তুতান্ত্রিক ভাবে একে অপরের উপর নির্ভরশীল।বাস্তুতন্ত্রের যে কোনো একটি উদ্ভিদ বা প্রাণী প্রজাতির বিলুপ্ত হওয়ার অর্থসংশ্লিষ্ট উদ্ভিদ বা প্রাণীর সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃংখল এর বিঘ্ন ঘটে।যার ফলে অন্যান্য নির্ভরশীল উপজাতিরাও তীব্র সংকটে পড়ে যায়। প্রজাতি বৈচিত্র্য যত বাড়বে বাস্তু তন্ত্রের স্থিতিশীলতা তত বাড়বে। তাই বাস্তুতন্ত্রের সার্বিক ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্রের গুরুত্ব অপরিসীম।


II.পরিবেশগত মূল্য:

পরিবেশ দূষণ রোধ করতে এবং পরিবেশ দূষণ রোধের মাধ্যমে জীবমণ্ডল সার্বিক সংরক্ষণ ও তার কার্যকারিতা বজায় রাখার জন্য জীব-বৈচিত্র অত্যাবশ্যক।


III.অর্থনৈতিক মূল্য:

মানুষ তার খাদ্য বস্ত্র বাসস্থান ওষুধপত্র প্রকৃতির জন্য সরাসরি প্রকৃতির উপর নির্ভরশীল।জীব বৈচিত্রের জন্যই মানুষ তার ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে সক্ষম হয়।মানুষ বৈচিত্র্যময় উদ্ভিদ প্রজাতি থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী ওষুধ কাঠ কাগজ তন্তু রবার আঠা ইত্যাদি পেয়ে থাকে। অন্যদিকে বিভিন্ন মাছ মাংস দুধ সামগ্রী চামড়া পালক ফুল মধু প্রভৃতির প্রাপ্তি প্রাণীবৈচিত্র্য জন্যই ঘটে।বিভিন্ন জীববৈচিত্রকে চিকিৎসা বিজ্ঞানের ব্যবহার করা হয়।এছাড়া জীবাণুর সুষ্ঠু ও নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের শিল্প সামগ্রী উৎপাদন করা হয়। এককথায় জীব-বৈচিত্র অর্থনৈতিকভাবে বহু গুরুত্বপূর্ণ সম্পদ মানুষকে উপহার দেয়।


৩,টেরিডােফাইটা উদ্ভিদের চারটি বৈশিষ্ট্য লেখাে। ব্রায়ােফাইটার অন্তর্গত উদ্ভিদদের উভচর উদ্ভিদ বলা হয় কেন?


উত্তর:-  সংজ্ঞা মূল কাণ্ড ও পাতায় বিবেচিত সংবহন কলা যুক্ত অপুষ্পক উদ্ভিদের ফার্নবর্গ বা টেরিডোফাইটা বলে

◼️ টেরিডোফাইটা বৈশিষ্ট্য


। সাধারণ বৈশিষ্ট্যসমূহ (General Characters:

(i) টেরিডােফাইটা তথা ফার্ন জাতীয় উদ্ভিদ সবুজ ও স্বভােজী এবং অপুষ্পক উদ্ভিদদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত। তবে ব্যক্তবীজী অপেক্ষা অনুন্নত।

(ii) বেশিরভাগ ফার্ন আর্দ্র ও ছায়াময় স্থানে জন্মায়। এরা বেশিরভাগই স্থলজ, তবে কিছু প্রজাতি ভাসমান জলজ উদ্ভিদরূপে এবং কিছু বৃক্ষ জাতীয় উদ্ভিদের ওপর পরাশ্রয়ীরূপে জন্মায়।

(iii) রেণুধর উদ্ভিদদেহ প্রকৃত মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।

(iv) বেশিরভাগ উদ্ভিদের কাণ্ড রাইজোম প্রকৃতির, কাণ্ড শাখান্বিত এবং শাখাবিহীন দ্বগ্র (dichotomous)।

(v) এদের পাতা দু-রকমের, যথা—ক্ষুদ্র ও সূক্ষ্ম (মাইক্রোফাইলাম)য়এবং বড়াে ও প্রসারিত (মেগাফাইলাম)। মেগাফাইলাম পাতা যৌগিক প্রকৃতির হয়। পাতা সবুজ এবং সালােকসংশ্লেষে

সক্ষম।

(vi) রেণুধর উদ্ভিদদেহে সংবহন কলাতন্ত্র বর্তমান। সংবহন কলা জাইলেম ও ফ্লোয়েম নিয়ে গঠিত। জাইলেমে ট্রাকিয়া এবং ফ্লোয়েমে সিভনল ও সঙ্গীকোশ থাকে না। সেলাজিনেলা (Selaginella), টেরিডিয়াম (Pteridium) প্রভৃতি কয়েকটি ক্ষেত্রে প্রাচীন প্রকৃতির ট্রাকিয়া থাকে।

(vii) সংবহন কলা মিলিত হয়ে কাণ্ডের কেন্দ্রে মজ্জাবিহীন বা মজ্জাযুক্ত কেন্দ্রীয় স্তম্ভ বা স্টিলি (stele) গঠিত হয়। ফার্ন জাতীয় উদ্ভিদদের কাণ্ডে বিভিন্ন প্রকার প্রােটোস্টিলি (protostele) এবং সাইফোনেস্টিলি (siphonostele) দেখা যায়।

(viii) দেহে গৌণ বৃদ্ধি ঘটে না।

(ix) এদের রেণুর (Spore) সাহায্যে অযৌন জনন সম্পন্ন হয়।

(x) রেণুগুলি রেণুস্থলীতে অবস্থান করে। রেণুস্থলী রেণুপত্রের কক্ষে উৎপন্ন হয়। রেণুস্থলী গুচ্ছকে সােরাস (sorus) বলে।

(xi) রেণুপত্রগুলি ঘনসন্নিবিষ্ট রেণুপত্ৰমঞ্জরি (cone or strobilus) গঠন করে। রেণুপমঞ্জরি বিভিন্ন আকৃতি ও গঠনযুক্ত হয়।

(xii) রেণুগুলি সমরেণু (homosporus) বা অসমরেণু (heterosporus) প্রকারের হয়। অসমরেণুর ক্ষুদ্রাকার রেণুগুলিকে পুংরেণু (microspore) এবং অপেক্ষাকৃত বড়ড়া আকারের রেণুগুলিকে স্ত্রীরেণু (megaspore) বলে।

(xii) সমরেণু অঙ্কুরিত হয়ে একই প্রকার লিঙ্গধর উদ্ভিদ গঠন করে। অসমরেণু অঙ্কুরিত হয়ে পুংলিঙ্গাধর উদ্ভিদ এবং স্ত্রীলিঙ্গাধর উদ্ভিদ সৃষ্টি করে। এদের প্রােথ্যালাস (Prothallus) বলে।

(xiv) লিঙ্গধর উদ্ভিদ সহবাসী ও ভিন্নবাসী হয়ে থাকে।

(xv) সহবাসী লিঙ্গধর উদ্ভিদে পুংধানী ও স্ত্রীধানী গঠিত হয়। পুংধানীতে শুক্রাণু এবং স্ত্রীধানীতে ডিম্বাণু সৃষ্টি হয়।

(xvi) জলের সাহায্যে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটে। অর্থাৎ, নিষেক সম্পন্ন হয়।

(xvii) নিষিক্ত ডিম্বাণু জ্বণ গঠন করে। ভূণ থেকে ডিপ্লয়েড রেণুধর দেহ সৃষ্টি হয়।

(xviii) টেরিডােফাইটার কখনও বীজ সৃষ্টি হয় না।


উদাহরণ (Examples): 

  • Drgopteris filixmas (ড্রায়ােপটেরিস),

  • Lycopodium claoattam (লাইকোপােডিয়াম),

  • Marselia minuta 

  • Equisetum debile (Epifarra)

  • Pteris vittata (Catal)


◼️ব্রায়ােফাইটার অন্তর্গত উদ্ভিদদের উভচর উদ্ভিদ বলা হয় । কারন

ব্রায়ােফাইটা  ভেজা (আ), ছায়াচ্ছন্ন পরিবেশে, পাহাড়, মাটি, পাথরের গায়ে, গাছের গুঁড়ি, শাখাপ্রশাখায়, জলজ পরিবেশে ব্রায়ােফাইটা। গােষ্ঠীর উদ্ভিদ দেখা যায়। (আর্দ্র স্থলজ পরিবেশে জন্মালেও নিষেকের জন্য এদের জলের প্রয়ােজন, তাই ব্রায়ােফাইটাকে উভচর উদ্ভিদও বলে।


৪. একাইনােডারমাটা পর্বের যেকোনাে চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করাে। এই পর্বের যেকোনাে একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখাে

উত্তর:-

পর্ব-একাইনােডার্মাটা (Echinodermata) :

বৈশিষ্ট্য:-

(i) দেহ কন্টকময় ত্বক দিয়ে আবৃত।

(ii) দেহে জল সংবহনতন্ত্র উপস্থিত।

(iii) গমন অঙ্গ নালিপদ।

(iv) দেহ পরিধি পাঁচটি অ্যাম্বুল্যাক্রা দ্বারা চিহ্নিত।

(v) ত্রিস্তরবিশিষ্ট প্রাণী এবং দেহ অরীয়ভাবে প্রতিসম।


উদাহরণ: Asterias rubens, Cucumaria frondosa ইত্যাদি।


◼️তারা মাছের বিজ্ঞানসম্মত নাম - Asterias rubens


৫. ম্যামেলিয়া শ্রেণির যেকোনাে চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করাে। হার্বেরিয়াম কী?

উত্তর:-

ম্যামেলিয়া (Mammalia) :

বৈশিষ্ট্য:-

(i) দেহ লােম দ্বারা আবৃত থাকে।

(ii) কর্ণছত্র ও পল্লবে লােম উপস্থিত থাকে।

(iii) স্তনগ্রন্থি থাকে, যা স্ত্রী প্রাণীদের ক্ষেত্রে সক্রিয়।

(iv) নীচের চোয়াল একটিমাত্র অস্থি দিয়ে গঠিত।

(v) দাত হেটারােডন্ট, ডাইফিডন্ট এবং থেকোডন্ট

প্রকৃতির।

উদাহরণ : Panthera tigris, Caoia porcellus ইত্যাদি।


◼️হার্বেরিয়াম (Herbarium)

সংজ্ঞা : যে স্থানে বা ঘরে (store house) বিশেষ ধরনের পুরু চওড়া কাগজে (হার্বেরিয়াম শিট) শুষ্ক প্রসারিত উদ্ভিদ নমুনাকে বিন্যাসবিধির সম্পূর্ণ তথ্যসহ এমনভাবে সংরক্ষণ করা হয়, যা সম্পূর্ণ উদ্ভিদটি বা তার অংশবিশেষ সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদানে সক্ষম, তাকে হার্বেরিয়াম বলে।


উদ্দেশ্য এবং গুরুত্ব : 

বিন্যাসবিধির বিভিন্ন অনুসন্ধানের কাজে, বিশেষ করে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলােচনার ক্ষেত্রে এটি খুবই কার্যকরী। উদ্ভিদ ও উদ্ভিদ অঙ্গ সম্বন্ধে প্রাথমিক তথ্য সরবরাহ করে।


  • উদ্ভিদের কোনাে নমুনার অঙ্কিত চিত্র, নমুনার বর্ণনা যথাযথ হল কিনা তা মিলিয়ে দেখে নেওয়ার জন্য হার্বেরিয়াম খুবই কার্যকরী ও সহজলভ্য হাতিয়ার।

  • কোনাে নতুন সাদৃশ্যযুক্ত

  • উদ্ভিদের নমুনার শনাক্তকরণের সময় চিহ্নিত নমুনা হিসেবে কাজে লাগে।

  • এর মাধ্যমে অর্থনৈতিকভাবে প্রয়ােজনীয় উদ্ভিদকে সহজে সাধারণ মানুষকে চেনানাে সম্ভব হয়।


আন্তর্জাতিক হার্বেরিয়াম

রয়্যাল বােটানিক গার্ডেনস, কিউ (Royal Botanic Gardens, Kew)পৃথিবীর বৃহত্তম হার্বেরিয়াম শিট সংরক্ষিত আছে—(75000) এবং 1,75,000 ছবি ও অঙ্কন চিত্র আছে।


জাতীয় হার্বেরিয়াম

 ইন্ডিয়ান বােটানিক্যাল গার্ডেন, শিবপুর

 হাওড়াতে সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম

 (Central National Herbarium)।










Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ১২ জুলাই, ২০২১ এ ১২:৫৭ PM

    Nice

Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now