প্রোটোপ্লাস্ট ফিউশন কাকে বলে। What is Protoplast fusion in Bengali

প্রোটোপ্লাস্ট ফিউশন কাকে বলে। What is Protoplast fusion in Bengali

সংজ্ঞা: দুটি উদ্ভিদকোশের প্রােটোপ্লাস্ট (কোশপ্রাচীর বাদে বাকি কোশীয় অংশ) সংযুক্ত হতে দিয়ে দুটি জিনােমের মিশ্রণ ঘটানােকে প্রােটোপ্লাস্ট ফিউশন বলা হয়।


এর ফলে একটি নতুন বৈশিষ্ট্যযুক্ত হাইব্রিড’ উদ্ভিদকোশ সৃষ্টি হয়।

প্রোটোপ্লাস্ট ফিউশন কাকে বলে। What is Protoplast fusion in Bengali
প্রোটোপ্লাস্ট ফিউশন 


পদ্ধতি : দুটি কোশের প্রােটোপ্লাস্টকে সংযুক্ত রেখে, ভৌত বা রাসায়নিক উদ্দীপক প্রয়ােগ করলে কোশ দুটি মিলে যায় ও তাদের জিনবস্তু একত্রিত হয়।


প্রয়ােগ : 

(a).উদ্ভিদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর ক্ষেত্রে প্রােটোপ্লাস্ট ফিউশন পদ্ধতিটি প্রয়ােগ করলে জিন স্থানান্তর, জিনের প্রকাশ, পর্যবেক্ষণ ইত্যাদি কাজে সুবিধা হয়। 


(b) স্বাভাবিক বা প্রাকৃতিক সংকরায়ণ সম্ভব না।

হলে দুটি নিকটবর্তী প্রজাতির মধ্যে প্রােটোপ্লাস্ট ফিউশন ঘটিয়ে সংকর উদ্ভিদ সৃষ্টি করা যায়।


(c) প্রােটোপ্লাস্ট ফিউশনের মাধ্যমে দুটি পৃথক গণভুক্ত ঈস্ট (Candida এবং Endomycopsis)-কে একত্রিত করা গেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now