SBI ক্লার্ক নিয়োগ 2021। 5237 টি শূন্যপদে নিয়োগ,আজ থেকে আবেদন শুরু

SBI ক্লার্ক নিয়োগ 2021। 5237 টি শূন্যপদে নিয়োগ,আজ থেকে আবেদন শুরু
SBI ক্লার্ক নিয়োগ 2021। 5237 টি শূন্যপদে নিয়োগ,আজ থেকে আবেদন শুরু

আজ (মঙ্গলবার, ২৭ এপ্রিল) প্রকাশিত হল SBI ক্লার্ক নিয়োগ 2021-এর বিজ্ঞপ্তি। জুনিয়র অ্যাসোসিয়েট পদের জন্য আবেদন করতে পারবেন চাকুরিপ্রার্থীরা। মোট শূন্যপদের সংখ্যা ৫,২৩৭টি। প্রতিটি রাজ্যের রয়েছে আলাদা আলাদা শূন্যপদ। 


🔷SBI ক্লার্ক পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ:-


◾আবেদন শুরু:- ২৭ এপ্রিল ২০২১

◾আবেদন  শেষ:  ১৭ মে ২০২১

◾প্রি-একজাম ট্রেনিংয়ের কল-লেটার ২৬ মে ২০২১

◾প্রিলিমিনারি পরীক্ষা:-  জুন ২০২১

◾মেইন‌ পরীক্ষা:- ৩১ জুলাই ২০২১



◼️যোগ্যতা (Eligibility Criteria):

◼️শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন স্নাতক বা সমতুল্য পাশ হতে হবে।


◼️বয়স :আবেদনকারীর বয়স  ১ এপ্রি,ল ২০২১ অনুযায়ী ২০ থেকে  ২৮ বছর পর্যন্ত হতে হবে।


◼️নিয়োগ পদ্ধতি ( Process):

এই চাকরির পরীক্ষার জন্য অনলাইনে পরীক্ষা হবে প্রিলিমিনারি ও মেইন। এবং পাশাপাশি স্থানীয় ভাষার উপরেও দক্ষতার পরীক্ষা হবে।


◾প্রিলিমিনারিতে  ইংরেজি, অঙ্ক ও রিজনিং‌ থাকে।  


◼️আবেদন ফি (Application fees) :

এই পরীক্ষায় জেনারেল/OBC এবং EWS-এর জন্য ৭৫০ টাকা ফি। SC/ ST/ PWD/ XS/DXS তালিকাভুক্তদের কোনও ফি লাগবে না।


🔷👉আবেদনকারীদের আবেদন করতে হবে sbi.co.in-

আরোও দেখুন ⬇️


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now