ভারতের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা ও কোন কোন দেশের সীমানায় অবস্থিত পিডিএফ।important international border in India in Bengali

 পৃথিবীর কোন কোন দেশের মধ্যে কোন আন্তর্জাতিক সীমারেখা অবস্থিত। list of national board in World Pdf in Bengali


Hello Dear Students,

   আজ আমি আপনার ভারতের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা ও কোন কোন দেশের সীমানায় অবস্থিত পিডিএফ ডাউনলোড। important international border in India list pdf in Bengali,Bharatera gurutbapurṇa antarjatika simarekha pdf শেয়ার করছি। আগত  যেকোনো competitive examএর বা Wbcs,SSC,TET,RRB NTPC, Group-D এর  পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ বাংলাতে পশ্চিমবঙ্গের WBCS ,WBP,NTPC, পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কয়েকটি আন্তর্জাতিক সীমারেখার নাম ও তাদের অবস্থান , বিখ্যাত ভারতীয় নেতাদের স্মরণীয় স্থান তালিকা ,Important GK2021 question in Bengali pdf টি আপনাদের খুব সাহায্য করবে।  তাই সময় নষ্ট না করে নীচের লিঙ্কটিতে ক্লিক করে সম্পূর্ণ ফ্রি পিডিএফ ফাইল সংগ্রহ করুন

      --------আন্তর্জাতিক সীমারেখা---------


1.জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর:-ইউরােপ ও আফ্রিকা


2.মালাক্কা প্রণালী কোন কোন দেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর:-মালয়েশিয়া ও সুমাত্রা


3.ইংলিশ চ্যানেল কোন কোন দেশের আন্তর্জাতিক সীমারেখা?

 উত্তর::-ইংল্যান্ড ও ফ্রান্স


4.ম্যাকমােহন লাইন কোন কোন দেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর::- ভারত ও চীন


5. গ্রেট চ্যানেলকোন কোন দেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর::- গ্রেট চ্যানেল


6. সমব্রেরাে চ্যানেল কোন দ্বীপের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ


7.ম্যাগিনট লাইন কোন কোন দেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর: ইতালি, জার্মানি ও ফ্রান্স


৪. তিনবিঘা করিডর কোন কোন দেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর:- ভারত ও বাংলাদেশ


9. ইংলিশ চ্যানেল কোন কোন দেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর: ইংল্যান্ড ও ফ্রান্স 


10. পক প্রণালী কোন কোন দেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর:-ভারত ও শ্রীলঙ্কা


11. সাত-এল-আরব কোন কোন দেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর::- ইরান ও ইরাক


12.১০ ডিগ্রীচ্যানেল কোথায় অবস্থিত?

 উত্তর: আন্দামান ও নিকোবর


13.৯ ডিগ্রী চ্যানেল কোথায় অবস্থিত?

উত্তর::- লাক্ষাদ্বীপ ও মিনিক্যদ্বীপ


14. ৮ডিগ্রীচ্যানেল কোন কোন দ্বীপের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর: ভারত (মিনিক্যদ্বীপ) ও মালদ্বীপ

15. লােহিত সাগর কোন কোন মহাদেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর: এশিয়া ও আফ্রিকা


16. হিন্ডেনবার্গ লাইন কোন কোন মহাদেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর: জার্মানি ও পােল্যান্ড


17. লাইন অফ কন্ট্রোল কোন কোন দেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর:-ভারত ও পাকিস্তান


18. ডানকান প্যাসেজ কোন কোন মহাদেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর: সাউথ আন্দামান ও লিটল আন্দামান


19. ম্যানারহাম লাইন কোন কোন মহাদেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর:-রাশিয়া ও ফিনল্যান্ড


20. সেগফ্রেড লাইন কোন কোন মহাদেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর: জামানি ও ফ্রান্স


21. ১৬ তম প্যারালাল কোন কোন মহাদেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর::-নামিবিয়া ও অ্যাঙ্গোলা


22.১৭ তম প্যারালাল কোন কোন মহাদেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর::- উত্তর ও দক্ষিন ভিয়েতনাম


23. 28 তম প্যারালাল কোন কোন দেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর::- ভারত ও পাকিস্তান।


24. ৩৭ তম প্যারালাল কোন কোন দেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর::- ভারত ও মায়ানমার


25. ৩৮ তম প্যারালাল্ কোন কোন মহাদেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর::- উত্তর ও দক্ষিন কোরিয়া


26. ৪৯ তম প্যারালাল কোন কোন মহাদেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর: কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র


27. ডুরান্ডলাইন কোন কোন দেশের আন্তর্জাতিক সীমারেখা?

উত্তর::-ভারত ও আফগানিস্তান


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- list of  important international border in India in Bengali

File Format:- Pdf

Quality:- High

File Size:-  20kb

File Location:- Google Drive



Downloadclick gHere to Download


Related Posts


A. সমস্ত গুরুত্বপূর্ণ নোটপত্র একত্রে ডাউনলোড করুন click here



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now