Primary TET environmental studies model question answer 2021। প্রাইমারি টেট পরিবেশবিদ্যা মডেল প্রশ্ন উত্তর।

Primary TET environmental studies model question answer 2021। প্রাইমারি টেট পরিবেশবিদ্যা মডেল প্রশ্ন উত্তর

Hello students,

বর্তমানে কম বেশি সকলেই  competitive exam এর জন্য Preparation [Primary TET]শুরু করে দিয়েছে। .যদি তুমি একজন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তাহলে তুমি  একদম ঠিক জায়গায় এসেছো । আজ  আমরা তোমাদের   জন্য নিয়ে এসেছি পরিবেশবিদ্যা ছোটো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ বা Environmental studies important short Question answer pdf in bengali ,টি ডাউনলোড করে প্রাকটিস করুন .এবং আর পরবর্তী সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য PDF গুলি পাতে আমাদের websiteএ এ প্রতিদিন ভিজিট করুন

Primary TET environmental studies model question answer 2021। প্রাইমারি টেট পরিবেশবিদ্যা মডেল প্রশ্ন উত্তর।
Primary TET environmental studies model question answer 2021। প্রাইমারি টেট পরিবেশবিদ্যা মডেল প্রশ্ন উত্তর।

1.মানবদেহে চেতনা, অভ্যন্তরীণ যন্ত্র ও তন্ত্রের মধ্যে সমন্বয় ও পরিবেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখে

(A) স্নায়ুতন্ত্র

(b) শ্বসনতন্ত্র

(c) পরিপাকতন্ত্র

(d) জননতন্ত্র


2. প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয় কোন অঙ্গের মাধ্যমে ?

(a) গুরুমস্তিষ্ক

(b) মধ্যমস্তিষ্ক

(c) লঘুমস্তিষ্ক

(d সুষুম্নাকাণ্ড


3.হাইপারমেট্রোপিয়া রােগে চোখের চশমায় কোন্ লেন্স ব্যবহৃত হয় ?

a) উত্তল লেন্স

(b) অবতল লেন্স

(c) বাইফোকাল লেন্স 

(d) কোনােটিই নয়



4.1986 খ্রিস্টাব্দে কোথায় ভারতের সর্বপ্রথম বায়ােস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয় ?

(a) সুন্দরবনে।

(b) নীলগিরিতে

(c) নন্দাদেবীতে

(d) মিনামার উপকূলে


5, রডােডেনড্রন প্রজাতি দেখতে পাওয়া যায় নীচের কোন অঞ্চলটিতে ?

(a)পূর্ব হিমালয়

(b) পশ্চিমঘাট পর্বতমালা

(c) ইন্দোবাসা অঞ্চল 

(d) সুন্দাল্যান্ড


6. বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ হয় কোনটির মাধ্যমে ?

(a) জিন ব্যাঙ্ক

(b) জিন লাইব্রেরি

(c) হারবেরিয়াম

(d) কোনােটিই নয়


7. সংরক্ষণের ইন-সিটু পদ্ধতির উদাহরণ হল-

(a) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

(b) কলাপালন

(c) উদ্ভিদ উদ্যান

(d) ন্যাশনাল পার্ক


8. কোর জোন, বাফার জোন দেখা যায়—

(a)বায়ােস্ফিয়ার রিজার্ভে 

(b) স্যাংচুয়ারিতে

(c) টাইগার রিজার্ভে 

(d) ন্যাশনাল পার্কে


9. জীববৈচিত্র্যের অন্তর্গত ওষধি গুণসম্পূর্ণ একটি উদ্ভিদ হল—

(a) সর্পগন্ধা 

(b), অর্কিড 

(c) সেগুন 

(d) পেঁপে


10. সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়, তাকে বলে—

(a) আলফা বৈচিত্র্য 

b) বিটা বৈচিত্র্য

(c) গামা বৈচিত্র্য

(d) ডেল্টা বৈচিত্র্য


11. অত্যাধিক জনসংখ্যা বাড়ার কারণ—

(a) মৃত্যুহার কমে যাওয়া

(b) জন্মহার কমে যাওয়া

(c) রােগ নিরাময় হার কমে যাওয়া

(d) প্রাকৃতিক বিপর্যয় কমে যাওয়া


12. জীব পরিবেশ থেকে গৃহীত মৌলিক উপাদানগুলিকে পরিবেশে ফিরিয়ে দেয়-

(a) শ্বসন ক্রিয়ার মাধ্যমে 

(b) সালােকসংশ্লেষের মাধ্যমে

(c) রেচন ক্রিয়ার মাধ্যমে 

(d) বিপাক ক্রিয়ার মাধ্যমে

 

13. বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেনের শতকরা পরিমাণ হল-

(a) 0.03%

(8) 77.17%

(c) 20.60%

(d) 0.04%


14.তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ধোঁয়া থেকে অধিক পরিমাণে থাকে----

(a) নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড

(b) হাইড্রোজেনের বিভিন্ন অক্সাইড

(c) কার্বনেট যৌগ

(d) বাইকার্বনেট যৌগ


15. আকাশে বিদ্যুৎক্ষরণ হলে মাটিতে কোন মৌলের পরিমাণ বৃদ্ধিপাবে ?

(a) অক্সিজেন

(b)নাইট্রোজেন

(c)ফসফরাস

(d) পটাশিয়াম


16. কোন্ ব্যাকটেরিয়া বায়ুর গ্যাসীয় নাইট্রোজেন (N)-কে মাটিতে নাইট্রেট (NO) যৌগে পরিণত করে?

(a) মৃতজীবী ব্যাকটেরিয়া

(b) মিথােজীবী ব্যাকটেরিয়া

(c) অ্যামােনিফাইং ব্যাকটেরিয়া

(d নাইট্রোজনে স্থিতিকারী ব্যাকটেরিয়া


17. শিম্বগােত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাসরীতিকে বলা হয়—

(a) অ্যামােনিফিকেশন

(b) নাইট্রিফিকেশন

(c)সিমবায়ােসিস বা মিথােজীবিতা

(d) ডিনাইট্রিফিকেশন


18. প্রাণের উৎপত্তির জন্য প্রথম যে যৌগ সৃষ্টি হয়, তা হল-

(a) প্রােটিন ও অ্যামাইনাে অ্যাসিড

(b) ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল

(c) ইউরিয়া ও নিউক্লিক অ্যাসিড

(d) নিউক্লিক অ্যাসিড ও প্রােটিন


19. পৃথিবীতে জৈববৈচিত্র্যের কারণ হল—

(a) অভিযােজন

(৮) অভিব্যক্তি

(c) প্রজনন

(d) অতিপ্রজনন


20. পৃথিবী সৃষ্টির মতবাদ ‘বিগ ব্যাং'-এর প্রবক্তা হলেন—

(a) চার্লস অ্যাবে

(b) অ্যাবে লেমাইটার

(c) চার্লস ডারউইন

(d)কান্ট


21. প্রাণের রাসায়নিক উৎপত্তির প্রথম ধাপ হল

(a) কোয়াসারভেট উৎপাদন।

(b) প্রােটিনয়েডের উৎপত্তি

(c) সরল জৈব যৌগের উৎপত্তি

(d) জটিল জৈব যৌগের উৎপত্তি





22, প্রাণীর বৃদ্ধি সবচেয়ে ভালাে হয় সেটি হল-

(a) 15-20°C

(b) 20-26°C

(9) 25-30°C

(d) 35-40°C


24.বৃদ্ধির যে দশায় বৃদ্ধির হার খুব কম থাকে, তাকে বলে---

(a) সীমিত বৃদ্ধিকাল

(b) বিলম্বকাল

(c) দ্রুত বৃদ্ধিকাল

(d) স্থিনাকাল


25.ছবির সাহায্যে শিখনের ক্ষেত্রটির মাধ্যমে কীসের ভিত্তি করা যেতে পারে ?

(a) আলােচনা

(b) নিরীক্ষণ এবং তার রেকর্ড করা

(c) নিজেকে প্রকাশ করা

(d) একটিও নয়


 26. প্রদর্শনকে নিম্নলিখিত কোন্ বিষয়ের পরিচায়ক বলা যেতে পারে?

(a) উপস্থাপনায় আসা

(b) জ্ঞান আহরণ করা

(c) কার্যকুশলতার দ্বারা শিখন

(d) নির্দিষ্ট সময়ে ফলাফল নির্ধারণ করা


27.ছাত্রদের পাঠ্যক্রমে পরিবেশ বিজ্ঞানবিদ্যা অন্তর্ভুক্তিকরণের প্রধান উদ্দেশ্য কী ?

(a) এর দ্বারা পরিবেশ সম্পর্কে শিক্ষা হয়

(b) এটি আনন্দদায়ক

(c) (a) এবং (b)

d) কোনােটিই নয়


28. বিভিন্ন অঞ্চলকে ভ্রমণ করাকে কী জাতীয় উপস্থাপনা বলা হয় ?

(a) নির্দিষ্ট সময়ে ফলাফল নির্ধারণ করা

(a) কার্যকারিতার দ্বারা সিদ্ধান্ত গ্রহণ

(c) কার্যকুশলতার দ্বারা শিখন

(d) দর্শনের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ


28. জাতীয় উদ্যানে যাবার সময় কাকে একটি সুসংস্কৃত ব্যবহার হিসেবে চিহ্নিত করা হয়?

(a) চারিদিকে আবর্জনা ছড়িয়ে দেওয়া

(b) কোনাে জীবজন্তুদের প্রতি অসদাচরণ না করা

(c) জীবজন্তুদের প্রতি প্রস্তর বর্ষণ

(d) ওপরের সবকটিই


30. কোন সংস্থার দ্বারা দূষণ নিরােধক বিষয়গুলি প্রযুক্ত হয়েছে ?

(a) Central Bureau of Investigation

(b) Indian Council of Agriculture Research

(c) Central Pollution Control Board

(d) All of the above


Related Post:


  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now